নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।
"শেখ হাসিনা বাংলাদেশ-ভারত সীমান্তের নো-ম্যানসল্যান্ডে ঘোরাফিরা করেছে; আশা করছে, যদি কোন বিএসএফ ধাক্কা দিয়ে বাংলাদেশ সীমান্ত প্রবেশ করার ব্যবস্হা করে;" ইহা ছিলো ১ জন "নতুন মুক্তিযোদ্ধা" ব্লগারের হিউমার।
খুবই লজ্জার বিষয় যে, ৫ বারের প্রধানমন্ত্রীকে এভাবে পালাতে হয়েছে; মগজ না'থাকলে অপমানিত হতে হয়। শেখ হাসিনা ভারত থেকে এসেছিলো, আবার ভারতেই চলে গেছে! ভারত শেখ হাসিনাকে থাকতে দেয়ায় আপনি কি খুব রেগে গেছেন ভারতের উপর?
আসলে, মোদীর সরকার ও ভারতের বর্তমান জেনারেশনের ভারতীয় কুটনীতিবিদরাও শেখ হাসিনার ভারতে যাওয়াটাকে পছন্দ করছে না; কারণ, তারা জানে যে, বর্তমান বাংগালীদের ৯৯% ভারত-বিরোধী, ইহার উপর আবার শেখ হাসিনা ভারতের ঘাঁড়ে।
ভারতের একাংশ শেখ হাসিনাকে পছন্দ করে; তবে, তারা এখন দুর্বল অংশ, কংগ্রেস। শেখ হত্যার পর, ইন্দিরা বুঝতে পেরেছিলেন যে, শেখ হাসিনার পক্ষে কেহ নেই, তাকে রক্ষা করার দরকার আছে ও বাংলাদেশের মিলিটারীকে পাকী প্রভাব থেকে মুক্ত করার দরকার আছে; সেজন্য তিনি শেখ হাসিনাকে ৫ বছর লালন পলান করে, সামান্য কিছু কৌশল শিখায়ে নেকড়ের গুহায় পাঠায়েছিলেন।
ইন্দিরা বেঁছে থাকলে, শেখ হাসিনার বেকুবীগুলো তিনি বুঝতে পারতেন ও সংশোধনে সাহায্য করতেন; ইন্দিরা ভালো রাজনীতিবিদ ছিলেন শেখ হাসিনার বিপক্ষে মামলা হয়েছে, উনার উচিত হবে, এসে মামলা হ্যান্ডলিং করা। এতে ভারতের উপর অনেক বাংগালীর রাগটা কমে আসবে।
১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৩
সোনাগাজী বলেছেন:
বাংলাদেশের শিক্ষা ব্যবস্হা ডাক্তার বানাতে পারে না, ইহা শুধু কসাই বানাতে জানে।
ব্লগে ১ ডাক্তার আছেন, বিদেশে থাকেন, এখন "নতুন মুক্তিযোদ্ধা" হয়ে গেছেন নিজে নিজেই।
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৩৬
কামাল১৮ বলেছেন: ভারত তাকে আশ্রয় দিয়ে মানবিক কাজ করেছে।আমেরিকা বৃটেন তাকে ঢুকতে না দিয়ে অমানবিক কাজ করেছে।অথচ তারাই মানবিকতার কথা বলে বেশি।
ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে বাংগলাদেশের সরকার উগগ্রিব।নয়তো গার্মেন্টস শিল্প ধ্বংস হয়ে যাবে।
১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৩৯
সোনাগাজী বলেছেন:
গার্মেন্টস কি কারণে ধ্বংস হবে?
আমেরিকা ও াকিস্তান মিলে কোমলমতিদের তৈরি করেছে; আমেরিকা বা তাদের মিত্ররা শেখ হাসিনাকে নেবে না, এবং হাসিনাও ওসব দেশে যাবে না।
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৩৬
রবিন_২০২০ বলেছেন: ভারতের উপর রাগ করার কি আছে ? এটাই তো ভারতের আসল রূপ। সেই জন্মের পর থেকে শুনে আসছি বাংলাদেশিরা দুস্কর্ম করে ভারতে পালিয়ে যায়।
১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৫২
সোনাগাজী বলেছেন:
বাংলাদেশী যারা আসল ক্রিমিনাল, তারা পালায় লন্ডন, আমেরিকা, কানডায় ও আরবে।
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২০
কাছের-মানুষ বলেছেন: শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে নিশ্চয় মোদিজির সঙ্গে ফোনে কথা বলেছেন! তাকে গ্রিন সিগন্যাল দেওয়ার পরই তিনি ভারতে গিয়েছেন! ভারত এখানে ভুল করেছে, তাকে যদি বাংলাদেশেই থাকতে বলত এবং আন্তর্জাতিক আইনি সহায়তার প্রস্তাব দিত, তাহলে ভালো হতো! শেখ হাসিনা পালিয়ে না গিয়ে যদি সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে আশ্রয় নিতেন, তাহলে তার দলের এই করুণ অবস্থা হতো না, আর তার রাজনৈতিক পথও খোলা থাকত!
শেখ পরিবারের রাজনীতিতে ফেরা কঠিন হবে। শেখ হাসিনার দেশে ফেরার মোটিভেশন ছিল ৮০-এর দশকে, কিন্তু এখন সেই ধরনের জয়ের কোনো মোটিভেশন নেই। তার বিলিয়ন ডলার, গাড়ি, বাড়ি, সবই আছে, তাই দূর থেকেই হুংকার দেবে। জেল বা জরিমানার ভয়ে দেশে ফিরবেন না, যতক্ষণ না ক্ষমতায় আসার সুযোগ থাকে।
১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৫৬
সোনাগাজী বলেছেন:
শেখ হাসিনাকে উনার ঘনিষ্ট সামরিক অফিসারেরা বলেছে যে, উনি সময় মতো সরে যেতে না'পারলে, সম্ভবত: উনি প্রাণ হারাবেন।
শেখ পরিবারের লোকজনকে দেশ থেকেই বের করে দেয়ার দরকার: শেখ রেহানা, উহার ছেলে, জয়, তাপস ও আরো ২/৩ ডজন শেখরা দেশের যেই পরিমাণ সম্পদ ডাকাতী করেছে, উহার দ্বারা ২/৩ কোটী মানুষের জন্য চাকুরী সৃষ্টি করা যেতো।
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:০৪
কামাল১৮ বলেছেন: গার্মেন্টসের বেশির ভাগ উঁচ্চ পর্যায়ের কর্মকর্তা ও টেকনিশিয়ান ছিলো ভারতের।তারা বেশিরভাগ ভারতে চলে গেছে।উন্নতমানের কাপড় ও অনেক কাঁচামাল আসতো ভারত থেকে সেটা বন্ধহয়ে যাবে।
ব্যপক হারে গার্মেন্ট শিল্প গড়ে তোলছে ভারত,আমাদের অর্ডার অনেক কমে গেছে ।আমেরিকার লাল তালিকা ভুক্ত হওয়ায় ক্রেতারা আসতে নিরাপত্তাবোদ করছে না।আরো এনেক কারণ আছে।
২০ শে সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৬:৩৩
সোনাগাজী বলেছেন:
লাল তালিকা তুলে নেবে, এখন আমরা আমেরিকার মাথা ব্যথায় পরিণত হয়েছি; আমাদেরকে চালানো ওদের ও পাকিস্তানের দায়িত্ব।
৬| ২০ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৪৩
আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: কারো ভালো লাগা বা খারাপ লাগায় কিছু যায় আসে না। শেখ হাসিনা ভারতে গেছে, এছাড়া আর কোনো উপায় ছিলোনা। ৫ বারের প্রধানমন্ত্রী আর কোন দোশকে কনভিন্স করতে পারেনি। বেলারুশ, আজারবাইজান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উগান্ডা কিংবা নেপাল। কেউ দয়া দেখালোনা। ভারতই ভরসা।
কাগু, আপনার বয়সের সাথে মিলবে। এক কাজ করেন বিয়ে করে স্পাউস ভিসায় আমেরিকা নিয়ে আসেন উনাকে।
আমরা তখন গলাবাজি করতে পারবো, "শেখ হাসিনা আমাদের চাচীআম্মা। আমাদের সামুতোকাকা সোনাগাজীর ওয়াইফ!"
২০ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৪৫
সোনাগাজী বলেছেন:
চিটাগং শহরে নোয়াখালীর মানুষের কোন দাম নেই কেন? নিজকে দিয়ে বুঝেন।
৭| ২০ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৫১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
গার্মেন্টস শিল্পে ভারতীয় কর্মকর্তা, কাপড়, কাঁচামাল আর এক্সরসরিজ আমদানীর বক্তব্যটা সঠিক নয়।
উনি হয়তো ভুল জানেন কিংবা মিথ্যা বলছেন।
গার্মেন্টস শিল্পের জন্য কর্মকর্তা ভারতের চেয়ে শ্রীলঙ্কান বেশি। ওরা ভারতীয়দের চেয়ে পারদর্শী। আর কাপড় আর কাঁচামাল আমদানীর ক্ষেত্রে বাংলাদেশে চায়নার উপর ৮০ ভাগ নির্ভরশীল এবং কাপড়ের জন্য ভারতের চেয়ে পাকিস্তান এগিয়ে।
২০ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৫
সোনাগাজী বলেছেন:
আমি জানি, গার্মেন্টস নিয়ে উনার সঠিক ধারণা নেই।
৮| ২০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১১
কামাল১৮ বলেছেন: রেমন্ড কোথাকার গ্রুপ।তারা তাদের শিল্প কারখানা ও বিনিয়োগ সব নিয়ে ভারতে চলে আসছে।এমন আরো অনেক গ্রুপ আছে তাঁরাও চলে আসার পায়তারা করছে।
শেখ হাসিনার সময় তারা যতটা নিরাপদ মনে করতো এখন কোন নিরপদই মনে করে না।চীনারা বা শ্রীলঙ্কনারই বা কোন ভরসায় তাকবে।যেখানে বাঙ্গালিরাই থাকতে ভরসা পাচ্ছে না।
জাপানিরা নিরাপত্তা ছেয়েছে আর্মির কাছে তারা আরেকটা হলি আর্টিজানের ভয় পাচ্ছে।
স্বপ্নবাজ দৃষ্টি আরেকটু দুরে দেন তবে ভালো দেখতে পাবেন।গাজী সাহেবের দৃষ্টি আমেরিকার দিকে।খবর রাখেন,ভারত সরকার গার্মেন্ট শ্রমীকদের মজুরির অর্ধের সরকার দিবে যাতে তৈরি পোশাকের দাম কম থাকে।
আর বিশ্বব্যাক আর আইএমএফ এর চাপে যদি গার্মেন্ট শ্রমিকদের ট্রেডইউনিয়ন করতে দেয় তখন গার্মেন্টসের অবস্থা কি হবে।বাংলাদেশ থেকে ভারতে আমেরিকার সার্থ্য অনেক বেশি।
২০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১৯
সোনাগাজী বলেছেন:
আমেরিকা ও পাকিস্তান মিলে বাংলাদেশকে যাদের হাতে দিয়েছে এরা দেশ চালাতে পারবে না জামাত-শিবির ও বিএনপি'র জংগী আচরণের কারণে। শেখ হাসিনাকে সরানোর দরকার ছিলো আওয়ামী লীগের ও কলকারখানার অভিজ্ঞ লোকজনের সমম্বয়ে।
গার্মেন্টস'এর অনেক মালিক পকেটের ক্যাশ এখন ব্যবসাতে বিনিয়োগ করবে না; সবকিছুইতেই এনার্খী।
৯| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:০৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
@ ব্লগার কামাল ,
ব্লগে আমি স্বপ্নবাজ সৌরভ। এই বাইরে আমার জগৎ আছে , পড়াশোনা আছে কিছুটা হলেও অভিজ্ঞতা আছে। গার্মেন্টস শিল্পে আছি ১০/১২ বছর ধরে। কিছুটা হলেও জানি।
ব্লগে আমি এইসব নিয়ে লিখিনা। ১২ বছরে এই শিল্প নিয়ে লিখতে গেলো আমার পোস্ট এর সংখ্যা অনেক হতো। কিন্তু আমি এইসব নিয়ে লিখি না।
"স্বপ্নবাজ দৃষ্টি" শব্দটা বললেন বলে জানিয়ে দিলাম।
একটু খোজঁ নিন -
১. পাকিস্তান থেকে গার্মেন্টেস শিল্পের জন্য যত ফেব্রিক আসে তার অর্ধেকও ভারত থেকে আসেনা।
২. চায়না থেকে যত এক্সরসরিজ বাংলাদেশে আসে তার ৫ ভাগ ও ভারত থেকে আসে না।
৩. গার্মেন্টস শিল্পে যত শ্রীলংকান কর্মকর্তা আছে যার ১ ভাগও ভারতীয় নয়।
লেখক বলেছেন:
আমি জানি, গার্মেন্টস নিয়ে উনার সঠিক ধারণা নেই।
ধর্ম সম্পর্কে উনার কিছুটা ধারণা আছে যদিও তবে সেটা সঠিক কিনা বিবেচ্য!
২১ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:১৭
সোনাগাজী বলেছেন:
"আপনার অভিজ্ঞতাজ্ঞ আছে যেই বিষয়ে, আপনি সেই বিষয়ে লেখেন না; যেগুলোতে অভিজ্ঞতা নেই, সেগুলো লিয়ে লেখেন"; এটা ১টি বড় ধরণের সমস্যা।
ভুয়া মফিজ, ঢাবিয়ান, অপু, শেরজা, করুণাধারা, জটিলভাই, নীল আকাশ, প্রমুখের একই সমস্যা; এরা যা ভালোভাবে বুঝে না, সেটা নিয়ে লেখে।
১০| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:০৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আজ শুয়ে শুয়ে একটি বিষয় চিন্তা করে দেখলাম- ইমরান খান এবং শেখ হাসিনার মধ্যে একটি মিল আছে!
উভয়েই প্রকাশ্যে আমেরিকার বিরোধিতা করে তীব্র বাক্য বান ছুড়েছিলেন।
সেটার ফলাফল দু'জনেই পাচ্ছেন ।
সত্যিকার অর্থে আমেরিকার বিরোধিতা করে তৃতীয় বিশ্বের কেউই ক্ষমতায় টিকে থাকতে পারেন বলে মনে হয় না।
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:৩৯
সোনাগাজী বলেছেন:
শেখ হাসিনাকে মার খাওয়ায়েছে উনার বোন, ছেলে, বোনের ছেলে, ও শেখ বংশের চোর ডাকাতেরা; ব্যুরোক্রেট ও ব্যাংকের অফিসারদের ডাকাতী উনি টের পাননি।
১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৩৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার বিভিন্ন সুত্র থেকে জানা,
প্রাক্তন প্রধানমন্ত্রী ৫ম বারের সংসদ জয়ের পূর্ব থেকে
অহংকারে নিমজ্জিত হয়েছিলেন এবং উনার চারিদিক যে বলয়
তৈরী হয়েছিল তাতে স্বাভাবিক ও সত্য বিষয়টি জানতে পারতেন না ।
......................................................................................................
অতিমাত্রায় গোয়েন্দা তথ্য বিশ্বাস করতেন ।দলের মুখপাত্রর মুখরোচক কথায়
আনন্দ পেতেন যা উনার পতনের ঘন্টা বাজায়েছে ।
২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৪৯
সোনাগাজী বলেছেন:
ব্যুরোকরেটরা ও মিলিটারীর অফিসারেরা নিজেদের ডাকাতী চাপা দেয়ার জন্য উনাকে পতনের দিকে নিয়ে গেছে।
©somewhere in net ltd.
১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশের কোন মানুষ আর চিকিৎসার জন্য ভারত যাবে না ।
সিঙ্গাপুর যাবে তারা।