নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

কোমলমতিদের নিয়ে আমি কি বলেছিলাম?

২০ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৫৪



আমি বলেছিলাম যে, এরা ভয়ংকর, এরা জাতিকে ধ্বংস করে দেবে।

ড: ইউনুসের সরকারকে, বিশেষ করে ড: ইউনুসকে এখন খুবই দরকার; উনাকে টিকিয়ে রাখতে হলে, কোমলমতিদের থামাতে হবে; কিভাবে ইহা সম্ভব, সেটা ড: ইউনুসকেই ভেবে বের করতে হবে। খুবই কৌশলের সাথে ২/১ জন করে এদেরকে ফোকাস থেকে সরায়ে অন্য কাজে নিয়োজিত করতে হবে; এরা নিজ অজ্ঞতায় নিজেরাই ঝরে পড়বে; এগুলো দেশের জন্য ভয়ানক লোকজন।



গত দেড়মাস আমি সেমিব্যানে আছি; উপরের ছবিতে আমার ব্লগিং ষ্টা্াটাস দেখুন; বলা হচ্ছে, আমি "সেফ (সেইফ )" মানে আমার লেখা সামনের পাতয় যাবে, আমি কমেন্ট করতে পারবো। কিন্তু আমাকে সেমিব্যানে রেখেছে সামুটিম, কমেন্ট করতে পারি না, লেখা সামনের পাতায় যায় না; এগুলো কি সঠিক কাজ?

সোস্যাল মিডিয়াকে সন্মান করেন। "নতুন" বাংলাদেশ হলো, আমাদের জন্য "নতুন" সামুটিম নেই?


মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:১৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনি মোডারেটরের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করতে পারেন।

২০ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:২৫

সোনাগাজী বলেছেন:



আপনাকে ধন্যবাদ।

আমি চাচ্ছি না; দেশের কোমলমতিদের নিয়ে আমার ও সামুটিমের মাঝে মিল নেই।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:১৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



প্রথমে ইমেইল করুন। যদি ৩ দিনের মাঝে রিপ্লাই না আসে, তাহলে ফোনে যোগাযোগ করুন।

২০ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:২৩

সোনাগাজী বলেছেন:




আপনাকে ধন্যবাদ।

আমি কোনটাই করতে চাই না; উনি অনেক বড় দায়িত্বে আছেন, উনাকে আধুনিক মানুষ হতে হবে।

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:১৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনি কি কোন নোটিশ পেয়েছিলেন?

২০ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:২৪

সোনাগাজী বলেছেন:




নোটিশ পেয়েছি।

সামু টিমে অদক্ষ লোকজন আছেন।

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:২৮

কামাল১৮ বলেছেন: কোমলমতিদের মতো আচরণ করলেতো আপনি শেষ।জনগনকেই তারা রেহাই দিচ্ছে না।
আপনি বলেছিলেন তারা ইউনুসকে পিটিয়ে মারবে,কিন্তু তারাতো জনগনকে পিটিয়ে মারছে,ইউনুসের সহায়তায়।

২০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৫০

সোনাগাজী বলেছেন:



এগুলো পাকিস্তানী কমান্ডো, ড: ইউনুস এদের ভয়ে চুপ করে আছেন; উনাকেও এরা আক্রমণ করবে ওদের সুযোগ মতো।

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৫৫

মামুন ইসলাম বলেছেন: দেশটা শেষ হয়ে যাচ্ছে।

২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:২২

সোনাগাজী বলেছেন:



দেশ এখন ষেনাবাহিনী ( আমেরিকার কন্ট্রোলে ), পাকিস্তানী আইএসআই ও পাকী কমান্ডোদের হাতে আছে।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:৪৪

জনারণ্যে একজন বলেছেন: @ সোনাগাজী, মন খারাপ করার কিছু নেই। এখন তো দেখলাম মন্তব্য করতে পারছেন, যদিও তা কাইন্ড অফ ফ্লাডিং।

ভাতের হোটেলে ওয়েটার ঠেঙ্গানোর (রূপকার্থে) অভিজ্ঞতা নিয়ে হঠাৎ করে টুকটাক ক্ষমতা পেলে এটাই স্বাভাবিক, এর চেয়ে ভালো কিছু আশা না করাই বেটার।

২১ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:০১

সোনাগাজী বলেছেন:



আপনার প্রশ্মফাঁস ব্লগিং'এর জন্য ধন্যবাদ; নীচে আপনার বলগিং:

পোস্ট করেছি: ০টি
মন্তব্য করেছি: ৩৩৬টি
মন্তব্য পেয়েছি: ০টি
ব্লগ লিখেছি: ১১ মাস ৩ সপ্তাহ

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:০১

কিরকুট বলেছেন: জাতি এখন শেষ নিঃশ্বাস নিচ্ছে। বাংগালী জাতির জানাজায় শরিক হোন।

২১ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪২

সোনাগাজী বলেছেন:




আন্দোলনের ১ম দিন থেকে আমি টের পেয়েছিলাম যে, যারা আন্দোলন চালাচ্ছে, তারা তাদের পরিচয় লুকায়েছে, এরা সাধারণ ছাত্র নয়।

শেখ হাসিনার পতন হয়েছে ভালো হয়েছে; তবে, আন্দোলন হয়েছে পাকিস্তান ও আমেরিকার ডিজাইন ও অংশ গরহনে।

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:২৩

সন্ধ্যা প্রদীপ বলেছেন: আপনি কিভাবে আগে টের পেয়ে গেলেন?
আমরা কেন বুঝতে পারলাম না।ঠিক কোন বিষয়গুলো দেখে আপনার সন্দেহ হয়েছিল?

২১ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৬

সোনাগাজী বলেছেন:




এখন সঠিকভাবে বুঝেছেন কিনা?

আমি বুঝেছি যে, আন্দোলনরতদের পুলিশের সামনে নেয়া হয়েছিলো যাতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়; বিপুল পরিমাণ ছাত্র নিহত হলে, মানুষ রাষ্তায় নামবে।

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:০৩

রাজীব নুর বলেছেন: আপনি কেমন আছেন?

২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:২১

সোনাগাজী বলেছেন:



আমি মোটামুটি ভালো, শরীরে সমস্যা আছে। আপনি নিজের চাকুরী রক্ষা করেন ও পরিবার দেখেন; দেশ পাকিস্তানের ও আমেরিকার হাতে আছে, আমাদের মানুষের ভবিষ্যত ভালো নয়।

১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:৫৫

সন্ধ্যা প্রদীপ বলেছেন: আমি এতটা আশা করিনি।পুরো ব্যাপারটা সাজানো এটা মনে হয়নি।এখন মনে হচ্চে পুরোটাই সাজানো আর নাটক। অনেক যত্নে প্লান করা।মাঝখানে কিছু লোক মরা গেল। যারা মরেছে বা পঙ্গু হয়েছে লস তাদের।
আমরা মগা হয়েছি---যারা এখনো গলার রগ ফুলিয়ে তর্ক করে যাচ্ছে বা সুশীল সেজে বসে আছে তারা কি হবে সেটাই দেখার জন্য অপেক্ষা করছি।

২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৫:৫৮

সোনাগাজী বলেছেন:



শেখ সাহেব জাতিকে শিক্ষিত করা চেষ্টা করেননি, উনার মেয়ে শিক্ষাকে শুন্যতে নিয়ে এসেছিলো; তাই জাতি জ্ঞানহীন; এই সুযোগে পাকিস্তান আমাদেরকে রাস্তায় নিয়ে এসেছে।

১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৪১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এখন পাকিস্হানে যেতে ভিসার দরকার নেই ।
ভারতের ভিসার চুড়ান্ত কড়াকড়ি ।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৪৭

সোনাগাজী বলেছেন:



হাজার হাজার শিবির পাকিস্তানে গিয়ে কমান্ডো ট্রেনিং নিয়ে এসেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.