নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

কমেন্ট-ক্ষমতা ফিরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ

২১ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৩২



কমেন্ট ক্ষমতা ফিরিয়ে দেয়ার জন্য সামুটিমকে ধন্যবাদ; আমার লেখা যাতে সামনের পাতায় যায়, সেটার ব্যবস্হা করার জন্য অনুরোধ করছি।

পোষ্ট পড়লে, ফিডব্যাক করার জন্য আমি খুবই সরল বাংলায়, ছোট কমেন্ট করে থাকি; সামুর ব্লগারদের বিষয়ভিত্তিক লেখায় ৯০ ভাগ ক্ষেত্রে সিমানটিক ভুল থাকে; এজন্য বেশীরভাগ লেখা পাঠক পায় না। ৫০ ভাগ লেখা ভুল ধারণার উপর ভিত্তি করে লেখা হয়; যেসব প্রতিষ্ঠিত বিষয় আছে, সেগুলোকে নিয়ে লজিকহীন ভাবনা, ব্যাখ্যা পরিবেশন করা হয়।

আজকে তানভীর জুমারের পোষ্ট পড়েছেন? উনি লিখেছেন যে, শেখ হাসিনা পালিয়ে যাবার পর, আন্দোলনরত লোকজন গণভবনে প্রবেশ করে, খুশীতে সেজদায় পড়ে ছিলো! আমি দেখলাম ৯০ ভাগ লোকজন কিছু একটা নিয়ে পালাচ্ছিলো, চোখের সামনে চুরি করলো! দেখেন, তানভীরের লেখা কিভাবে অপধারণা দিয়ে থাকে!

তানভীরের লেখায় কারা কমেন্ট করেন? উনার মতো লোকজন, যারা সঠিকভাবে ভাবতে পারেন না, সঠিকভাবে কমেন্ট করতে জানেন না; এগুলো ব্লগিং নয়।

আমি সঠিকভাবে পড়ার চেষ্টা করি, সঠিকভাবে কমেন্ট করার চেষ্টা করি


মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:২৩

আঁধারের যুবরাজ বলেছেন: খুশি হয়েছি ,একটু আগে দেখলাম আপনি মন্তব্য করেছেন। আশা করছি দীর্ঘ সময় মন্তব্য করার সুবিধাটুকু বজায় রাখবেন।

২১ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৪

সোনাগাজী বলেছেন:



অনেক ধন্যবাদ, আমি জানি আপনি ও আরো সামান্য কিছু চান যে, আমি যেন আমার কমেন্ট ক্ষমতা না'হারাই। কিন্তু বাংগালীদের ৯০ ভাগই গার্বেজ কমেন্ট করেন। আপনি পদাতিক চৌ:, সোনাবীজ, নীল আকাশ, ভুয়া মফিজ, ঢাবিয়ানের মন্তব্য দেখেছেন? এদের মন্তব্য আমার পোষ্টের চেয়ে বড়, কিন্তু গার্বেজ। সবাই ঐ ধরণের গার্বেজ কমেন্টে অভ্যস্ত।

সামুটিমের ২ জন সদস্য, অপু ও শায়েমার মন্তব্য দেখেছেন? এগুলো মন্তব্য? উনারা চান যে, আমি উনাদের মতো মন্তব্য করি; আমি উনাদের মতো মন্তব্য করিনা বলেই, উনারা আমাকে কমেন্টব্যান করেন।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৬

গেঁয়ো ভূত বলেছেন: বাংগালীদের ৯০ ভাগই গার্বেজ কমেন্ট করেন। আপনি পদাতিক চৌ:, সোনাবীজ, নীল আকাশ, ভুয়া মফিজ, ঢাবিয়ানের মন্তব্য দেখেছেন? এদের মন্তব্য আমার পোষ্টের চেয়ে বড়, কিন্তু গার্বেজ। সবাই ঐ ধরণের গার্বেজ কমেন্টে অভ্যস্ত।

সামুটিমের ২ জন সদস্য, অপু ও শায়েমার মন্তব্য দেখেছেন? এগুলো মন্তব্য? উনারা চান যে, আমি উনাদের মতো মন্তব্য করি; আমি উনাদের মতো মন্তব্য করিনা বলেই, উনারা আমাকে কমেন্টব্যান করেন।


আপনার মতে অনেকেই 'গার্বেজ' লিখে, অথচ আপনিই আবার বেশিরভাগ সময় এই 'গার্বেজ' ব্লগারদের নামোল্লেখ করেই মন্তব্য করেন, তাহলে আপনার এধরণের মন্তব্য গুলোও কি 'গার্বেজ' নয়?

২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৩১

সোনাগাজী বলেছেন:



সামু ব্লগের পুরো ব্লগিংটা ভুল পথ অনুসরণ করছে; এখানে জ্বীন সম্পর্কে যিনি প্রমাণ দাঁড়া করান, তিনিই ( সাড়ে চুয়াত্তর ) আবার রাজনৈতিক পোষ্ট লেখেন ; যিনি মিলিটারী কেন ক্ষমতা কেড়ে নিচ্ছে না বলে আক্ষেপ করেন ( ঢাবিয়ান, মেঠোপথ ), তিনি আবার গণতন্ত্র চান; এগুলো হচ্ছে গার্বেজ। এগুলো নিয়ে আমি কথা বলি, আপনি তো এসব বুঝার কথা নয়।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:২৬

কামাল১৮ বলেছেন: নাম ধরে নেগেটিভ মন্তব্য করলে আবার ব্যন হবেন। এটাকে ব্যক্তি আক্রমন ধরা হয়।

২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৩৩

সোনাগাজী বলেছেন:



ব্লগিং'এ নাম নিতে হয়; ঢাবিয়ান যদি "আন্দোলন বিরোধী" ও "নতুন" বাংলাদেশ বিরোধীদের লিষ্টে আমার নাম যোগ করে, আমাকে ঢাবিয়ানের নাম নিতে হবে; ইহা ব্লগিং'এর অংশ।

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:৩২

চারাগাছ বলেছেন:
ভারতে ইলিশ পাঠানো আর আপনার কমেন্ট ব্যান তুলে নেয়া দুটোই দরকার ছিল তবে।

২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:৩৭

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ।

ব্লগে কেহ সঠিক কমেন্ট করতে চাহে না; গার্বেজ পড়ে, উহা নিয়ে উহ আহ করেন ৬০ ভাগ ব্লগার।

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৩৭

রবিন_২০২০ বলেছেন: সামুর প্রথম পাতা কনসেপ্টটা একটা ডিসক্রিমিনেশন ছাড়া আর কিছু না। এমনতো না যে প্রথম পাতা মানে হচ্ছে সেরা লেখা। দুনিয়ার উদ্ভট রাজনৈতিক লেখা আর কবিতা দিয়ে ভরা থাকে সেটা।

২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৫

সোনাগাজী বলেছেন:




এগুলো কবিতা নয়, গার্বেজ।

ঢাবিয়ান, ভুয়া, অপু, জটিল ভাই, নীল আকাশ, শেরজা, প্রমুখ ভাওতাবাজি করে, এরা কি করে রাজনীতি বুঝবে ও রাজনীতি নিয়ে লিখবে?

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




অভিনন্দন

২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:১৭

সোনাগাজী বলেছেন:



সামুটিম আসলে সোস্যাল মিডিয়া চালালনোর মত দক্ষ নন।

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৪৪

এমএলজি বলেছেন: আপনাকে কমেন্ট করার ক্ষমতা ফিরিয়ে দেয়া ঠিক হয়নি। আপনি আমার Latest পোস্টে ঘোরতর আপত্তিকর কমেন্ট করেছেন। এডমিন-এর দৃষ্টি আকর্ষন করছি।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:০৫

সোনাগাজী বলেছেন:



আপনাকে সামুতে গার্বেজ লিখতে দেয়াটা বেকুবী।

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৫০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আবার ফিরে দেখা ।
........................................................
স্বাগতম ফিরে আসার জন্য !!!
তবে এরই মধ্যে দেখলাম আপনার বেশ কিছু মন্তব্য সামু মুছে দিয়েছে
আবার সর্তক নোটিশ দিয়েছে ।
সুতরাং আক্রমন্তাক কথা পরিহার করে ,
চলমান ঘটনার আলোচনায় আসুন, যা আমাদের সকলকে জ্ঞান চর্চায়
সহায়তা করবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.