নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।
কোমলমতিরা সাহসের পরিচয় দিচ্ছে, ক্রমেই নিজের পরিচয় দিচ্ছে। ব্লগের ১ কোমলমতি নিজের পরিচয় দিয়েছে; বাকীরা কি লজ্জায় ভেঁড়ার চামড়া পরে থাকবেন, নাকি নিজেদের পরিচয় দেয়ার শুরু করবেন?
শেখ হাসিনা পালিয়ে প্রানে বেঁচে গেছেন; না'হলে, উনার নামও "নতুন শহীদদের"(?) লিষ্টে যোগ হতো! এখন রাষ্ট্রের তরফ থেকে উনার বিচার হওয়ার দরকার; উনার বিচার না'হলে, ৮০০ জনের বেশী মানুষ কিভাবে, কার হাতে প্রাণ হারালো, সেটা পরিস্কার হবে না। উনি সাহসী মানুষ, বিচার শুরু হলে, উনি দেশে এসে বিচারের সম্মুখীন হবেন, আশাকরি। বিচারে উনার ফাঁসী হবে না।
আন্দোলনের প্যাটার্ণ দেখেই, ১ম দিনই আমি আন্দোলনকারীদের চিনতে পেরেছি; আন্দোলনের দরকার ছিলো; বিএনপি-জামাত-শিবির ঈদের পরে অনেক অনেক আন্দোলন করেছে; কিন্তু তাদের প্রতি মানুষের আস্হা ও বিশ্বাস না'থাকাতে মানুষ রাস্তায় নামেনি, আন্দোলন সফল হয়নি।
এবার "কোমলমতির" আন্দোলন করায় ও আশাতীতভাবে বেশী প্রাণহানীর কারণে মানুষ রাস্তায় নেমেছে; মানুষ রাস্তায় নামাতে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছেন ও উনার ডাকাত সরকারের পতন হয়েছে। আমি আজকে ১০ বছর বলে আসছি যে, উনার সরকারের যেদিন পতন হবে, সেদিনই সব দোষ "আপার দোষ" হয়ে যাবে।
যা ঘটার ঘটে গেছে, শিক্ষাদীক্ষাহীন, বেকুব জাতি এর থেকে বেশী আশা করতে পারেনা। জাতি এখন মালিকবিহীন ভেঁড়ার দল, যার মাঝে ভেড়ার চামড়া পরিহিত নেকড়ে আছে দলে দলে।
তবে, জাতির বুদ্ধিমান অংশ কোমলমতিদের চিনে গেছে অনেক আগেই; চিনতে পেরে এখন জাতি শক ও ভয়ের মাঝে আছে।
২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২২
সোনাগাজী বলেছেন:
আপনি দ্বীপে আছেন; ওরা শিবির; এর বাইরে শক্ত বেকার যুবকদেরও রিক্রুট করা হয়েছিলো; কোমলমতিরা ক্রমেই পরিচয় দিবে যে, ওরা শিবির।
২| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৫৬
আদিত্য ০১ বলেছেন: দেশ থ হলেও, মহাজাগতিক চিন্তা মুরুব্বির মতে ২০২৪-এ কোমলমতিরা নাকি ১৯৭১ মুক্তিযোদ্ধাদের চাইতেও বড় হিরো, ভারতে ইলিশ দেওয়া বা ভারতকে কিছুই দেওয়া মানে ডিপ্লোমেসি, আসিফে বা পিনাকির ভার*ত ব*য়*কট ডাক কইগেলো,
ঢাবিয়ানের মতে দেশ ১ মাসে ১ আলোকবর্ষ সমান আগাইছে,
এখন বৈষম্যবিরোধী নামক দলটি (ঢাবি ও জাবিতে পুলিশ আটক করেছে,দেশের আনাছে কানাচে এমন মৃত্যুর মিছিল কিন্তু ছেড়ে দিবে) যে নিরপরাধ মানুস মারছে, এরা মুক্তিযোদ্ধা! প্রতিদিন ২/৩ জনের বেশি (কমই বলছি, এর বেশি হবে) মানুস বৈষম্যবিরোধী নামক মানুসখেকো দলটির হাতে মরছে। পার্বত্য মারা গেছে ৫ জনের বেশি।
৫ আগস্টের পর বিচারবহির্ভূত গনহত্যা হচ্ছে, হিসাব করলে ১ হাজার ছাড়িয়ে যাবে, এগুলো নিয়ে লেখতে ভয় পান কেন, সারজিস নাহিদ সবাইকে এই গনহত্যাগুলোর জন্য বিচার কাঠগড়ায় দাড়াতে হবে, তাদের অবস্থা যেন এই মব ভায়োলেন্সে মত হতেও পারে।
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:২৬
সোনাগাজী বলেছেন:
শুরুতে দেশের ৯০ ভাগ মানুষ এদের চেনেনি ও জানতো না যে, এদের পেছনে কে আছে। এখন মানুষ বুঝেছে; কিন্তু এখনো ভীত; শীঘ্রই মানুষ তাদেরকে তাদের আগের যায়গায় বসায়ে দিবে।
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:০৩
আদিত্য ০১ বলেছেন: দেশে এতটা ভয়ানক বিচারহীনতা বা অরাজকতা চলছে, যে কারও ওপর একটু জীদ থাকলে, আওয়ামীলীগ ট্যাগ দিয়ে মব ভায়োলেন্স করে মারছে, মৃত্যুর নিশ্চিত করার জন্য কইয়েক দফায় পিটায়, আগে পুলিশ ছিলো, এখন সেটাও নেই, বিচার বা প্রশান কিছুই নাই, মানে কাউকে মারার প্ল্যান করছে, মেরে ফেলছে, পুলিশকে তো আগেই ভেঙ্গে দিয়েছে
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:২৭
সোনাগাজী বলেছেন:
মিলিটারী শক্ত ভাষায় পুলিশকে পুনরায় তাদের পজিশনে আনেনি। মিলিটারী অফিসারেরা বিক্রয় হয়ে গেছে সৈনিকেরা চাকুরীর ভয়ে আছে।
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:২৩
বঙ্গদুলাল বলেছেন: দেশে মূলত আছেই ২টা ছাত্র সংগঠন!
১. ছাত্রলীগ
২. ছাত্রশিবির
সমন্বয়কদের মধ্যে অল্প কিছু আছে ছাত্রলীগ। বাকি সব ছাত্রশিবির!আম বাম কিছু আছে ওরাও ছাত্রলীগ নয়ত শিবির!
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:২৮
সোনাগাজী বলেছেন:
ওগুলো হচ্ছে জাষদ'এর ছাত্রলীগ।
৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:৩০
চারাগাছ বলেছেন:
ডক্টর ইউনুস সাহেবের সরকার বড় জোর কয় মাস আছে বলে আপনার ধারণা?
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:২৯
সোনাগাজী বলেছেন:
উনি শিবিরমুক্ত হতে পারলে, যতদিন বেঁচে আছেন, ততদিন থাকবেন।
৬| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:০০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনার ভাবনা সঠিক।
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:৩০
সোনাগাজী বলেছেন:
আমাকে নতুন মুক্তিযোদ্ধারা তো রাজাকার বানায়ে দিচ্ছিলো।
৭| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:০৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আজ শুয়ে শুয়ে একটি বিষয় চিন্তা করে দেখলাম- ইমরান খান এবং শেখ হাসিনার মধ্যে একটি মিল আছে!
উভয়েই প্রকাশ্যে আমেরিকার বিরোধিতা করে তীব্র বাক্য বান ছুড়েছিলেন।
সেটার ফলাফল দু'জনেই পাচ্ছেন ।
সত্যিকার অর্থে আমেরিকার বিরোধিতা করে তৃতীয় বিশ্বের কেউই ক্ষমতায় টিকে থাকতে পারেন বলে মনে হয় না।
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:৩১
সোনাগাজী বলেছেন:
ইমরান খান ক্ষমতায় এসেছিলো মিলিটারীর সিলেকশানে, ওদের মিলিটারী আমেরিকার কমান্দডে ছলে; শেখ হাসিনার মিলিটারী আমেরিকা কিনে নিয়ে গেছে।
৮| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:২৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন ওস্তাদ আমরা খুব ভয়ে আছি জানিনা দেশটার ভবিষ্যতে কি হয় এদেশের মানুষের হয়ত সামনে খুব করুন অবস্থা দেখতে হবে বা পার করতে হবে। আগেই দেশের মানুষ ভালো ছিল দুই চারটা মানুষ ঘুম খুন হলেও জিনিসপত্রের দাম আকাশছোঁয়া হলেও মানুষের মাঝে কোনো হতাশা ছিলনা। ধুর আগেই ভালো ছিলাম।
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৭
সোনাগাজী বলেছেন:
১৯৭১ সালে পাকিস্তান ভেংগে বাংলাদেশ হওয়ায় কি অনেক মনোকষ্টে ছিলেন?
৯| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:০৪
রাসেল ০০৭ বলেছেন: কোমলমতিরা যদি সবাই শিবিরও হয় তাতে কি ছেড়া গেলো।
মুক্তিযোদ্ধাদের কি রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড দেখে যুদ্ধে নিসিলো ?
আপা এতই সাহসী মানুষ প্রাণের ভয়ে লেজ গুটাই পালাইসে।
তথাকথিত রাজাকাররাও তো এভাবে পালায়নাই।
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪০
সোনাগাজী বলেছেন:
১৯৭১ সালে যে রাজাকারের পালিয়েছে, তার প্রমাণ হলো ব্লগে কোন রাজাকার কোন পোষ্ট দেয় না; তারা তাদের কমান্ডার ও যুদ্ধের বীরত্ব নিয়ে পোষ্ট লিখে না।
রাজাকারদের যুদ্ধ নিয়ে ১টি পোষ্ট লেখেন।
১০| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আদিত্য ০১ এটা কার মান্টি নিক? ইহা তো ১ মাসেই বড় ব্লগার হয়েগেছে। বর্তমান ইউনুস সরকারের এই কয়দিনে ১ হাজারের উপর লোক মারা গেছে; তাই কী?
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪১
সোনাগাজী বলেছেন:
ঢাবিয়ান, অপু, ভুয়া, জটিল ভাই ও আরো অনেকের মালটি আছে।
১১| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৪২
রাসেল পাটোয়ারী বলেছেন: আপনার লেখাটা প্রথম পাতায় খুঁজে পেলাম না কিন্তু আলোচিত পাতায় । ব্লগে আমি নতুন
তাই ব্লগ সম্পর্কে আমার ধারনা মানে আমি বুঝি কম । বুঝতেছিনা ব্লগ অ্যাডমিনরাও কি
দুর্নীতিগ্রস্ত হলেন কি না ? দেশে যেদিকে তাকাই দুর্নীতি ছাড়া কিছুই চোখে পড়েনা ।
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪২
সোনাগাজী বলেছেন:
আমাদের জাতি ৪০ ভাগ মানুষ ক্রাইম করে জীবন যাপন করছে।
১২| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:০৪
কলমনাই বলেছেন: ওস্তাদ,
ঢাবিয়ান ত এরশাদ অয়া গেছে!
মহাজাগতিক নতুন নকিব গং
শিবিরের ল্যাঞ্জা লইয়া চিন্তায় আছে
আপ্নে বস্ আপ্নে গুরু
আপ্নে শুরু থাইকা কইতাছেন
কোমলমতি কোমলমতি না
কোমলমতি শিবির
কোমলমতি আইএস
কোমলমতি জেএমবি
কোমলমতি হিযবুল্লাহ
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:১৫
সোনাগাজী বলেছেন:
ঢাবিয়ান, জুল ভার্ণ, শেরজা, ভুয়া, অপু, জটিলভাই, এদের ভাবচিন্তা নীচু মানের।
পাকিস্তান আমাদের উপর প্রতিশোধ নিয়েছে; ১টা ভালো কাজ হয়েছে, শেখ হাসিনার ছেলে, বোন, বোনের ছেলে, তাপসের মতো ডাকাতরা ক্ষমতাচ্যউত হয়েছে।
১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৪৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: জামায়াত-শিবির যা করেছে সেটা নিজেদের আত্মরক্ষার জন্য করেছে। সেই সাথে রাজাকার হয়ে তারা প্রধান শত্রুর গায়ে হানাদারের লেবেল লাগাতে পেরেছে।
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৫৯
সোনাগাজী বলেছেন:
জামাত-শিবিরকে ব্যব হার করে পাকিস্তান ১৯৭১ সালের পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে।
১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৩৯
কিরকুট বলেছেন: আপনার তালিকায় ভেড়ার চামড়া পরে থাকা শিবির এর সত্যপথিক শ্যায়ান কে যোগ করে নিন৷
১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৪২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
কিরকুট, সত্য একদিন প্রকাশ হবেই।
আপনার মতো গর্দভ যতই সত্যের মুখ চেপে রাখেন না কেন। সত্য তাঁর গতিতে চলবে।
আতংকিত হবেন না।
১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০২
কিরকুট বলেছেন: বুদ্ধির ঢেকি শ্যাইয়ান @ সত্য প্রকাশিত৷ একদিন হবে এই হবের আর টাইম নাই৷
১৭| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০৪
কিরকুট বলেছেন: মহাজাগতিক চিন্তা বলেছেন: জামায়াত-শিবির যা করেছে সেটা নিজেদের আত্মরক্ষার জন্য করেছে। সেই সাথে রাজাকার হয়ে তারা প্রধান শত্রুর গায়ে হানাদারের লেবেল লাগাতে পেরেছে
একদম সঠিক বলেছেন @মহাজাগতিক। এটা ছিলো বাংগালীদের বোকা বানিয়ে তার নিজের পেছনে নিজে বাশ দেবার প্রক্রিয়া৷
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:০১
সোনাগাজী বলেছেন:
দেখেন, ওরা কিভাবে পুরো জাতিকে বেকুব বানায়েছে; ইডিয়ট জাতির কেহই ঠিক মতো পড়ালেখা করেনি।
১৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৬:৩৭
কামাল১৮ বলেছেন: থ হয়ে গেলে চলবেনা।ঘুরে দাঁড়াতে হবে।এ ভাবে চলতে দেয়া যায় না।
২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৬:৫৬
সোনাগাজী বলেছেন:
ঘুরে দাঁড়ানোর জন্য অর্গেনাইজ করার মতো কোন রাজনীতিবিদ নেই
১৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৪২
রাসেল ০০৭ বলেছেন: লেখক বলেছেনঃ
১৯৭১ সালে যে রাজাকারের পালিয়েছে, তার প্রমাণ হলো ব্লগে কোন রাজাকার কোন পোষ্ট দেয় না; তারা তাদের কমান্ডার ও যুদ্ধের বীরত্ব নিয়ে পোষ্ট লিখে না।
সোনাদা দেখি ব্লগটাকেই দুনিয়া ভেবে বসে আছে ?
২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৭
সোনাগাজী বলেছেন:
ব্গ হচ্ছে শিক্ষিত বাংগালীদের ছোট মিলনমেলা; এখানে কোন রাজাকার তার ১৯৭১ সালের "অবদানের" গল্প লেখে না; এমন কি ২০২৪'এর কোন "নতুন মুক্তিযোদ্ধা"ও তার কাহিনী লিখবে না।
২০| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:১০
আদিত্য ০১ বলেছেন: সৈয়দ মশিউর রহমান মত বেমালদের জন্য এখন ব্লগাররাও ভয়ে থাকবে, সময়ে সাথে বেমাল থেকে ভালো হতে হবে, সময় সব এক থাকবে না, অরাজকতা আর কোনটা গণহত্যা, আর বিচার সবকিছুরই হবে!
২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৪৩
সোনাগাজী বলেছেন:
আন্দোলনের আনন্দ হারিয়ে গেছে, স্বাধীনতাকামীদের জন্য ভয়ংকর কিছু অপেক্ষা করছে।
২১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:০২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভাঙ্গা গড়ার মধ্য দিয়ে জীবন বহমান ।
..............................................................
তবে গনতন্ত্রহীন দেশে এমন অরাজকতা ও নির্মমতা
আসবেই ।
তাই গনতন্ত্রর সাথে সাথে সভ্য মানসিকতার আবশ্যকতা আছে ।
না হলে ধর্মীয় শাসন আসবেই ।
২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৪৫
সোনাগাজী বলেছেন:
ভাঙ্গা গড়ার মধ্য দিয়ে জীবন বহমান; ইহা পশ্চিমের জন্য; আমাদের মানুষ ভাংগার মাঝে পড়লে, ওখানেই সমাধি।
©somewhere in net ltd.
১| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:১২
বঙ্গদুলাল বলেছেন: এতো বড় একটি আন্দোলন, আপাকে জান বাঁচাতে পালাতে হলো।এতো এতো আন্দোলনকারী, নেতার মাঝে নানান দলের লোকজন থাকবে, ফুয়েল দি্বে এটাতো স্বাভাবিক লাগছে আমার কাছে।সমন্বয়ক সারজিস সরাসরি ছাত্রলীগ সদস্য।মূলত আন্দোলনে লিড দেওয়া বলতে কিছু নেই।ওরা এতো বড় কেউ ছিল না।মানুষকে আপনি কিছু বড় করে বললে আপনার কথাও শুনতো তখন;পরিস্থিতিই এমন হয়ে গেছিল।বাম, ডান, আস্তিক নাস্তিক, হেফাজত, তসলিমা সবাই পূর্ণ সমর্থন দিসে আন্দোলনে।