নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

পাকিস্তান বারবার ১৯৭১ সালের পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে।

২২ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১২



**** আমার ফ্রন্টপেইজ-ব্যান তুলে নেয়ার জন্য অনুরোধ করছি ****

শেখ সাহবের দেশ চালনার দক্ষতা খুবই কম থাকায়, আমেরিকার সাহায্য নিয়ে, পাকিস্তান আমাদের সেনাবাহিনীকে কন্ট্রোল করে, ১৯৭৫ সালে বড় ধরণের প্রতিশোধ নিয়েছে।

পাকিস্তান এবারও শেখ হাসিনার অজ্ঞতা ও উনার জনবিরোধী সরকারের ডাকাতীর সুযোগকে কাজে লাগিয়ে, কোটা আন্দোলনের নাম করে, বড় ধরেণের প্রতিশোধ নিয়ে, দেশকে এনার্খীর মাঝে ডুবায়ে দিয়েছে।

শেখ হাসিনা বারবার প্রাইম মিনিষ্টার হওয়য় ব্যুরোক্রেটরা, ব্যাংক ডাকাতেরা, বসুন্ধরা, খুলনা পাওয়ার, সামিট, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো, কলকারখানা খোলার নামে করে জাতির সম্পদ-লুটেরারা, সরকারী কর্মচারীরা, পুলিশরা, মিলিটারী ও আওয়ামী লীগের ডাকাতেরা ক্রমাগতভাবে জাতির সম্পদ লুট করছিলো। কোটা আন্দোলনের নামে পাকিস্তান তার প্রতিশোধ নিয়েছে; সাইড এ্যাপেক্ট হিসেবে আমরা কিছুটা উপকৃত হয়েছি, শেখ হাসিনার ডাকাতদের থেকে সাময়িকভাবে মুক্ত।

কিন্তু আমরা ভালো হাতে নেই; ড: ইউনুস রাজনীতি জানেন না; তিনি পাকিদের ও আমেরিকান এজেন্টদের হাতে এখনো আটকা আছেন। কোমলমতিরা দেশ উদ্ধার করেনি, তারা পাকীদের সাথে মিলে শেখ হাসিনার উপর প্রতিশোধ নিতে গিয়ে আমাদের সামান্য উপকার করেছে; কিন্তু ওদর মাথায় মগজ নেই, ওরা আমাদের জাতিকে ক্রমেই এনার্খীর মাঝে ডুবিয়ে দেবে; তাই আপনারা ভাবেন, ভেবেচিন্তে লিখেন; ঢাবিয়ান, সাড়ে চুয়াত্তর, জুল ভার্ণ, জটিল ভাই, শেরজা, নীল আকাশের মতো গার্বেজ ভাবনা নিয়ে লাফাবেন না।

জা্তি ভয়ংকর সমস্যায় আছে: আমাদের শিক্ষার মান কম হওয়ায়, দেড় মাসেও ৯০ ভাগ ব্লগার বুঝতেও পারেননি যে, আসলে দেশে কি ঘটেছে।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:২৬

আঁধারের যুবরাজ বলেছেন: @আমার ফ্রন্টপেইজ-ব্যান তুলে নেয়ার জন্য অনুরোধ করছি

- তাদের সমস্যা ছিল আপনার করা মন্তব্য নিয়ে। সেটাই যখন এখন করতে পারছেন... , আশা করছি কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবে।

২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৫৬

সোনাগাজী বলেছেন:



সামুটিমকে "নতুন স্বাধীনতা"র অভিনন্দন জানাচ্ছি; আশাকরি, সামনের পাতায় যেতে দিবে।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:০২

রানার ব্লগ বলেছেন: পাকিস্থান তাদের টার্গেট পুরা করছে৷ হাসিনার দাম্ভিকতা ও মুর্খতা দেশকে জল্লাদের হাতে পরতে বাধ্য করেছে৷

২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:১৭

সোনাগাজী বলেছেন:



ওরা দেশকে পাকিস্তান, আফগানিস্তান কিংবা লেবানন করে ছাড়বে।

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৪:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:






এখানে না লিখে ফেসবুকে পোস্ট লিখুন।
অনেক বেশি পাঠক পাবেন।

২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৫:৫৫

সোনাগাজী বলেছেন:



আমি লেখা বন্ধ করার কথা ভাবছি।

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৬:২৩

কামাল১৮ বলেছেন: আমরা সুযোগ দিলে তারাতো প্রতিশোধ নিবেই।

২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৬:৫৯

সোনাগাজী বলেছেন:



জাতির মুক্তিযু্দ্ধের সময়ের শত্রু, জামাত-শিবির আকারে আরো বড় হয়েছছে; হায়েনারা জাতিকে জংগী না'বানায়ে ছাড়বে না।

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৪৭

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আপনি ট্রমার মধ্যে আছেন। সব কিছুতে ভারত, পাকিস্তান, আমেরিকার সংযোগ খুঁজে পান। ছাত্র জনতার বিক্ষোভ তো খালি ইউটিউবে দেখছেন, বাস্তবে যারা করেছে তাদের পাকিস্তান, আমেরিকাকে গোনার টাইম ছিল না...

২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৩০

সোনাগাজী বলেছেন:




আপনি নিশ্চয় ফাঁসকরা প্রশ্নপত্র কিনেছিলেন, সেজন্য বড় কিছু দেখেন না।

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:





আমি ব্লগে আর লিখব না।
পত্রিকায় লিখছি।
আর ফেসবুকে পোস্ট তো চলছেই।

২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৩১

সোনাগাজী বলেছেন:




সেটাই ভালো, সামুটিকে "নতুন" কেহ আসেনি।

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৩৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমাদের সম্মুখ চলমান রাস্তায়
অনেক বিপদ অপেক্ষা করছে ।

.........................................................................
ব্যক্তিগত ভাবে আমি ড: ইউনুস এর অর্জনকে সম্মান করি ।
তবে দেশ পরিচালনার ক্ষেত্রে কতটা দক্ষতা দেখাবেন
আস্হা রাখতে পারছি না ।
(আমি অসুস্হতার কারনে অনেক দিন
ব্লগে আসতে পারি নাই ।)

২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৩২

সোনাগাজী বলেছেন:




এখন কেমন আছেন?

শেখ হাসিনা যে, আমাদেরকে ডুবাচ্ছে, সেটা আমি অনেক আওয়ামী লীগ নেতাকে বলেছিলাম।

৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৮

কলমনাই বলেছেন:







ফাকিস্তান ঠিক কাম করছে
বাংলাদেশে ফাকিস্তানের অনেক সন্তান আছে
ফাকিস্তান কি তাগো বাপ হারা করব?

খালি আমীলীগ দেশ লুটব
জামাত শিবির কি আঙুল চুষব?
ফাকিস্তান বালা কাম করছে
ফাকিস্তানের সন্তানের এক্টা পরিচয় অইছে


ফাকিস্তান জিন্দাবাদ
সোনাগাজী মুর্দাবাদ

২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:০১

সোনাগাজী বলেছেন:



পাকিস্তানের পক্ষে যারা ১৯৭১ সালে যুদ্ধ করেছিলো ও পাকিস্তানকে আজো সাপোর্ট করছে , তাদেরকে সপরিবারে পাকিস্তান পাঠানোর দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.