নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

রাজাকারেরা কি কখনো নিজেদের বীরত্বের কথা কোথায়ও লিখেছিলো?

৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৪



মুক্তিযোদ্ধাদের নিয়ে আপনারা অনেক কিছু জানার সুযোগ পেয়েছেন; এত তথ্যের মাঝে কি কি আপনাদের মনে আছে, আমি ঠিক জানি না; তবে, সবাই ১টি বিষয়ে জানেন, মুক্তিযোদ্ধাদের মাঝে অনেক অনেক "ভুয়া" আছে!

রাজাকারদের মাঝে "ভুয়া" আছে নাকি? পুরো দেশে কি এমন কোন ইডিয়ট ছিলো যে, রাজাকর ছিলো না, কিন্তু নিজকে রাজাকার হিসেবে দাবী করেছিলো? কিন্তু ইহাও ঘটেছে বলে আমার মনে হয়।

ব্লগিং'এর শুরুতে, ব্লগে একটি ভয়ংকর লজ্জাস্কর পরিস্হিতির সৃষ্টি হতো, কিছু কিছু ব্লগার নিজেক "মুক্তিযোদ্ধা" হিসেবে ঘোষণা দিতো; যখনই ইহা ঘটতো, তখনি অন্য কিছু ব্লগার উনাকে "ভুয়া" প্রমাণ করার জন্য লেগে যেতো। যাক, সেই সমস্যার সমাধান হয়েছে; এখন নতুন কোন ব্লগার নিজকে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা দেয় না।

এখন আরেকটি কোন নতুন সমস্যা দেখা দিয়েছে, "নতুন মুক্তিযোদ্ধা"; যাক, ব্লগে এখনো কেহ নিজকে "নতুন মুক্তিযোদ্ধা" হিসেবে ঘোষণা দেয়নি। তবে, বেশ পরিমাণ ব্লগার এবারের আন্দোলনে অংশ নিয়েছিলেন; কিন্তু এই ব্যাপারে কিছু লেখেন না।

আওয়ামী লীগের নেতা ও কর্মীদের অনেকে "রাজাকার" ডাকছে; কিন্তু আন্দোলনে অংশ নেয়া কোন আওয়ামী নেতাও তাদের অভিজ্ঞতা নিয়ে কিছুই লিখে না।

মন্তব্য ২১ টি রেটিং +৫/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: আওয়ামী লীগ এখন রাজাকার নয় এখন তারা হলো হানাদার। আর এ হানাদারদের পক্ষে যারা সাফাই গায় তারা হলো রাজাকার।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৫১

সোনাগাজী বলেছেন:



আপনি অনেক নতুন নতুন ডেফিনেশন দিয়ে থাকেন; কিন্তু জেনেরিক ডেফিনেশনের সাথে উহার মিল থাকে না; রাজাকার হচ্ছে, যারা মুক্তিযুদ্ধে পাকিস্তানী মিলিশিয়া বাহিনীতে যোগ দিয়ে তাদের পক্ষে যুদ্ধ করেছে, বাংগালী স্বাধীনতাকামীদের হত্যা করেছে।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৬

কামাল১৮ বলেছেন: তথাকথিত আন্দোলনের মাষ্টার- মাইন্ড কে পাওয়া গেছে।পালের গোদাটাই হলো সেই মষ্টার- মাইন্ড।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪২

সোনাগাজী বলেছেন:



প্রতারণা করে আন্দোলন করার ফলে, ড: ইউনুসের প্রতি আগ্রহ কমে যাবে।

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১২

কিরকুট বলেছেন: মুক্তিযোদ্ধা পরিচয় দেয়া ব্যাক্তি কে ভুয়া তারাই বলে যাদের জন্মদাতারা সেই সময়ে পাকিস্থানীদের পা চাটা কুকুর ছিলো।


২০২৪ এ এসে যারা নিজেদের মুক্তিযোদ্ধা দাবি করে তারা কে তা তো এক এক জনার স্বিকারুক্তিতেই বেরিয়ে আসছে।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৩

সোনাগাজী বলেছেন:




২০২৪ সালের আনদোলনে পরিচয়ের প্রতারণার কারণে সমস্যার মাঝে প্রবেশ করবে শীঘ্রই।

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৩৩

ঈশান মাহমুদ বলেছেন: কিরকুট বলেছেন: মুক্তিযোদ্ধা পরিচয় দেয়া ব্যাক্তি কে ভুয়া তারাই বলে যাদের জন্মদাতারা সেই সময়ে পাকিস্থানীদের পা চাটা কুকুর ছিলো। [/sb

দেশে গেজেট ভূক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ২ লাখ ৩০ হাজার ৪৩৮। এর মধ্যে ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা প্রায় সাড়ে ৩৩ হাজার। সূত্রঃ প্রথম আলো, ৬ অক্টোবর'২০২১। এর মধ্যে একটি উল্লেখযোগ্য সংখ্যক ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছেন,যাদের জন্ম ৭১ এর পরে। এখন মি কিরকুটের কাছে আমার প্রশ্ন, মুক্তিযোদ্ধা পরিচয়দান কারী ব্যক্তি যদি ভুয়া হয়, তবু তাদেরকে ভুয়া বলা যাবে না? । ৭১ এরপরে জন্ম নেয়া ভুয়া বেজন্মা মুক্তিযোদ্ধা দাবীদারদেরও কি আমার 'বীর মুক্তিযোদ্ধা' হিসেবে মেনে নিতে হবে? তাদেরকে ভুয়া বললে কি আমার জন্মদাতা পাকিস্থানীদের পা চাটা কুকুর হয়ে যাবে?
ভুয়া মুক্তিযোদ্ধারদের পক্ষ নিয়ে এই ধরণের যুক্তিহীন, জঘন্য মন্তব্য তারাই করতে পারেন, যাদের নিজেদেরই জন্ম পরিচয় সঙ্কট রয়েছে।
স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০৪

জ্যাক স্মিথ বলেছেন: দেশের মানুষ এখন নানা মতে বিভক্ত, চারিদিকে বিভাজন এই মুহুর্তে কোন কিছুতে মতামত দেয়া ঠিক হবে না।

তবে এতটু বুঝতে পারছি ডঃ ইউনুসকে নিয়ে এখন বামপন্থি আর ডানপন্থিদের টানাটনি শুরু হয়ে গেছে, ডানপন্থিরা দাবী করছে ডঃ ইউনুস বামপন্থিদের পুতুল আবার বামপন্থিরা দাবী করছে তিনি এখন ডানপন্থিদের পুতুল। সব মিলিয়ে পরিস্থিতি ঘোলাটে।

বেচারা ইউনুস পড়ে গিয়েছে বিপদে, যেখানে তাকে সবাই একযোগে সাপোর্ট করার কথা ছিলো কিন্তু বাস্তবে তাকে আসলে কেউ সহায়তা করছে না, ডঃ ইউনুসকে ব্যবহার করে সবাই নিজ নিজ আখের গোছাতে ব্যস্ত।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৩১

সোনাগাজী বলেছেন:



কোমলমতিরা আমেরিকার ভয়ে চুপ করে আছে, ওরা ড: ইউনুসকে স হ্য করার কথা নয়; বামেরা উনাকে "ক্যাপিটেলিজমের এজেন্ট" বলবে; বাকীরা উনাকে সুদখোর বলবে।

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৫৮

জ্যাক স্মিথ বলেছেন: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে আসিফ নজরুলকে নিয়ে- আওয়ামীপন্থীরা দাবি করছে তিনি জামাতিদের দালাল আর জামাতিরা দাবি করছে তিনি আওয়ামীলীগের দালাল, বেচারা তো মহা ফ্যাসাদে পড়ে গেলো। অথচ বিগত ১০ বছরে এই আসিফ নজুরুলই আওয়ামী সরকারের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন আজ তাকেই আওয়ামী দালাল খেতাব পেতে হচ্ছে।

আর মাহমুদুর রহমানের জেলে যাওয়ার বিষয়টি কিভাবে দেখেন? আমার মনে হয় তিনি তারেক পন্থি তাই তাকে জেলে পুরে এই্‌ ইঙ্গিত দেয়া হলো যে তারেক রহমানও যদি দেশে আসে তাহলে তাকেও জেলে পুরা হবে। কত বড় বড় সন্ত্রাসী ছাড়া পেলো, কত মামলা ডিসমিস হলো অথচ তারেক রহমানের মামলার বিষয়ে কেউ টু শব্দটিও করছে না, তাহলে তারেক রহমানও কি বিএনপি থেকে মাইনাস হতে চলছে?


০১ লা অক্টোবর, ২০২৪ রাত ৩:৫৭

সোনাগাজী বলেছেন:



আসিফ জজরুল জামাতী, না;হয় লিষ্টে ওর নাম থাকতো না।

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:০২

ঊণকৌটী বলেছেন: কর্মা বলে একটা উক্তি আছে হিন্দু ধর্ম গ্রন্থে, মানে এই জীবনে যার যার কর্ম ফল, এই জীবনেই ভোগ করবে |বাস্তবে সেটাই পরিলক্ষিত হচ্ছে, আগামীতেও হবে|

০১ লা অক্টোবর, ২০২৪ রাত ১২:১১

সোনাগাজী বলেছেন:



ধর্মে অনুসারে মানুষের কর্মের ফলাফল সবার জন্য কার্যকরী হয় বলে প্রতিয়মান হয় না; গরীবদের বেলায় ফলাফল ঘটে।
তবে, সংবিধানে অনুযায়ী কর্মফল নির্ভর করে আইনের উপর, যা মানুষকে সঠিকভাবে অনুধাবন করতে দেয়।

৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:১৫

জ্যাক স্মিথ বলেছেন: দেশের জনগণ খুবই অস্থির, তারা সবকিছু ইনস্ট্যান্ট চাচ্ছে, পুলিশের কাছ থেকে আসামী ছিনিয়ে নিয়ে মারতে হবে এটা কোন ধরণের উগ্রতা?



০১ লা অক্টোবর, ২০২৪ রাত ১২:১৩

সোনাগাজী বলেছেন:



ইহাকে বলা হয় এনার্খী; অশিক্ষিত মানুষজন এনার্খীকে নিজেদের তৈরি আইন বলে মনে করে।

৯| ০১ লা অক্টোবর, ২০২৪ রাত ২:৩৭

আহরণ বলেছেন: জ্যাক স্মিথ বলেছেন: দেশের জনগণ খুবই অস্থির, তারা সবকিছু ইনস্ট্যান্ট চাচ্ছে, পুলিশের কাছ থেকে আসামী ছিনিয়ে নিয়ে মারতে হবে এটা কোন ধরণের উগ্রতা?

এটাই হচ্ছে 'নতুন স্বাধীন' বাঙ্গুদেশের Jungle justice. টোকাই উপদেষ্টা আসিফ মাহমুদ প্রকাশ্যে বলেছেন, "সাকিব আল হাসান দেশে ফিরে এসে জনতার ক্ষোভে শিকার হলে সরকারের কিছু করার নাই। বাহ বা.....।

০১ লা অক্টোবর, ২০২৪ রাত ৩:৫৪

সোনাগাজী বলেছেন:




উপদেষ্টার পকেটে এখনো রগকাটার যন্ত্র আছে

১০| ০২ রা অক্টোবর, ২০২৪ দুপুর ১:৩৭

পীর শাহবাজ নগর বলেছেন: পরাজিতদের কথার মূল্য নেই।
একজন মুক্তিযোদ্ধাও এই গনহত্যার বিপক্ষে বলেনি।
আপনার কি মনে হয় মুক্তিযোদ্ধারা মূল্যহীন হয়ে পড়লেন?

০২ রা অক্টোবর, ২০২৪ দুপুর ২:৪৮

সোনাগাজী বলেছেন:



মুক্তিযোদ্ধারা প্রতারকদের বুঝতে পেরেছিলেন।

১১| ০২ রা অক্টোবর, ২০২৪ দুপুর ২:১১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: দারুন পোস্ট পড়ে মজা পেলাম । অপেক্ষে করুণ ক'দিন পড়ে হয়তো দারুণ নেতারাই ছাত্রজনতা শ্রেনী পেশাজীবিদের আন্দোলনকে নিজেদের বলে দাবী করে মুক্তিযোদ্ধা সেজে সুবিধা ভোগ করবে । আওলামীলিগ হচ্ছে , সুবিধা ভোগীর দল । বারবার ভারতে পালিয়ে গিয়ে সুবিধা খায় ।

০২ রা অক্টোবর, ২০২৪ দুপুর ২:৪৯

সোনাগাজী বলেছেন:




সবাই অপেক্ষা করছে, আমি অপেক্ষা করিনি; আমি বলেছি যে, এগুলো শিবির।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.