নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ইরান আত্মহত্যার পথ বেছে নিয়েছে?

০১ লা অক্টোবর, ২০২৪ রাত ১০:৫৮



****আপডেট: মনে হয়, কোন মিসাইল ইসরায়েল অবধি আসেনি, পথেই সেগুলোকে ধ্ংস করা হয়েছে ****

ইরান ইসরায়েলকে টার্গেট করে শ'খানেক মিসাইল ছেড়েছে কিছুক্ষণ আগে; এখনো মিসাইল ভুমিতে পড়েনি। ইসরায়েল ইহার জন্য প্রস্তুত আছে। শুধু প্রস্তুতি নয়, ওরা ইরানের এটোমিক সেন্টার আক্রমণ করবে।

নেতানিয়াহু মানসিকভাবে অসুস্হ কিনা বলা মুশকিল; তবে, বাইডেনের কথা অমান্য করে লেবানন আক্রমণ করে দড় হাজারের মতো লেবাননীকে হত্যা করেছে, যারা কোনভাবে ইসরায়েলের বিপক্ষে কিছুই করছে না; তাদের অপরাধ হলো, তাদের বাড়ীঘর এলাকা হিজবুল্লার দখলকৃত এলাকায়।

নাসারুল্লার জন্য বিশ্বের কারো ১ পায়সার করুণাও নেই; সেই পরিস্হিতিতে নাসারুল্লাহ ও হিজবুল্লার জন্য মিসাইল পাঠানো আত্মহত্যার সমান।

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০২৪ রাত ১১:০৮

আঁধারের যুবরাজ বলেছেন: ইসরায়েলতো বসেই আছে ইরান সরাসরি কিছু করুক। যুক্তরাষ্ট্রকে জানিয়েই লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল

০১ লা অক্টোবর, ২০২৪ রাত ১১:১১

সোনাগাজী বলেছেন:



নেতানিয়াহু ইহার জন্য অপেক্ষা করছিলো।

২| ০১ লা অক্টোবর, ২০২৪ রাত ১১:৪৯

জ্যাক স্মিথ বলেছেন: ইরান ইজরাইলে হামলা করে উত্তেজনায় আরও ফুয়েল ঢেল দিলো, কুটনৈতিক ভাবে অগ্রসর হলে তাদের জন্যই ভালো হতো।

ডানপন্থী চিন্তাধারার রাজনীতি বর্তমান বিশ্বে বিপজ্জনক রাজনীতি হিসেবে প্রমাণিত, নেতানিয়াহু যেমন ডানপন্থি তার প্রতিপক্ষরাও কট্রর ডানপন্থি, ফলাফল মধ্যপ্রাচ্য আজ অগ্নিগর্ভে।

আর ঘন্টাখানেক পর থেকে আমাদের নিউজ চ্যানেলগুলোতে কিয়ামত হয়ে যাবে-- ইরান ইজরাইলকে ধ্বংস করে দিলো, ইজরাইলি সেনারা কুপকাত, নেতনিয়াহুর পালায়ন, ইজরাইলের চুরান্ত পরাজায়, ইরাণের কঠিন জবাব, ইজরাইলের আত্নসমর্পন ইত্যাদি... আর কমেন্ট বক্সগুলোতে বিজয়ের উল্লাসে ফেঁটে পড়ে আল্লাহুআকবার, আলহামদুলিল্লাহ ধ্বণিত মুখরিত হতে থাকবে।

০২ রা অক্টোবর, ২০২৪ রাত ১২:১০

সোনাগাজী বলেছেন:



১৮০ টা মিসাইল ছুঁড়েছিলো, ২টি ল্যান্ড করেছে; কোন ক্ষয়ক্ষতি হয়নি।

৩| ০২ রা অক্টোবর, ২০২৪ রাত ১২:০৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ইসরাঈলকে হারাতে হলে
বুদ্ধিমান ও চতুর শত্রু হতে হবে ।

০২ রা অক্টোবর, ২০২৪ রাত ১২:১১

সোনাগাজী বলেছেন:



ইসরায়েলী মানুষ ক্রমেই অশান্তি এড়াতে আমেরিকা চলে যাবে।

৪| ০২ রা অক্টোবর, ২০২৪ রাত ১২:০৭

জ্যাক স্মিথ বলেছেন: বিবিস আর সিএনএন এ লাইভ দেখতেছি, বেশিভাগ মিসাইলই আকাশে ধ্বংস করা হচ্ছে, এখন পর্যন্ত মাত্র তিনটি ইজরাইলের মাটিতে আঘাত হানতে দেখেছি, তবে আজ আরও হামলা হতে পারে, গতকালই আইডিএফ জানিয়েছিলো ইরান ইসরাইলে বড় ধরণের হামলা চালাতে পারে।

০২ রা অক্টোবর, ২০২৪ রাত ১২:১৩

সোনাগাজী বলেছেন:



মনে হচ্ছে, ফিলিস্তিনীদের মতো ঢিল ছুঁড়েছিলো।

৫| ০২ রা অক্টোবর, ২০২৪ রাত ১২:১১

জ্যাক স্মিথ বলেছেন: জনবসতি এলাগুলোতে আইরন ডোম পুরোপুরি সক্রিয় রয়ছে, কিছু মিসাইল হয়তো জনমানবশূন্য এলাকা অথবা অগুরুত্বপুর্ণ এলকায় আঘাত হনবে।



০২ রা অক্টোবর, ২০২৪ রাত ১২:১৪

সোনাগাজী বলেছেন:



জর্ডান, সিরিয়া ও মিশরে আইরন ডোম পজিশন আছে।

৬| ০২ রা অক্টোবর, ২০২৪ সকাল ৯:১৩

খাঁজা বাবা বলেছেন: টিকে থাকতে চাইলে ইরানের পারমানিবিক অস্ত্র অর্জনের কোনো বিকল্প নেই।

০২ রা অক্টোবর, ২০২৪ দুপুর ২:৪২

সোনাগাজী বলেছেন:



ইরান আহমদী নেজাদ নামে ১ ইডিয়টকে প্রেসিডেন্ট বানায়েছিলো; সে আনবিক বোমা বানায়ে ইসরায়েলে ফেলবে বলেছিলো, তাতে সব কিছু বন্ধ হয়ে গেছে।

৭| ০২ রা অক্টোবর, ২০২৪ সকাল ১০:২৫

জ্যাক স্মিথ বলেছেন: গতাকালের এই হামলা এবং ইরানের মনবতা নিয়ে এই ব্লগ এবং ইউটিউবে নানা গবেষণা প্রকাশ হবে এভাবে- ইরান ইচ্ছে করলেই ইসরাইলকে একদম ধ্বংস করে দিতো পারতো, কিন্তু মানবতা দারদি ইরাণ মানুষ হত্যা করতে চায় না, তাই তারা আন্তর্জাতিক যুদ্ধ আইনের কিতাব দেখে দেখে ইসরাইলে হামলা চালিয়েছে যাতে কোন মানুষের মৃত্যু না হয়ে শুধু ইসরাইলের অস্ত্রগার ধ্বংস হয়।

-ইরান মূলত আন্তর্জাতিক যুদ্ধ আইন পুংখানুপুংখ ফলো করে ইজরাইলে হামলা চালিয়েছিলো, মানুষ হত্যা করা তাদের উদ্দ্যেশ্য নয়। এই হামালিটি ছিলো মূলত ইজরাইলের জন কঠিন এক সতর্ক বার্তা যাতে তারা ভয় পেয়ে চুপসে চায়।

ইরানের গতবারের হামলা নিয়েও এমন বস্তাপঁচা বিশ্লেষণ দেখেছি, দেখেছি হিজুবুল্লাহ, হামাস এবং হুতিদের নিয়েও এমন মনবতা দরাদি হাস্যকর বিশ্লেষণ।

এসব দেখে আমি শুধু আল্লাহর কাছে দোয়া করি- হায় আল্লাহ অজ্ঞতা থেকে তুমি মুসলিম জাতিগোষ্ঠীকে একটু রেহাই দাও।

০২ রা অক্টোবর, ২০২৪ দুপুর ২:৪৪

সোনাগাজী বলেছেন:






আমাদের ইউনিভার্সিটিগুলো কোমলমতি জন্ম দিচ্ছে, তারাই সবকিছুর ব্যাখ্যা দিচ্ছে।

৮| ০২ রা অক্টোবর, ২০২৪ দুপুর ২:৪৩

অরণি বলেছেন: ইরান যদি মিসাইল হামলা না করে তাহলে প্রক্সিগোষ্ঠীগুলোর নিকট ইরানের কোন মূল্য থাকবেনা তাই হয়তো করেছে ভয়ে ভয়ে।

০২ রা অক্টোবর, ২০২৪ দুপুর ২:৫৫

সোনাগাজী বলেছেন:




এইভাবে আজকের বিশ্বে ইরান কতদুর যাবে?

৯| ০২ রা অক্টোবর, ২০২৪ দুপুর ২:৪৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এখন হয়তো ঘোষনা দেবে যে, আমরা বদলা নিয়েছি আর যুদ্ধ চাইনা।

০২ রা অক্টোবর, ২০২৪ দুপুর ২:৫৬

সোনাগাজী বলেছেন:




ইরানের মানুষ ও মিডল ইষ্টের সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে।

১০| ০২ রা অক্টোবর, ২০২৪ দুপুর ২:৫৭

জ্যাক স্মিথ বলেছেন: ইরান ইতিমধ্যে ঘোষণা দিয়েছে- আমরা ইসরাইলের উপর কঠিন প্রতিশোধ নিয়েছি, আমরা আর যুদ্ধ চাই না।

০২ রা অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১৪

সোনাগাজী বলেছেন:




ইরানের কারণে ফিলিস্তিন, লেবানন, ইয়েমেন ও সিরিয়ার লাখ লাখ মানুষ প্রাণ হারয়েছে; ইরান কমপক্ষে ৭/৮টি জংগী বাহিনী পান করে এসব দেশে

১১| ০৩ রা অক্টোবর, ২০২৪ রাত ৩:৪২

Sayed Kutub বলেছেন: ইরান খুব ঠান্ডা মাথায় মধ্যপ্রাচ্যে সুন্নী মুসলিম দের হত্যা করছে। আবার তারা সারাবিশ্ব কে দেখাচ্ছে যে তারা আসলে ফিলিস্তিন এবং মুসলিম দের পক্ষে লড়াই করছে। সাশারণ মানুষ ইরানের তৈরি বয়ান কে সত্য হিসাবে মেনে ইরান কে সাপোর্ট দিচ্ছে। সিরিয়া তে ইরান তার মিলিশিয়া বাহিনী দিয়ে হাজার হাজার নিরীহ সুন্নী যারা শয়তান আসাদ এর বিপক্ষে আওয়াজ তুলেছিলো তাদের হত্যা করেছে।

১২| ০৩ রা অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২২

সোনাগাজী বলেছেন:



শিয়া-সুন্নী-ওয়াহাবী-আহমেদিয়া সমস্যাগুলো না'থাকলে বুঝা যেতো যে, ধর্ম মানুষের কাজে লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.