নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

কোমলমতিদের ভয়ে অনেকে ব্লগ ছাড়ছেন?

০৬ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৫৪



হাসান কালবৈশাখী ও কলাবাগান-১ নেই; মোহাম্মদ গোফরান ও রাজিব নুরের দুরে থাকার দরকার আছে। এখন দেখছি, কোমলতিদের ভাই-বেরাদররাও গা তোলা দিচ্ছেন! বাংলাদেশ অবশ্য কঠিন যায়গা, ভাই-বেরাদর, শিক্ষক, সবাই কোমলমতিদের ভয়ে প্যান্টে হিসু করছে।

ব্লগারের সংখ্যা ৩০ জন থেকে কমলে কি থাকবে? শেষে কি আমাকেও মালটি নিক খুলতে হবে?

সিনিয়রেরা বলছেন, "সাধারণ ছাত্রদের বিপ্লবের" পর, আওয়ামী লীগের সবাই ব্লগে এসে আত্মগোপন করেছে; অভিযোগ সত্য নাকি? সত্য হলে তো ঘটনা বড়ই উৎসাহজনক; ব্লগের লিলিপুটিয়ান ব্লগারদের সংখ্যা অনেক বাড়বে; সাথে সাথে যারা (আফসোস লীগ ) ভয়ে থাকার কথা, তাদের ভয়ে "নতুন বাংলাদেশের" মালিকেরা পালাচ্ছে!

২০১২ সাল থেকে ২০১৬ সালের মাঝে ১৮ জন ব্লগারের প্রাণ গিয়েছে, ২৬ জন আহত হয়েছিলো; জল্লাদরা সরাসরি সাপোর্ট পেয়েছিলো বেগম জিয়া, জামাতী মাহমুদুর রহমান ও মোল্লা শফি থেকে। ব্লগগুলো নিস্তব্ধ হয়ে গিয়েছিলো।

এবার কি হলো? এখন তো বেগম জিয়া, জামাতী মাহমুদুর রহমান ও মোল্লা শফির সোনালী যুগ নয়! ব্লগার কমছে তো কমছে; ঢাবিয়ানও মালটি খুলে কোনভাবে চলছেন; ড: এম এ আলী নেই হয়ে গেছেন!

কিছু কিছু লেখক দেশের এই ধরণের পরিস্হিতে ভয় পেয়ে চুপ হয়ে যান; আবার কিছু কিছু ব্লগার যাদের পাঠক থাকে না, তারা পরিস্হিতিকে দোষ দিয়ে নিজকে একটু হালকা করার জন্য পোষ্ট দেন, তিনি চলে যাবেন, বেকুবদের সাথে পোষাচ্ছে না। যাকগে, ১৭ জনের প্রাণ যাওয়ার পর, ব্লগিং করার জন্য অনেক সাহসের দরকার হয়েছিলো; এবারও সাহসের পরীক্ষা চলছে।


মন্তব্য ২৭ টি রেটিং +১/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:১৩

সৈয়দ কুতুব বলেছেন: এবারের কোমল মতি দের বড়ো সমস্যা হলো এরা টপ রেজাল্ট ধারী স্টূডেন্ট বড়ো পাবলিক ভার্সিটির। অনেকের অনার্স এর সিজি ৪.০০ এর মধ্যে ৩.৭৫ এর উপরে। বড়ো বড়ো ভার্সিটির শিক্ষক রাও ধোকা খেয়ে যাচ্ছে। সাধারণ মানের ছাত্রছাত্রী রা তাদের প্রতি আকৃষ্ট হচ্ছে। এভাবে ভেড়ার পালের সংখ্যা বেড়ে যাচ্ছে।

০৬ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:২০

সোনাগাজী বলেছেন:



জামাতীরা ইসলামী ব্যাংকের আয় ও শেখদের ডলার দিয়ে আমলা, রাজনীতির লোকজন, ছাত্র, শিক্ষক, পুকিশ, সেনা বাহিনীর লোকজন ও পরিচিত মুখদের কিনে আসছিলো।

এবারের কোমলমতিরা দীর্ঘ সময় ট্রেনিং পেয়েছে, এরা জাতির সংস্কৃতি বদলায়ে দিবে।

২| ০৬ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৯

এ পথের পথিক বলেছেন: কাদো ব্লগার কাদো
কাদার সময় যে এসেছে

০৬ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৫১

সোনাগাজী বলেছেন:



পোষ্ট প্রকাশ করে বসে বসে মাছি মারি, কেহ পড়তে আসে না। ব্লগের বাম প্যানেলে লগিন-করা ব্লগারদের লিষ্ট দেখি, আর মাছি মারি।

৩| ০৬ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:০৪

জ্যাকেল বলেছেন: লেখক বলেছেন:


জামাতীরা ইসলামী ব্যাংকের আয় ও শেখদের ডলার দিয়ে আমলা, রাজনীতির লোকজন, ছাত্র, শিক্ষক, পুকিশ, সেনা বাহিনীর লোকজন ও পরিচিত মুখদের কিনে আসছিলো।


এইরকম গান্জা খাওয়া কথাবার্তা কেবল আপনের দ্বারাই সম্ভব।

০৬ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:০৮

সোনাগাজী বলেছেন:



এবার কোমলমতিরা আপনাকে ও পুরোজাতিকে ব্লাফ দিয়েছিলো, আপনি গাঁজা খেয়েছিলেন? অবশ্যই আপনি গাঁজা খান না, কিন্তু আপনার মাথার মগজের পরিমাণ আমার থেকে সামান্য কম; আমি টের পেয়েছিলাম যে, কোমলমতিরা জাতিকে "সাধারণ ছাতরদের" নামে প্রতারণা করছে।

৪| ০৬ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:০৫

নতুন বলেছেন: হাসান কালবৈশাখী ও কলাবাগান-১ নেই;

কোন মুখে আয়ামীলীগের হত্যার পক্ষে সাফাই গাইবে?

০৬ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:১০

সোনাগাজী বলেছেন:



হাসান কালবৈশাখী ছোটখাট গোয়েবলস ছিলো; কিন্তু কলাবাগান-১ ব্লগের অন্যতম বুদ্ধিমান বাংগালী ছিলেন সব সময়।

০৬ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:১২

সোনাগাজী বলেছেন:




ভুয়া মফিজের শেষ পোষ্ট পড়েছেন? হাসিনার পতনে লন্ডনের বাংগালীদের ভুমিকার আভাস পাওয়া গেছে!

৫| ০৬ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:১৮

নতুন বলেছেন: ভুয়া মফিজের শেষ পোষ্ট পড়েছেন? হাসিনার পতনে লন্ডনের বাংগালীদের ভুমিকার আভাস পাওয়া গেছে!


success has many fathers failure is an orphan

এই আন্দোলনে অনেকেই বিরাট বিরাট ভুমিকা ছিলো বলে দাবি করবে।

এই আন্দোলনের মাস্টারমাইন্ড হলেন বাংলাদেশের ১ এবং অদ্বীতিয় শেখ হাসিনা। ১৯৭১ এর ২৫শে মার্চ রাতে বঙ্গবন্ধু যেমন আগামি কালের মিটিংএর ব্যাপারে ভাবনা করে ঘুমানোর প্রস্তুতি নিয়েছিলেন। এবং পাকিস্তানিদের আক্রমনেই যুদ্ধ শুরু হয়েছিলো।

তেমনি শেখ হাসিনার ভুলের কারনেই তার পতন শুরু হয়েছিলো। যখন সবাই দেখেছে চেয়ার নড়ছে, তখন সবাই দড়ি ধরে টান দিয়েছে ।

এখন আশা করি দেশের অবস্থা ভালোর দিকে যাবে।

০৬ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:২৩

সোনাগাজী বলেছেন:



আমি ড: ইউনুসকে নিয়ে ৪০০এর বেশী পোস্ট লিখেছি ( চাঁদগাজী ও সোনাগাজি নিকে ), উনাকে কাছের থেকে বুঝার চেষ্টা করেছি; কিন্তু উনি যে সঠিকভাবে এগুচ্ছেন না, সেটা আমি দেখছি; উনাকে ফেল করাবে জামাত-শিবির ও বিএনপি মিলে। উনি ফেল করলে, দেশ পুরোপুরিভাবে পাকিস্তান হবে।

৬| ০৬ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:২৯

নতুন বলেছেন: কিন্তু উনি যে সঠিকভাবে এগুচ্ছেন না, সেটা আমি দেখছি; উনাকে ফেল করাবে জামাত-শিবির ও বিএনপি মিলে। উনি ফেল করলে, দেশ পুরোপুরিভাবে পাকিস্তান হবে।

বিএনপি+জামাত+হেফাজতকে লাঠি দিয়ে ঠিক রাখা দরকার। কিন্তু লাঠি ব্যবহার সভ্য কাজ না। তাই ড: ইউনুস সেটা করবেন না।

তবে আমেরিকা চাইবেনা ড: ইউনুস ফেইল করুক, তাহলে দেশ আবার ভারত অথবা চীনের দিতে ফিরে যাবে।

০৬ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৯

সোনাগাজী বলেছেন:




এই পোষ্টটাক্বে সামুটিম সামনের পাতা থেকে সরায়ে দিয়েছে; এই বিষয়ে আলোচনা এখানে শেস করছি।

৭| ০৬ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৬

গেঁয়ো ভূত বলেছেন: উনাকে ফেল করাবে জামাত-শিবির ও বিএনপি মিলে। উনি ফেল করলে, দেশ পুরোপুরিভাবে পাকিস্তান হবে।

ইহা কি কোন বৃহৎ পরিকল্পনার অংশ???

০৬ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৭

সোনাগাজী বলেছেন:



ইহা বৃহৎ ইসলামিক সংস্কৃতিক আন্দোলনের অংশ

৮| ০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৪৪

মোহাম্মদ গোফরান বলেছেন: ব্লগের আড্ডা সিন্ডিকেট ও হত্যার উদ্দেশ্যে ব্লগারদের তালিকা প্রকাশকারী দের উদ্দেশ্য ছিল ব্লগকে ব্লগার শূন্য করে উহাকে আড্ডা খানায় পরিণত করা। ব্লগকে প্রাণহীন করা। তারা সফল হয়েছে।

০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৪২

সোনাগাজী বলেছেন:




১০ ভাগ বাংগালী জন্ম থেকেই ক্রিমিনাল, ওরা সব যায়গায় আছে।

৯| ০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৪৫

অধীতি বলেছেন: ব্লগারদের কারা মারছে তা ভালো করেই জানে। এই শফি সাহেবরাই "কওমি জননী" কাকে বানাইছিল জাতি জানে। কখনো শফি সাহেবদের দিয়ে ব্লগার মেরে আবার কখনো নিজেই ব্লগকে নিষেধাজ্ঞা দিয়ে যে নোংরা রাজনীতি করে গেছেন তার পরেও তারে পীর মানার কিছু নাই।

০৭ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:৪০

সোনাগাজী বলেছেন:



ব্লগারদের বিপক্ষে প্রচারণার শুরুতে,২০১২ সালে আপনি কতটুকু কি বুঝতেন, সেটা আমি জানবো না; এখন আপনার জ্ঞানের পরিধি ব্লগিং'এর জন্য অপ্রতুল।

১০| ০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
















এই ব্লগে আমি আর লিখব না

০৭ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:৪০

সোনাগাজী বলেছেন:



এটা একটা সেম্পল স্পেস।

১১| ০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ১:৫৯

চারাগাছ বলেছেন:
ব্লগে গুজব ছড়াবেন না।
ভয়ে কেউ ব্লগ ছাড়ছে না।
রাজীব নুর অনেক ধরেই অনিয়মিত। সেই কারণ ভিন্ন।
যারা ছাড়ছেন তারা মজা পাচ্ছে না।
হাসান কালবৈশাখী একতরফা শেখ হাসিনা আর দলের পক্ষে লিখে মজা পেতেন। সেই মজা নেয়ার মানসিকতা তার এখন থাকার কথা না।

কলাবাগান অন্য কোন ঝামেলায় থাকতে পারেন।
গোফরান অনেক আগে থেকেই অনিয়মিত। ব্যক্তিগত/প্রফেশনজনিত কিছু সমস্যার করা শোনা গিয়েছিল।
তিনি আজ রিফেছেন ব্লগে।

০৭ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:৪২

সোনাগাজী বলেছেন:



ভুয়ার শেষ পড়েন, ও মন্তব্যগুলো দেখেন।

১২| ০৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৪৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আওয়ামীলীগের সময় অনেকেই জেল জুলুমের ভয়ে লিখতো না আর এখন অপরাধীরা ভয়ে লিখছেনা

০৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৪৬

সোনাগাজী বলেছেন:



দেশে সঠিক লেকক কখনো ছিলো না।

১৩| ০৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৫১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: "জয়'র তথ্য বিক্রির ফরমুলা"

০৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৪৭

সোনাগাজী বলেছেন:




আপনার পোষ্ট পড়েছি, জয়ের তথ্য বিক্রয় নিয়ে আপনি কিভাবে জানলেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.