নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ম্যাজিষ্ট্রেট তারাসসুম কি সামুর পোষ্ট পড়ে পালালো?

০৯ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৪১



নারী ম্যাজিষ্ট্রেট তারাসসুম প্রাণ ভয়ে পালিয়ে গেছেন; সামুর কয়কজন ব্লগার উনাকে দোষী করে পোষ্ট দিয়েছিলেন, অনেকে মন্তব্য করেছেন যে, ম্যাজিষ্ট্রেট তারাসসুম অপরাধ করেছে। আসলে, সরকারের ভুল ধরা, ভুলনীতির সমালোচনা করার অধিকার সরকারী কর্মচারীেদের আছে।

আওয়ামী লীগের সাধারণ সাপোর্টারেরা যেভাবে লেজ তুলে পালিয়ে গেছে, সামান্য মেয়ে ম্যাজিষ্ট্রেট তারাসসুম কোন সাহসে কোমলমতিদের এনার্খীর মাঝে নিজের মতামত জানিয়ে প্রাণে বাঁচবে? পালিয়ে গেছে ভালো করেছে; তবে, বেকুবের মতো পালালে ধরা খাবে। ১ জন ম্যাজিষ্ট্রেট ভয়ানক প্রতারকদের ভয়ে পালিয়ে গেছে, দেশের অবস্হা অনুমান করতে পারছেন? দেশের সবাই কোমলমতিদের ভয়ে আছে।

আমাদের বেশীরভাগ ব্লগারগণ শুধু পরীক্ষা সময় "গণতন্ত্র"এর উপর ১০ লাইন লিখেছেন; জীবনে কোন গণতান্ত্রিক দেশে বাস করেননি; ফলে, গণতান্ত্রিক দেশে সরকারী কর্মচারীরা কি কি করতে পারে, নাগরিকদের কি কি অধিকার আছে, সেই সম্পর্কে ২ পয়সার জ্ঞানও নেই। কিছু কিছু প্রবাসী ব্লগার গণতান্ত্রিক দেশে বাস করেন, কিন্তু তাঁরা নিজেদের মতো বাংগালী হয়ে বাস করেন, মুলস্রোতের সাথে মিশেন না; আমেরিকায় ২০ বছর বাস করে, আমেরিকার প্রাইমারী ইলেকশান বুঝেন না।

তারাসসুম সামুতে আসেন কিনা আমি জানি না; উনি সামুতে এলে, উনাকে নিয়ে লেখা পোষ্টগুলো দেখলে উনি পালিয়ে যাবার কথা। তারাসসুমের কমেন্ট সঠিক ছিলো, ড: ইউনুসের কাউন্টডাউন শুরু হয়েছে; যখনই মানুষ কোমলমতিদের পরিচয় পাবার শুরু করেছে, সেই মহুর্ত থেকে ড: ইউনুসের কাউন্টডাউন শুরু হয়েছে, মানুষ ড: ইউনুসকে আগেও পছন্দ করতেন না, এখন উনাকে কোমলমতিদের গুরু ভাবার শুরু করেছেন, ইহা ভীতিকর।

আমি সব সময় বলে আসছি যে, অনেক চলমান ঘটনার ব্যাপারে আমাদের ব্লগারদের ধারণা, এনালাইসিস ও মতামত ঠিক নয়; ১ জন সরকারী কর্মচারী সরকারের ভুল নীতি, ভুল পদক্ষেপের কথা পাবলিকের সামনে বলতে পারে। বাইডেনের ভুল ইমিগ্রশন পদক্ষেপের কথা প্রতিদিন বলে যাচ্ছে বর্ডার গার্ডরা জাতীয় টেলিভিশন সাক্ষাতকারে। ১ সপ্তাহ আগে, কমলা হ্যারিস গিয়েছিলেন বর্ডারে, ২ জন বর্ডার গার্ড কমলাকে টেলিভিশন লাইভে বলেছে যে, সরকারের ভুল পদক্ষেপের কারণ দৈনিক হাজারের মত মানুষ আমেরিকায় প্রবেশ করছে। এরা গণতান্ত্রিক দেশের সরকারী চাকুরীজিবি।

মন্তব্য ৩৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৩০

সৈয়দ কুতুব বলেছেন: বেকার সমস্যা তীব্র হয়ে গেছে বাংলাদেশে! তাই তো অনলাইনে অনেকে বসে বসে তাবাসসুম আপু কে নিয়ে অশালীন পোস্ট করছে। মহিলাদের পোশাক নিয়ে বাজে কুটুক্তি কারীর সংখ্যা গত দুই মাসে অনেক বেড়ে গেছে। ভাসমান যৌনকর্মী দের পেটানো হচ্ছে। টুরিস্ট মেয়েদের কাপড় নাকি অশালীন এই যুক্তি দেখিয়ে নীতি পুলিশ বের হয়েছে। পরিস্থিতি হতাশাজনক। নারীকে মানুষ হিসাবে ২০২৪ সালে এসেও বাংলাদেশের শিক্ষিত অশিক্ষিত পুরুষেরা মানতে চায় না।

০৯ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৫

সোনাগাজী বলেছেন:




দেশ এখন ছোটখাট আফগানিস্তান; মেয়ে ম্যাজিষ্ট্রেট কোমলমতিদের ভয়ে পালিয়ে গেছে।

২| ০৯ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৩০

তানভির জুমার বলেছেন: বাইডেনের দেশে কেউ ভোট ডাকাতি করে ৩ বার প্রধানমন্ত্রী হয়নি, বাইডেন ক্ষমতায় থাকার জন্য নিজ দেশের মানুষের উপরে গুম-খুন- গণহত্যা চালায়নি। বাইডেনের পরিবার ১৫০ হাজার কোটি টাকার লুটপাট আর ব্যাংক ডাকাতি করেনি। শেখ কামাল দেকে শুরু করে শেখ পবিরাবের প্রত্যেকটা সদস্যের লুটপাট করাই জীবনের একমাত্র উদ্যেশ্য। আমেরিকায় কেউ প্রয়াত জাতীয় বীরদের কেউ সন্ত্রাসী বলে না।

আপনার মত উক্ত নোংরা মহিলা আওয়ামী সন্ত্রাসী। আমি খুবই হতাস ঐ নোংরা মহিলা পালিয়ে যাওয়াতে এর বিচার করা গেল না।

০৯ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৭

সোনাগাজী বলেছেন:



ব্লগে আপনার পোষ্ট ও মন্তব্য দেখলে যেই কোন মেয়ে ভয় পাবে। কোমলমতিদের ভয়ে মেয়েরা ক্রমেই চাকুরী ফেলে পালিয়ে যাবে।

৩| ০৯ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৫১

আমি নই বলেছেন: বাংলাদেশে সরকারি কর্মচারীদের জন্য বিধিমালা রয়েছে এবং একজন সরকারি কর্মচারী সেগুলো মানতে বাধ্য, আমেরিকার হিসেব আমেরিকায় করেন। তাছারা সরকারের ভুল ধরা আর হুমকি দেয়ার মাঝে পার্থক্য আছে।

উনি আবু সাইদকে সন্ত্রাসী বলেছিলেন, একজন সরকারি কর্মচারী কি প্রমান ছারা দেশের নাগরিককে সন্ত্রাসী আখ্যা দিতে পারে? জী না পারেনা, এই অধিকার তার নাই। আমেরিকাতে আছে??

পিলখানা গনহত্যার পর বাংলাদেশেও একবার জোয়ানরা প্রধানমন্ত্রিকে প্রশ্ন করেছিল, ফলাফল ছিল চাকরি থেকে অব্যাহতি, আয়নাঘরে অবস্থান।

০৯ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:২৫

সোনাগাজী বলেছেন:




আপনি কি গণতন্ত্র বুঝেন ও উহাতে বিশ্বাস করেন? আমার ধারণা, আপনি আফগানদের মতো মেয়েদের চাকুরীর বিপক্ষে!

৪| ০৯ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৩

নতুন বলেছেন: তারাসসুমের কমেন্ট সঠিক ছিলো, ড: ইউনুসের কাউন্টডাউন শুরু হয়েছে; যখনই মানুষ কোমলমতিদের পরিচয় পাবার শুরু করেছে, সেই মহুর্ত থেকে ড: ইউনুসের কাউন্টডাউন শুরু হয়েছে, মানুষ ড: ইউনুসকে আগেও পছন্দ করতেন না, এখন উনাকে কোমলমতিদের গুরু ভাবার শুরু করেছেন, ইহা ভীতিকর।

ড: ইউনুস বলেছেন তিনি নিবাচন করবেন না, তিনি নতুন সরকার এলে অবশ্যই নিজের কাজে ফিরে যাবেন। তিনি নিবার্চন দিয়ে চলে যাবেন। তার চেয়ার ধরে বসে থাকার ইচ্ছা নাই।

তাই কাউন্টডাউন শুরু হয়েছে বলে তাকে হুমকি দেবার কারন কি?

আর আবু সাইদ কে সন্ত্রাসী বলা যে আইনগন সাস্তি যোগ্য অপরাধ সেটা আপনার পোস্টে আমি কমেন্ট করেছি।

আপনি আবু সাইদ কে সন্ত্রাসী বলে মানহানী করে সাস্তি যোগ্য অপরাধীকে সমর্থন করছেন।

০৯ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:২৮

সোনাগাজী বলেছেন:



আমি ড: ইউনুসের ১ জন বড় সাপোর্টার, আমকি নিজেই বলছি যে, কোমলমতিদের পরিচয় প্রকাশ পাবার পর থেকে ড: ইউনুসের কাউন্টডাউন শুরু হয়েছে; ইহাতে কোন অসুবিধা দেখছেন?

আমি চাই, উনি সফল হোক, না'হয় জাতির অবস্হা হবে ভয়ংকর; কোমলমতিরা বিদেশী এজেন্ট, বিএনপি অদক্ষ ও ডাকাত; আওয়ামীরা পলাতক।

০৯ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৩০

সোনাগাজী বলেছেন:



আবু সাইদ সম্পর্কে আপনি যা জেনেছেন, সেটা লিখুন।

৫| ০৯ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৫১

আমি নই বলেছেন: লেখক বলেছেন:

আপনি কি গণতন্ত্র বুঝেন ও উহাতে বিশ্বাস করেন? আমার ধারণা, আপনি আফগানদের মতো মেয়েদের চাকুরীর বিপক্ষে!


শুরু হয়ে গেল আপনার উল্টা-পাল্টা কথা। আফগানদের নিয়ে পোষ্ট দ্যান সেখানে কথা হবে। এখানে তাবাসসুমকে নিয়ে কথা হচ্ছে সেটাই চলুক।

আমার প্রশ্নের উত্তর আপনি দ্যান নাই, আজাইরা ত্যানা না পেচিয়ে পারলে উত্তর দ্যান, তাইলেইতো হয়।

একজন সরকারি কর্মচারী কি প্রমান ছারা দেশের নাগরিককে সন্ত্রাসী আখ্যা দিতে পারে?

একজন সরকারি কর্মচারী কি সরকারকে হুমকি দিতে পারে?

গণতন্ত্রে প্রোটেস্টকারিদের কি সন্ত্রাসী বলা হয়? যদি বলা হয়ে থাকে তাহলে আপনার আমেরিকায় ট্রাম্পের অনুসারিদের উপর পার্লামেন্ট আক্রমনের জন্য কত হাজার রাউন্ড গুলি ছোরা হয়েছিল বা কত হাজারকে গ্রেফতার করা হয়েছিল?

০৯ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৩

সোনাগাজী বলেছেন:



ম্যাজিষ্ট্রেট তারাসসুম আবু সায়ীদকে সন্ত্রাসী বলেছে ১টি কমেন্টে; তিনি কোন প্রমাণ দেননি। কেহ কি প্রামণ চেয়েছে? প্রমাণের কথা কখন উঠবে?

৬| ০৯ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৫২

জ্যাক স্মিথ বলেছেন: মেয়েটির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হয়েছে, সাথে ১ হাজার কোটি টাকার মামলাও দায়ের করা হয়েছে। view this link

এগুলো ভালোা লক্ষণ নয়।

০৯ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫

সোনাগাজী বলেছেন:



কয়েক হাজার নারী শিক্ষক ও কয়েক'শ নারী পুলিশ ভয়ে কাজে যাচ্ছে না; ভয়েই দেশ আফগানিস্তান হয়ে যাচ্ছে?

৭| ০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:০৬

নতুন বলেছেন: জ্যাক স্মিথ বলেছেন: মেয়েটির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হয়েছে, সাথে ১ হাজার কোটি টাকার মামলাও দায়ের করা হয়েছে। view this link

এগুলো ভালোা লক্ষণ নয়।


বাঙ্গালী বেশি জজবা দেখাইয়া ভালো জিনিসকে নস্ট করে।

আবু সাইদের পরিবারের পক্ষ থেকে মানহানির মামলা করা উচিত।

কিন্তু শওকাত হোসেন আবুসাইদের পরিবারের কেউ বা বন্ধু না হলে তিনি ভাইরাল হতেই এটা করেছেন।

দেশে ঘর পোড়ায় আলু পোড়া দিতে অনেকেই আলুর বস্তা নিয়ে ঘুরে বেড়ায়।

০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:১১

সোনাগাজী বলেছেন:



আবু সাইদের পরিবার আবু সাইদের বাইওডাটা প্রকাশ করেছে? আমি তার বাইওডাটা দেখিনি।

০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:১৩

সোনাগাজী বলেছেন:




আবু সাইদের যত ছবি ছাপা হয়েছে, সবখানে তার হাতে লাঠি দেখা গেছে।

৮| ০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:২০

তানভির জুমার বলেছেন: লেখক বলেছেন: আবু সাইদের যত ছবি ছাপা হয়েছে, সবখানে তার হাতে লাঠি দেখা গেছে।
আপনার মন্তব্য লিখুন।

যুদ্ধ করতে কি হাতে ফুল নিয়ে যাওয়ার দরকার ছিল? আপনার নেত্রী ১৬০০শ মানুষ কে হত্যা করেছে (এর মধ্যে ৬ বছরের বাচ্ছাও আছে) , ইন্টারনেট বন্ধ করে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে টানা তিন দিন শ্রেফ ক্ষমতায় থাকার জন্য। আপনাদের কি নুন্যতম লজ্জাবোধও নাই? কোন সাহসে এখনো আওয়মীলিরের পক্ষে কথা বলেন?

০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৪৮

সোনাগাজী বলেছেন:



তা'হলে আবু সাইদ পুলিশের সাথে যুদ্ধ করতে গিয়েছিলো? তখন কি দেশে যুদ্ধ চলছিলো?

৯| ০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:২০

কামাল১৮ বলেছেন: আবু সায়ীদ মারা গেছে লাঠির আঘাতে।পোষ্টমরটেম তাই বলছে।অনেককেই তড়িঘড়ি করে কবর দেয়া হয় পোষ্টমর্নাটম না করেই।তাঁকেও তাই দেয়া হয়েছিলো।পরে কবরথেকে তুলে পোষ্টমর্টম করা হয়।
ইউনুস তো এক আলোচনায় বলে ছিলো ,প্রয়োজনে আমারো সমালোনা করেন।সেটা কি কথার কথা ছিলো।

০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৪৯

সোনাগাজী বলেছেন:




ড: ইউনুস কাজের থেকে কথা বেশী বলছেন, বেশী কথা বললে বেশী ভুল হয়।

১০| ০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৫০

মামুন ইসলাম বলেছেন:
দেখেন এক সময় তারা প্রতিবেশী ছিলেন আর এখন যেন সাপ আর বেজী।

০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:০৭

সোনাগাজী বলেছেন:




শেখ হাসিনা জ্ঞানী মানুষদের দুরে রাখায়, সব চোর-ডাকাত যায়গা পেয়েছিলো উনার সরকারে।

১১| ০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:১৭

আমি নই বলেছেন: লেখক বলেছেন:

ম্যাজিষ্ট্রেট তারাসসুম আবু সায়ীদকে সন্ত্রাসী বলেছে ১টি কমেন্টে; তিনি কোন প্রমাণ দেননি। কেহ কি প্রামণ চেয়েছে? প্রমাণের কথা কখন উঠবে?


উনি সাধারন অখ্যাত কোন নাগরিক হলে প্রমানের কথা উঠত না কিন্তু তিনি রাষ্ট্রের একজন দায়িত্বশীল সরকারি কর্মচারী ছিলেন, কথা বলার আগে অবস্যই তাকে ঠিক/বেঠিক জেনে বলতে হবে। রাষ্ট্রের প্রতি অনুগত প্রতিটা নাগরিকের দায়িত্ব মিথ্যা না ছরানো সেখানে দায়িত্বশীল সরকারি কর্মচারী হিসেবে মিথ্যা ছরানো অবস্যই বড় অপরাধ।

০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:২০

সোনাগাজী বলেছেন:



আপনার বক্তব্য ঠিক আছে। যদি উনার সুপারভাইজার বা কোর্ট প্রমাণ চায়, উনি দিতে বাধ্য থাকবেন।

১২| ০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৪০

বঙ্গদুলাল বলেছেন: শেখ হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগ ছাড়া বাকি সব মানুষ ক্ষেপে গেছিল অবৈধভাবে ভোট ছাড়া দেশ চালানোতে।আন্দোলন যেভাবেই শুরু হোক,প্রতারণা লাগছে না আমার কাছে সব দলের অংশ নেওয়াকে।আপনি কি মনে করেন, এই রকম কোনো ইস্যুতে নামানো না গেলে তাকে মৃত্যুর আগ পর্যন্ত নামানো সম্ভব ছিল!ছিল না।কিন্তু অনেক প্রাণ হারানো, বিভৎস বিকৃত আহত হওয়া আমাকে পীড়া দিচ্ছে এখনও।আর একটা কষ্টের কথা হলো, আমাদের মানুষ দেশের চেয়ে দলকে বেশি ভালোবাসে!

০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:০৫

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনার সরকারের লোকেরা ও উনার পরিবারের লোকেরা ডাকাতী করেছে, উনি দায়ী; কিন্তু উনাকে নামানো সম্ভব হয়নি; কারণ, জামাত-শিবির ও বিএনপি'কে মানুষ বিশ্বাস না'করাতে।

এখন শেখ হাসিনার সরকার নেই, ডাকাতী থেমেছে; কিন্তু জাতি তার ভবিষ্যত নিয়ে ভীত; কারণ, শিবির তার পরিচয় গোপন করেছে।

১৩| ০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:২৯

বঙ্গদুলাল বলেছেন: আওয়ামী লীগ ছাড়া বাকিদের বিশ্বাস না করার মাপকাঠি কী?দেশে তো নির্বাচনই হয়নি।পুরো প্রশাসনকে কব্জা করে ফেলেছিল শেখ সাহেবের মেয়ে।৭১ এ রাজাকারির কারণে আপনি জামাতে যেভাবে বিশ্বাস করেন না।কিছু আওয়ামী লীগের আচরণও বর্তমানে এমন। এগুলো আবার কোনোদিন ক্ষমতায় গেলে ধরে ধরে মানুষ খুন করবে।এগুলো আর মওলানা ভাসানীর আওয়ামী লীগ নেই।মওলানার কথা যে বলবে আওয়ামীরা তাঁদের বলে চীনা পন্থি,পথভ্রষ্ট বাম ফাম।এই আওয়ামী লীগে সুন্দর কথা বলা মানুষ নেই বললেই চলে,হুমকি ধমকি ছাড়া কোনো বক্তব্যই এরা জানে না।আফসোস।।

১০ ই অক্টোবর, ২০২৪ রাত ১:৪৩

সোনাগাজী বলেছেন:



এখন আওয়ামী লীগে কোন রাজনীতিবিদ নেই, সবাই চোর কিংবা লাঠিয়াল। কিন্তু সবকিছুর মুলে হলো শেখ হত্যা; শেখকে হত্যা না'করলে শেখ হাসিনা কখনো রাজনীতিতে আসার সুযোগ পেতো না। তারপরও, শেখ হাসিনাকে বারবার হত্যা করার প্রছেষ্টা করার পর, সে দেশের ও দলের কথা ভুলে গিয়ে, দলকে লাঠিয়াল বানায়ে ফেলেছিলো।

১০ ই অক্টোবর, ২০২৪ রাত ১:৪৫

সোনাগাজী বলেছেন:




বাকীরা নিজেদের বাংগালী বলতেও লজ্জা পায়, তাদের জাতীয়তা হচ্ছে মুসলমান; আদঃুনিক বিশ্ব সম্পর্কে ওদের ধারণা হলো, ওরা সবাই পাপী।

১৪| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৩:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:







আবু সাইদ আত্মহত্যা করেছে।
অথবা
তাঁকে মেরে ফেলা হয়েছে।
কোনটি সঠিক!?

১০ ই অক্টোবর, ২০২৪ ভোর ৫:৫৩

সোনাগাজী বলেছেন:



আমি আবু সাইদের অনেকগুলো ছবি দেখেছি; সবগুলোতে লাঠি হাতে, লাঠিয়াল ছিলেন।

১৫| ১০ ই অক্টোবর, ২০২৪ ভোর ৪:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:









কিছু ব্যক্তিত্বহীন সাংবাদিক ছিল যারা ছিল ধান্দাবাজ।
আমি গণভবনে প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সের কিছু ভিডিও সরাসরি দেখেছি ।
সেখানে কয়েকটি গণমাধ্যমের প্রতিনিধি সরাসরি প্রধানমন্ত্রীর চামচাগিরি করত এবং অপ্রাসঙ্গিক প্রশ্ন তুলে মূল অনুষ্ঠানের প্রতিপাদ্য টাই এই ঘুরিয়ে দিত ।

যেমন প্রধানমন্ত্রীর তার চীন সফর নিয়ে ব্রিফিং করবেন।
কিন্তু একটি টিভির সাংবাদিক প্রধানমন্ত্রীর অপ্রাসঙ্গিক বন্দনা করলেন কতক্ষণ ধরে।

তারপর প্রশ্ন করলেন- জনাব মির্জা ফখরুল বলেছেন,আগামীতে আন্দোলন আরো র কঠোর হবে।
এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী আপনার মন্তব্য কী?

তখন প্রধানমন্ত্রী আসল প্রসঙ্গ বাদ দিয়ে মির্জা ফখরুল ও অন্যান্যদেরকে ধোলাই করতে থাকেন এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে খবর হয় - তাদের আন্দোলনকে কঠোরভাবে দমন করা হবে- প্রধানমন্ত্রী ।

কিংবা এই জাতীয় ।

কিন্তু সফর সম্পর্কে কোনো কিছুই সাধারণ পাঠক বা দর্শক জানতে পারে না ।
এটাই ছিল বাজে সাংবাদিকতার উদাহরণ।

১০ ই অক্টোবর, ২০২৪ ভোর ৫:৫৬

সোনাগাজী বলেছেন:



উনার জ্ঞানহীনতার সুযোগ নিয়েছে বাটপাড়, চোর-ডাকাতেরা।

১৬| ১০ ই অক্টোবর, ২০২৪ সকাল ৯:৩৭

বঙ্গদুলাল বলেছেন: বাংলাদেশে জন্ম নেওয়া সবাই বাঙালি কিংবা স্পেসিফিকিলি বাংলাদেশী।
১.দেশে নিজেকে বাঙালি মনে করা এবং না করা মানুষ শতকরা হিসেবে কত বলে মনে হয় আপনার কাছে?
২.আপনারা পাকিস্তান থেকে যুদ্ধ করে আলাদা হওয়ার ক্ষেত্রে রাজনৈতিক,অর্থনৈতিক,সাংস্কৃতিক মুক্তির ক্ষেত্রে কোনটি বেশি গুরুত্ব পেয়েছিল তখনকার প্রেক্ষাপটে?

১০ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৩৯

সোনাগাজী বলেছেন:




১) যারা ইতিহাস ও জাতীয়তাবাদ বুঝেন তারা নিজকে বাংগালী মনে করেন; যারা অখন্ড পাকিস্তানে বিশ্বাসী ছিলো, তারা জেনারেল জিয়া থেকে তোতার মতো শিখেছে বাংলাদেশী।
২) অর্থনীতি ও সংস্কৃতি

১৭| ১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:










































আবু সাইদ বলির পাঠা।
সে এই যুগের নুর হোসেন।

১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:২০

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনার বিচার হলে, শেখ হাসিনা এলে, শত নুর হোসেনের কাহিনী বের হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.