নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আন্দোলনের ২ মাস পর, "সাধারণ ছাত্রদের" নিয়ে আপনার কি মতামত?

০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:২৭



জুলাই মাসের ১ম সপ্তাহে ঢাকা ইউনিভার্সিটির "সাধারণ ছাত্ররা" কোটা আন্দোলন শুরু করেছিলো; আজ ২ মাস পরে, আপনারা দেখেছেন দেশের বিশাল পরিবর্তন হয়েছে। এই ২ মাস পর, সেই "সাধারণ ছাত্রদের"কে এখনো কি সাধারণ ছাত্র বলে মনে হচ্ছে? যারা এই আন্দোলনে নেতৃত্ব ছিলো, তাদের সবাই কি আদৌ ছাত্র ছিলো?

২ মাসের মাঝে ভালো সংবাদ হলো, শেখ হসিনার চোর-ডাকাত সরকারের পতন হয়েছে। তবে, দেশ এখন মিলিটারীর হাতে; মিলিটারী দেশেকে ১টি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দিয়েছে; সেটার প্রধান কিন্তু একজন বিতর্কিত ব্যক্তি; কিন্তু উনার প্রফেশানেল ব্যাকগ্রাউন্ড আছে ও আন্তর্জাতিকভাবে পরিচিত ব্যক্তিত্ব।

অন্তর্বর্তীকালীন সরকারেও কয়েকজন "সাধারণ ছাত্র" আছে; আপনি দেশের গুরুত্বপুর্ণ পদে এদেরকে দেখতে চান? দেশে এখনো এনার্খী চলছে; অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে এগুচ্ছে আপনার কি মনে হচ্ছে যে, এরা দেশকে চালু করে ১টি সঠিক নির্বাচন করে, ১টি ভালো সরকার গঠনে সফল হবে?

আন্দোলনে জড়িত "সাধারণ ছাত্রদের" কি সরকারে থাকা উচিত? এদের অবদানের কথা স্মরণ করে, সরকার এদেরকে জাতির সাথে পরিচয় করিয়ে দিচ্ছে না কেন? এদের পরিমাণ কত?





মন্তব্য ৩৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৩৭

জ্যাক স্মিথ বলেছেন: দিন দিন সমস্যা ঘনিভূত হচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হতে হয়তো আরও মাস ছয়েক সময় লাগবে।


০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৪৮

সোনাগাজী বলেছেন:


ভিডিও দেখেছি।

দেশ বিশাল সমস্যার মাঝে আছে।

২| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:০১

শূন্য সারমর্ম বলেছেন:


পাকিস্তানের আইএসআই জড়িত থাকার ব্যাপারটা কীভাবে এন্যালাইজ করেছেন? বাজারে তাদের প্রমাণ আদৌ পাওয়া সম্ভব হবে বলে মনে হয়?

১০ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:০৬

সোনাগাজী বলেছেন:



আন্দোলনে যারা লীড দিয়েছে ও মানুষকে রাস্তায় এনেছে, এরা ট্রেনিং পেয়েছে; কোন সাধারণ মানুষ সবকিছু গোপন রাখে এভাবে কাজ সম্পন্ন করার দক্ষতা রাখে না। জামত, শিবির, হিজবুত ও অন্যান্য জংগী গ্রুপগুলোর সাথে পাকিস্তান কাজ করে থাকে।

৩| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:১২

শূন্য সারমর্ম বলেছেন:


মানুষ কখনো পাকিস্তান ইন্টিলিজেন্স জড়িত থাকার ব্যাপারটা জানতে পারবে?

১০ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:১৭

সোনাগাজী বলেছেন:



আমাদের সাধারণ মানুষ অজ্ঞ, এরা এসব বিষয়ে সতর্ক হলে, ১৯৭১ সালের মুক্তিযু্দ্ধের পর, জামাত শিবির এই দেশ থেকে হিজরত করে পাকিস্তান চলে যেতো; যারা গিয়ে ছিলো, ওরা আর আসতে পারতো না।

৪| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:৩১

জ্যাক স্মিথ বলেছেন: আর কিছুদিন অপেক্ষা করেন আগামী ১৬ই ডিসেম্বর সবকিছু পরিষ্কার হয়ে যাবে। শুনেছি বিজয় দিবস হিসেবে ১৬ই ডিসেম্বরকে বাদ দিয়ে ৫ই আগস্ট করা হবে। যদি সত্যিই এটা হয় তাহলে আপনার ধারণা সত্যি বলে গণ্য হবে।

এখন পর্যন্ত ড: ইউনুস এবং সমন্বয়কদের সরাসরি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কিছু বলতে শুনিনি, তবে আকারে ইঙ্গিতে এরা বুঝানোর চেষ্টা করছে মুক্তিযুদ্ধ; সে তো কিছু নয়, পাকিস্তানের সাথে একটু ঝামেলা মাত্র ৫ই আগস্টই হচ্ছে আসল মুক্তিযুদ্ধ।

আগামী ১৬ই ডিসেম্বর যার যাল লেজ বেড়িয়ে যাবে, সে পর্যন্ত অপেক্ষা করুন।

১০ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:৫০

সোনাগাজী বলেছেন:




ওগুলোতে এখন হাত দেবে না; এখন চেষ্টা করবে ইউনিভার্সিটি ও সেক্রেটারিয়েট ই ব্যুরোক্রেসী দেখলে নি্তে।

৫| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:৩৩

সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশে দেশপ্রেমিক নিজের খেয়ে বনের মোষ তাড়ানো সাংবাদিক নেই। থাকলে মাহফুজ, নাহিদ এবং আসিফ এর আসল পরিচয় বের করা যেত!সাংবাদিক রা তৈল মারায় বিশেষ ডিগ্রি লাভ করেছে যা মুহাম্মদ ইউনূস এর সাথে প্রথম আলোর মতিউর রহমানের সাক্ষাৎকার দেখলে বুঝা যায়।

১০ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:৫২

সোনাগাজী বলেছেন:



ঐ ছেলেগুলোর পরিবারের সাথে পরিচিত লোকজনের মাধ্যমে যেকোন উৎসাহী মানুষ ওদের সম্পর্কে কিছু তথ্য নিতে পারে।

৬| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:৩৯

সৈয়দ কুতুব বলেছেন: গত শুক্রবার দেশের বিভিন্ন স্কুল কলেজের ছাত্ররা ইসলামিক পতাকা নিয়ে নবীজীর নামে কুটুক্তির প্রতিবাদ করার জন্য রাস্তায় মিছিল করেছিলো। তাদের অনেকের মুখে খেলাফত চাই এমন স্লোগান ছিলো!আবার ISIS এর ফ্লাগ ও পাওয়া গেছে ১/২ জায়গায়।পরিস্থিতি ভালো না।

১০ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:৫৫

সোনাগাজী বলেছেন:



এবা স্কুল, কলেজ ও ইউনিভার্সিটিগুলো দখলে নিয়ে গেছে, কিংবা নিয়ে যাবে; ওরা চলে গেছেও সেগুলো ওদের দখলে থেকে যাবে, ইহা হবে ভয়ংকর সমস্যা।

৭| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ২:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:












কথা হচ্ছে-
এ বছর ৭ই নভেম্বরের ছুটি আবার পুনর্বহাল হবে কিনা?
কারণ, দেখা যাচ্ছে বিএনপি ক্ষমতায় না আসলেও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তারাই আসীন হচ্ছে।

১০ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:১৮

সোনাগাজী বলেছেন:



স্বাধীনতা দিবস ও বিজয় দিবসের বাহিরে অন্য ছুটিগুলো ছোট করার দরকার।

৮| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ২:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:








কিছু ব্যক্তিত্বহীন সাংবাদিক ছিল যারা ছিল ধান্দাবাজ।
আমি গণভবনে প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সের কিছু ভিডিও সরাসরি দেখেছি ।
সেখানে কয়েকটি গণমাধ্যমের প্রতিনিধি সরাসরি প্রধানমন্ত্রীর চামচাগিরি করত এবং অপ্রাসঙ্গিক প্রশ্ন তুলে মূল অনুষ্ঠানের প্রতিপাদ্য টাই এই ঘুরিয়ে দিত ।

যেমন প্রধানমন্ত্রীর তার চীন সফর নিয়ে ব্রিফিং করবেন।
কিন্তু একটি টিভির সাংবাদিক প্রধানমন্ত্রীর অপ্রাসঙ্গিক বন্দনা করলেন কতক্ষণ ধরে।

তারপর প্রশ্ন করলেন- জনাব মির্জা ফখরুল বলেছেন,আগামীতে আন্দোলন আরো র কঠোর হবে।
এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী আপনার মন্তব্য কী?

তখন প্রধানমন্ত্রী আসল প্রসঙ্গ বাদ দিয়ে মির্জা ফখরুল ও অন্যান্যদেরকে ধোলাই করতে থাকেন এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে খবর হয় - তাদের আন্দোলনকে কঠোরভাবে দমন করা হবে- প্রধানমন্ত্রী ।

কিংবা এই জাতীয় ।

কিন্তু সফর সম্পর্কে কোনো কিছুই সাধারণ পাঠক বা দর্শক জানতে পারে না ।
এটাই ছিল বাজে সাংবাদিকতার উদাহরণ।

১০ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:১৯

সোনাগাজী বলেছেন:



এসব অপ্রয়োজনীয় কথা নিয়ে আপনি চিন্তিত?

৯| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৩:১১

কামাল১৮ বলেছেন: মিঃ স্মিথ,আপনি আপনার আগের পোষ্ট এবং মন্তব্য গুলি পড়েন।তা হলেই আপনি আপনার পরিবর্তন লক্ষ করতে পারবেন।কতটা সরে এসেছেন আপনি।গাজী সাহেব কিন্তু এক ইঞ্চিও সরে নি।আমিও সরি নি,কিন্তু অনেকেই সরে আসছে।

১০ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:২৪

সোনাগাজী বলেছেন:


উনি ১৯৭১ সালের জামাত, ইসলামী ছাত্র সংঘকে দেখেননি

১০| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৩:১৭

কামাল১৮ বলেছেন: কয়েকজন সমন্বয়কতে আর্মি ঘারধরে সভাথেকে বার করে দিছে,গুজব না কি কিছু সত্যতা আছে।

১০ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:২৮

সোনাগাজী বলেছেন:



আর্মি ২/৩ ভাগে ভিভক্ত হয়েছে মনে হয়; না'হয় বাছুরগুলোকে আরব পাঠায়ে দিতো এতদিনে।

১১| ১০ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:০২

আমি নই বলেছেন: সবচাইতে সমস্যায় আছে আফসোসলীগ, তারা এখন আর বাকি খেতে পারতেছে না, চাদা তুলতে পারতেছে না, তাদের সাজানো গোছানো চুরি-ডাকাতি বন্ধ হয়ে গেছে।

হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছেন তার নিজের দোষে। পাকিস্তান, আমেরিকা, ভারত, আইএসআই এগুলো বলে লাভ নেই। বাংলাদেশে যদি "র" এর এ্যাকটিভিটিজ থেকে থাকে তাইলে অন্যদেরো থাকবে সেটাই স্বাভাবিক।

তবে আপনারা যে সকল জুজুর ভয় দেখিয়েছিলেন তার একটাও হয় নাই, এটাই বড় সফলতা। বড় ব্যার্থতা আন্দোলনে আহতদের চিকিৎসার অবহেলা হয়েছে বলেই আমি মনে করি।

আমরা যারা দেশে আছি তারা চাই যতটা পসিবল ভাল করার চেষ্টা করুক। রাজনীতিবিদরা পারে নাই, সমন্বয়করাই না হয় চেষ্টা করুক। আমরা খুব ভাল ভাবেই জানি দেশ আমেরিকা, কানাডার মত হবেনা, আমরা তা আশাও করিনা, যতটা পসিবল ভাল হোক। লীগ ত্যানা না পেচালেই সম্ভব।

@Sayed Kutub ঐসব জুজুর ভয় আপনার দেশে দেখান, বাংলাদেশের মানুষ আপনাদের চাইতে অনেক সচেতন।

১০ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৩০

সোনাগাজী বলেছেন:



আপনার চিন্তাভাবনা অনেক দামী, সামুতে লেখেন।

১২| ১০ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:০২

আজব লিংকন বলেছেন: মতামত বললে চাকরি থাকবে না।

১০ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৩১

সোনাগাজী বলেছেন:



চাকুরী রাখা দরকার; তবে, প্রতারকেরা আর রাস্তায় যাবার সুযোগ পাবে না।

১৩| ১০ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:








১০ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:১৯০

লেখক বলেছেন

এসব অপ্রয়োজনীয় কথা নিয়ে আপনি চিন্তিত?


আমি চিন্তিত হতাম না ।

কেননা সাংবাদিকরা এখনো সেই প্রকার তেল দিয়ে যাচ্ছেন।
আপনি বাংলাদেশের পত্রপত্রিকা একটু পড়লেই বুঝতে পারবেন।

প্রথম আলো প্রধান উপদেষ্টার বিশাল সাক্ষাৎকার প্রকাশ করেছে পরপর দুইদিন।
তাতে কয়েকশো ড্রাম তেল প্রয়োগ করা হয়েছে।

১০ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:১৭

সোনাগাজী বলেছেন:




বাংলাদেশের মিডিয়া হচ্ছে গার্বেজ; সামুর গার্বেজ পড়ে শেষ করতে পারছি না, ওসব গার্বেজ দিয়ে কি হবে?

১৪| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৩৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: যারা এতোটা বছর শোষণ করে গেছে তারা কি আদো শাষক থাকার যোগ্যতা রেখেই করে গেছে নাকি ওরা তাদের ইচ্ছে মতো জাতিকে ব্যবহার করে কিছু ট্যাগের মাধ্যমে সময়ের সর্বোচ্চ ফায়দা নিজের করে জাতিকে অন্ধকারে নিম্মজিত করে গেছে! ‍যদি সেখান থেকে উত্তরনে কেউ সাহায্যে করে সে যেই হউক নিশ্বচয় ফ্যাসিবাদিদের থেকে আলাদা।

১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৪২

সোনাগাজী বলেছেন:



এই ছেলেগুলো উত্তরণে সাহায্য করবে? করুক

১৫| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:১৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কাউকে ছোট করে দেখতে নেই। হয়তো ওদের দ্বারাই বাংলাদেশের আমুল পরিবর্তণ আসবে। আমাদের বসে দেখা ছাড়া উপায় কী?

১০ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৪৪

সোনাগাজী বলেছেন:



বসে বসে দেখেন, এদেরকে ট্রেনিং দিয়ে পাকীরা; ওরা পাকিস্তানকে খেয়ে বসে আছে।

১৬| ১২ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:













































































































এখন সবাই বলাবলি করছে- আগেই তো ভালো ছিল!


মানুষ এখন এই রকম কথা কেন বলছে আপনি কি বলতে পারেন?

১২ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:২৭

সোনাগাজী বলেছেন:



মানুষ আন্দোলনের প্রতারকদের চিনতে পারছে।

১৭| ১২ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




































































দেশটা আফগান হয়ে যাবে সেটা তো জানতাম।
কিন্তু এতো তাড়াতাড়ি হবে সেটা কখনোই ভাবি নাই।

১২ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:২৬

সোনাগাজী বলেছেন:



শেহ হাসিনা থাকতেই দেশে জামাত-শিবির-হেফাজত তাদের কার্যক্রম ভালোই চালু করেছিলো; তার ফলে, দেশে দ্রুত আফগানিস্তানের মতো হচ্ছে।

আপনি কমেন্ট করতে বেশী অংশ "স্পেস" হিসেবে রাখেন, এতে হার্ডড্রাইভের যায়গা নষ্ট হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.