নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আওয়ামী লীগ রাজনীতিতে না\'ফেরা অবধি দেশ মিলিটারীর অধীনে থাকবে।

১৫ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:১৯



একমাত্র আওয়ামী লীগ ব্যতিত, বাকী দলগুলো ক্যন্টনমেন্টে জন্মনেয়া, কিংবা মিলিটারী-বান্ধব।

আওয়ামী লীগ ও বাংলাদেশ অনেকটা সমর্থক শব্দ ছিলো: বাংলাদেশ ব্যতিত আওয়ামী লীগের প্রয়োজন নেই, আওয়ামী লীগ ব্যতিত বাংলাদেশ বলতে কোন কিছু নেই। যেই নেতৃত্ব আওয়ামী লীগকে রাজনৈতিক দল থেকে সামান্য লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছিলো, তারা নিজের থেকে পালিয়ে গেছে; তাদেরকে বাদ দিয়ে, নতুনভাবে সংগঠিত করতে হবে, ইহাকে রাজনীতিতে ফিরতে হবে জাতির সিম্বল হিসেবে ।

যারা বাংগালী জাতীয়তাবাদে বিশ্বাস করেন, যারা ৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে উল্লসিত হয়, তারা ভুল নেতৃত্বের কারণে সমস্যার মাঝে নিপতিত হয়েছেন; তাদেরকে আবারো ঐক্যবদ্ধভাবে দলের পতাকাতলে একত্রিত হয়ে স্বদেশ গড়তে হবে জাতি হিসেবে বেঁচে থাকার জন্য।

১৯৭১ সালে স্বাধীন হওয়া এই দেশ জামাত-শিবির, বিএনপি ও জাপার নয়; ইহা সাধারণ মানুষের, সাধারণ মানুষের দল ছিলো আওয়ামী লীগ। যারা অখন্ড পাকিস্তান চেয়েছিলো, তারা বিএনপি'তে স্হান করে নিয়েছিলো; জামাত জাতির বিপক্ষে যুদ্ধ করেছে; জাপা বিএনপি'র মতো ক্যান্টনমেন্টে জন্ম গ্রহন করেছিলো।

এবারের মিলিটারী যে, আমেরিকান কন্ন্ট্রোলে আছে, উহা সহজে প্রকাশ হয়ে যাওয়ায় তারা নতুন দল করতে পারবে না; ড: ইউনুসও দল করার মতো আস্হা পাবার কথা নয়; তিনি হয়তো কোয়ালিশন করার চেষ্টা করছে; কোমলমতিদের পরিচয় প্রকাশ পেয়েছে, তাদের দল আছে।

সবকিছুই আগের মতো আছে, শুধু আওয়ামী লীগের নেতৃবৃন্দের অপরাধের কারণে সাধারণ মানুষের দলটি পুরোপুরিই ডুবে গেছে; কিন্তু ইহা স্বাধীনতার সময়ের দল; ইহা জাতীয়তাবাদী আন্দোলনের সময়ের দল, ইহাকে জাতির জন্য কাজ করতে হবে, ইহা ব্যতিত আমাদের জাতিটা অক্সিজেনহীন হয়ে যাবে।


মন্তব্য ৩২ টি রেটিং +১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৪১

মুসাফির নামা বলেছেন: মাথার নাট/ বল্টু সব গেছে।দেওলিয়াপূর্ণ লিখা,শেখ হাসিনা এদেরই সৃষ্টি।

১৫ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৯

সোনাগাজী বলেছেন:




শেখ হাসিনা ছিলেন ইন্দিরা গান্ধীর সৃষ্টি; ইন্দিরা কি ভুল করেছিলেন?

২| ১৫ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৪০

কামাল১৮ বলেছেন: বাস্তবতা শেখ হাসিনাকে শেখ হাসিনা বানিয়েছে।আরেক বাস্তবতায় আওয়ামি লীগ নতুন ভাবে জেগে উঠবে।অসাম্প্রদায়িক একটা দল থাকতেই হবে।সেটা যে নামেই হোক।

১৫ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৫২

সোনাগাজী বলেছেন:



বাকীগুলো মিলিটারীর বাচ্চা কিংবা মিলিটারীর বন্ধু-বান্ধব এবং মানুষের দল নয়, আল্লাহের দল।

৩| ১৫ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:১০

শাহ আজিজ বলেছেন: উত্তম বয়ান ।

১৫ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:১৫

সোনাগাজী বলেছেন:



পাকিস্তানী মিলিটারী নিজ দেশকে খেয়েদেয়ে আমাদেরকে কোমলমতি ও মিলিটারী উপহার দিয়েছে।

৪| ১৫ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:২৭

নতুন বলেছেন: আওয়ামী লীগ আর জামাতে ইসলামের সৃস্টি তো পাকিস্তানে

জামাত ৭১ মানুষ হত্যার সাথে যুক্ত ছিলো।
আয়ামীলীগ ২০২৪ এ মানুষ হত্যা করলো। গুম ক্রসফায়ার তো ছিলোই।

দেশের মানুষের মন মানুষিকতা এতোই পরিবর্তন হয়ে গেছে সবকিছুই উল্টে পাল্টে যাচ্ছে।

১৫ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৩০

সোনাগাজী বলেছেন:



১৯৭১ সালের মানুষ হত্যা ও ২০২৪ সালের মানুষ হত্যা কি সমান ও একই কারণে?

৫| ১৫ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৪

Sayed Kutub বলেছেন: শেখ হাসিনার পরিবার কে ছাড়া আওয়ামী লীগ ঘুরে দাড়াতে পারবে? মওলানার মতো কেউ নেই যে!

১৫ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:০৭

সোনাগাজী বলেছেন:




শেখ হাসিনার নাম নিলেও পাপ হবে; রাজনীতি জানা মানউষ দরকার হবে আওয়ামী লীগকে দল হিসেবে গড়ে তুলতে।

৬| ১৫ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৭

নতুন বলেছেন: ১৯৭১ সালের মানুষ হত্যা ও ২০২৪ সালের মানুষ হত্যা কি সমান ও একই কারণে?

দলের অন্ধ ভক্তরাই তাদের দলের নেতার অন্যায় নির্দেশ অনুসরন করে।

১৫ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:০৯

সোনাগাজী বলেছেন:



১৯৭১ সালের হত্যাকে ২০২৪ সালের হত্যার সমান আপনি বলেছেন; এখন অন্য কথা টানছেন!

৭| ১৫ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৪২

নতুন বলেছেন: জামাতে ইসলাম ধর্মীয় নির্দেশ মানতে গিয়ে হত্যায় সাহাজ্য করেনাই। বরং ক্ষমতা হারানোর ভয় থেকেই করেছে।

আয়ামীলীগের নেতারাও পুলিশেরা অস্র নিয়ে নেমেছে দলীয় নেতাদের গদি রক্ষার্থে।

একই মোটিভেসন।

আর লো আইকিউ ওয়ালা, অন্ধ ভক্তদের টাকা পয়শা দিয়ে এবং মগজ ধোলাই করে মানুষ হত্যার মতন কাজও করিয়ে নেওয়া যায় সেটা দেশের ৭১ এবং ২৪ এর ঘটনাই প্রমান।

১৫ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:১১

সোনাগাজী বলেছেন:



আপনি ২০২৪এর আন্দোলন ও ১৯৭১ সালের স্বাধীনতার মুক্তিযুদ্ধকে একই লেভেলে আনছেন কেন?

৮| ১৫ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:২২

প্রহররাজা বলেছেন: লীগের পতন করতে সেনা, বিএনপি, জামাত, বাম, জংগী, সুশীল, নারীবাদি সবার এক হতে হয়েছে।এখন যেহেতু এদের ঐক্যে ভাংগন ধরেছে তাই লীগের ফিরে আসার সম্ভাবনা আছে।

১৫ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৫৯

সোনাগাজী বলেছেন:



লীগ ফিরে আসবে; তবে, উহা ফিরে আসার আগে দেশের সংস্কৃতি অনেকটা বদলে যাবে।

৯| ১৫ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৪৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: একটা ডাকাত, খুনী দলের সাফাই যতই গাওয়া হয়না কেনো তার উত্তরণ এতো সহজে হবে না। কালের ক্রমে ওনাদের নাম নিশানা পর্যন্ত একদিন থাকবে না।

১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:০১

সোনাগাজী বলেছেন:



জামাত-শিবির, বিএনপি, জাপা বাংগালীদের দল নয়, এগুলো অখন্ড পাকিস্তনে বিশ্বাসীদের দল।

১০| ১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১:১২

শিশির খান ১৪ বলেছেন: অন্তর্বর্তী সরকার নিম্নে তিন বছর ক্ষমতায় থাকবে এর পর বি এন পি পাচ বছর দশ বছর পর আর হাসিনার শরীরে রাজনীতি করার মতো শক্তি থাকবে না। হাসিনার অবর্তমানে আওয়ামীলীগ এর নেতৃত্ব দিবে কে ? জয় তো টাকা পয়সা কমায় নিছে বাংলাদেশে আসার প্রশ্নই আসে না। যেই আমেরিকা কে সকাল বিকাল গালি দেয় সেই দেশেই নির্লজ্জের মতো পরে আছে। তার যে বাংলাদেশে আসার কোনো আগ্রহ নেই সেটা সে নিজের মুখে অসংখ্য বার বলেছে। তে হলে এখন আপনার আওয়ামীলীগ এর প্রধান নেতা কে হবে ? আমার মনে হয় আপনারা মেনন অথবা ইনুকে আওয়ামীলীগ প্রধান বানায় ফেলেন তে হইলে হয়তো আবার পঁচিশ বছর পর ক্ষমতায় আসতেও পারেন।

১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ২:৪২

সোনাগাজী বলেছেন:




আওয়ামী লীগ হয়তো সহসা ক্ষমতায় আসবে না; তবে, ইহা সুগঠিত হয়ে ফিরতে না'পারলে, জাতি মৌলবাদীতে পরিণত হবে

১১| ১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ২:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

সকলের অবগতির জন্য জানাচ্ছি যে-


আমি এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠিনি।

ব্লগার চাঁদগাজী মহোদয় আমাকে আর্থিকভাবে সহযোগিতার জন্য ইমেইল করেছিলেন।
আমি তাকে সবিনয়ে বলেছি যে আমি আমার নিজের চেষ্টায় বেঁচে থাকতে চাই ।
আপনাদের শুভ কামনাই আমার জন্য যথেষ্ট।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ভালো থাকবেন সব সময়।

১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ২:৪৪

সোনাগাজী বলেছেন:



আপনার শারীরিক সমস্যার সঠিক ডায়াগনোসিস কি হয়েছিলো? যেখানে গিয়েছেন, চিকিৎসা পাবেন তো?

১২| ১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৩:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

লেখক বলেছেন:
আপনার শারীরিক সমস্যার সঠিক ডায়াগনোসিস কি হয়েছিলো? যেখানে গিয়েছেন, চিকিৎসা পাবেন তো?


আমি আপনার খুব কাছে চলে এসেছি। মাঝখানে মাত্র একটি মহাসাগর।
ডাক্তার দেখাবো। দেশ থেকে ড্রাইভিং লাইসেন্সটি আনতে পারিনি। ২০২৩ সালের ৫ অক্টোবর নবায়ন করার জন্য আবেদন করেছিলাম। কিন্তু ঘুষ দেয়া হয়নি বলে এক বছর পেরিয়ে গেলেও উহা হাতে পাইনি। এখন যেখানে আছি সেখানে বাংলাদেশের লাইন্সে দেখিয়ে গাড়ী চালানোর অনুমতিপত্র পাওয়া যায়।

এই খানের স্থানীয় লাইসেন্স পাওয়ার আবেদন করতে চাইলে এখানে কমপক্ষে ৬ মাস থাকতে হবে। সেই বিবেচনায় ফেব্রুয়ারির ২৫ তারিখের পর আমি আবেদন করতে পারবো। আমি যেহেতু প্রায় ১০ বছর ধরে গাড়ী চালাই সে ক্ষেত্রে মনে হয় আমি প্রথম বারই পাস করে যাবো।

ভালো থাকবেন। আপনার জন্য শুভ কামনা।

১৬ ই অক্টোবর, ২০২৪ ভোর ৪:২০

সোনাগাজী বলেছেন:




আপনার জন্য শুভকামনা রলো; আপনার প্রবাস অভিজ্ঞতা আছে, উহা আপনাকে সাহায্য করবে।

১৩| ১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৩:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


রাষ্ট্রের উচিত প্রতিটি নাগরিককে জবাবদিহিতার মধ্যে রাখা।
নাগরিকদের সম্পদ ও বার্ষিক আয় ব্যয়ের হিসাব রাষ্ট্রের কাছে থাকা উচিত।
কেউই আইনের উর্ধ্বে থাকতে পারে না।

১৬ ই অক্টোবর, ২০২৪ ভোর ৪:১৯

সোনাগাজী বলেছেন:




লিলিপুটের দেশে ৫৩ বছরে টেক্সদেয়া লোকগুলোর কোন সঠিক ডাটাবেউজ বেই; ইহার পেছনে কারণ কি? প্রধান কারণ হলো, ইহাতে ব্যুরোক্রেটদের ডাকাতি ধরা পড়বে।

দেখলেন, সব দোষ শেখ হাসিনার, সব ব্যুরোক্রেটরা বহাল তবিয়তে আছে। মিলিটারী তাদের সাথে বন্ধুত্ব রেখে চলে!

১৪| ১৬ ই অক্টোবর, ২০২৪ সকাল ৮:৫৬

কিরকুট বলেছেন: আপনার এই পোস্টের বিরুদ্ধে এক মাত্র জামাত পন্থী গিরগিটি গুলাই উত্তেজিত হয়ে যাবে। বাকি যারা আছে তারা গাইগুই করে হাল্ফ হার্টেড কিছু মন্তব্য ফেলে যাবে।

বাংলাদেশের রাজনীতিতে আওমিলীগ একটা ফ্যাক্ট। একে ছাড়া বাংলাদেশে যেকোন রাজনৈতিক কর্মকান্ড অসমপুর্ন। জামাতি গিরগিটি গুলা বেশি লাথি উষ্টা খেয়ে বিভিন্ন দলে কুত্তার মতো লেজগুটিয়ে ছিলো এখন ঘাউ ঘাউ করে পাড়া মাতাচ্ছে। একে নাকি এরা বলে স্ট্রাটিজি। :D এদের লাথির মধ্যেই রাখা উচিৎ। আমি রনির সাথে একমত পোষন করছি। ইন রিটার্ন প্রতিশোধ অসম্ভব ভয়ানক হবে। আশার বিষয় সেই প্রতিশোধ জনতার উপর না। জামাত নামক কুকুর সাদৃশ্য গিরগিটির উপরে আসমানী বালা হয়ে আসবে৷

১৫| ১৬ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:৪৪

ক্লোন রাফা বলেছেন: আওয়ামিলীগ যখনই সাধারণ জনগণ থেকে দুরে সরে গেছে তখনই ঘোর বিপদের সন্মুখীন হয়েছে দলটি! শেখ হাসিনার অতিরিক্ত আমলা নির্ভরতা ! চোর ডাকাত বদমাশ আর দুর্ণীতিবাজদের মন্ত্রী, উপদেষ্টা করা কিছু অসাধু ব্যাবসায়িদের লাগামহীন মুনাফা করার সুযোগ দেওয়া । আইনের লোকদের দিয়ে বেআইনি কাজ করানো। সব দুর্ণীতিবাজদের পালিয়ে যেতে দেওয়া। আরো অসংখ্য ভুলের মাসুল দিতে হবে সাধারন মানুষ’কে!

১৬| ১৬ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


জামাতকে কুকুর- এর সাথে তুলনা না করার জন্য বিশ্বের সকল কুকুরের পক্ষ থেকে প্রতিবাদ জানাাই।
কুকুর অনেক ভালো একটি প্রাণী।

১৭| ১৬ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


২০০৯ সালে ক্ষমতাসীন হবার সময় থেকে আমি বিভিন্ন মন্তব্যে বলতাম- শেখ হাসিনার এখন কঠোর হওয়া দরকার। উনার তো চাওয়া-পাওয়ার কিছু ছিল না।

কাউয়া্ আর দরবেশরা সারা দেশে আলীগকে মানুষের কাছে খারাপ বানিয়েছেন।
এরাই বার বার দলের শীর্ষ পদে আসীন হয়েছিল।

১৮| ১৬ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:৩৭

ডার্ক ম্যান বলেছেন: সেনা শাসন জারির সম্ভাবনা বেশি। বিএনপি-জামায়াত ছাড়া যেকোন দলকে ক্ষমতায় দেখতে চায় ভারত

১৯| ১৬ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৫৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আওয়ামীলীগকে অন্ততপক্ষে ৫/৬ টার্ম নির্বাচন থেকে দূরে রাখতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.