নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

বিশ্রী ও কুশ্রী পদাবলির ব্লগারদের টার্গেট আমি

০৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৫



আমাকে জেনারেল করা হয়েছে ১টি কমেন্টের জন্য; আমার ষ্টেটাস অনুযায়ী, আমি কমেন্ট করতে পারার কথা; সেটাও বন্ধ করে রাখা হয়েছে; এখন বসে বসে ব্লগের গার্বেজ পড়ছি।

সম্প্রতি ১ জন অপকবিকে উনার কুশ্রী পদাবলির জন্য সেমিব্যান নাকি কিছু একটা করেছেন "এডমিন টিম"; সেটার পাবলিক পোষ্ট আপনারা পড়েছিলেন। উহাতে সঠিক মন্তব্য করার পর, আমাকে সেমিব্যান করা হয়েছিলো; ৪/৫ দিন সেমিব্যানে থাকার পর, জেনারেল করা হয়। জেনারেল ষ্টেটাসে বলা হচ্ছে, আমি কমেন্ট করতে পারবো; কিন্তু সেটাও করতে পারছি না; এভাবে, আমার প্রীভিলেইজ কেড়ে নেয়া অন্যায়।

ঘটনাটা ঘটেছিলো এভাবে: এডমিন টিমের নারী ব্লগার মানহীন, বিরক্তিকর, একটু আলফা টাইপের ১টি ছড়া প্রকাশ করেছিলেন। উহাতে কুশ্রী পদাবলি দিয়ে মন্তব্য করেছিলেন অপ-কবি। সেটার প্রতিবাদ করেছি আমি। অপ-কবির মন্তব্যটাকে নারী ব্লগার মুছে দিয়েছিলেন; সেই পোষ্টে আমার কমেন্টগুলোকেও মুছে ফেলা হয়েছে। এরপর ঘোষণা দিয়ে অপকবিকে সেমিব্যান করা হয়েছে। সেই পাবলিক পোষ্টে আমি অপ-কবিকে "অপকবি" বলেছি; উহার জন্য আমাকে সেমিব্যান করা হয়, এখন আমি জেনারেল!

আমাকে শাস্তি কেন? আসলে এডমিন টিম আমাকে টার্গেট করেছে সেই ২০১৬ সাল থেকে; আমার ৭টি নিক ব্যান করেছেন, এই নিকটির ২ বছর ৯ মাসের মাঝে ১৩ মাস "সেমিব্যানে" ও জেলারেল অবস্হায় আছে।

আমার প্রতি এই অবিচার বন্ধ করা হোক।

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩২

শায়মা বলেছেন: তুমি নারী কবির কাব্যকে মানহীন আর বিরক্টিকর বলেছো কেনো!!! X((

ভালো হইসে এইভাবে কমেন্ট ব্যান থাকো!!! :D

০৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৭

সোনাগাজী বলেছেন:



ওটা কাব্য ছিলো না, উহা ছিলো আলফা পদ্য।

আমাকে অন্যায়ভাবে ব্যান, সেমি-ব্যান, জেনারেল, কেমন্ট-ব্যান করে এডমিন টিমের কিছু মানুষ ক্রমাগতভাবে সোস্যাল মিডিয়ার নিয়ম ভংগ করে চলেছেন।

২| ০৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৪

শায়মা বলেছেন: ওহ তাও আবার তোমার এডমিন টিমের নারীর কবির কাব্যকে বিরক্টিকর আর মানহীন বলা!!!!!!!!!!!!!!!!! #:-S



জীবনেও আর কমেন্টের আশা নাই ভাইয়ু!!! B-))


০৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৩

সোনাগাজী বলেছেন:




এগুলো ব্যক্তিগত জীবনের আলফা পদাবলি, এসব সোস্যাল মিডিয়ায় আসার কথা নয়; এগুলো শুধু নারীর ডায়েরীতে থাকার কথা ।

আমার প্রিভিলীজ কেরে নেয়া অন্যায়।

৩| ০৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৭

সৈয়দ কুতুব বলেছেন: কমেন্ট করার ক্ষমতা থাকলে আজকে ৭ই নভেম্বর নিয়ে আমার ব্লগে কমেন্ট করতে পারতেন।ব্লগে মনে হয় আপনি ছাড়া মুক্তিযুদ্ধের আর কোনো প্রজন্ম লিখেন না।আপনার অভিজ্ঞতা মিস করলাম।

০৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫১

সোনাগাজী বলেছেন:



সামুকে অনেকে ব্যক্তিগত জার্নাল হিসেবে ব্যবহার করে সোস্যাল মিডিয়ার নিয়ম ভংগ করছেন; ৯ বছর ধরে আমার প্রীভিলীজ কেড়ে নেয়া হচ্ছে; এগুলো অন্যায়।

৪| ০৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫২

শায়মা বলেছেন: এহ লে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
নালীর ডায়েলীতে থাকার কথা!!!!!!!!!!!!!!!!!!!!


আরে ঐ আলফা কাব্য তো ঐ অপকবির জন্য ছিলো না.......

ছিলো তোমার ফেউ মানবের জন্য!!!!!!!!!!!!!!!!!!!!!!!:)


ইহা বুঝি নালীর দাইলীতে লেখে দিলে চব্বে!!!!!!!!!!!!


আই ওয়ান্টেড তো শো ইউ!!!!!!!!!!!!!!! এন্দ দ্যাত ফেউ ইডিয়ট!!!!!!!!!!!! :)


তা না বুঝে আলফামিয়া আলফা কবিতায় লাগায় দিলো গালফা!!!!!!!!!!


আর তাতে চারিদিকে ঠাস ঠুস পতন নিপাতন!!! :(

০৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৭

সোনাগাজী বলেছেন:




আপনি শিক্ষক মানুষ।

আমি ফুল-টাইম চাকুরী করে নিজের পয়সা খরচ করে অন্যাদের পড়ায়েছি; আমেরিকান কলেজ ও ইউনিভার্সিটিতে পার্ট টাইম শিক্ষকতা করেছি। আপনার সাথে অপ্রয়োজনীয় তর্কে আমি কখনো যাইনি।

আমি নারীদের সন্মান করি বলেই অপকবিকে অপকবি ডেকেছি।

৫| ০৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৩

ডার্ক ম্যান বলেছেন: সামু আপনার সাথে টম এন্ড জেরী খেলতেছে।

আপনার স্বাস্থ্য এখন কেমন।

০৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪০

সোনাগাজী বলেছেন:



সামুর মালিক বুঝতে পরেননি যে, উনার ইন্টেলিজেন্ট বিজনেসে ভুল টিম রাখায় এই বিশাল ব্যবসাটা ভালো করতে পারেনি।

৬| ০৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫

ডার্ক ম্যান বলেছেন: মাসে ৫০ হাজার ভিজিট হলে মোটামুটি ভাল টাকা ইনকাম হয়।

০৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:০৭

সোনাগাজী বলেছেন:



ব্লগার জানার ব্যবসাটা শুধু টাকার ব্যবসা নয়, ইহা হওয়ার কথা ছিলো, লেখক, সাহিত্যিক, শিক্ষক, ছাত্র, রাজনীতিবিদ, বিজ্ঞানমনা ও জ্ঞানীদের মিলনমেলা; কিন্তু উহা ঘটেনি।

৭| ০৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৪৮

শায়মা বলেছেন: আহারে জানা আপু কেনো যে তোমার কথা শুনছে না ভাইয়ু!!! :(


বুঝতেই পারছিনা আমি ! :( :( :(

০৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৫৭

সোনাগাজী বলেছেন:



সামুর গুরুত্ব ও ভুমিকা হওয়ার কথা ছিলো বিশাল; কিন্তু তা ঘটেনি নীচুমানের লেখকেরা দল বেঁধে ব্লগে গার্বেজ ছাড়াতে।

আজকে ১ জন বিখ্যাত সাহিত্যিক আমেরিকান নির্বাচন লিখে, এখন অবধি ১টি মন্তব্য পেয়েছেন; ইহার কারণ কি? কারণ, ইহা গরুর রচনা, গার্বেজ! এই ধরণের লেখকেরা সামুকে নীচে নামিয়ে এনেছেন।

৮| ০৭ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:৩৮

শায়মা বলেছেন: কি আর করা? :(

কিন্তু দল দেখলে কই???

কিছুদিন যাবৎ তো দল বল কিছুই নেই। তোমার দল তো পুরাই গায়েব হয়ে যাচ্ছে ভাইয়ু। :(

যাইহোক সবার জীবনেই নানা ব্যস্ততা এসেছে। আমার তো মরারও টাইম নেই মনে হয় মাঝে মাঝে। এটাও ভাবি সব কিছুই একদিন শেষ হয়। পৃথিবীও পরিবর্তনশীল। সময়ের সাথে দায়িত্ব বাড়তে বাড়তে মনে হয় এক্কেবারেই শেষ সীমাই পৌছে গেছি আজকাল! আমার কি মনে হয় জানো? সকাল হতে হতেই বিকাল হয়ে গেলো। এক ফোটা রেস্ট নাই জীবনে। যদিও আমি কখনও রেস্ট নেওয়া কি মানতামই না। তবে তখন ছিলো অন্যরকম আমার পছন্দের কাজগুলো আর আজকাল ঐ যে পছন্দ না হলেও করতে হয় সেরকম টাইপ কাজগুলো। :(

বসে বসে স্ক্রিপ্ট লিখলাম । গল্পবলা স্ক্রিপ্ট। আমাদের স্কুলে ওয়েলনেস ডে হতে চলেছে। সেখানে গল্প শুনাতে হবে বুড়ো থেকে ছুড়ো পর্যন্ত! এই ওয়েলনেস ডে, প্লানটেশন ডে, ওয়েল বিয়িং ডে, বুলি ডে কুলি ডে ঝুলি ডে কই থেকে যে এত সব ডে আসলো হঠাৎ জীবনে অবাক হয়ে যাই! আর সবখানে সকল কাজের কাজী, আসলে তুমি তো আসলটা জানো আমি কত পাঁজী।

যাইহোক একা একা বসে বসে দুঃখ করছো আর আমাকে শাপ শাপান্ত করছো কারণ ভাবছো আমি সেই যে তোমাকে ব্যান করে রোজ রোজ। তাই গল্প করে গেলাম। কি আর করা আগের মত মিররমনি একলব্য ভাইয়ু আর আসে না গল্প করতে। তারাও সব বিজি হয়ে পড়েছে। সামুর গল্পবাজ দল দাঙ্গাবাজ দল আর সর্বদল সব হারিয়ে যাচ্ছে।

তবে আমি কোন দল বলোতো???


হা হা তোমাকে রাগ দেখানোর আর ঝগড়া করানোর উপাদান এনে দিচ্ছি। কমেন্টে কমেন্টে কাউকে গালাগালি বকা ঝকা না করতে পেরে তোমার সময় কাটছে না তো তাই ! :)

০৭ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:১০

সোনাগাজী বলেছেন:




আমি প্রবাসে আছি; এখানকার মানুষকে ভালো থাকতে দেখছি; এইষব দেশের মানুষকে ভালো থাকতে সাহায্য করছে শিক্ষিতরা, জ্ঞানীরা। আমাদের শিক্ষিতদের জ্ঞান না'থাকায়, তারা বাকীদের সুখ ও সুযোগকে নষ্ট করছে।

০৭ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:১২

সোনাগাজী বলেছেন:



মিরর অষ্ট্রেলিয়াতে দীর্ঘ সময় বাস করেছেন, কাজ করেছেন; কিন্তু ওদের সংস্কৃতির ভালো কিছু শেখার চেষ্টা করেননি, উনার আচরণ বিরক্তিকর।

৯| ০৭ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:১৬

শায়মা বলেছেন: তোমার কাছে দেখছি সবই বিরক্তিকর লাগছে ভাইয়া। :(

যাইহোক তোমার ফেউ মানবদেরকে ছাড়া কারা কারা বিরক্তিকর নহে তোমার কাছে বলোতো দু একজনের নাম। :)


হা হা পারবেনা জানি.... :P

যাইহোক গুড নাইট। ঘুমাতে যাই...

০৭ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:২৫

সোনাগাজী বলেছেন:



কারো নাম বলতে চাচ্ছি না; তবে, যারাঁ প্রবাসে আছেন, বা ছিলেন, এই ধরণের ব্লগারদের মাঝে বেশ কয়েকজন বিশ্ব ও দেশ সম্পর্কে সঠিক জ্ঞান রাখেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.