নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডায়েরীর পাতাগুলো.........

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি

সোনারবাংলা

আসুন সবাই মিলেমিশে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, যেখানে থাকবে না দরিদ্র, রাজনৈতিক হানাহানি, দুর্ণিতি, পেশীশক্তির শোষন।

সোনারবাংলা › বিস্তারিত পোস্টঃ

একতারা বাজাইলে মনে পইড়া যায় একদিন বাঙালী ছিলাম রে

১৪ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪৬





সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। অপ্রিয় হলেও সত্য যে, আমাদের দেশের ডিজিটাল পোলাপাইন ও গৃহিনীরা নিজ দেশের সিনেমা-নাটক দেখে না। বাংলা গানও শুনেনা। তারা ওপার বাংলার চ্যানেলগুলোর হিন্দী সিনেমা-নাটক-গান-বই নিয়েই বেশী ব্যস্ত থাকে। আমরা বছরে একদিন বাংগালী সাজি। সারাদিন বাইরে নববর্ষের উৎসব পালন করে বাসায় এসে হিন্দী সিরিয়াল দেখি। এই হচ্ছে আমাদের দেশ প্রেম।



আজকের এই দিনে আসুন আমরা-------



==হিন্দী সিনেমা-নাটক না দেখে দেশীয় সিনেমা-নাটক দেখি।

==হিন্দী গান না শুনে দেশের গান শুনি।

==ওপার বাংলার রাইটারের বই কম পড়ে দেশীয় রাইটারের বই বেশী করে পড়ি।



নববর্ষের এই দিনে এই দুর প্রবাসে গুন গুন করে গাইতে ইচ্ছে করে---

একতারা বাজাইলে মনে পইড়া যায় একদিন বাঙালী ছিলাম রে

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৪৮

স্নিগ্ধ শোভন বলেছেন:

একদিন বাঙ্গালী ছিলাম রে ..... থেকে আমাদের ফিরে আসতে হবে।

নববর্ষের শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.