নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডায়েরীর পাতাগুলো.........

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি

সোনারবাংলা

আসুন সবাই মিলেমিশে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, যেখানে থাকবে না দরিদ্র, রাজনৈতিক হানাহানি, দুর্ণিতি, পেশীশক্তির শোষন।

সোনারবাংলা › বিস্তারিত পোস্টঃ

@===প্রবাসীদের বিভিন্ন ভাষায় কথা বলা===@

১৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

বাঙালী জাতি হিসেবে আমরা সবাই বাংলা ভাষায় কথা বলি। শহরের বাসিন্দাদের অনেকে বাংলা ভাষার সাথে কিছু কিছু ইংরেজী শব্দ ব্যবহার করে। তবে গ্রামের মানুষ বাংলা ছাড়া অন্য ভাষায় কথা বলতে পারে না। মধ্যপ্রাচ্য প্রবাসীদের বেশীর ভাগ গ্রামই থেকে আসা। প্রবাসে এসে তাদেরকে প্রথমে ভাষা শিখতে হয়। ইংরেজী বলতে না পারলেও হিন্দীতে কথা বলা বাধ্যতামুলক। মাশাআল্লাহ আমাদের দেশের প্রবাসী ভাইয়েরা খুব দ্রুত হিন্দী ভাষা শিখতে পারে। না শিখেও উপায় নাই । প্রবাসে কাজ করতে হলে ভাষা শিখতেই হবে।



ছুটিতে দেশে গিয়ে আমাদের এই প্রবাসী ভাইয়েরা বাংলার সাথে অনেক হিন্দী শব্দও ব্যবহার করে থাকে। এই যেমনঃ



এই ছামানটা (জিনিষ) একটু দাও তো--



মনে করে বাবুকে দাওয়ায় (মেডিসিন) খাওয়াবে--



কাজটা খালাস (শেষ) করে আসলাম--



ডাক্তার আমার কি বিমার (অসুখ) হয়েছে জানিনা--



আমার জন্য এককাপ ছোলেমানী (রং চা) বানিয়ে নিয়ে এসো--



অনেক প্রবাসী দেশে গিয়ে স্টাইল করে হিন্দীর সাথে আরবীতেও কথা বলে। বেশী পন্ডিতগিরি করতে গিয়ে অনেকে লজ্জা পায়। তবে উপরোক্ত কয়েকটি শব্দ বেশী উচ্চারণ করে থাকে। প্রবাসীদের মুখ থেকে এই শব্দগুলো শুনে আপনারা আবার হাসবেন না প্লিজ...........



কিছু ফ্রি টিপসঃ



@=যারা প্রবাসী হতে চান দয়া করে আসার আগে ভাষা শিখুন।



@=অপরিচিত দালালের খপ্পরে পড়ে প্রতারিত না হয়ে প্রবাসী আত্বীয়-স্বজনের সহযোগিতায় বিদেশে যাবার চেষ্টা করুন।



@=প্রবাসে আসার আগে কর্মস্থল সম্পর্কে ভাল করে খোজ খবর নিবেন। বাসস্থান কেমন হবে, বেতন কত হবে, কত বছর পর ছুটিতে যেতে পারবেন, কয়মাস দেশে থাকতে পারবেন, টিকেটের টাকা পাবেন কিনা যাবার আগেই জেনে নিবেন।



@=প্রবাসে আসার আগে দেশে কিছু একটা করার চেষ্টা করুন। কারন একবার প্রবাসী হলে এই প্রবাস জীবন ছেড়ে দেশে কিছু একটা করে জীবন যাপন করা খুব কষ্টকর।



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

মাথা ঠান্ডা বলেছেন: প্রবাস জীবন ।

১৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

সোনারবাংলা বলেছেন: এক কষ্টের জীবন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.