নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডায়েরীর পাতাগুলো.........

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি

সোনারবাংলা

আসুন সবাই মিলেমিশে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, যেখানে থাকবে না দরিদ্র, রাজনৈতিক হানাহানি, দুর্ণিতি, পেশীশক্তির শোষন।

সোনারবাংলা › বিস্তারিত পোস্টঃ

মারুফ ভাইয়ের প্রবাস জীবন

২৪ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৩


মারুফ ভাইয়ের মুখে হাসি নেই। এই দুর প্রবাসে প্রতিদিন ১৩ ঘন্টার ও বেশী সময় কাজ করতে করতে মারুফ ভাই ক্লান্ত। হাসবেই বা কি করে? সাপ্তাহিক ছুটির দিনেও যে কাজ করতে হয়। মাস শেষে বেতনের সবটুকুই দেশে পাঠিয়ে দেয় মারুফ ভাই। সকালের নাস্তার টাকা থেকে কিছু টাকা সেভ করে সেই টাকা দিয়ে দেশে ফোন করে। মারুফ ভাইয়ের এই কস্টের প্রবাস জীবনের চিত্র দেশের কেউ দেখে না। কেউ জানতেও চায় না মারুফ ভাই কেমন আছে, কেমন যাচ্ছে তার প্রবাস জীবন। এমন কি মারুফ ভাইয়ের বউ ও কোন দিন জানার চেস্টা করেনি যে মারুফ ভাই কত টাকা বেতন পায়। কিছু টাকা নিজের জন্য রাখে কিনা। উল্টো বিভিন্ন অযুহাত দিয়ে আরো বেশি টাকা পাঠাতে আবদার করে তার বউ। মারুফ ভাই বেশি টাকা ইনকাম করতে পারে না বলে তার মা- বাবাও খুশি নয়। এই নিয়ে মারুফ ভাইয়ের টেনশনের শেষ নেই। সৎ পথে উপার্জন করে বলে মারুফ ভাই কস্টে আছে।

এই রকম হাজারো মারুফ ভাই এই দুর প্রবাসে আছে। তারা বড়ই অসহায়। তারা না পারে অসৎ পথে ইনকাম করতে, না পারে পরিবারের চাহিদা পুরণ করতে, না পারে দেশের পরিবারের সাথে থাকতে--প্রবাসই মনে হয় তাদের একমাত্র ঠিকানা---কে দিবে তাদেরকে একটু শান্তনা?

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৭

কাহাফ বলেছেন: মারুফদের মত প্রবাসীরা অাসলেই অাজীবন কষ্টই করে শুধু........।

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৯

আহমেদ আলিফ বলেছেন:
এতো কষ্টই যদি করতে হয়! তা হলে দেশে এসে করুক, এতে অন্তত মনসিক শান্তিটা তো পাবে!

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২৮

ইমরান আশফাক বলেছেন: যে টাকা খরচ করে বিদেশে যায় সেই টাকায় দেশেই অনেক কিছু করা যায়। আর বিদেশে একদম কিছু না জেনে যাওয়ার চেয়ে কিছু একটা শিখে যদি যাওয়া যায় তাহলেও অনেক রোজগার করতে পারবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.