নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সন্ধ্যা প্রদীপ

আমার সমস্ত চেতনা যদি শব্দে তুলে ধরতে পারতাম

সন্ধ্যা প্রদীপ › বিস্তারিত পোস্টঃ

কোয়ারেন্টাইন সেন্টার থেকে সিলিং ফ্যান চুরি ও অন্যান্য

২২ শে মার্চ, ২০২০ দুপুর ১:৫১



দুনিয়ার লোক জীবন বাঁঁচতে অস্থির আর আমরা উৎসবমুখর পরিবেশে করোনা ভ্যাকেশন উৎযাপন করছি।সকালে উঠেই খবর দেখলাম এক কোয়ারেন্টাইন সেন্টার থেকে ২৬ টা সিলিং ফ্যান চুরি হয়েছে।

যাক! কোয়ারেন্টাইন সেন্টার কারোতো মনযোগ আকর্ষন করতে পেরেছে।কারোতো কাজে লেগেছে!

আহা! কি চমৎকার!


পর্যাপ্ত পিপিই এর না পেয়ে ডাক্তারদের পলিথিন বেঁঁধে রোগী সেবা করতে হচ্ছে---

নিচের কথা গুলো মিথ্যা নয়

দেশে এখন করোনা ভাজা পাওয়া যাচ্ছে--


চলছে গুজবের মহোৎসব-



ভেবে দেখেছি কি?


মানে কি?এই সুযোগে কি ব্যাটারা হারপিক দিয়ে দাঁত মাজতে বলছে নাকি?


সত্যিই তো খাঁচা বন্দী হয়ে গেলাম!


সব খারাপের ভীড়ে কিছু খবর আছে আশা জাগানিয়া!


সতর্ক থাকি,সুস্থ থাকি সুস্থ রাখি--

ছবিঃ ফেসবুক থেকে নেয়া

মন্তব্য ১৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০২০ দুপুর ২:২২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহু স্বপ্না সহ আরো যারা দেশের এমন ভয়াবহ দুর্যোগের সময় দেশের সাধারন মানুষের পাশে দাড়িয়েছেন তাদের মঙ্গল করুক ।
এগিয়ে চলুন বোন স্বপ্না আমাদের দোআ সব সময় আপনাদের সাথে থাকবে ।

২২ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫৮

সন্ধ্যা প্রদীপ বলেছেন: দুর্যোগের সময় এদেশে যেমন সার্কাস চলতে থাকে তেমনি স্বপ্না আপুদের মত কিছু সুপারহিউম্যান দের দেখা পাওয়া যায়।

২| ২২ শে মার্চ, ২০২০ দুপুর ২:৪৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এমন নিভৃতচারী স্বপ্নাদের দেশে বড্ড প্রয়োজন।

২২ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫৯

সন্ধ্যা প্রদীপ বলেছেন: আছে আছে এদেশে উনাদের মত মানুষ আছে
আল্লাহ তাদের মঙ্গল করুন!

৩| ২২ শে মার্চ, ২০২০ দুপুর ২:৪৫

রাজীব নুর বলেছেন: কথা একটাই- মুক্তি চাই করোনা থেকে।

২২ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০০

সন্ধ্যা প্রদীপ বলেছেন: মুক্তি তো চাই কিন্ত মুক্তি দেবে কে?

৪| ২২ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। তিনি আমাদের ক্ষমা করবেন ইনশাআল্লাহ :(

২২ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০০

সন্ধ্যা প্রদীপ বলেছেন: ইনশাআল্লা!!

৫| ২২ শে মার্চ, ২০২০ বিকাল ৪:১২

মাহমুদুর রহমান বলেছেন: পর্যাপ্ত পিপিই এর না পেয়ে ডাক্তারদের পলিথিন বেঁঁধে রোগী সেবা করতে হচ্ছে--

এই ডাক্তারদের মন অনেক বড়।তাদের কাছে মানবতা আগে।

২২ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০১

সন্ধ্যা প্রদীপ বলেছেন: ডাক্তাররাই সবচেয়ে বেশি বিপদে আছে--
আল্লাহ উনাদের ভাল করুন

৬| ২২ শে মার্চ, ২০২০ বিকাল ৫:১৯

নেওয়াজ আলি বলেছেন: করুণাময় । এই মরণ ব্যাথি থেকে আমাদের সকলকে নিরাপদ রাখো, সুস্থ রাখো।

২২ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০২

সন্ধ্যা প্রদীপ বলেছেন: আমিন!

৭| ২৩ শে মার্চ, ২০২০ সকাল ১১:২৪

সাজিদ উল হক আবির বলেছেন: ছবিগুলির যথার্থ উপস্থাপন হয়েছে পোস্টে। শুভকামনা। : )

২৩ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৫৭

সন্ধ্যা প্রদীপ বলেছেন: ধন্যবাদ।
কিছু কিছু ছবি দেখলে দুঃখের মধ্যেও হাসি পায়।

৮| ২৩ শে মার্চ, ২০২০ সকাল ১১:৩৩

নীল আকাশ বলেছেন: এটা বাংলাদেশ। এখানে সবই সম্ভব।

২৩ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৫৯

সন্ধ্যা প্রদীপ বলেছেন: হ্যাঁ সবই সম্ভব।পুরো দেশটাই একটা চিড়িয়াখানা!

৯| ২৩ শে মার্চ, ২০২০ দুপুর ২:৩৪

রাজীব নুর বলেছেন: বিনাশ আসলে কেউ ঠেকাতে পারে না। প্রকৃতিকে মানুষ জ্বালায় আর প্রকৃতি একদিন নিরবে ফুঁসে ওঠে,
এই ফু্ঁসে উঠাকে মানুষ দোষ দিতে জানে অথচ নিজেকে কন্ট্রোল করতে জানে না। কতটা ভয়াবহ এই মানব জাতি!

২৩ শে মার্চ, ২০২০ বিকাল ৫:০১

সন্ধ্যা প্রদীপ বলেছেন: আমরা প্রকৃতিকে সাথে নিয়ে বেঁচে থাকতে শিখি। তাই মাঝে মাঝেই এমন টা হয়।

১০| ২৯ শে মার্চ, ২০২০ রাত ৮:৫৬

নায়লা যোহরা বলেছেন: আর বইলেন না এগুলো দেখলে এখন হাসবো নাকি কাঁদবো নিজেও ভুলি যাই !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.