নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সন্ধ্যা প্রদীপ

আমার সমস্ত চেতনা যদি শব্দে তুলে ধরতে পারতাম

সন্ধ্যা প্রদীপ › বিস্তারিত পোস্টঃ

আপনার মধ্যেই কি লুকিয়ে আছে ছদ্মবেশী নিপীড়ক?

১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৫৬



কিভাবে বুঝবেন আপনার মধ্যেও একজন নিপীড়ক লুকিয়ে আছে?নিচের পয়েন্টগুলো মিলিয়ে দেখুন-

>আপনার কি মেয়েদের শিক্ষিত হতে দেখলে গা জ্বলে?
>আপনি কি মেয়েদের স্বাবলম্বী হওয়াটা সহ্য করতে পারেন না?
>আপনি রাস্তায় সুন্দর করে সেজে ঘুরে বেড়ানো তরুনীদের দেখলে কখনো মনে মনে কখনো প্রকাশ্যে গালি দেন?
>আপনার স্ত্রীর আয় আপনার চেয়ে বেশি,এই ব্যপারটা কি আপনাকে প্রতিনিয়ত দগ্ধ করে?
>আধুনিক নারীর সাহসী পোশাক আর দূর্বিনীত চলাচল দেখলে কি মনে মনে ভাবেন একে শায়েস্তা করা দরকার?
>আপনি কি নারী সহকর্মীকে অযোগ্য মনে করেন এবং সুযোগ পেলেই পুরুষ সহকর্মীদের সাথে তাকে নিয়ে কুৎসিত আলোচনায় মেতে ওঠেন?
>আপনার কাছে কি বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েগুলিকে বে*্যা মনে হয়?
>আপনি কি মনে করেন নারীদের স্থান পুরুষের পায়ের নিচে?
>আপনি কি মনে করেন দেশের শাসক নারী হলে দেশ উচ্ছন্নে যায়?
>পহেলা বৈশাখে বা অনুরূপ কোনো অনুষ্ঠানে সুসজ্জিত নারীদের হাস্যজ্বল চেহারা দেখলে কি আপনার ভেতরে কুবাসনা মাথা চাড়া দিয়ে ওঠে?
>আপনি কি নারীদের সাথে কথা বলার সময় ইংগিত পূর্ণ মন্তব্য করেন এবং তাকে অস্বস্তিবোধ করতে দেখে মজা পান?
>সহপাঠী, সহকর্মী বা রাস্তায় চলা নারীর হাঁটাচলা দেখেই কি আপনি বন্ধুদের বলে দিতে চেষ্টা করেন তার পিরিয়ড চলছে কিনা?
>আসেপাশের উঠতি বয়সের কিশোর মেয়েটিকে কি গায়ে হাত দিয়ে আদর করতে আপনার খুব ভালো লাগে?
>আপনি কি মনে করেন পর্দানশীন না হলে নারীদের প্রতি ইভটিজিং, সহিংসতা বা ধর্ষণ হওয়া জায়েজ?
>গণ পরিবহনে কি আপনি চুপিসারে নারীদের স্পর্শকাতর স্থানে স্পর্শ করেন?
>ফেক আইডি দিয়ে কি আপনি নারী নির্যাতন বিষয়ক নিউজগুলোতে কুরুচিপূর্ণ মন্তব্য করেন?
>আপনি কি কোনো কারন ছাড়াই নারী সেলিব্রিটি বা ইউটিবারদের কন্টেন্ট দেখে কুৎসিত মন্তব্য করেন?
>আপনি কি নারীদের নিয়ে কুৎসিত জোকস শুনতে বা বলতে পছন্দ করেন?
>আপনি আপনার আত্মীয় বন্ধুদের সামনে স্ত্রীকে অপমানসূচক কথা বলে নিজের পুরুষত্ব জাহির করতে চেষ্টা করেন?
>মনে মনে ধর্ষণ সমর্থন করলেও মুখে কি অন্য বুলি আওড়ান?
>ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড হওয়ার পর থেকে কি আপনি অস্বস্তি বোধ করছেন? এব্যাপারে আপনার মূল আলোচনার বিষয়টি কি ছিল মিথ্যা মামলা সাজিয়ে কত পুরুষকে ফাঁসানো হবে?


তাহলে কংগ্রাচুলেশনস!
আপনি একজন ছদ্মবেশি মানুষ।আপনার ভেতরে লুকিয়ে আছে একজন নিপীড়ক।বাইরে আপনি প্রগতিশীল ভাব দেখালেও ভেতরে ভেতরে নারীদের পায়ের জুতা মনে করেন।সুযোগের অভাবেই আপনি ভদ্রলোকটি সেজে থাকেন।সুযোগ পেলেই আপনার ভেতরের হিংস্র প্রাণীটি বের হয়ে পড়বে এবং আপনার দ্বারা ছোট,মাঝারি এবং ভয়ংকর অপরাধ ঘটে যেতে পারে যেকোনো সময়।

আপনার মূল সমস্যা আপনি নারী ক্ষমতায়ন মেনে নিতে পারেন না।নারীকে আপনি প্রতিপক্ষ মনে করেন এবং আপনার হীন আচরণ দ্বারা আপনার প্রতিশোধের বাসনা চরিতার্থ করেন।লিংক

এসবের একটি বা দুইটি ব্যাপার থাকলে আপনার ভালো হওয়ার সুযোগ এখনো আছে।যদি এর মধ্যে বেশিরভাগ আর সবটাই আপনার মধ্যে থাকে তবে আপনার সাথে বসবাস করা কঠিন।সমাজে আপনার মত মানুষগুলোর জন্যেই নারী নিপীড়ন এত বেড়েছে এবং তা কন্ট্রোল করা যাচ্ছে না।তবে সাবধান! দিন বদলাচ্ছে!

হিন্দুধর্মে যিনি দুর্গতিনাশিনী দূর্গা তিনিই কিন্ত নৃমুণ্ডমালিনী কালী!

ছবিঃ ইন্টারনেট


মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সবার মাঝেই একটা ভালো মানুষ আর দুষ্ট মানুষের বসবাস।
যখন ভালো মানুষ দুষ্ট মানুষের কাছে পরাজিত হয় তখন তার
ভিতর দুষ্ট বুদ্ধি কাজ করে তখ্ন তার পক্ষে সবই সম্ভব। তবে
এই দুষ্ট মানুষকে নিয়ন্ত্রণে রাখতে পারলে তার দ্বারা খারাপ
কিছু হবার সম্ভাবনা নাই। তবে দুষ্টরা ভালোর কাছে একসময়
বশ্যতা স্বীকার করে।

১৯ শে অক্টোবর, ২০২০ রাত ১২:৪৩

সন্ধ্যা প্রদীপ বলেছেন: হ্যাঁ ভালমন্দ মিলেই মানুষ--তবে অপরাধ প্রবণতা যদি নিজের বিবেক দিয়েই প্রতিটি মানুষের ক্ষেত্রে নিয়ন্ত্রিত হতো তবে আর আলাদা করে আইন আদালত দরকার হতোনা।

ধর্ষকদের কি দুষ্ট বলা যায়?তারা তো পাপীষ্ঠ

২| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৪০

করুণাধারা বলেছেন: পয়েন্ট গুলো অসাধারন!! ভালো ছাঁকনি বের করেছেন!!

১৯ শে অক্টোবর, ২০২০ রাত ১২:৩৭

সন্ধ্যা প্রদীপ বলেছেন: :D

৩| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৫১

চাঁদগাজী বলেছেন:



আমার বেলায়, আপনার সবগুলো প্রশ্নের উত্তর, হ্যাঁ

১৯ শে অক্টোবর, ২০২০ রাত ১২:৩৮

সন্ধ্যা প্রদীপ বলেছেন: কেন দাদা নিজেকে এত ঘৃণা করেন আপনি?

৪| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৫৯

চাঁদগাজী বলেছেন:


কালীকে বাংলাদেশে আসতে মানা করবেন, উনাকে নির্যাতনের হাত থেকে রক্ষার জন্য আবার জনবল নিয়োগ করতে হবে।

১৯ শে অক্টোবর, ২০২০ রাত ১২:৩৯

সন্ধ্যা প্রদীপ বলেছেন: এই প্রথম আপনার একটা কমেন্ট বেশ ভাল লেগেছে--

৫| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১১:০০

রাজীব নুর বলেছেন: আমি ভাই নিপীড়ক নই।

১৯ শে অক্টোবর, ২০২০ রাত ১২:৩৯

সন্ধ্যা প্রদীপ বলেছেন: তাহলে তো ভালই!

৬| ১৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:২৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৯ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

সন্ধ্যা প্রদীপ বলেছেন: :|

৭| ১৯ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৪৫

চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন, " কেন দাদা নিজেকে এত ঘৃণা করেন আপনি? "

-আমি ঠিক আছি, আপনার ভাবনাগুলো সঠিক নয়।

৮| ১৯ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৫১

সোহানী বলেছেন: হাহাহাহা .......... সুপার লাইক আপনার ছাকনীর ভাবনাকে (করুণা আপুর দেয়া নাম B-)) )

একেবারেই বাস্তবতা তুলে ধরেছেন।

ধর্ষক বিভিন্নভাবে হতে পারে। এমন কি গায়ে টাচ না করেও বিভিন্নভাবে ধর্ষন করতে পারে। কি কথায়, কাজে, মন্তব্যে, চোখের দৃষ্টিতে..........। অনেক মুখে মুখে অনেক বড় কথা বলে কিন্তু যখনই একটি মেয়ের সাথে স্বার্থ নিয়ে দ্বন্ধ হয় তখনই আসল চেহারা বেড়িয়ে পড়ে।

আপনার লিখালিখি অঅর ভাবনাকে স্যালুট জানাই।

৯| ১৯ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৫৫

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার কয়েকটা প্রশ্নের উত্তরই আমার কাছে "হ্যাঁ" মনে হয়েছে। ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ডের বিধান অনেক দেরীতে এসেছে, এটা হওয়া উচিত ছিলো আরো অনেক আগেই। তবে চার দেয়ালের মাঝে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে মৃত্যুদন্ডের সাথে একমত নই। আমার কাছে মনে হয়, ধর্ষণের শাস্তিটা প্রকাশ্যে হওয়া উচিত এবং সেটা বর্বর এবং অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির হওয়া উচিত। মিথ্যা ধর্ষণ মামলায় একজন পুরুষকে হয়রানিকারী কোন নারীরও মৃত্যুদন্ড হওয়ার বিধান থাকা উচিত।

১০| ২০ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৫২

জাফরুল মবীন বলেছেন: মনস্তাত্বিকতার বিচারে লেখাটি ভালো।

অনুমতি দিলে স্টিকি পোস্টে আপনার লেখাটির লিংক যুক্ত করতে চাচ্ছি।

ধন্যবাদ ও শুভকামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.