নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সন্ধ্যা প্রদীপ

আমার সমস্ত চেতনা যদি শব্দে তুলে ধরতে পারতাম

সন্ধ্যা প্রদীপ › বিস্তারিত পোস্টঃ

মিষ্টি মেয়ের চিরবিদায় (ছবিব্লগ)

১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:১০



ছোট থেকে টিভির পোকা ছিলাম তাই কবরীর স্নিগ্ধ মুখটা পরিচিত ছিল বুদ্ধি হওয়ার আগে থেকেই।তিনি আমার বাবা মায়ের প্রিয় অভিনেত্রী আর আমার কাছে তিনি কিংবদন্তি তুল্য। তাদের মুখেই শুনেছি রাজ্জাক কবরীর সিনেমা কেমন জনপ্রিয় ছিল তাদের জেনারেশনের কাছে।বুঝে না বুঝে টিভিতে চলমান তার অনেক সিনেমাই দেখেছি।বুঝে দেখেছি সারেং বউ।যে জিনিসটা আমাকে সবচেয়ে আকর্ষন করত তা হচ্ছে তার অভিনীত গান।মায়ের গুনগুনিয়ে ওঠা গানগুলোর বেশিরভাগই যে কবরী অভিনীত সিনেমার তা বুঝেছি বড় হওয়ার পর।তুমি যে আমার কবিতা,গান হয়ে এলে, সে যে কেন এলোনা এইসব গানের সাথে চেনা প্রিয়মুখ হয়ে তিনি জড়িয়ে আছেন।

আজ আমরা তাকেও হারালাম।এই মহামারী আর কতজনকে কেড়ে নেবে জানিনা।একের পর এক নক্ষত্রের পতনের ধাক্কা সহ্য করা কঠিন হয়ে পড়ছে।মনটা খুব খারাপ হয়ে আছে।তার কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধাস্বরূপ কিছু ছবি যুক্ত করলাম লেখায়।















ছবিঃ ইন্টারনেট থেকে নেয়া

মন্তব্য ১৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:১৫

জুল ভার্ন বলেছেন: প্রিয় শিল্পীর মৃত্যুতে শোকাহত।

১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:১৭

সন্ধ্যা প্রদীপ বলেছেন: তার মত আর একজন অভিনেত্রী এদেশ আবার পাবে না।

২| ১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪৬

শাহ আজিজ বলেছেন: আমাদের সিনেমা দেখার শুরুর সময় কবরী উজ্জ্বল করেছিলেন চারিদিক । ৭৩ , ৭৪ সাল হবে । আপনার গল্পে অনেক কিছু মনে করিয়ে দিল , অনেক ছবি । ধন্যবাদ ।

১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৫৯

সন্ধ্যা প্রদীপ বলেছেন: আমি চিরকাল বাংলার পুরোনো সিনেমা পুরোনো গানের ভক্ত।
তখনকার অভিনেত্রী বা অভিনেতা আলাদা একটা ব্যক্তিত্ব ধরে রাখতেন।নায়িকা নয়--অভিনেত্রী!
এই বিষয়টা আমার খুব ভাল লাগে।কি আন্তরিকতার সাথেই না সবাই এক একটি কাজ করতেন!আমি প্রায়ই ভাবি সেই আমাদের শিল্পজগৎ এত রুচিহীন হয়ে গেল কিভাবে!

আপনাকেও মন্তবব্যের জন্য।শুভকামনা রইল।

৩| ১৭ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

চলচ্চিত্র অঙ্গনে জনপ্রিয় ও মেধাবী অভিনেত্রীু মিষ্টি মেয়ে
সারাহ বেগম কবরীর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।
দক্ষ এই অভিনয় শিল্পী তার অসাধারণ অভিনয়ের জন্য দেশের
মানুষের কাছে অমর হয়ে থাকবেন কারন কবরী একজনই হয়।
আমি তার রুহের মাগফেরাত কামনা করছি

১৭ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:১৮

সন্ধ্যা প্রদীপ বলেছেন: আমিন!

৪| ১৭ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: খুব ভালো লাগল,
আমাদের ছোট বেলা থেকে রাজ্জাক-কবরী জুটি
মনে গেঁথে আছে ।

১৭ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২৯

সন্ধ্যা প্রদীপ বলেছেন: মহান আল্লাহ তার রুহের মাগফেরাত দান করুন।

৫| ১৭ ই এপ্রিল, ২০২১ রাত ৮:১৩

মিরোরডডল বলেছেন:



গতরাতে খবরটা শুনে খুবই শকড হয়েছি ।
মুভি সেভাবে দেখা হয়নি কিন্তু অনেক গান দেখেছি । কি যে মিষ্টি একটা মুখ !
আমার একটা বৌদি ছিলো দেখতে একদম সেই পুরনো দিনের কবরীর মতো ।
তাই কবরীকেও কেমন আপন মনে হতো ।
আরও একটি প্রিয় মুখ চলে গেলো ।
এতো সুন্দর ছবিগুলো শেয়ার করার জন্য থ্যাংকস ।




১৭ ই এপ্রিল, ২০২১ রাত ৮:২৫

সন্ধ্যা প্রদীপ বলেছেন: আসলেই খুব মিষ্টি!
সিনেমাগুলোতে দেখা সৌন্দর্যের কিছুই তুলে ধরা গেলনা ইন্টারনেটে পর্যাপ্ত ছবি না থাকার কারনে।

শুভেচ্ছা রইল।

৬| ১৭ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৩৪

রাজীব নুর বলেছেন: সুন্দর পোস্ট দিয়েছেন। কবরীর সাথে আমার মায়ের চেহারার মিল আছে।

১৭ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৪১

সন্ধ্যা প্রদীপ বলেছেন: বাহ!

৭| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ২:১৭

সিগনেচার নসিব বলেছেন: ভালো থাকুক পরপারে

১৮ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:১১

সন্ধ্যা প্রদীপ বলেছেন: ভাল থাকুক!

৮| ১৫ ই জুন, ২০২১ রাত ১১:১৯

ফেরদাউস আল আমিন বলেছেন: মিষ্টি মেয়ে যদি হয়; টক মেয়ে - ঝাল মেয়ে ইত্যাদি উপাধি কেউ আজ পর্যন্ত হয় তো পায় নি!
নাকি আমি শুনিনি! :||

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.