নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সন্ধ্যা প্রদীপ

আমার সমস্ত চেতনা যদি শব্দে তুলে ধরতে পারতাম

সন্ধ্যা প্রদীপ › বিস্তারিত পোস্টঃ

ছবিব্লগ প্রতিযোগিতাঃ পাখির কাছে ফুলের কাছে

২৩ শে জুন, ২০২১ দুপুর ১:০১

এখানে শীতে অনেক সুন্দর গোলাপ ফোটে।অদ্ভুত ব্যাপার হচ্ছে বেশিরভাগ গোলাপই লাল।একেবারে টকটকে লাল।পাপড়িগুলো বেশ পুরু।কেটে পানিতে ভিজিয়ে রাখলেও অনেকদিন থাকে।কোনো এক সন্ধ্যায় এমনি এক গোলাপের ছবি তুলেছিলাম।





রঙের উল্লাস--
আমাদের বাড়ির সাথে লাগানো গাছটি প্রতি সিজনেই আমাকে মুগ্ধ করে


কাঠশালিক--
যখন তখন ঘরে ঢুকে বড্ড জ্বালাতন করে।তাকে ধরা হয়েছে বলে সে কামড়ও দিয়েছে।


উচ্ছল পপি--
এই ফুলটি দেখতে এত্ত সুন্দর।মনেহয় বাতাসে ভেসে তারা হেসে কুটি কুটি হয়।


দিনের লাজুক পেঁচা--
বেচারি কেন ঘুম ভেঙে দিনের বেলা গাছ থেকে নেমে এসেছিল কে জানে।


একটা ভাল ছবির জন্য লজ্জা ছেড়ে দেয়া যায়!
পেঁচারা কি সত্যিই দিনে দেখেনা?এত কাছে থেকে ছবি তুললাম তবুও উড়ে গেলনা।ছবি তুলতে মনেহয় সবারই ভাল লাগে।


কাঠগোলাপের সাদার মায়া--
বড় পছন্দের ফুল আমার।বড্ড মায়া করে লাগানো গাছ।এখন শত শত ফুল ধরে।মিষ্টি গন্ধে মেতে থাকে চারিপাশ।


ছোট্ট পাখি মৌটুসী--
বারান্দায় বাসা বেঁধেছিল,ডিমও পেড়েছিল দুটো ।রাত হলে মাঝেমধ্যে ঘরে ঢুকে উড়াউড়ি করত।আমি ধরে আবার বাসায় পৌঁছে দিতাম।


ভাল থেক ফুল-
গত শীতে লাগিয়েছিলাম।এত সুন্দর ফুল কিন্ত খুব অল্প তাদের জীবন।


ফুল আর মৌমাছি--
ফোনটা কেনার পর এই ছবিটা প্রথম দিকে তুলেছিলাম।কিছুদিন পর করোনা আসলো একরাশ আঁধার নিয়ে।


মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০২১ দুপুর ১:১২

হাবিব বলেছেন: ছবি পোস্ট করার আগে কিছু কথা লিখে দেন। প্রথম ছবির আগেও লিখতে পারেন। ছবিতে প্রথমপাতা ভরে গেছে। দেখতে ভালো লাগছে না। আপনার ছবিগুলো সুন্দর। শুভকামনা রইলো।

২৩ শে জুন, ২০২১ দুপুর ১:২২

সন্ধ্যা প্রদীপ বলেছেন: দেখি কি করা যায়!

২| ২৩ শে জুন, ২০২১ দুপুর ২:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে। তবে ছবিগুলো আরেকটু বড় হলে ভালো হতো

২৩ শে জুন, ২০২১ বিকাল ৩:১৬

সন্ধ্যা প্রদীপ বলেছেন: আমিও ভাবছি সেটা--একেকটা একেক রকম করে আপলোড হয়েছে--

৩| ২৩ শে জুন, ২০২১ বিকাল ৩:১৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ছবিগুলো ভালো হয়েছে।

২৩ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৫৪

সন্ধ্যা প্রদীপ বলেছেন: ধন্যবাদ

৪| ২৩ শে জুন, ২০২১ বিকাল ৩:১৯

শাহিদা খানম তানিয়া বলেছেন: ফুলের ছবি সব সময় আমার প্রিয় ছবি। ছবিগুলো তোলা সুন্দর হয়েছে।

২৩ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৫৪

সন্ধ্যা প্রদীপ বলেছেন: ধন্যবাদ।

৫| ২৩ শে জুন, ২০২১ রাত ১১:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ছবি গুলি খুব ছোটো হয়ে গেছে।

২৪ শে জুন, ২০২১ রাত ১২:৫৫

সন্ধ্যা প্রদীপ বলেছেন: হ্যাঁ সেটাই দেখছি।কেন এমন হলো বুঝলাম না।

৬| ২৪ শে জুন, ২০২১ ভোর ৬:৫১

হাবিব বলেছেন: বড় হলে ভালো লাগতো দেখতে।

৭| ২৫ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৫১

হু বলেছেন: এমন সুন্দর লাল গোলাপ একমাত্র প্রেমিকার হাতেই মানায়।

৮| ২৫ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩৪

আহমেদ জী এস বলেছেন: সন্ধ্যা প্রদীপ,





সুন্দর ছবি ব্লগ।
ছবিগুলো বড়ো হলে আরও ভালো লাগতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.