নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

সনেট ও বিবিধ কবিতার কবি সেলিম আনোয়ার (TSN-25)

২১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:১৫



কবিতার ক্যানভাসে হৃদয় কথন
ফুটেউঠে। মায়াময় বিচিত্র রঙের
মুগ্ধতায় সম্মোহন বিস্তৃত; আকাশে
বিদ্যমাণ তারাদের মতন সুন্দর।
বর্তমান পাড়িদেয় অতীত স্মরণে
ভবিষ্যৎ ডাকে আয় কালের কিনারে,
স্বপ্নচুঁড়ে পৃথিবীর এপ্রান্ত ও প্রান্ত
কবিতায় আলপনা, অদ্ভুত সর্বত্র।

মোহময় কথামালা হে কবি সেলিম
আপনার কবিতায়, সাজানো গুঁছানো
পরিপাটি সে আঙ্গিনা দৃষ্টির প্রশান্তি।
অনন্তর মনভাবে রুচির বৈচিত্র
অফুরন্ত। পরিহারে কপট চরিত্র
অনুরূপ বাস্তবতা দেখিনি অনেক।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ নেই
# মাত্রা বর্ণঃ চার চার তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট

প্রিয় কবি সেলিম আনোয়ারের সনেট কবিতা ‘শোহরত’ পাঠকের জন্য উপস্থাপন করলাম-

আমাদের অভিসার জেনে গেল লোকে
কতদিন বাঁধাহীন স্বপ্নজাল এঁকে
পথঘাট জলাশয় বনানীর ফাঁকে
বেড়িয়েছি জলে-স্থলে তটিনীর বাঁকে।
লুকোচুরি ভালবাসা ধরা পড়ে হায়
লাজে পরে ভাবি শুধু কি হবে উপায়?
কী ভাবে দেখাই মুখ প্রতিবেশী জনে
রটে গেছে এ খবর সকলের সনে।

ছি ছি রব চারিদিকে ব্যথা তাই মনে
দিনভর মুখ ঢেকে ভাবী প্রিয়জনে।
আমাদের প্রেমখানি হয়ে গেল জানা
কতদিন দেখিনা সে চাঁদমুখ খানা।
সবচোখ ফাঁকি দিয়ে দেখবো তোমায়
তুমিহীনা এ জীবন ভীষণ ব্যথায় ।

মন্তব্য ৯৫ টি রেটিং +১১/-০

মন্তব্য (৯৫) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৪১

কলিমুদ্দি দফাদার বলেছেন: ফরিদ ভাই আপনি কি নাম চেঞ্জ করলেন নাকি?

২১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৪৭

সনেট কবি বলেছেন: নাম চেঞ্জ করিনি। এটাতে শুধু সনেট পোষ্ট করব ভাবছি। এখানে অন্য কোন পোষ্ট দেবনা।আগের ব্লগ আগের মতই আছে। সেখানেও সনেট থাকবে তবে সহব্লগারদের নিয়ে এখানে পোষ্ট করার ইচ্ছা রাখি। এখানে হয়ত আপনাকে নিয়ে লেখা সনেট এরপর উপস্থাপন করব। তবে সেটাতে আরো কিছু এডিটিং করা যায় কিনা তাই ভাবছি।

২| ২১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৫৪

কলিমুদ্দি দফাদার বলেছেন: হা হা। আমি নিতান্ত সাধারন একজন ব্লগার। আমাকে নিয়ে লেখা তেমন সাড়া ফেলবে নাহ। তারপড়ে আপনাকে শুভ কামনা আমাকে নিয়ে লিখবেন বলেছেন। লিখলে ও সাথে আছি নাহ লিখলে ও সাথে আছি।

২১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৫৯

সনেট কবি বলেছেন:



কলিমদ্দি দফাদার কি করিয়া গেল
করিয়াতে? তারপর কোরিয়ান কন্যা,
কি করিয়া তার মন জয় করে ফেলে?
বিস্ময়ের ঘোরে মনে এ প্রশ্নটা জাগে।
উত্তরতো জানা নেই অনুমান করি,
কলিমদ্দি জাদুকর প্রেম জাদু জানে
কোরিয়ান কন্যা তাতে দেশ-জাতি ভুলে
কলিমদ্দি হাতে সফে মন প্রাণ তার।

আল্লাহর উপহার দাম্পত্যের জুটি
তারাদুই দু’জনার অবারিত প্রেমে
ঘরবাঁধে একসাথে হাসিখুশি মন।
ছবি দেখে মনে হয় স্বপ্নময় দেশে
তারা থাকে।তা’থাকুক, চিরকাল তারা
দুইমন এক হয়ে একামনা করি।

৩| ২১ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:০১

কলিমুদ্দি দফাদার বলেছেন: হা হা হা। আপনি কি কিভাবে লিখেন এইসব।? আপনার গুনের প্রশংসা করতে হয়। ভাল থাকুক কবি।

২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৪৩

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল করুন-আমিন।

৪| ২১ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৩২

সামিউল ইসলাম বাবু বলেছেন: চমৎকার লিখেছেন কবি।
দিয়েছেন নিজের ছবি।
ছনেট লেখায় অাছে বড় হবি।
যা লিখেন সনেট সবই।

২৩ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

সনেট কবি বলেছেন:



সামিউল ইসলাম বাবু

মনে জাগে কত কথা দিতে তারে ভাষা
রাত দির এক করে ভাবে এক কবি
সামিউল ইসলাম বাবু মহাশয়
কবিতার আলয়েতে তিনি দীপ্তিমাণ।
মানবের যন্ত্রণায় কাঁদে কবি মন
ভারাক্রান্ত হৃদয়েতে ঘুরে চতুর্দিক
অনাচার দেখে পদ্যে করে প্রতিবাদ
প্রকৃতির রূপ কভু বর্ণে বিস্তারিত।

কবি মনে খেলা করে কত ভাবনার
ফুল দল রাশি রশি, হাসি প্রেমিকার
সে সবের ইয়ত্তা কি আছে কোন কালে?
আমাদের এ কবিও থাকে বিলক্ষণ
সুন্দরের নিরীক্ষণে নিজ ভাবনায়
অন্তরের অলিগলি সদা কায়মনে।

৫| ২১ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৮

টুনটুনি০৪ বলেছেন: ভাল হয়েছে বাপু। দোয়া করি বড় কবি হও।

২৪ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১১

সনেট কবি বলেছেন:



টুনটুনি

বিদ্যাকুঞ্জে টুনটুনি আত্মজা আমার
অবিরত সাফল্যের রেখেছো স্বাক্ষর
দয়াময় রেখেছেন খুশীর আবহে
শুকরিয়া করি তাঁর দানের নিমিত্তে।
সাফল্যের ধারা থাক বজায় তোমার
তার জন্য অব্যাহত থাকুক প্রচেষ্টা
তাহলেই আল্লাহর মিলবে সহায়
এভারেষ্ট শীর্ষে দেখ মানব পতাকা।

টুনটুনি টুনটুনে অঙ্কন নিমগ্ন
মোবাইলে গেম খেল, বলিনা কিছুই
তোমায়কে কি বলবে শাসনে তোমার?
প্রজাহয়ে তবু করি সামান্য মিনতি
সামঞ্জস্য করে চল আনন্দ দায়িত্বে
নতুবা যে দিতে হবে ভুলের মাশুল।

৬| ২১ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২১

সাহিদা সুলতানা শাহী বলেছেন: চমৎকার লিখেছেন

২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৩৯

সনেট কবি বলেছেন:




সাহিদা সুলতানা শাহী

মনকথা সব তার উদ্ভিদের সনে
এরা নাহি পাঁচকান করে কোন কথা
গুপ্ত কথা গুপ্ত থাকে সুরক্ষিত স্থানে
কথা করে বেচা-কেনা, এরা নয় সেটা।
প্রকৃতির শোভা মনে নিরন্তর এঁকে
সকলের মাঝে সেটি বিতরণ করে
মা-সাহিদা সুলতানা শাহী নিত্য দিন
ভাললাগে এসবের রুচিময় ভাব।

এ পৃথিবী চিরদিন থাকেনাতো কারো
ধ্রুবসত্য একথাটা মনে রেখে চলা
আজীবন সকলের কাম্য থাকা ভাল।
মঙ্গলের কীর্তিগড়া মানবের কাজ
পরিত্যাজ্য দানবীয় চরিত্রের নীতি
হে আত্মজা আমি চাই তুমি ভাল হও।



৭| ২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

অর্ক বলেছেন: ভালো লাগলো অনেক। তবে অন্তমিল ছাড়া সনেটে কেমন যেন একাত্ম হতে পারি না! শুভকামনা একরাশ।

২৪ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

সনেট কবি বলেছেন:



অর্ক

অর্ক তর্ক করব না দেখব শুধুই
প্রেম-প্রীতি নীতি কথা ছড়ানো ছিঁটানো
আপনার কবিতার কানন। যেথায়
প্রতিবাদী কন্ঠসর সবাক সর্বত্র।
অন্তরের ঝড়তোলা আলচ্য সূচির
অভ্যন্তরে আহবান, পিশাচ স্বভাব
প্রতিরোধে মানবের, সুতীব্র ভাষায়
উচ্চকীত আকুতি এ দমাও দানব।

দৃষ্টিতলে ধূসরতা বিরাজে এখনো
বিপ্লবীর দেখা নেই, কাতর মানুষ
অন্ধকারে আশাহত, দেখছে দূর্ভাগ্য।
নিরুপায় সর্বক্ষেত্রে বিষাক্ত জীবন
আশা-ভাষা স্তব্ধ সব নিরব রোধন
সমাধান তবু খোঁজে কবির কল্পনা।

৮| ২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২১

মিঃ পাতলু বলেছেন: সনেট বুঝিনা গো কবি!! তয়, সুন্দর কথাগুলো, ভালা লাগা রাখলাম, প্রিয়তে

২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:২৭

সনেট কবি বলেছেন:



মিঃ পাতলু

মিঃ পাতলু কবিতায় খুশী হয়েছেন
জেনে আমি সে রকম লিখি খুশী মনে
ছন্দ কথা কাজগেতে দিয়ে মনোযোগ
কি বলেন, তবে আমি ভাল করি কিনা?
না জনাব দমবার পাত্র আমি নই
কূ-লোকের কূ-বচনে , তারা কূ-বচনে
বেঁচে থেকে চিরকাল মরে তারপর।
আপনাকে মনে হয় জাতে অভিজাত।

আপনার পাশে থাকা লাগে বড় ভাল
অনেকেই প্রতিভায় টানে পিছনেতে
আপনার স্বভাবটা নয় সেরকম।
কূরুচির মানুষেরা হয় পিছা-মারা
তাতে মন দিয়ে কোন, জানি লাভ নেই
সকলের ভাল করা, বড় ভাল কাজ।

৯| ২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন প্রিয় কবি।
প্রিয় কবিকে নিয়ে শুরু, মুগ্ধতা রেখে গেলাম সনেটে।
খুব সুন্দর লিখেছেন প্রিয় কবি সেলিম ভাইকে নিয়ে।

শুভকামনা দুজনার প্রতি সবসময়।

২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১৫

সনেট কবি বলেছেন:



কবি নাঈম জাহাঙ্গীর নয়ন

প্রেমপথে আছে কত কন্টক বিস্তর
সে সকল পায়ে দলে প্রেমের উত্থান
ঘটে সব প্রেমিকের অন্তর সাম্রাজে,
তা’কিভাবে? জানা যায় কবির কথায়।
কালে কালে কত প্রেম দেখেছে জগত
হে নাঈম জাহাঙ্গীর নয়ন হে কবি
কবিতার ক্যানভাসে অনিন্দ সুন্দর
এঁকেছেন আপনি সে প্রেমর ভূবন।

প্রেমিকায় পড়ে দৃষ্টি প্রেমিক মনের
কি বেহাল উন্মাদনা কি চিত্র উদ্ভব
হয়ে থাকে, ফুটে সেটা কবিতা বৈচিত্রে।
দক্ষহাতে সে চিত্রের হয়েছে ধারক
দক্ষ এক কারিগর এ কবি নয়ন,
পাঠকের অন্তরেতে সুপ্রিয় সবার।

১০| ২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

মিঃ মটু বলেছেন: সনেট!!
ভালো লাগলো সহব্লগারকে উৎসাহিত করায়। সনেটটিও চমৎকার মনে হচ্ছে।
শুভ হোক

২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৪১

সনেট কবি বলেছেন:



মিঃ মটু

মিঃ মটুর আগমন সামুর ব্লগেতে
শুভেচ্ছা ও স্বাগতম জানাই সকলে।
মহাশয় এসছেন শেয়ারে নিজের
অভিজ্ঞতা আমাদের খুশির নিমিত্তে।
আপনার বন্ধুরাও উত্তম অনেক
আনন্দ ও বিনোদনে কাটাতে সময়
শান্তি আসে মনজুড়ে তাদের কাজেতে
অবসর যাপনেতে এ আসা সার্থক।

সামু ব্লগে আসে কত কুটিল চরিত্র
বিরক্তির উপলক্ষ্য বাড়াতে এখানে
অযাচিত কাজেকর্মে অশান্তি বাড়াতে।
আপনারা নন কেউ তেমন কুটিল
সেজন্যই এ আনন্দ মনের ভিতর
মটুদের দলে তাই সালাম জানাই।

১১| ২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর নিক পেয়েছেন, অভিনন্দন ও শুভকামনা জানবেন সবসময়।

২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

সনেট কবি বলেছেন: অনেক সময় হয়না। হয়েছে তাই দারুণ হলো। যদি এতে সামুর কোনো ভূমিকা থাকে তবে তাদেরকে ধন্যবাদ। এ নিকে শুধুই সনেট পোষ্ট করব ভাবছি। কারণ নিকটাই প্রচারের জন্য যথেষ্ঠ। আপনাকে অকৃত্রিম বন্ধু মনে করি। দাওয়াত দিচ্ছি স্ব-পরিবারে ঝালকাঠি বেড়াতে আসবেন। ঠিকানা ঝালকাঠি যুব উন্নয়ন। অবশ্য আসলে স্টেশন থেকেই রিসিব করে নেব- ইনশাআল্লাহ।
একজন ভালমানের কবি আমার বাসায় আসলে সেটা হয়ত এককালে আমার মেয়েদের জন্য অনেক গৌরবের হবে। কারণ কবি নয়ন যখন দেশসেরা কবি হবেন তখন তারা বলতে পারবে কবি স্ব-পরিবারে আমাদের বাসায় বেড়াতে এসেছেন।আশা করি আপনি আমাদেরকে বিমুখ করবেন না।

১২| ২১ শে জুলাই, ২০১৭ রাত ৮:০২

সেলিম আনোয়ার বলেছেন: সনেট কবি ব্লগের সনেট যাত্রা আমাকে দিয়ে শুরু হল। আরও কত ব্লগার আছেন ।নামকরা সব ব্লগারদের সবার আগে আমার নামটি এলো আপনার ব্লগে।অশেষ কৃতজ্ঞতা থাকলো আপনার প্রতি। আপনাকে অভিনন্দন ফরিদ ভাই। আমার ব্লগ প্রপিকে যে প্রখ্যাত অভিনেতা আছেন তিনি অবশ্যই সে সম্মানের যোগ্য। আমি নবীশ কবি।এই কবিতা আমাকে আরও ভাল কবিতা লিখতে প্রেরনা যোগাবে।

আমাকে নিয়ে কবিতা তাই প্রিয়তে নিলাম।আমি আনন্দিত, আবেগ্লাপুত। আপনার কাব্যশক্তির উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করছি। ভাল থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।

২১ শে জুলাই, ২০১৭ রাত ৮:১৫

সনেট কবি বলেছেন: আপনি যার পিক ব্যাবহার করছেন তিনি বাংলাদেশের সেরা শক্তিমান অভিনেতা। আমার নামের সাথে তাঁর নামের মিল রয়েছে। তিনি আমার অন্যতম প্রিয় অভিনেতা। আনোয়ার হোসেন ও হুমায়ুন ফরিদীর মধ্যে আমি ঠিক পার্থক্য করতে পারি না। আপনি তাঁকে সম্মানীত করেছেন। বাস্তবতা হলো কোন দেশের উন্নয়নে সব ক্ষেত্রের সব শিল্পীর অবদান থাকে। আপনি মাঝে মাঝে চমৎকার কবিতা লিখেন। কামনা করি আপনার প্রচেষ্টা অব্যাহত থাকুক। আমি সনেট নিয়ে এতদিন পরীক্ষা নিরীক্ষায় ছিলাম। এখন কিছুটা হচ্ছে বলে মনে হচ্ছে। নিজের কাজে আত্ম বিশ্বাসটাও থাকতে হয়। আর সমালোচনা মানে পাঠক আমার প্রতি মনোযোগী হয়েছে। আর যিনি কাজ করেন তার কাজের মূল্যায়ন অন্যেরা করে।

১৩| ২১ শে জুলাই, ২০১৭ রাত ৮:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর বলেছেন প্রিয় ভাই। আশা রাখতে পারি যদি কোনদিন চাকরির কারণে ঝাঁলকাঠি যাওয়া হয় তো অবশ্যই খুঁজে নেবো প্রিয় কবিকে। আমি ফকিরহাট থেকেছি, যশোরও দুদিন ছিলাম। চট্টগ্রাম, বান্দরবন, ঢাকা এখন নেত্রকোনা জেলায়। ছুটি গেলে নিজের এলাকায় সময় দিতেই শেষ! এমন একটা চাকরি করি ভাই, ছুটি ছাড়া রেষ্ট পাওয়ার সুযোগ নেই! তাই ছুটি গেলে আশপাশের আত্মীয় বাড়িও যাওয়া হয় না! কথাদিলাম প্রিয় কবি, যদি কোনদিন বরিশালের দিকে যাই তো আপনার খুঁজ করবো ইনশাল্লাহ্।

অনেক বড় আশা ব্যক্ত করেছেন কবি ভাই!! আমি মনে হয় না তেমন কিছু করতে পারবো লেখালেখিতে! কারণ, আমার কোন কবিতা এখন পর্যন্ত মডু ভাইদের নজরেই পরলো না!! দোআ করবেন গুরু। আমার চেষ্টা থাকবে লেখালেখিতে লেগে থাকার।

আমার নিজস্ব ওয়েবসাইট স্বপ্ননীড় একবার ঘুরে দেখার নিমন্ত্রণ করে গেলাম প্রিয় কবিকে। ওখানে যা পঠিত হয়, তা সামুর কিছু লোক দেখলে নিশ্চিত বলবে যে আমি নিজই পড়ি হা হা হা ।

২১ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫২

সনেট কবি বলেছেন: দেখে আসলাম প্রিয় কবি।

১৪| ২১ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩৯

ফেল কড়ি মাখ তেল বলেছেন: পোস্টি তবে কেন আলোচিত পাতায় দেখছি নাহ?

২৩ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

সনেট কবি বলেছেন:



ফেল কড়ি মাখ তেল

ফেল কড়ি মাখ তেল তৈলাক্ত বাঁশের
নীচ থেকে উপরেতে উঠছে। আবার
তর তর তরাসেতে নামছে, কি গুন
প্রতিভার বিনাশেতে, বিদেশী দালাল!
কতটাকা পেয়েছে সে অকামে, কে জানে?
ব্লগপাড়া বিচরণে নতুবা কি কাজেে
উগড়ায় গাপুলিয়ে বমির মন্তব্য?
এসকল দেশ শত্রু নিতান্ত জঘণ্য।

ফেল করে তেল মাখে কি বিজ্ঞ সে ভাবে
নিজমনে নিজেরেই, অথচ লাটিম
ভনভন করে ঘুরে আনন্দে উদ্বেল।
মনে মনে ভাবে সে যে কি বড় কি জ্ঞানী
কূৎসাও কূকথায়, নিকৃষ্ট চিন্তায়
থাক বাচা তই লয়ে প্রলয় পর্যন্ত।

২৩ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

সনেট কবি বলেছেন: যে পাতায় আলোচনা থাকে তাকে আলোচিত পাতা বলে।

১৫| ২১ শে জুলাই, ২০১৭ রাত ১০:২২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভাল প্রচেষ্টা।

২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ২:২৪

সনেট কবি বলেছেন:



শাহাদৎ হোসাইন (সত্যের ছায়া)

দূর্নিবার ছুটে চলা ‘দূরন্ত’ এমন,
বাঁধভাঙ্গা ঢেউ যেন দূর্বার জোয়ারে
ভেঙ্গে চলে অবিরাম বাধার পাহাড়
কলমের তীক্ষ্মধার খোঁচায় প্রত্যহ।
সাহাদৎ হোসাইন সত্যের ছায়ার
মাঝে দেখি সেরকম দূরন্ত চরিত্র,
অভিপ্রায় চির যার অন্যায় বিনাশ
প্রতিকাজে, পরিস্ফুট মানব মঙ্গল।

ওহে প্রিয় গুণীজন ব্লগের পাতায়
আপনার উপস্থিতি আনন্দ নিলয়
গড়ে তোলে, মুগ্ধমনে সকলে তা’জানে।
কবিতার কথা মালা নিবন্ধ কানন
সমাজের মানুষের আচার-বিচারে
পরিপূর্ণ আপনার সৃষ্টির সম্ভার।


১৬| ২১ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: আমিও অতীতে কয়টা সনেটপ্রচেষ্টা চালিয়েছি।

২২ শে জুলাই, ২০১৭ রাত ১২:০৩

সনেট কবি বলেছেন: আপনার পোষ্টে কি তা’ পাওয়া যাবে? তাহলে না হয় খুঁজে পড়ে নিতাম। আমি অবশ্য যে কয ছন্দে সনেট লিখা যায় তার সব ছন্দেই সনেট লিখতে চাই। আপনার অনেক লেখাই পড়েছি। কবিতা আরো আগে লিখতে চেয়েছিলাম আপনাকে নিয়ে। কিন্তু এবারেই মনে হলো উপযুক্ত ভাষা খুঁজে পেয়েছি। আপনাকে নিয়ে লিখতে পেরে খুব শান্তি পাচ্ছি। আমি মনের আনন্দে লিখি অনেকেই সেটা বুঝতে চায় না। যোগ্য লোককে যোগ্য সম্মান দিতে পারায় আমি অন্য রকম আনন্দ উপভোগ করি। তবে কারো কথা আশাকরি আমার কাজে বাধা হতে পারবেনা-ইনশাআল্লাহ।

১৭| ২২ শে জুলাই, ২০১৭ রাত ১২:০৫

সেলিম আনোয়ার বলেছেন: আমার ব্লগে আছে।

২২ শে জুলাই, ২০১৭ রাত ১২:০৮

সনেট কবি বলেছেন: আচ্ছা খুঁজে নেব, এখনতো রাত হয়ে গেছে।

১৮| ২২ শে জুলাই, ২০১৭ রাত ১২:০৯

সেলিম আনোয়ার বলেছেন: ১০ ফেব্রুয়ারি ২০১৪। কবিতা শোহরত। সেই সময় সনেটের পোকা ঢুকেছে মাথায়।

২২ শে জুলাই, ২০১৭ রাত ১২:১৮

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি। একটু সহযোগীতা করায় এখুনি পড়তে পারলাম। যাক আপনার জন্য আরো দু’টি সনেট বরাদ্ধ থাকল। আপনাকে কিন্তু আমি এ ব্লগের কী পারসন বানালাম। যাক এতে আবার অন্যরা রাগ না হলেই হয়। কী তো একটাই থাকতে হয়। আমার পিছনে কিছু শনির আছর আছে, খাস দিলে একটু দোয়া করবেন।

১৯| ২২ শে জুলাই, ২০১৭ রাত ১২:২১

সেলিম আনোয়ার বলেছেন: শনির আছের ফু দিয়ে দিলাম । সব ঠিক হয়ে যাবে। এই ব্লগে আমার ৫০০ এর উপর নির্বাচিত পোস্ট আছে।এ অযোগ্যের পিছনে
অনেকের নেক নজর আছে। :)

২২ শে জুলাই, ২০১৭ রাত ১২:৫০

সনেট কবি বলেছেন: আপনার সে সব পোষ্ট ও খুঁজে দেখব, ইনশাআল্লাহ তবে আপনার ‘শোহরত’ কবিতা এ পোষ্টে জুড়ে দিলাম। এখন আপনার আপত্তি না থাকলেই হয়। তবে সেটা আপনার নামেই জুড়ে দেওয়া হয়েছে।

২০| ২২ শে জুলাই, ২০১৭ রাত ১:২৭

এম আর তালুকদার বলেছেন: ভাল লাগলো তবে বেশি ভাল লাগলো মন্তব৽গুলো।

২৮ শে জুলাই, ২০১৭ রাত ১২:০২

সনেট কবি বলেছেন:



কবি এম আর তালুকদার

কবিতার কারিকুরি করেছি পরখ
প্রাণ ছোঁয়া কথামালা দৃষ্টির নন্দন
পরিপাটি সাজসজ্জা মুগ্ধতা মিশ্রিত
শোভাময় হয়েছে তা’ কবির যতনে।
মনছায়ে এম আর তালুকদারের
কবিতার বৃক্ষলতা বিস্তারে নিরন্ত
সে সকল মুগ্ধতার প্রেক্ষিত আসল
মনোযোগে পাঠকেরা পাবেন আনন্দ।

এক এক করে দেখি পাতায় পাতায়
কতকথা কতভাবে হয়েছে প্রকাশ
যেন সেথা মিশে আছে ভাবের সাগর।
দূর্নিবার সে কবিতা অমৃত সমান
কবি বলি সবিনয়ে লিখেন আপনি
এক দিন হয়তবা পাবেন স্বীকৃতি।

২১| ২২ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২৮

ওমেরা বলেছেন: নতুন নিকে স্বাগতম । আশা করি তাড়াতাড়ি নিরাপদ হবেন ।ইনশাআল্লাহ !

২২ শে জুলাই, ২০১৭ দুপুর ১:১৪

সনেট কবি বলেছেন:



ওমেরা

ওমরা সতেজ মন ভাবনা দীগন্তে
ফিরিয়ে জানতে চায় কেন যে এমন
সভ্যতা বদলে যায় কূরুচি আবর্তে?
কেন যে আক্রান্ত তারা রিপুর তাড়নে?
কে দিবে উত্তর তারে? এখানে অচল
মনেরা পিছনে চলে, সম্মুখে আঁধার
কোথাও যায়না দেখা আলোর প্রদীপ
নিজেই নিজের ক্ষতি করছে মানুষ।

ওমেরা প্রদীপ জালে আলোক ছড়াতে
নিজের গল্পের ছলে নিয়ত এ দেখি
নিপূণ লেখায় তার নিজের দায়িত্বে।
পড়ন্ত সভ্যতা ধরে কতেকে টানায়
এখনো সভ্যতা আছে খাদের কিনারে
নতুবা পৃথিবী হতো জলন্ত নরক।

২২| ২২ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৫০

অর্ক বলেছেন: ওমেরাকে নিয়ে সনেট পড়তে এসে দেখলাম এখনও পোস্ট হয়নি! হা হা। পোস্ট করেন শীঘ্র। ব্লগে একটা বাজে ঘটনা নিয়ে ওর মন ভালো নেই। ঠিক সময়ে সনেট!

২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৯

সনেট কবি বলেছেন: হেভী ওয়েট একজনকে উপরে বসিয়ে রেখেছিতো তাই সময় নিচ্ছি। আমার স্ত্রী বলছে ওনাকে কোথায় বসিয়ে রেখেছ, পড়ে যাবে নাতো? যার ৫০০ পোষ্ট নির্বাচিত পাতায় তাঁকে একটু সময় দিতে চাই।

২৩| ২২ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০০

ভ্রমরের ডানা বলেছেন:



দুর্দান্ত সনেট!

২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৩

সনেট কবি বলেছেন:



কবি ভ্রমরের ডানা

ভ্রমরের ডানা, নেই উড়ে যেতে মানা
কবিতার ফুল দলে। যখন তখন
ঘুরে ঘুরে আহরনে ছন্দমৌ লুলুপে
গুন গুনে নৃত্য করে নিরাপদ ক্ষণে।
সঞ্চয়নে অতঃপর মৌভান্ডার খাঁটি,
কাব্যছন্দে পাঠকের মনতুষ্টি তরে
বিতরণে মর্মস্পর্শি কবিতার কথা।
আনন্দের শিহরণ জাগায় যে মনে।

ঢুলে ঢুলে পড়ে যাই, টলমলে পড়ে
আপনার কবিতার নিষ্কলুষ প্রেমে,
কবিতার দোলে দোলে মনে দোলা লাগে।
ভ্রমরের ডানা কবি ভ্রমরের সনে
মনে মনে গুণে গুণে গুণী কবি হয়ে
কবিতার খাঁতা তার বড় করে তোলে।

২৪| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১২:২৫

চাঁদগাজী বলেছেন:


ব্লগারদের উৎসাহিত করছেন ভালো; বুঝতে হবে, সামুর নিয়ম কানুনের সাথে মিলছে কিনা! সাধারণ মানুষদের নিয়েও লিখুন।

২৭ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০২

সনেট কবি বলেছেন:



চাঁদগাজী

গল্প আর রাজনীতি গাজীর বয়ান
কিছুক্ষেত্রে মন্তব্যের ঝালেতে বেঁহুস
পাঠকেরা ফোঁস ফাঁস করেন অনেকে
তেড়ে ফুড়ে আসে কেহ ধরতে আঁকড়ে।
চাঁদগাজী এসবের থোড়াই কেয়ার
কোনকালে করেছে কি? কেহ কি দেখেছে?
ধর্ম মর্ম বুঝে কম, বিজ্ঞানে অজ্ঞান
গাজীহীন ব্লগপাড়া নিতান্ত শীতল।

ছোট বড় গন্য নেই গাজীর বচনে
ধুয়ে দেয় সকলেরে কথায় কচলে
মহামান্য গুণীজন গাজীতে ‘বেকুব’।
গাজী দেখে বিশ্ব জোড়া বেকুব সাম্রাজ্য
বেকুবের সমারোহে ভরেছে জগত
গাজী বাক্যে বেকুবেরা কি ক্রুদ্ধ যে হয়!

২৫| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১:০৫

ব্লগ মাস্টার বলেছেন: ভালো লাগলো প্রিয় কবি।

২৪ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:০৭

সনেট কবি বলেছেন:



ব্লগ মাস্টারর

ইসলামের সেবা কল্পে নিহত হলেন
কবি ব্লগ মাস্টারর সামুর পাতায়,
নাকি অন্য হেতু আছে নিহত বিষয়ে?
সেকি কোন ব্যর্থ প্রেম? তালাসে গেলাম!
গিয়ে দেখি রাশি রাশি সুন্দর কবিতা
ঝরে ঝরে পড়ে আছে ফুলের মতন
লোভ লাগে তুলে নিতে দু’হাতে সকল
তৃপ্ত হলো পড়ে শেষে বিষন্ন হৃদয়।

ও মাস্টার বলেনতো দেখছি কি ভাই?
লজ্জাবতি কবিতারা আনন্দ আবেগে
লুটোপুটি খায় কত কবিতা কাননে?
সে কবিতা কুন্তলেতে পুস্পের সম্ভার
মুগ্ধতার ছায়া দেখে জলের ভিতর
আহা কিযে রূপবতি অচেনা সুন্দরী!

২৬| ২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: আমি গল্প লেখার চেষ্টা করেছি। ভাল হয়নি বোধ হয় । রম্য লিখেছি । আর লিখেছি বিজ্ঞান নিয়ে । মুভি রিভিউ লিখেছি।

২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ১:২৩

সনেট কবি বলেছেন: প্রিয় কবি আপনার সবগুলো আইটেমের প্রতি আমি মনোযোগ দেইনি। সে জন্য সে সব বিষয় ভাল বলতে পারবনা। যেমন কেউ কেউ এছন নজরুল গবেষক, রবীন্দ্র গবেষক। তেমনটা হলে আমিও শুধু আপনাকে নিয়েই পগে থাকতান। অন্যদিকে মুখ ফিরাতাম না। এখানে সবার প্রতি মনোযোগ দিতে গিয়ে আমি যার যে আইটেমে আকৃষ্ট হচ্ছি তার সে আইটেমেই মনোযোগ দিচ্ছি। মূলত এটাই প্রধান সমস্যা।

২৭| ২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৩২

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে। নতুন নিকে আপনাকে শুভেচ্ছা ভাইয়া।

২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০৪

সনেট কবি বলেছেন:



মোস্তফা সোহেল

কবিতার সমারোহে ‘জীবন্ত বৈচিত্র’;
ফুটেউঠে ঝিকি মিকি তুলির আঁচড়ে
অবিরাম ছুটে চলা নদীর মতন
পর্বতের পদছুঁয়ে সাগরে গড়ায়।
মুগ্ধতার শিহরণ ছন্দের নন্দন
কাননের অলিগলি। কবির কবিত্বে
পরিস্ফুট একালের আবেগ তাড়িত
ভাললাগা গেঁথে আছে পরতে পরতে।

অনন্তের আকর্ষণে নিরন্ত লিখন
অনবদ্য কবি এক মোস্তফা সোহেল
অনুভুতি মনে যার সাজানো সকল।
সোন্দর্যের বিকিরণ সতেজ প্রাণেতে
স্তরে স্তরে অনুকাব্য, আবৃতি আনন্দ
গতিময় পদ্যপাঠে, আবেগ আপ্লুত।

২৮| ২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: সামনের একবছর আমি বিজ্ঞান নিয়ে বেশি সময় দেবো ।এবং পোস্ট করবো । তবে কবিতা লিখতে খুব একটা সময় লাগেনা । তাই পাশাপাশি কবিতা চলবে ।

আপনি সহ আমার চেয়ে অনেক সিনিয়র ও প্রখ্যাত ব্লগার আছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি ।আপনি আমাকে অনেক সম্মানিত করেছেন। আপনার ব্লগ দ্রুত সেফ হোক সেই কামনা থাকলো । সবাই কে সুযোগ দেয়া উচিৎ। আপনার জন্য শুভকামনা ।

২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৪১

সনেট কবি বলেছেন: প্রিয়কবি আপনাকে যেহেতু আমি এ নিকের কী পয়েন্ট বানিয়েছি তাই ভাবছি আমি আপনার অন্য কাজগুলোও দেখব। আর আপনি আমাকেও অনেক উৎসাহ যুগেয়েছেন যা আমার কাজে সহায়ক হবে বলে আশারাখি। বাস্তব হলো উন্নত দেশ দেশের সবার উন্নত চিন্তার ফসল। আপনি নতুন ইভেন্টেও সফল হবেন, এ কামনা থাকল।

২৯| ২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২৬

নাগরিক কবি বলেছেন: সুন্দর সনেট কবি। আপনাকে কি ব্লগে স্বাগতম জানাবো ;)
সেলিম ভাই আমার নিজেরো একজন প্রিয় ব্লগার। ভাল থাকুন দুজনেই।

২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৫৮

সনেট কবি বলেছেন:





নাগরিক কবি

সভ্যতায় অসভ্যতা নিত্য দিন বাড়ে
মানুষের সুখ-শান্তি কেড়ে নিয়ে সব
রিক্ত করে সেরা জীবে অহর্নিশ তারা
নাগরিক কবি ভাবে সে সবের কথা।
রাতদিন ভেবে কবি কূল নাহি পায়
ধুম্রজাল বিস্তারিত সব দিকে থেকে
সাগরের নীল জল সমস্যার দল
যত কমে বাড়ে আরো নব যোগ হয়ে।

খান্ত নাহি দেয় কবি ক্লান্তি কর কাজে
অসহায় ক্রন্দনেতে মন হয় ভারি
কবি মন তবু নাহি দমবার নয়।
কূ-কাজের মানুষের নেই মনে হুঁস
লুটে পুটে তারা সব চেটেপুটে খায়
যথাসাধ্য কবি এর প্রতিবাদ করে।

৩০| ২৪ শে জুলাই, ২০১৭ রাত ১:৫৫

ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর হয়েছে সনেট ।
শুভেচ্ছা রইল ।

২৬ শে জুলাই, ২০১৭ রাত ১:০৪

সনেট কবি বলেছেন:



ডঃ এম এ আলী

পৃথিবীটা যেন তাঁর হাতের মুঠোয়
পেয়েছেন মহোদয় ডঃ এম এ আলী,
সেই সাথে আমাদের দৃষ্টির কিনারে
এনেছেন সে পৃথিবী মমত্ব মায়ায়।
স্নেহে গড়া সুষমায় রত্নের আলয়
নেই কোন কমতির দৃষ্টান্ত সেথায়,
উত্তরের যাত্রা পথে সীমানা পেরিয়ে
চলেছেন নিরবধি আনন্দে অপার।

আমরাও দেখে ধন্য কৃতজ্ঞ নয়নে
তাঁর গড়া ব্লগবাড়ী সুচিত্রে দূর্লভ
আছে সেথা বিধাতার রহস্য সম্ভার।
অকৃপন কারুকাজ প্রত্যেক সৃষ্টিতে
বিস্ময়ের ঘোরে ফিরি দেখায় আবার,
দ্যেলতের আঙ্গিনায় আবদ্ধ দু’চোখ।


৩১| ২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৩৩

সামিউল ইসলাম বাবু বলেছেন:

২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৫১

সনেট কবি বলেছেন: অনেক খুশী হলাম প্রিয় কবি। অনেক ধন্যবাদ।

৩২| ২৪ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০১

উম্মে সায়মা বলেছেন: বাহ নতুন উদ্যমে সনেট লেখা শুরু করেছেন ফরিদ ভাই। ভালো লাগলল। দুজনের জন্য শুভ কামনা।
আশা করি এ নিকটা দ্রুত সেফ হয়ে যাবে....

২৪ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫৪

সনেট কবি বলেছেন:




কবি উম্মে সায়মা

অনুভূতি নীলাকাশে পাখা মেলে।আর
আবেগের পাখি গুলো বাতাসের শব্দে
উড়ে যায় অজানায়। খুঁজে ফিরে তারা
কবি উম্মে সায়মার স্মৃতিকথা সব।
জীবনের বাঁকে বাঁকে জমে আছে কত
সুখ-দূঃখ, যারা করে কলরব, ছুটে
অবিরাম।কবি ধরে সে সবের কানি,
টেনেআনি গাঁথে মালা কবিতায় তাঁর।

পাঠকেরা মনভরে কবি কথা পড়ে
জেনে যায় কবি মনে ভালবাসা কত
মানুষের জন্য গাঁথা; অমানুষে নয়।
কবি মনে আছে আরো আপনের টান
আর, মান অভিমান।সে সবের পরে
কবি মন নিত্য দিন উদ্ভাসিত হয়।

৩৩| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১:২৭

উম্মে সায়মা বলেছেন: আমার মত নগন্য ব্লগারকে নিয়েও সনেট লিখে ফেললেন ফরিদ ভাই! অনেক অনেক কৃতজ্ঞতা। অনেক অনুপ্রেরণা পেলাম।
আপনি কিভাবে এত সুন্দর করে সনেট মিলিয়ে ফেলেন বলেন তো? সহব্লগারদের নিয়ে সনেট লিখে তো আপনি বিশ্ব রেকর্ড গড়ে ফেলবেন :) শুভ কামনা রইল....

২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১:১৯

সনেট কবি বলেছেন: আমি কাল আপনার পোষ্টে কিছুটা সময় ব্যয় করেছি। আপনাকে কবিতায় কতটা ধারণ করতে পারলাম সেটা আপনি বলতে পারবেন।

৩৪| ২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৫০

ধ্রুবক আলো বলেছেন: সনেট অসাধারণ হয়েছে বরাবরের মতই।

আমি নিশ্চিত আপনিই আমাদের ফরিদ উদ্দিন আহমেদ ভাই। নতুন নিক এটা?!

২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৩৪

সনেট কবি বলেছেন:



কবি ধ্রুবক আলো

ধ্রুবক আলোর চাই বিরাট ভান্ডার
হে কবি দিবেন কিনা তেমন আপনি?
দেখুন আঁধারে আজ পৃথিবী আঁধার
আলোক না হলে আর চলেনা হে কবি!
আপনি খাটেন জানি সকলে তা’দেখেে
আলোক সন্ধানী কবি আলোর সন্ধানে
ঘুরছে পৃথিবী জুড়ে গভীর প্রত্যয়ে
আমরা সাথেই আছি চলুক সন্ধান।

আশায় মানুষ বাঁচে হতাশা ঘুঁচিয়ে
আমরা কবিত্বে চাই পথের সে দিশা
উঠুক আকাশে চাঁদ আঁধারে পূর্ণিমা।
মানব কষ্টের হোক নির্মূল এবার,
মনুষ উঠুক জেগে পুরাতে সে আশা
জ্বলুক কবির হাতে আলোর মশাল।

২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৩৫

সনেট কবি বলেছেন: প্রিয় কবি আপনি ঠিক ধরেছেন এটা আমার নতুন নিক।এখানে শুধু সনেট পোষ্ট করতে চাই। আর অন্য নিকে অন্য আইটেম পোষ্ট করতে চাই। এরপর বাকীটা নির্ভর করবে সামুর মর্জির উপর।

৩৫| ২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ সবগুলো সনেট মন্তব্যের ঘরে ঘরে। মুগ্ধ হয়ে গেলাম আপনার এমন আন্তরিক প্রেরণাদানে।

২৬ শে জুলাই, ২০১৭ রাত ১২:০৭

সনেট কবি বলেছেন: দোয়া করবেন প্রিয় কবি যেন সবার পাশে থাকতে পারি।

৩৬| ২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

ধ্রুবক আলো বলেছেন: সনেটে মুগ্ধ হয়ে গেলাম। একদম বাকহীন।

২৬ শে জুলাই, ২০১৭ রাত ১২:০৬

সনেট কবি বলেছেন: আলহামদুলিল্লাহ, স্বীকৃতিতে ধন্য হলাম কবি। আপনাকে অনেকে ধন্যবাদ।

৩৭| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:১২

প্রামানিক বলেছেন: চমৎকার কাব্য কথামালা। অনেক ভালো লাগল। ধন্যবাদ

২৬ শে জুলাই, ২০১৭ রাত ১২:০০

সনেট কবি বলেছেন:



কবি শহীদুল ইসলাম প্রামানিক

অযথার কথা নয় যথাযথ কথা
বিষয়ের গভীরেতে, দৃষ্টিদানে তীক্ষ্ম,
তুলেআনে সুনিপুণ ছড়া কাব্য টানে
শহীদুল ইসলাম প্রামানিক কবি।
কত তাঁর মনোযোগ মানুষের মনে
চেতনার রাজ্য জুড়ে বিচরণ করে
একে একে দেখে যায় ভাব রত্ন সব
তারপর সে সকল কাব্যে গেঁথে নেয়।

অনবদ্য ছড়া তাঁর পাঠকেরা পায়
নিত্যদিন। সম্মোহন জাগে তাতে, আর
অতলেতে তারা সুখ তালাসেতে থাকে।
সমাজের নানা চিত্র দীপ্তিমান ছবি
কবি কাব্যে সুসজ্জিত অবিরত দেখি
দোয়াকরি কবি যেন সুখে থাকে চির।

৩৮| ২৭ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৪৯

উম্মে সায়মা বলেছেন: আপনি যে আমার পোস্টে সময় ব্যয় করে আমাকে বুঝতে চেষ্টা করেছেন এবং কবিতায় তা তুলে ধরেছেন তাতেই আমি ধন্য বোধ করছি। আপনি পাঠক হিসেবে আমাকে যেমন বুঝেছেন সেভাবেই উপস্থাপন করেছেন। সে সুবাদে (যদিও আমি নগন্য লেখক) পাঠক আমাকে কিভাবে মূল্যায়ন করে সে ব্যাপারেও একটা ধারনা হল। আবারো কৃতজ্ঞতা।

২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৭

সনেট কবি বলেছেন: যেহেতু আমি আপনাকে সম্মাননা জানাতে চেয়েছি তাই একটু ভালভাবে বুঝার চেষ্টা করেছি। এখন আমি আপনাকে কতটুকু বুঝতে পারলাম সেটা অন্য কেহ হয়ত বলতে পারবে। তবে আপনি আমার সাথে আপনার অনুভুতি শেয়ার করেছেন সে জন্য আমি অনেক খুশী।

৩৯| ২৭ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

চাঁদগাজী বলেছেন:



এই নিকের পোস্ট কি সামনের পাতায় যাচ্ছে?

২৭ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

সনেট কবি বলেছেন: এটা ওয়াচে আছে। কতকাল এভাবে থাকে কে জানে? সামু সম্পাদক সম্ভবত সনেট বুঝে না।

৪০| ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৩১

সাহিদা সুলতানা শাহী বলেছেন: আমাকে নিয়ে লেখা সনেট কবিতা দেখে অনেক খুশী হলাম।

২৮ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

সনেট কবি বলেছেন: ধন্যবাদ

৪১| ২৮ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

সেলিম আনোয়ার বলেছেন: ফরিদ ভাই কয়দিন ১০৫ ডিগ্রী জ্বরে ভূগার পর আজ জ্বর মুক্ত হলা চিকনগুনিয় কিনা কে জানে!! জ্বর থেকে উঠেই একটি সনেট লিখে ফেলার চেষ্টা করেছি ।

২৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১:১৮

সনেট কবি বলেছেন: অসুস্থ্যতা নিয়েও চেষ্টা করেছেন। তবে কিছু ত্রুটি দেখেছি। সময় করে একটু ঠিক করে দিলেই হবে।

৪২| ২৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১:২১

টমাটু খান বলেছেন: সনেটের সমারোহে দারুন সব কবিতা!

২৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৩

সনেট কবি বলেছেন: এখানে প্রতি মন্তব্যের ঘরে থাকা সনেটটি পোষ্ট আকারে উপস্থাপন করা হলো। ধন্যবাদ।

৪৩| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ৯:২৮

তোফায়েল আহমেদ টুটুল বলেছেন: অভিশপ্ত প্রসাদ

কত যত্নে রান্না করি হলুদ লবনে,
আদা রসুন পিঁয়াজ মরিচের সনে।
তেঁজপাতা দারুচিনি এলাচ ফুঁড়ন,
মসলা তেলের সনে করি আয়োজন।
শুকনা কাষ্টে জ্বলছে চিতার আগুন,
আঁখি জলে হাড়ি ভর্তি বুকের গহণ।
আতপ চাউল কিনে মিশিয়ে মাখনে,
দুধ কলার প্রসাদ স্বামীর সামনে।

যষ্টি মধু পঞ্চরসে বাটনা সাজন,
প্রেমের আরতি ঢালা ভক্তির চন্দণ।
বক্ষস্থলে মধ্যভাগে জ্ঞানের বিশ্বাসে,
হৃদ আসনে বসাই কত ভালবেসে।
স্বামীর কৃপা হয়না প্রসাদ গ্রহণে,
দুঃখের কথা আমি বলি কার সনে।

শ্রদ্ধেয়

কত দিন কেটে গেলে সামুর পাতায়,
নজরে আসেনি কভু দৃষ্টির সীমায়।
জ্ঞানী গুণী মুনিষীর করি অনুসন্ধান,
কপাল পুড়া অভাগা পায়নি সন্ধান।
ঈশ্বরের কৃপা গুণে আমার লেখায়,
মন্তব্যে নজর কাড়ে তোমার পাতায়।
বিধাতার আর্শিবাদ তুমি এলে দ্বারে,
গুরু তুমি ভক্ত আমি দোয়া কর মোরে।

শুভেচ্ছা ও অভিনন্দন নয় ওগো প্রিয়,
আর্দশ প্রতীক তুমি মহান শ্রদ্ধেয়।
যত পড়ি লেখাগুলো তত লাগে ভালো,
জ্ঞানের মশাল জ্বালো অন্ধকারে আলো।
হৃদয়ের কুঠুরিতে ভক্তির আসন,
সন্তুষ্টু চিত্তে গ্রহণ এই আয়োজন।

কবিতার ভাষায় সম্বোধনে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার সবিনয় অনুরোধ করছি ।

৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:০১

সনেট কবি বলেছেন:



কবি তোফায়েল আহমদ টুটুল

প্রতিভার পরিচয় সকলে মিলেনা
জহুরীর চোখ চিনে সঠিক রতন
তোফায়েল আহমদ টুটুল হে কবি
জহুরীর দেখা পেলে পাবেন স্বীকৃতি।
আল্লাহর স্মরণেতে থাকেন সর্বদা
তাঁর যদি দয়া হয় ভাগ্যের দুয়ার
এমনিতে খুলে যাবে অনেক সহজে
তাঁর দয়া অপেক্ষাতে আমিও যে আছি।

উপেক্ষায় কত রত্ন পায়নি কদর
অনেকেই পেয়েছেন মরন পরেতে
ভাগ্যগুণে অনেকেই আসেন নজরে।
কিকরার আছে আর মনুষ্যে করার
অপারগ জন বাঁচে প্রভুর কৃপায়
সে কৃপার সন্ধানেতে চলুক প্রচেষ্টা।

৪৪| ০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৪

ডঃ এম এ আলী বলেছেন: এযে সনেটের বিশাল সমারোহ , অনেকক্ষন লাগিয়ে মন্তব্যের ঘরে থাকা অআপনার সবগুলি সনেট দেখলাম । এতটুকু সময়ের মধ্যে এত সুন্দর যথাযথ ভাব ও বিষয়ের সমাহার ঘটিয়ে সনেটের মত কঠিন কবিতা লেখা সত্যিই বিস্ময়কর । আন্তরিক অভিনন্দন রইল ।
কামনা করি সনেট কবির উত্তরোত্তর সাফল্যের ।

০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৮

সনেট কবি বলেছেন: দোয় করবেন সংখ্যাগত দিক থেকে সনেটের বিশ্ব রেকডটা নিজের করে নিতে পারি। তবুওতো বলতে পারব অন্তত একদিক থেকে দেশ ও জাতিকে সম্মানের আসনে বসাতে পেরেছি।

৪৫| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১:৪৫

অপরিচিত মানব শুণ্য বলেছেন:
অসাধারণ...
আনি শুধু মুগ্ধ নয়নে থাকিয়ে রই....


হ্যা... একমাত্র আপনিই পারবেন সনেটের বিশ্বরেকর্ড টা দখলে নিতে....

চালিয়ে যান কবি....

০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৪৭

সনেট কবি বলেছেন:



ব্লগার অপরিচিত মানব শূণ্য

চেতনা নির্মল আর যুক্তিও তুখোড়
অসৎ চিন্তায় তোলে জ্বরের কাঁপন
ব্লগার অপরিচিত মানব শূণ্যের
লেখায় দেখেছি এর সুস্পষ্ট স্বাক্ষর।
এভাবে লিখুন তবে সভ্যতা নির্মাণে
এখানে অনেক চলে অকথা কূকথা
মনেতে মানুষ কেউ জঙ্গল সমান
যেথায় বশত করে পশুর স্বভাব।

মানুষে মানুষ করে মনুষ্য কথনে
আপনি তেমন বলে মানব দায়িত্ব
পালন করেন বলে আনন্দ অনেক।
হে সভ্য উদার চোখে সভ্যতা বিস্তারে
সবাই করলে কাজ ফলবে সুফল
চলুন সকলে করি সভ্যতা গঠন।

০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৫২

সনেট কবি বলেছেন: দোয়া করবেন যা করতে চাই তা’যেন করে দেখাতে পারি।

৪৬| ০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:১১

নতুন নকিব বলেছেন:



প্রিয় কবি,
এত সনেট কখন কিভাবে লিখেন ভেবে আশ্চর্য হই! Really, you are with unbelievable writing power from almighty Allah. জাজাকুমুল্লাহ।

আপনি দীর্ঘজীবি হোন।

০৭ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৪৪

সনেট কবি বলেছেন:




কবি নতুন নকিব

ইসলামের নির্মল ছায়া সুশীতল
তার তলে বসে কবি নতুন নকিব
ভাবে পৃথিবীটা নয় কারো চিরস্থায়ী
নিরাপদ আবাসন নিশ্চিন্ত জীবন।
যখন তখন এসে আজরাঈলের
ফরমান, চুকে দিবে হেথাকার পাঠ।
বিনা প্রতিবাদে সবে যেতে হবে তার
ফরমানে সাড়া দিয়ে আসল নিবাসে।

কবির ভাবনা ঠিক শতভাগ খাঁটি
এখানে শুধুই মাটি কর্ম শেষে পাবে
সব কিছু ছেড়ে যাবে সব মুছাপির।
হায়রে মানুষ সব সত্য ভুলে কেন
অযথার পিছে সবে দলে দলে ফির?
শুধুই রবকে মান তবেই মঙ্গল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.