![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
মাননীয় প্রধানমন্ত্রী আমি আপনার সরকারের একজন কর্মচারী। আমি গত ১৮ অক্টোবর স্ট্রোক করি। এখনো এক ঘন্টার বেশী একাধারে বসতে পারিনা। কিন্তু আমার অফিস আমাকে বেতন দিচ্ছেনা। বস বলছেন কাজে যোগদানের পর বেতন। এটাই কি আইন? কেউ অসুস্থ্য হয়ে খরচ বেড়ে গেলে তার বেতন বন্ধ থাকবে? আপনারা জনগনের এতটাকা খরচ করেনকি এমন পঁচা আইন তৈরী করার জন্য? মাননীয় প্রধানমন্ত্রী দয়া করে এমন কসাই মার্কা আইন পাল্টান। সরকারের কর্মচারীদের বিপদে পাশে থাকার চেষ্টা করুন। আর যদি বিপদে জনগনের পাশেই না থাকতে পারেন তবে তাদের নেতার পদ কেন দখল করে আছেন? আমি চাই আপনার প্রতি আমার সুধারণা অটুট থাকুক।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
(এক)
হাসি নয় কান্নাতেই কেটেছে জীবন
এখন দেশের কাজে মুখে ফুটে হাসি
দেশটারে গড়ছেন বড় ভালবাসি
মানুষরা পাচ্ছে তাঁর কাজের সুফল।
তথাপি কতক ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন
উন্নয়ন সুফলকে করে ফেলে বাসি
বহু কষ্ট পায় এতে কিছু দেশবাসি
তাদের মনেতে হয় সকল বিফল।
হে প্রধানমন্ত্রী আরো নজর বুলিয়ে
জনতায় যদি আরো রাখা যায় খুশী
কৃতজ্ঞ হবেন তারা মস্তক দুলিয়ে।
আর যদি দূর্নীতি বেড়ে যায় বেশী
তবেতো মানুষ সব দুঃখের সাগরে
ডুবে ডুবে মরে যাবে অগরে-বেগরে।
# ছন্দঃ অক্ষর বৃত্ত
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙচচ
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট।
(দুই)
স্বজনে হারিয়ে যিনি দেশের মায়ায়
দেশকে আপন জেনে নিজ শোক বেঁধে
নিজের সাধ্যের সব অকুন্ঠ বিলিয়ে
করেন দেশের চিন্তা তিনি দেশরত্ন।
শেখ হাসিনা এ নাম লেখা উন্নয়নে
ছিট মহল সমস্যা সমাধানে, তাঁর
শান্তিপূর্ণ শান্তিচুক্তি সমূদ্র বিজয়
সাফল্যের কীর্তিগাঁথা অবিস্মরনীয়।
রাষ্ট্রনেতা হতে হয় সমৃদ্ধ গুণেতে
এক্ষেত্রে প্রধানমন্ত্রী যোগ্যতায় ঋদ্ধ
তাঁর থেকে হলো কত প্রত্যাশা পূরণ।
কে পারে কি পারে সেতো দেখেছি অনেক
বুলিনয় বাস্তবের কার্য সম্পাদনে
এমান্য প্রধানমন্ত্রী সমগ্রে সুযোগ্য।
#ছন্দঃ অমিত্রাক্ষর
#মাত্রাঃ৮+৬
#কবিতা প্রকৃতিঃ সনেট
বিঃদ্রঃ আমি অফিসেই স্ট্রোক করি। আমাকে হাসপাতালেও ভর্তি করে অফিস। যদিও খরচ বহন করে আমার পরিবার।
২৬ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১১
সনেট কবি বলেছেন: সরকার বেতন দিচ্ছেনা, তারমানে খাবার বন্ধ! তাহলে সুস্থ্য হব কেমন করে?
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৬
চাঁদগাজী বলেছেন:
আপনি বেকুবদের অধীনে চাকুরীরত আছেন; বাংলাদেশে সরকারী চাকুরী পাওয়ার পর, ৮০% সরকারী চাকুরে অমানুষে পরিণত হয়, এদের মগজ কাজ করে না, এদের ভাবনাশক্তি থেমে যায়; এরা চাকুরী পাওয়া মানেই রিটায়ার করা।
২৬ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৫
সনেট কবি বলেছেন: শুধু বেকুব নয় এরা বিশ্ব বেকুব। ডাঃ দিয়েছে বেড রেষ্ট আর ভাল খাবার। এর জন্য এখন রাস্তার মোড়ে বেড পাততে হয়। তারপর যে জনগন সরকারকে খাজনা দেয় সে জনগন যদি আমাকে কিছু দেয় তবে আমার বেঁচে থাকার একটা পথ হয়। এমন অবস্থায় সরকার আমাকে লোন দিয়ে পরে আস্তে আস্তে কেটে নিতে পারতো। এরা দেখছি তাও করছেনা। আসলে বেশী মানুষ হওয়ায় এ দেশে মানুষের মুল্যই নেই। সরকারের ভাবখানা এমন একটা মরলে তো একটা কমে!
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫১
সেলিম আনোয়ার বলেছেন: আপনার সুস্বাস্থ্য ও সমস্যার আশু সমাধান কামনা করছি ।
২৬ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৭
সনেট কবি বলেছেন: আমার রহিঙ্গার চেয়ে বদ নসিব। সরকার আমারে ত্রাণও দেয়না। এ দেশে জন্ম গ্রহণই যেন দূর্ভাগ্য।
৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৬
নতুন নকিব বলেছেন:
আপনার সুস্থতা এবং সার্বিক কল্যান কামনা করছি।
২৬ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৮
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল করুন- আমিন।
৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এরকম কোন আইন নেই, বস কোন কারনে আপনার উপর রুষ্ট তাই আইন দেখাচ্ছেন। আপনার পরিনতি তারও হোক তখন বুঝবে মজা।
আপনার আশু আরোগ্য কামনা করছি।
২৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৮
সনেট কবি বলেছেন: আমার সাথে তাঁর সম্পর্ক ভাল।শুনেছি আজ রাতে দেখতে আসবেন। কিন্তু বেতন দিতে গেলে সব সময় তাঁর কেন যেন সমস্যা হয়। এটা আমরা যারা সরকারী সমাপ্ত প্রকল্পে চাকুরী করি সবার বেলায়।
৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সরকারী চাকুরি হলে তো বেতন পাওয়ার কথা। তবে বেসরকারী চাকুরিতে সবাই সমান সুযোগ পায় না...
২৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৯
সনেট কবি বলেছেন: সরকারী চাকুরীতে সবার জানা সেই কারনে কথা আর কথা থাকেনা।
৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১১
মোঃ মাইদুল সরকার বলেছেন: নিশ্চয় আপনার বস ভাল নয় বা তিনি আপনাকে দেখতে পারেননা। সরকারী চাকরিত ২/৩ মাস অসুস্থ থাকার পরও আমার কলিগ নিয়মিত বেতন পেয়েছেন।
উপর লেভেল থেকে ফোনে বসকে চাপ দিন দেখবেন কাজ হয়েছে।
ভাল থাকুন।
২৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১২
সনেট কবি বলেছেন: বস আমাকে দেখতে পারেন না কথা তেমন নয়। এটা সেই কারণ যে কারণের কাছে আমাদের সব জনগন অসহায়।
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৮
আমি চির-দুরন্ত বলেছেন: আপনার সুস্থতা কামনা করছি। আর আশা করি সমস্যাও সমাধান হয়ে যাবে।