![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
আমার কনিষ্ঠা কন্যা চঞ্চল অনেক
ইসরাত জাহান যে মূল নাম তার
ডাক নাম রাইসার প্রভু উপহার
দিলেন খুশিতে তারে অনেক দয়ায়।
মেয়েদের পালনেতে বে-শুমার নেক
আল্লাহ বান্দাকে দেন হাদীসের সার
এমন কথাই আমি জেনেছি যে আর
তাদের গড়তে হবে দ্বীনের শিক্ষায়।
চঞ্চল বলে রাইসা টুনটুনি নামে
পিতার ডাকেতে থাকে সব সময়েতেে
আমি তারে মনে করি প্রাণের স্পন্দন।
মা-বাবায় সেবা পায় কন্যাদের হাতে
আন্তরিক সে সেবাটা হয় যে নির্মল
তাঁদের কষ্টে তাদের ঝরে আখি জল।
# ছন্দঃ অক্ষর বৃত্ত
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙচচ
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট।
বিঃদ্রঃ পেশায় আমি একজন ট্রেইনার। তিন মেয়েকে সামনে বসালাম। কীভাবে সনেট লিখতে হয় শিখালাম। তারপর বল্লাম এবার তিনজন তিনটা বিষয় নিয়ে সনেট লিখ। তারা সবাই উত্তীর্ণ হলো। আর কিছু দিন গেলে হয়ত তারা সবার সামনে পাঠকের দেয়া বিষয়ে সনেট লিখতে পারবে- ইনশাআল্লাহ।
২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৬
সনেট কবি বলেছেন: মন্তব্যের জন্য অনেক শুভেচ্ছা প্রিয় কবি।
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩২
কামরুননাহার কলি বলেছেন: দারুন হয়েছে কবিতাটি।
২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০১
সনেট কবি বলেছেন: সমস্যা হলো আমার এ মেয়েটিকে আমি শাসন করতে পারি না। কারণ তার দ্বারা আমার অনেক ইচ্ছা পূরণ হয়েছে। তার পাওয়া পুরস্কারে আমার ঘর ভরেগেছে। আর এখন তাৎখানক সনেট লিখতে পারায় বেশ ভাল লাগছে। আসলে সন্তানদের প্রচেষ্টা মা-বাবার অনেক খুশির কারণ হতে পারে। আল্লাহ তাকে মানুষের কল্যাণ্যে কাজ করার তাওফিক দিন- আমিন।
৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সনেট কবি আপনার কন্যার জন্য একরাশ শুভ্র রজনী গন্ধার শুভেচ্ছা।
সুন্দরে বেড়ে উঠুক নিরাপদ পরিবেশে। আপনার দীর্ঘায়ূ কামনা করছি।
২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৩
সনেট কবি বলেছেন: মন্তব্যের জন্য নূরু ভাইকেও অনেক শুভেচ্ছা। নূরু ভাই আমাদেরকে রোজ গুণীজনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন তা’ একটা ভিষণ ভাল দিক।
৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪১
টুনটুনি০৪ বলেছেন: আমাকে নিয়ে সনেট লেখায় আব্বুকে অনেক ধন্যবাদ।
২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৫
সনেট কবি বলেছেন: তুমি একজন গুণীজন হয়ে উঠ,িআল্লাহর নিকট সেই কামনা করি- আমিন।
৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৩
রাজীব নুর বলেছেন: বাহ !!
২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৭
সনেট কবি বলেছেন: অনেক শুভেচ্ছা রাজিব ভাই।
৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৯
জাহিদ হাসান রানা বলেছেন: সনেটের নাম শুনলেই কেমন যেন ভয় লাগে।মনে হয় অনেক কঠিন একটা বিষয়।তবে ভালবাসি সাহিত্য এবং সুস্থধারার সাহিত্যিকদের।শুভকামনা রইল।।
২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১২
সনেট কবি বলেছেন: মন্তব্যের জন্য অনেক শুভেচ্ছা জাহিদ হাসান রানা।
৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৪
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: টুনটুনি নামের এক প্রকার পাখি আছে না? শহরে এসে সব ভুলে গেছি।
২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৮
সনেট কবি বলেছেন: যাক সেটা আবার মনে করিয়ে দিলাম। মন্তব্যের জন্য অনেক শুভেচ্ছা।
৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৭
তারেক_মাহমুদ বলেছেন: ভাল লাগলো, আপনার কন্যার জন্য শুভ কামনা
২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২০
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন। মন্তব্যের জন্য অনেক শুভেচ্ছা।
৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৭
নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগলো কবিতা ।
২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২২
সনেট কবি বলেছেন: ভাল লাগার জন্য অনেক শুভেচ্ছা প্রিয় কবি।
১০| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১০
কুঁড়ের_বাদশা বলেছেন: সনেট পড়িয়া অতীব ভালো লেগেছে। আপনার মেয়েদের জন্য শুভ কামনা রইল।
২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪
সনেট কবি বলেছেন: বাদশার ভাল লাগা বিরাট ব্যাপার।
১১| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ! দারুনতো!
বাবা শিক্ষক কন্যা ছাত্রী! আবার সকলে মিলে ব্লগিং
অসাধারন!
আপনাদের সবার জন্য শুভকামনা
২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৮
সনেট কবি বলেছেন: মেয়েদের হাতে কলম ধরিনয়ে দিলাম। রাবেয়া, রোকেয়াদের মতো যদি কিছু হয়? তারা প্রশ্ন করল চেষ্টা করার পরে যদি কিছু না হাই? বল্লাম, চেষ্টা না করলে যে কিছুই হবে না এটা নিশ্চিত! তবে চেষ্টা করলে হয়ত কিছু একটা হতেও পার আবার নাও হতে পার। অবশ্য চেষ্টার পিছনেন যদি নিয়ত থাকে আল্লাহর সন্তুষ্টি হবে নহয়ত নেক বা সোয়াব মিলত পারে।
১২| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৩
চাঁদগাজী বলেছেন:
আপনার কন্যারদের জন্য অনেক শুভ-কামনা রলো; ওরা পড়ালেখা করে সুশিক্ষিত হোক, দয়ালু হোক।
২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩৪
সনেট কবি বলেছেন: আমি চাই ওরা মানব সমস্যা সমাধানে কাজে লাগুগ। মানুষকে আল্লাহ ক’দিন বেঁচে থেকে মরে যাওয়ার জন্য বানাননি। তিনি তাদেরকে প্রতিনিধি হিসেবে বানিয়েছেন বিস্ময়কর কিছু করে তার প্রতিনিধিত্বের যোগ্যতা প্রমাণের জন্য।
১৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪১
তাসবীর হক বলেছেন: সনেট??বেশ কঠিন ব্যপার।দেশের অনেক বড় বড় কবিরাও সনেট লিখেননি(নাকি লিখতে পারেননি?!আল্লাহ জানেন)।যাই হোক আমি সাহিত্য গবেষক নই।আপনার সুস্থতা কামনা করছি এবং আপুদের জন্য শুভকামনা...
২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪২
সনেট কবি বলেছেন: দোয়া করুন যেন ওরা সুন্দর পৃথিবী গড়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
১৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক খুশির সংবাদ দিলেন শ্রদ্ধেয় প্রিয় কবিবর।
শুভকামনা রইল নতুন সনেট কবিদের প্রতি।
সুন্দর সনেট গড়েছেন। কথামালায় মুগ্ধ করলেন।
২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৪
সনেট কবি বলেছেন: অসুস্থ্যতার কারণে প্রিয় ব্লগারদের পোষ্টে আমার মন্তব্য প্রদান করা প্রায় সম্ভব হয়না। এসময় যারারআমাকে মনে রেখেছে তারাই আমার প্রকৃত বন্ধু। প্রিয় কবি মনে হয় আপনি তাদের একজন।
১৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩৫
মলাসইলমুইনা বলেছেন: টুনটুনি০৪-র জন্য শুভ কামনা |
২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৫
সনেট কবি বলেছেন: দোয়া করুন ওদের নিয়ে আমার স্বপ্ন যেন আল্লাহ সত্যে পরিণত করেন।
১৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: স্নেহের ভাতিজির জন্য দোয়া রইল।।।
২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৬
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার দোয় কবুল করুন-আমিন।
১৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৩
শাহরিয়ার কবীর বলেছেন: কবি ইসরাত জাহান রাইসার জন্য শুভ কামনা রইল।
(ভাই, এখন আপনি কেমন আছেন? )
২৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৪
সনেট কবি বলেছেন: আমি এখনো জীবনের ব্যাপারে আশাবাদী হয়ে উঠতে পারিনি।
১৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৭
জাহিদ অনিক বলেছেন:
বাবা মেয়ে দুজনের জন্যই অনেক অনেক শুভ কামনা।
২৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৪
সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি।
১৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪২
প্রামানিক বলেছেন: খুব খুশি হলাম আপনার বর্ণনা শুনে। আপনার মেয়েদের প্রতি আশীর্বাদ রইল।
২৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৬
সনেট কবি বলেছেন: আমিও তাদের গুণী হয়ে উঠার অপেক্ষায়। বাকী আল্লাহর ইচ্ছা।
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩১
মোঃ মাইদুল সরকার বলেছেন: কন্যা নিয়ে দারুন কবিতা।
বাব ও কন্যার জন্য শুভ কামনা।