নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

নয়ন তারা ও নয়ন মনি (সনেট কবি ও ব্লগার সাহিদা সুলতানা শাহী, সনেট কবির মেঝ কন্যা) সস-২

২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৪



নয়নতারা

সন্তানের প্রতি স্নেহ ঝরে অবিরল
পিতা ও মাতার মনে উঁকি দিয়ে দেখ
যদি পার তুমি এর পরিমাপ লেখ
সেজন্য সন্তান হয় নয়নের তারা।
সন্তানের প্রতি মায়া সর্বদা নির্মল
যারা তা’জানেনা তারা এটা মনে রেখ
জীবেনের বড় সখ সন্তানেতে শেখ
সন্তান জন্মেতে সবে হয় আত্মহারা।

‘নয়নতারা’ আমার মেঝ কন্যা হয়
সুন্দর স্বভাব তার দৃষ্টির নন্দন
গোছ গাছে তার মন সদা ব্যস্ত রয়।
পড়ুক জীবনে তার ফুল ও চন্দন
ইহকাল পরকালে তার ভালো হোক
কোথাও কখনো যেন নাহি হয় ঠক।

# ছন্দঃ অক্ষর বৃত্ত
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙচচ
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট।


নয়ন মনি

একা বসে নিজ মনে কাটতো সময়
ঘটি-বাটি নিয়ে সেতো খেলে যেত একা
নতুবা কাগজ নিয়ে কোন চিত্র আঁকা
নানার সাথেই ছিল খুববেশী ভাব।
বসালে সে স্থান হতে নড়বার নয়
সহজেই সোজা মন হয়নাতো বাঁকা
গ্রাহ্য কাজ হতে হয় সুনির্মল ছাঁকা
গোঁছ-গাছ পরিপাটি সুস্নিগ্ধ স্বভাব।

সে সাহিদা সুলতানা শাহী নয়নের মনি
ঘটুমনি, গেদুমনি, কত নাম তার
সকল আত্নিয়ে সেতো আদরের খনি।
সাহিদা সনেট লিখে দেয় উপহার
সে আমার মেঝ মেয়ে ব্লগে পরিচ্ছন্ন
আশা তার গুণে লোকে হবে যে আচ্ছন্ন।

# ছন্দঃ অক্ষর বৃত্ত
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙচচ
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট।

মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২২

চাঁদগাজী বলেছেন:


আপনার কন্যারা পড়ালেখা শিখে বড় ও দয়ালু হোক, সুখী হোক!

২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

সনেট কবি বলেছেন: আপনার দোয়া একশ ভাগ সঠিক হয়েছে। আল্লাহ কবুল করুন-আমিন।

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

ডঃ এম এ আলী বলেছেন: মেঝ কন্যাসহ আপনার সকল কন্যারা
শিক্ষায় এবং গুণেমানে সমৃদ্ধ ও সুখী হোক
এ কামনা রইল ।

২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল করুন- আমিন।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

জাহিদ অনিক বলেছেন:

সনেট এবার জমবে বেশ।

শুভ কামনা

২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

সনেট কবি বলেছেন: আমি চাই আমার সন্তানেরা পৃথিবীর কথা মানুষের কথা চিন্তা করুক।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দোয়া থাকল।

২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল করুন - আমিন।

৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

সাহিদা সুলতানা শাহী বলেছেন: আমার জন্য আব্বু সনেট লেখায় খুব খুশি হয়েছি। আব্বুর জন্য আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।

২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

সনেট কবি বলেছেন: আব্বু ধন্য হবে তুমি যোগ্য হলে।

৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

অর্ক বলেছেন: খুব ভালো লাগলো সনেট দুটি! সন্তানের প্রতি পিতার স্নেহাশিসে সিক্ত কবিতায় কবিতার তাবৎ ব্যাকরণই গৌণ; যেভাবে যে মাত্রায়, ছন্দে, মিত্রাক্ষর কি অমিত্রাক্ষর, যাই, যেমনই লিখেছেন, তাই পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট কবিতা ও রচনা! ভীষণ ভালো লাগলো। প্রাণ ভরে উঠলো শ্রদ্ধেয় কবি! এভাবেই অভীষ্ট লক্ষ্যে এগিয়ে চলুন।
আপনার ও আপনার পরিবারের সকলের প্রতি অন্তহীন শুভকামনা।

২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

সনেট কবি বলেছেন: মন্তব্যে স্নেহ জাতীয় পদার্থের উপস্থিতি পরিলক্ষিত! তবে আমার লেখার মান আরো অনেক বাড়াতে হবে।

৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার মেয়েদের জন্য রইল অনেক দোয়া। সন্তানেরা পিতার ফসল। যে ফসল দেখে আপনি আপ্লুত আল্লাহ আপনার নেক সন্তানদের নেহ হায়াত দান করে জগতে প্রতিজনকে এক একটি তারা মর্যাদা দান করুন।

২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৩

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল ও মঞ্জুর করুণ- আমিন।

৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১১

সেলিম আনোয়ার বলেছেন: শুভ কামনা আপনার ও আপনার কন্যা দের জন্য।

২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১২

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল ও মঞ্জুর করুণ- আমিন।

৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৬

কাতিআশা বলেছেন: দোয়া রইল আপনার মেয়েদের জন্য!

২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২০

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল ও মঞ্জুর করুণ- আমিন।

১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:২২

সচেতনহ্যাপী বলেছেন: ভাল এবং সুস্থ থাকুক, আপনার সন্তানরা।।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৩

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল ও মঞ্জুর করুণ- আমিন

১১| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৪১

নূর-ই-হাফসা বলেছেন: মেজ মেয়েকে নিয়ে কবিতা ভালো লাগলো ।৩ মেয়ে আপনার অনেক ভালো থাকুক, সেই কামনাই করি ।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৩

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল ও মঞ্জুর করুণ- আমিন

১২| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৩

সোহানী বলেছেন: অসাধারন। অবশ্যই ওরা অনেক অনেক বড় হবে।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৩

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল ও মঞ্জুর করুণ- আমিন

১৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: পিতা ও কন্যার জন্য শুভকামনা ।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৪

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল ও মঞ্জুর করুণ- আমিন

১৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৬

প্রামানিক বলেছেন: কন্যাদের প্রতি আশীর্বাদ রইল।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৪

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল ও মঞ্জুর করুণ- আমিন

১৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫২

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর হয়েছে। কেমন আছেন এখন?

৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০০

সনেট কবি বলেছেন: এখনো বেঁচে থাকার আশায় ফিরতে পারিনি। ঔষধ যেখানে মোটে খেতে ইচ্ছে করেনা সেখানে এক গাঁদা ঔষধ খেতে হয়। যা মহা বিরক্তিকর।মরতেতো একদিন হবেই এ জন্য সে বিষয়ে কখনো তেমন ভাবিনা।

১৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সনেট পরিবার !!
ছোট মেয়ে টুনটুনি,
মেঝ মেয়ে সাহিদা সুলতানা শাহী ,
বড় মেয়েটিও কি সনেট কবি?
আপনাকে অসংখ্য ধন্যবাদ
পরিবারিকভাবে হৃদয়ে
সনেট লালন করার জন্য।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

সনেট কবি বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ নুরু ভাই। গুণীজনদের সবার সাথে পরিচয় করিয়ে দ্রেয়ার জন্য।

১৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন: সবার জন্য শুভ কামনা রইল।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল ও মঞ্জুর করুণ- আমিন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.