![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
# প্রেমের পরিণতি
১। ছেলেটি অক্কা পেল, যা সে পেতে চায়নি। সে শুধু বলেছিল, I love you তা‘তেই মেয়েটি তার মাস্তান ভাইকে ডেকে কথাটা জানাল। তারপর সব ইতিহাস।
২। মেয়েটি বল্ল, রবিন তাকে I love you বলেছে। তার প্রেমিক তাতেই রবিনকে আচ্ছা ধোলাই দিয়ে ধবধবে সাদা করে দিল। সাদা কাপড়ে তাকে সবাই পৃথিবী থেকে চির বিদায় জানাল। পরে জানাগেল, এই রবিন সেই রবিন নয়, এই রবিন তার খালাত ভাই রবিন। কাজেই ছেলেটির সাথে মেয়েটির প্রেমের ইতি ঘটল।
আপনারা বলছেন খুনিদের কি হল? তাহলে রবীন্দ্রের পাগলা মেহের আলীর ভাষায় বলব, সব ঝুট হ্যায় তফাৎ যাও। এদেশে বিচারের ফুটো দিয়ে খুনিরা কেমন করে যেন বেরিয়ে যায়। অনেক সময় তাদের কিছুই হয়না।
# খুনের কারণ
বিচারক আসামীকে জিজ্ঞাস করলেন, আপনি কেন তাকে খুন করলেন?
-নতুবা সে আমাকে খুন করতো।
-এখনো আপনি বাঁচতে পারবেন না।
-মানুষ মরনশীল। তবে আমি এখনো বেঁচে আছি। এটুকুই আমি চেয়েছি।
# বড়লোকের বউ
একজন বল্ল, আপা আপনি বড় লোকের বউ। অন্য জন ভাবল, তবে কি সে ছোট লোকের বউ?
বড় লোকের বউ তাকে দিয়ে দশটা মুরগী কাটিয়ে বিশটা ঠ্যাং উপহার দিল।
-আমি এগুলা দিয়ে কি করব?
-কেন টুক টুক করে হেঁটে বাসায় চলে যাও!
-তবে পাখনা গুলাও দেন।
-কেন?
-তাইলে উড়াল দিয়া যাইতে পারতাম!
-ঠিক আছে নাও!
লটকনের মা বল্ল, কত্ত বড় হৃদয়!
-তাইলেতো আমারে হৃদয় গুলাও দেওন লাগে!
-ঠিক আছে নিয়ে নাও!
গেদার মা ঠ্যাং, পাখনা ও হদয় নিয়ে খুশী মনে বাসায় ফিরল। মনে মনে সে ভাবল ডাল দিয়ে রান্না করে খেলে মন্দ হবেনা।
রাত্রে যখন বড় লোক মুরগীর হৃদয় খেতে চাইল তখন বড়লোকের বউ সুর করে ব্ল্ল, এ হৃদয় তোমাকে দিলাম। তুমি কেন মুরগীর হৃদয় চাও? ও গুলাতো আমি ও ঘরের গেদার মাকে দিয়ে দিছি!
মেডামের হৃদয়ের স্থানে বড় লোক মুরগীর হৃদয় চেয়ে ভীষণ লজ্জায় গলার হাড্ডি চিবুতে লাগলেন।কারণ তাঁর মেডাম ওটা ছাড়া মুরগীর সব অংশই খেতে পছন্দ করেন। আর এভাবে না খেয়ে খেয়ে তিনি নব্বই কেজি হলেন। আর বড় লোক খেয়ে খেয়ে বায়ান্ন কেজি হলেন। তথাপি তাঁর শ্লিম হওয়ার চেষ্টার ত্রুটি নেই। আর তাঁর মেডামের আহাজারি, তিনি না খেয়ে খেয়ে শুকিয়ে যাচ্ছেন! এসব ভেবে বড় লোক দুশ্চিন্তায় পড়ে ভাবেন, তিনি আবার নারী নির্যানের কেসে ফেঁসে যাচ্ছেন নাতো? এ সংক্রান্ত সুকঠিন আইনের কথা ভেবে ভয় পাওয়া তাঁর নিত্য দিনের রুটিনে পরিণত হয়েছে।
বিঃদ্রঃ পাঠক ব্ল্ল, আপনার পোষ্টে মন্তব্য পড়ে না কেন? লেখক বল্ল, পাঠক ভেবেই আকুল হচ্ছে। কি লিখবে বুঝতে পারছেনা।
# ক্ষুদ্র গল্প পরে যোগ করা হয়েছে।
০৩ রা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
সনেট কবি বলেছেন: অনেক দিন পর আপনার একটা মন্তব্য পেলাম সে জন্য ধন্যবাদ।
২| ০৩ রা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
চাঁদগাজী বলেছেন:
মনে হয়, পোষ্টাটা মোটামুটি বেশ দুর্বল
০৩ রা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
সনেট কবি বলেছেন: একদম আমার মতন!
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
কাছের-মানুষ বলেছেন: মোটামুটি হয়েছে সনেট কবি !
০৩ রা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
সনেট কবি বলেছেন: তাঁহাদের দু’জন নিয়ে কিছু বল্লেন কি?
৪| ০৩ রা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
আটলান্টিক বলেছেন: হা হা হা মন্দ বলেননি
০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৫
সনেট কবি বলেছেন: ছন্দ বাদ দিয়েও যখন মন্দ হয়নি তবেতো বেশ!
৫| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পাঠক ভেবেই আকুল
কি জবাব দিবে
ভেবেই পাচ্ছে না।
তবে তিনি বলেছেন আপনার লেখা মো্টামুটি বেশ দূর্বল !!
আরো সবল পোস্ট দেন সনেট ভাই
০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪১
সনেট কবি বলেছেন: জনাব চাঁদগাজী হয়ত নান ভেবেই বলেছেন। কারণ অনেক সময় তাঁর ভাবার সময় হয়না। তবে আপনি যখন আরো সবল পোষ্ট চাচ্ছেন তাই এবার লেখক নিজেই ভেবে আকুল কি ভাবে বল বর্ধক সহযোগে পোষ্ট দেওয়া যায়।
৬| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৭
শামচুল হক বলেছেন: নুরু ভাই কি যে বলেন-- এটা তো উপরেই লেখা আছে, মানুষ খেতে খেতেই মোটা হয় কাজেই সনেট ভাই লিখতে লিখতেই সবল হবে।
০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪২
সনেট কবি বলেছেন: শামচু ভাই একদম হক কথা বলেছেন।
৭| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: রূপক অর্থে খারাপ হয়নি...
০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৫
সনেট কবি বলেছেন: হঠাৎ মাথায় এল অতি ক্ষুদ্র গল্প কি করে লেখা যায়। এখানে মজার মাধ্যমে কাজের লোকের আব্দার, তৃতীয়পক্ষের তৈল মর্দন, মহিলাদের অতি ভোজন আর তাদের স্বামীদের স্ত্রীদের নিকট নাকাল হওয়ার চিত্র তুলে ধরা হয়েছে। ভাল করার চেষ্টায় ত্রুটি করিনি
তথাপিও ভাল না হলে কি আর করা।
৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ ভোর ৬:২৯
তপোবণ বলেছেন: কিন্তু আমার কাছে ভালোই লাগল। সত্য উপলব্ধি থেকে উৎসরিত রম্য প্রয়াস। এদেশে বিচারের ফুটো দিয়ে খুনিরা কেমন তরতর করে বেরিয়ে যায়। বড়লোকের এই ভয়টা তো অমূলক নয়।
সনেট কবির গদ্য লেখার প্রয়াসকে অভিনন্দন।
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৭
সনেট কবি বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৭
তারেক ফাহিম বলেছেন: সনেট কবি নিকে এই প্রথম গদ্য দেখলাম।
গদ্যতে অভিনন্দন।
ফরিদ উদ্দিন নিকটি কী আমরা হারিয়ে পেললাম
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৯
সনেট কবি বলেছেন: কি করব ফাহিম ভাই। আমার সেই নিক সামু নিরাপদ করছেনা।
১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৮
আর্কিওপটেরিক্স বলেছেন:
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৬
সনেট কবি বলেছেন: চাঁদগাছী, এ আবার কেমন গাছী।
১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন: লেখক বলেছেন: জনাব চাঁদগাজী হয়ত নান ভেবেই বলেছেন। কারণ অনেক সময় তাঁর ভাবার সময় হয়না। তবে আপনি যখন আরো সবল পোষ্ট চাচ্ছেন তাই এবার লেখক নিজেই ভেবে আকুল কি ভাবে বল বর্ধক সহযোগে পোষ্ট দেওয়া যায়।
আমি তেনার কথা বলেছি, আমরর জন্য নয়,
আরো মোটা, সবল গাট্টাগোট্টা পোস্ট তার জন্য!
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৭
সনেট কবি বলেছেন: আপনার কথা ঠিকমত না বুঝার জন্য, সরি।
১২| ০৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৪
সামিউল ইসলাম বাবু বলেছেন: কবি এখন গল্পোকার
০৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১২
সনেট কবি বলেছেন: অল্প স্বল্প গল্প।
১৩| ০৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯
ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো।
০৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫১
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
কাবিল বলেছেন: ভাল লাগা রইল।