![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
তিন মাস গ্রামের মাটি ও মানুষের সাথে কাটিয়ে এলাম। ফ্রেস খাবার বেশ উপভোগ করলাম। পুকুর থেকে সদ্যতোলা মাছের সাধই আলাদা। শহরের কেনা মাছে সেই সাধ পাওয়া যায় না। গ্রামের মানুষ বেশ আন্তরিক। শহরে মানুষের অন্তর যে কোথায় থাকে বুঝা মুশকিল!
ধান ভালো হয়েছে।
মসজিদে কেউ জোরে আমিন বলে আর কেউ আস্তে আমিন বলে। হানাফী আহলে হাদিস দ্বন্দ্ব প্রকট। শামপুরী হুজুরের মুরীদেরা ঢোল বাজান এ নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা আছে।
আজ শহরে ফিরে এলাম। ক্লান্তির কারণে কথা আর ডালপালা মেলতে পারলোনা। সে জন্য ছোটই রয়ে গেল।
০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৬
সনেট কবি বলেছেন: সি এ জি রিপোর্ট দেখে ডাক্তার বলেছে নিয়মিত ঔষধ খেলেই চলবে। হার্ট আর ওপেন করতে হবেনা। আর হার্টে আর দুলও পরাতে হবে না। শুনে মনে হলো বড্ড বাাঁচা বেঁচে গেছি। কিন্তু নিয়মিত ঔষধ গিলতে হবে ভেবে মনটা একটু বিষন্ন। প্রথম মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
২| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:১৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: দেখেনতো আপনাকে আজ রাতে অনেক বার মনে পড়েছে। দুপুরে ভাবছিলাম আপনার ব্লগ বাড়ি গিয়ে খবর নিব। কিন্তু ব্যাস্ততার জন্য পারিনি। এখন পোস্ট দেখে ভাল লাগল।
আপনি কেমন আছেন?
০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৮
সনেট কবি বলেছেন: প্রিয় ব্লগারদের অনেক মিস করেছি। আবার তাদের সাথে বাতচিত করতে পেরে ভালো লাগছে বৈকি। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় কবি।
৩| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:১৮
শাহরিয়ার কবীর বলেছেন: ভাই আপনার অসুস্থতার এখন কী অবস্থা ??
০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:৪০
সনেট কবি বলেছেন: আমৃত্যু ঔষধ সেবন করতে হবে এ যাত্রা এ বলে সলিমুল্লার ডাক্তাররা ছেড়ে দিয়েছে।
৪| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:২০
চাঁদগাজী বলেছেন:
আপনাকে ব্লগে দেখে খুশী হলাম, ভালো থাকুন।
০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:৪১
সনেট কবি বলেছেন: মন্তব্যে আপনাকে পেয়ে আমারো অনেক ভালো লাগছে। পাশের জন বিশ্রামের জন্য তাগাদা দিচ্ছে।
৫| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:২৪
নূর-ই-হাফসা বলেছেন: ফিরে আসছেন সুস্থ ভাবে জেনে ভালো লাগলো ।
আমার অনেক দিন ধরে গ্রামে যাবার ইচ্ছে করছে । বিশেষ করে লঞ্চ ভ্রমণ । কেউ রাজি হচ্ছে না ।
গ্রাম জিনিস টা অন্য রকম । প্রথম কিছু দিন ঢাকার জন্য মন খারাপ হবে, এরপর আর ঢাকায় আসতে ইচ্ছে হবেনা ।
০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৩
সনেট কবি বলেছেন: আজ লঞ্চ ভ্রমণ করেছি প্রিয় মানুষটির সাথে। চরে আটকে ছিলাম আড়াই ঘন্টা। তথাপি বেশ উপভোগ করেছি।
৬| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:২৫
রূপক বিধৌত সাধু বলেছেন: টাটকা শাক-সবজি, মাছ-মাংস খেয়ে সুস্থতা অনুভব করছেন নিশ্চয়ই? অনেকদিন গ্রামে যাওয়া হয় না, নির্মল বায়ুও খাওয়া হয় না!
০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৫
সনেট কবি বলেছেন: গ্রামের খাবারের সাধই আলাদা। চেটেপুটে খাবারের দশা। দারুণ না বলে উপায় নেই!
৭| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৬
রাজীব নুর বলেছেন: অনেকদিন পর আপনাকে ব্লগে পেলাম। খুব ভালো লাগছে।
'গ্রামে ফিরে যাও' এই নামে আমি একটা লেখা লিখব।
০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৭
সনেট কবি বলেছেন: আমিও গ্রাম থেকে ফিরেই বসে গেলাম। প্রিয় ব্লগারদের অনেক দিন মিস করা এতা গ্রেট মিস! আপনার লেখার অপেক্ষায় থাকলাম।
৮| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৩
অর্ক বলেছেন: অনেকদিন পর... বাস্তুতন্ত্র মানেন? আপনার এই প্রোপিকটাই যতো নষ্টের গোড়া! অসুস্থতাজনিত সমস্যা, বিভিন্ন পোস্টে কাদা ছোড়াছুড়িতে জড়ানো, অসম্মানিত হওয়া, উন্মাদনা বৃদ্ধি, এর ওর নোবেল, পুলিৎজার’র দাবী নিয়ে ব্লগে আন্দোলন সংগ্রাম...
আমি এসবে মোটেও বিশ্বাস করি না! তবে এই ছবিটা’র মধ্যে কোনও সৌন্দর্যই নেই। আপনাকে জেল পালানো আসামী মনে হয়!
হা হা হা...
শুভকামনা সবসময়।
০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:০১
সনেট কবি বলেছেন: তবে পাখিগুলো আজ নদীর চরে ও নদীতে দেখে ছিলাম। মজু চৌধুরীর হাট টু বরিশাল। নদীতে সাড়ে এগারটা থেকে সন্ধা ছয়টা। আর গ্রাম হলো মুক্ত মঞ্চ জেল অবশ্যই নয়!
৯| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৪
ভ্রমরের ডানা বলেছেন:
আপনাকে ভীষণ মিস করেছি। সনেট লেখা শুরু করুন।
০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:০৪
সনেট কবি বলেছেন: যে বইটা এবার মেলায় প্রকাশ পেল। প্রকাশক এর দ্বিতীয় সংস্করণ রেডি করতে বলেছে। তবে কবিতা বাদ দিয়ে একশত পৃষ্ঠা বাড়াতে বলেছে। তার মানে বইটিতে কবিতাও আছে। এরপর একদা বলা হবে বইটিতে কবিতাও ছিল।
১০| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:১৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: গ্রামে গেলে শহরে আসতে মন চায়, আবার শহরে থাকলে গ্রামে যেতে মন চায়...
০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:১৮
সনেট কবি বলেছেন: শহরে নগর সভ্যতা আর গ্রামে নির্মল বায়ু। দু’দিকের টান দু’রকম। যথার্থ্য বলেছেন।
১১| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:১৯
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আপনাকে আমি খুজছিলাম বেশ কয়েকদিন থেকে। যাক বাবা পাওয়া গেল তো কেমন আছেন?
০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:২৩
সনেট কবি বলেছেন: আপনাদের ফিরে পেয়ে দারুণ লাগছে। অনেক আন্তরিকতার জন্য অনেক ধন্যবাদ।
১২| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ৩:০৫
ডঃ এম এ আলী বলেছেন: সুস্থতা নিয়ে ব্লগে ফিরে এসেছেন দেখে খুশী হলাম ,
দিন কয়েক পুর্বে আপনার মেয়ের একটি পোষ্টে আপনার কুশল জানতে চেয়েছিলাম ।
প্রয়োজন হলে অারো কিছু দিন পুর্ণ বিশ্রামে থাকতে পারেন ।
দোয়া করি পরিপুর্ণভাবে সুস্থ হয়ে আমাদের কাব্যের ভুবনে
সুন্দর সুন্দর সনেট কবিতা যুক্ত করুন ।
শুভেচ্ছা রইল ।
০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৯
সনেট কবি বলেছেন: সনেটে আমার আগ্রহ আছে। বই বের করতে গিয়ে এখন প্রকাশকের আগ্রহের দিকেও খেয়াল রাখতে হচ্ছে। আপনার অনুপ্রেরণা লেখালেখিতে যথেষ্ট শক্তি যোগায়। ব্লগারদের জন্য আপনি এক মহান শিক্ষক। আল্লাহ আপনার মঙ্গল করুন এবং সুন্দর পৃথিবী গড়ায় আরো বেশী অবদান রাখার তাওফিক দিন -আমিন।
১৩| ০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ৭:১৪
আবু তালেব শেখ বলেছেন: আপনাকে প্রায় ভুলেই গিয়েছিলাম ব্লগে না আসার কারনে। পেয়ে আনন্দ বোধ করছি
০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩০
সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ জনাব শেখ সাহেব। আপনাদের উপস্থিতি আমার জন্য দারুণ প্রেরণা।
১৪| ০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪৫
নতুন নকিব বলেছেন:
জানতাম, অাপনি ব্যস্ত থাকবেন কিছু দিন। যাক, এখন কথা হবে ইনশা-আল্লাহ।
ভাল থাকুন পরিবার পরিজন নিয়ে।
০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩২
সনেট কবি বলেছেন: তবে আপনার কথা মনে থেকেছে। আপনার লেখা সবার জন্য প্রেরণা। প্রিয় কবির আরো বেশী লেখা প্রাপ্তির প্রত্যাশায় থাকলাম।
১৫| ০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১১:২১
মোস্তফা সোহেল বলেছেন: ভাইয়া আশা করি ভাল ছিলেন?
০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৯
সনেট কবি বলেছেন: তিন মাস কিভাবে কেটে গেল টের পাইনি। মন চায় গ্রামেই জীবনটা কাটিয়ে দেই। কিন্তু শহরেও আসতে হচ্ছে ছাড়তে পারছি না বলে। মন্তরেব্যর জন্য অনেক ধন্যবাদ প্রিয় কবি।
১৬| ০৩ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৫
তারেক ফাহিম বলেছেন: আপনাকে অনেক মিস করছি।
পুণরায় ফিরে পেয়ে সত্যি আনন্দিত্।
০৩ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২২
সনেট কবি বলেছেন: আমিও আপনাকে অনেক মিস করেছি। এফ বিতে এখনো ঢুকিনি। ব্লগেই পড়ে আছি। আমারো অনেক ভালো লাগছে।
১৭| ০৩ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০০
ক্স বলেছেন: বরিশাল থেকে মজু চৌধুরীর হাট কি নদী পথে যাওয়া যায়? কিভাবে একটু জানাবেন বিস্তারিত?
০৩ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২০
সনেট কবি বলেছেন: বরিশাল থেকে লঞ্চ/সি ট্রাক ছাড়ে খুব ভোরে সাড়ে ছয়টা/সাতটায় আর মজু চৌধুরীরর হাট থেকে ছাড়ে সাড়ে এগারটা অথবা বারটায়। আমরা এবার এম ভি পারিজাত পেয়েছি। বড় লঞ্চ। অনেক যাত্রী উঠেছিল। চরে আটকে ছিল আড়াই ঘন্টা। তথাপি মন্দ লাগেনি।
১৮| ০৩ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
ক্স বলেছেন: এম ভি পারিজাত বরিশাল থেকে কয়টায় ছাড়ে? ঐটাতে চড়ে কি লক্ষীপুর পর্যন্ত যাওয়া যায়?
০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:০১
সনেট কবি বলেছেন: বরিশাল থেকে ছাড়ে খুব ভোরে সাড়ে ছয়টা/সাতটায় । লক্ষ্মীপুর পর্যন্ত যাওয়া যায়।
১৯| ০৩ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩২
কাছের-মানুষ বলেছেন: সনেট কবিকে অনেক দিন পর দেখলাম।
ভাল আছেন আশাকরি । এখন থেকে আপনার সনেট পাব নিয়মিত আশাকরি।
০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:০৪
সনেট কবি বলেছেন: প্রকাশক বই এর ২য় সংস্করণে একশত পৃষ্ঠা বাড়াতে বলেছে। সেট শেষ হলে কবিতা নিয়ে বসতে পারব।
২০| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:১৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সনেট কবি, আমিও মাঝে মাঝে গ্রামে গিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস টানি।
০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:০৭
সনেট কবি বলেছেন: আসলেই গ্রাম আলাদা রকমের ভালো লাগার স্থান।
২১| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:৪০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমিও গ্রাম থেকে ফিরেই বসে গেলাম। প্রিয় ব্লগারদের অনেক দিন মিস করা এতা গ্রেট মিস! আপনার লেখার অপেক্ষায় থাকলাম।
খুব শ্রীঘই লিখব।
০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:০৩
সনেট কবি বলেছেন: একদম ঠিক বলেছেন। ব্লগারদের মিস করা আসলেই কঠিন।
২২| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেকদিন পর প্রিয় কবির সাক্ষাৎ পাইলাম সেটাই অনেক।
এর জন্যই বুঝি গ্রামকে দেশের শেকড় বলা হয়!
০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:০৪
সনেট কবি বলেছেন: গ্রাম আসলেই মনকে মুগ্ধ করে যদি মুগ্ধ হওয়ার মতো একটা মন থাকে।
২৩| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:০৫
আহমেদ জী এস বলেছেন: সনেট কবি ,
গ্রামের গন্ধ নিয়ে ফিরে এসেছেন সবে , ক্লান্তি কাটুক । আবার অক্লান্ত এক কবি দেখা দিক যতো তাড়াতাড়ি সম্ভব ।
শুভেচ্ছান্তে । ভালো থাকুন নিরন্তর ।
০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:১৫
সনেট কবি বলেছেন: ফেরার পথে দু’চোখ জুড়িয়ে দেখলাম বাংলার ধান ক্ষেত। বকেরা এখনো বেশ আছে। মনভরে খেয়েছি পুকুরের পাঁচ পদের মাছ। আর মিষ্টি আলু পাতার শাক এবং এমনি গজানো কচুর লতি। সেই সাথে আপনার মন্তব্য বেশ হয়েছে।
২৪| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন আপনাকে। ব্লগে সুস্বাগতম । নিরন্তর শুভকামনা ।
০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ৭:৩৮
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি। আপনার উপস্থিতি আনন্দময়।
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:১৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কেমন আছেন আপনি? অনেকদিন পর আপনাকে দেখছি।