![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
এক জনে ভালবেসে সারাটা জীবন
এক সাথে পার কর সুখের ভেলায়
প্রতারণা করবে না সে জন বেলায়
যে তোমায় ভালবাসে অবুঝের মত।
কারে তুমি দিয়ে দাও বল কার মন?
কারে দূরে রাখ বল হেলায় ফেলায়?
কোথায় হারিয়ে যাও কি উম্মাদনায়?
সরলারে কর তুমি অবহেলা কত?
সুখ যদি চাও তবে সততার সুর
মনেতে ছড়িয়ে দিয়ে তারে ভালবাস
যে তোমায় দিলো তার পুরোটা অন্তর।
দু’জনায় খুশী মনে এক সাথে হাস
নতুবা বিপথে সুখ নেই কোন কালে
বিপথে কষ্ঠের রাশি ঝুটে যে কপালে।
২৩ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
সনেট কবি বলেছেন: কানিজ রিনা বলেছিলেন, লম্পটগুলো টাকার গরমে নিজ স্ত্রী রেখে বাইরে ফুর্তি করে বেড়ায়। তারা এটা বুঝতে চায় না তাদের কারণে তাদের ঘরের স্ত্রী কতটা কষ্ট পায়। তেমনি ভাবে বেশ্যা নারী পর পুরুষে আসক্ত হয়ে সংসারের বিনাশ সাধন করে। তাদেরকে বিপথ ছেড়ে পথে আসার আহবান জানানো হয়েছে।
২| ২৩ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯
চাঁদগাজী বলেছেন:
সুনীল সরোবরে ফুটে বিশুদ্ধ কমল, পংকিল সলিলে বাস করে কর্কট
২৩ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০১
সনেট কবি বলেছেন: আর এ কাঁকড়াগুলো কিলবিল করে উল্টা-পাল্টা হাঁটে। এরা সংসারের পরিবেশকে বিষাক্ত করে তোলে। এক জনের নষ্ট চরিত্রে কষ্টপায় অনেকে।
৩| ২৩ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
রাজীব নুর বলেছেন: কিছু মনে করবেন আপনাকে যদি চাচা বলে ডাকি?
পোষ্ট পড়ে বুঝলাম, আপনার প্রতিভা আছে। প্রতিভাবান মানূষের আমি সম্মান করি।
২৩ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
সনেট কবি বলেছেন: এমন একজন যোগ্য ভাতিজা পাওয়া মন্দ নয়।
৪| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ২:৫৮
জাহিদ অনিক বলেছেন:
আপনার সনেট সংখ্যা এখন কত হলো ?
২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:৫০
সনেট কবি বলেছেন: এখন আর গণনা করি না।
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭
তারেক ফাহিম বলেছেন: সনেটের সারমর্ম দিলে সহজে বোঝা যেতো।
যতটুকু বুঝেছি ভালো লাগলো।