![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
পক্ষীকুলে মহাত্যাগী কাউয়ার জাত
ত্যাগকরে পোশাকেতে উচ্চাসনে বসে
হঠাৎ মানুষ দেখে গা ভিজে কি রসে
ঘিন ঘিন মনটায় অবস্থা চরম!
বিরক্তি তিরিক্ষি মনে কেমন বজ্জাত!
ত্যাগপরে কাকা ডেকে সকলে সম্ভাসে
পরান মোচড়ে তার ত্যাগের সুবাসে
মগজ আগুনে হয় মেজাজ গরম।
বেয়াদব কাক পক্ষী লজ্জা নেই মনে
ত্যাগযন্ত্র উপরেতে করে রাখে তাক
ভক্তি তার নেই কোন মান্যগণ্য জনে
সাবধানে থাকা চাই যার আছে টাক।
আনন্দে কাউয়া ঢালে পরানন্দে জল
ত্যাগে তার কারো হয় আনন্দ অচল।
কাকা ও কাক
কাক ডাকা প্রভাতের বাতাস আরাম
কাকা ডেকে কাকে লোকে জানায় সম্মান
কাকাদের আবর্জনা কাকেরা সন্ধান
করে তারপর খেয়ে সাফ করে ফেলে।
কাকারাতো কাকদের করে বদনাম
কাকাদের মনে নেই কাকদের টান
হয়না কাকারা কেউ কাক মেজবান
পারলে তাড়িয়ে দেয় বাক্যবান শেলে।
কি বলব কাকের দুঃখ আছে বে-শুমার
কোকিলে নিজের বাচ্চা কাক দিয়ে পালে
খানদানি পাখিটার এহলো আচার
কোকিলে দেয়না দোষ কাকা কোন কালে।
একজনে ডাকে আর দাম পায় অন্যে
কাকাদের স্নেহ নেই কাকদের জন্যে।
ব্লগার কাউয়ার জাত
ব্লগে আছে একজন কাউয়ার জাত
তেড়ে ফুঁড়ে আসে তার অমতের মতে
তার মতে অন্য মত মিল হবে হতে
নতুবা মেজাজ তার বিগড়ায় খুব।
এ জগতে কত মত আসে দিন রাত
হাজার পেরিয়ে মত হতে শতে শতে
অনেকেই দেয় মত অন্যের অমতে
অহেতুক অন্যমতে কেবা দেয় ডুব?
নিজ মতে চলাচল খুব ভালো হয়
অন্যমতে অপমান ছেড়ে চলা ভাল
অন্যমতে আক্রমন করা ভাল নয়
নতুবা বিবাদ বেড়ে হয় যে নাকাল।
কাউয়ার জাত মতে তিনি খুব ঠিক
এমনি নিজের মতে সবাই সঠিক।
বিঃদ্রঃ শেষ সনেট খুব দ্রুত লেখায় কি লিখতে কি লিখেছি জানি না।
০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৯
সনেট কবি বলেছেন: আমারো তাই মনে হয়।
২| ০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
ব্লগার_প্রান্ত বলেছেন: কাউয়ার জাত- নামক এক ব্লগার আছেন, তাকে চেনেন?
০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
সনেট কবি বলেছেন: তিনি আমার যথেষ্ট শুভাকাংখি।
৩| ০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
তারেক ফাহিম বলেছেন: প্রথমে ভাবলাম কাউয়ার জাত ব্লগার গুণ- কির্তন গা্ইবেন।
এখন দেখি কাউয়ার পরানন্দ জল নিয়ে
০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
সনেট কবি বলেছেন: কি আর করব, সবটাই খানিক লিখতে হয়।
৪| ০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ব্লগার কাউয়ার জাত এর নাম দেখে ঢুকলাম! আপনি শিরোনামটা অন্যভাবেও দিতে পারতেন। অনেকেই বিভ্রান্ত হবেন।
০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩
সনেট কবি বলেছেন: নামটা পছন্দ হলো বলেই শিরোনাম করেছি।
৫| ০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: কাক নিয়ে লিখলেও লিখার বিষয়বস্তু ঠিক আছে।
০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
সনেট কবি বলেছেন: হাফেজ ভাই শুভেচ্ছা জানবেন। আপনার প্রবাস জীবন সুখময় হোক।
৬| ০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ব্লগার জাত আমারও খুব প্রিয়,
তবে শিরোনামের কাউয়ার জাত অন্য
কাহিনী। সুন্দর হয়েছে ছড়া । ধন্যবাদ
সনেট কবি,
০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
সনেট কবি বলেছেন: ইজ্জত মেরেছেন। শেষমেস সনেটকে ছড়া বানিয়ে দিলেন?
৭| ০২ রা মে, ২০১৮ রাত ৮:০৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইজ্জত কি এতই ঠুনকো
যে পানির ছোয়ায় মরে যাবে!
তাই সই সনেটেই হোক।
অফটপিকঃ আসলে চারিদিকে এত কবিতার ছাড়াছড়ি তাই
সবাই ছড়া ছড়া লাগে!
০২ রা মে, ২০১৮ রাত ৮:১৪
সনেট কবি বলেছেন: গুণীর গুণ দর্শন করতে করতে আপনার মাথাটাই গেছে। না জানি আগামীতে নায়ক কে গায়ক, চিত্র শিল্পীকে নৃত্য শিল্পী বলে ফেলেন!
৮| ০২ রা মে, ২০১৮ রাত ৮:০৮
চাঁদগাজী বলেছেন:
ব্লগার নূর মোহাম্মদ নূরু বলেছেন, " সুন্দর হয়েছে ছড়া । ধন্যবাদ "
-এই ব্লগারকে নিয়ে সমস্যা!
০২ রা মে, ২০১৮ রাত ৮:১৬
সনেট কবি বলেছেন: ব্রেন বেশী খাটাতে গিয়ে ব্রেনের এ দশা। ব্রেনের কি দোষ!
৯| ০২ রা মে, ২০১৮ রাত ৮:১১
মোছাব্বিরুল হক বলেছেন: পড়ে আনন্দ পেলাম। উপরে তাকিয়ে দেখতে ইচ্ছে হলো কেউ উপরে সত্যি বসে আছেন কি না!
ধন্যবাদ সুন্দর একটি সনেট উপহার দেবার জন্য।
০২ রা মে, ২০১৮ রাত ৮:১৭
সনেট কবি বলেছেন: কি বলবরে ভাই! এ বদ পাখিটা অনেকবার সর্বনাশ করেছে।
১০| ০২ রা মে, ২০১৮ রাত ৮:২২
কাওসার চৌধুরী বলেছেন: কাক নিয়ে কবিতা, তাই কাককে স্ব শ্রদ্ধ সালাম। একটা বিষয় বুজলাম না, কাক এতো ভাষী, পঁচা খাবার খায় তারপরও এদের পেট খারাপ হয় না কেন?
০২ রা মে, ২০১৮ রাত ৮:৩৯
সনেট কবি বলেছেন: আল্লাহর দান, মুশকিলে আসান। তাদের কুদরতি পেটে রোগ ব্যধির স্থান নেই।
১১| ০২ রা মে, ২০১৮ রাত ৮:২৯
আবু আফিয়া বলেছেন: কবিতাটা ভালই লাগল, ধন্যবাদ
০২ রা মে, ২০১৮ রাত ৮:৪২
সনেট কবি বলেছেন: পাঠকের ভাল লাগার মাঝেই লেখার স্বার্থকতা
১২| ০২ রা মে, ২০১৮ রাত ৯:০৭
রাজীব নুর বলেছেন: চাচাজ্বী কাক নিয়ে আমারও একটা কবিতা (ছড়া) আছে।
'' হে কাক। কালো কাক।
তুমি বসে আছো কালো টেলিফোনের তারের উপর
কত খবর যায়, কত খবর আসে
তাতে তোমার কি?
জানি, তোমার কিছু না। তাতে আমার কি?''
০২ রা মে, ২০১৮ রাত ৯:৩৩
সনেট কবি বলেছেন: ভাল। কাক বলে কি সে সাহিত্যের উপাদান হতে পারে না?
১৩| ০২ রা মে, ২০১৮ রাত ১০:১৩
শামচুল হক বলেছেন: সনেট ভাই, কাওসার চৌধুরী ভাইয়ের প্রশ্ন দেখে হাসতে হাসতে মরে গেলাম। তবে কবিতা ভালো হয়েছে।
০২ রা মে, ২০১৮ রাত ১০:১৮
সনেট কবি বলেছেন: আসলেই কাকের পেট বিস্ময়কর। কোন কিছুতেই এদের পেটে কোন সমস্যা হয় না।
১৪| ০২ রা মে, ২০১৮ রাত ১০:৪৬
জগতারন বলেছেন:
আমি কিন্তু গাজী সাহেবের প্রথম মন্তব্য পড়ে একখানা পিলাচ দিয়াছি।
০৩ রা মে, ২০১৮ বিকাল ৪:১৭
সনেট কবি বলেছেন: সে জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
১৫| ০২ রা মে, ২০১৮ রাত ১১:১০
জাহিদ হাসান রানা বলেছেন: ভাল লাগল
০৩ রা মে, ২০১৮ বিকাল ৪:১৮
সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
চাঁদগাজী বলেছেন:
কাকেরা ভেজাল ও ফরালিনযুক্ত খাবার খেয়ে, পেট নিয়ে সমস্যায় আছে।