নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

ব্লগার রাজীব নুর সস-১

০৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮



ভাতিজা রাজীব নুর এখন অনেক
পরিণত, পরিপাটি সুন্দর পোষ্টের
সমারোহে, পাঠকেরা ভুলে ক্লান্তিকর
পরিস্থিতি, প্রতিমনে তৃপ্তি অবিরল।
দেখেছি তরুণ মনে মূহুর্তে প্রত্যেক
রকেটের গতি নিয়ে আবেগের
ছড়াছড়ি ছুটে চলে। যাতে আনন্দের
মাত্রা থাকে দীপ্তিমান দৃঢ় অবিচল।

অনেক কাল চলছে তার আনাগোনা
ব্লগে, মন্ত্রমুগ্ধ অতি, কি দূর্দমনীয়
মনে নুর, হীরেময় আলোকের দানা
বিস্তারে এমন যেন, সর্বত্রে সুপ্রিয়।
নুরের বাবায় বলি পুত্রের গুণেতে
থাকুন প্রশান্ত সদা আপন মনেতে।

মন্তব্য ৬৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

আবু আফিয়া বলেছেন: বাহ্! চমৎকার লিখেছেন, ধন্যবাদ

০৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:১০

সনেট কবি বলেছেন: যাকে নিয়ে লিখলাম তিনি এরচেয়েও চমৎকার।

২| ০৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

শাহারিয়ার ইমন বলেছেন: এটা মনে হচ্ছে সনেট কবিতা ?

০৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:১১

সনেট কবি বলেছেন: আমারো সেরকমটাই মনে হয়।

৩| ০৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:


রাজীব নুর একজন ভালো, হাসিখুশী, প্রাণবন্ত ব্লগার।

০৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

সনেট কবি বলেছেন: তিনি ক্রমাম্বয়ে সবার প্রিয় পাত্রে পরিণত হচ্ছেন।

৪| ০৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

তারেক_মাহমুদ বলেছেন: রাজীব নুর ভাই এখন সামুতে সবচেয়ে জনপ্রিয় ব্লগারদের একজন, উনি যাই লিখুক তা আলোচিত পাতায় থাকবেই। রাজীব ভাইয়ের লেখা এবং কমেন্ট পড়লেই বোঝা যায় উনি সহজ সরল মানুষ। উনার জন্য শুভ কামনা। ধন্যবাদ সনেট কবি ভাই।

০৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:২২

সনেট কবি বলেছেন: এটা অবশ্যই সঠিক তিনি এখন সেরা ব্লগারদের একজন।

৫| ০৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

তারেক ফাহিম বলেছেন: পছন্দের কয়েকজন সামু ব্লগারের মাঝে রাজিব নুর একজন।

সরল মনে ব্যক্তিগত অনেক কিছুই বলে ফেলে ব্লগে।

০৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:২০

সনেট কবি বলেছেন: সারল্যই তাঁর অলংকার।

৬| ০৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:০১

লাবণ্য ২ বলেছেন: আপনার লেখা পড়তে অনেক ভাললাগে ভাইয়া।

০৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

সনেট কবি বলেছেন: ভাললাগার জন্য অনেক ধন্যবাদ।

৭| ০৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কবি, কবিতা ও উপলক্ষ্য
দারুন উপভোগ্য।
উভয়কেই শুভেচ্ছা জনাই,
সকলের তরে মাণ্ডাও মিঠাই।



০৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

সনেট কবি বলেছেন: খাবারের কথা শুনে মুখে পানি এসে গেল।

৮| ০৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

জাতির বোঝা বলেছেন: সনেট পড়িয়া মুগ্ধ হইলাম। কবিকে ধন্যবাদ।

০৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

সনেট কবি বলেছেন: কিন্তু আপনি জাতির বোঝা হলেন কি কারণে? সে যাই হোক সু মন্তব্যের জন্য ধন্যবাদ।

৯| ০৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর কবিতা। মনে বড়ই আশা, এক দিন ....

০৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

সনেট কবি বলেছেন: হয়ত আপনাকে নিয়েও একটা সনেট হয়ে যাবে। এখন কবির ভাবের অপেক্ষা আর আল্লাহর ইচ্ছার কামনা।

১০| ০৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! মুগ্ধ হলাম।

অনেক শুভেচ্ছা আপনাকে।

০৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

সনেট কবি বলেছেন: চৌধুরী সাহেবকেও অনেক শুভেচ্ছা।

১১| ০৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

ব্লগার_প্রান্ত বলেছেন: রাজীব ভাই আমাদের প্রিয় ব্লগার। ধন্যবাদ সনেটের জন্য।

০৮ ই মে, ২০১৮ রাত ৮:০১

সনেট কবি বলেছেন: তাকে নিয়ে সনেট লিখতে পেরে আমারো ভালো লাগছে।

১২| ০৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জানিয়া প্রীত হইলাম।

০৮ ই মে, ২০১৮ রাত ৮:০১

সনেট কবি বলেছেন: আল্লাহ ভরসা।

১৩| ০৮ ই মে, ২০১৮ রাত ৮:০৬

পাকাচুল বলেছেন: শুভ কামনা রইলো।

০৮ ই মে, ২০১৮ রাত ৮:১৪

সনেট কবি বলেছেন: শ্রদ্ধা জানবেন।

১৪| ০৮ ই মে, ২০১৮ রাত ৮:০৭

সৈয়দ তাজুল বলেছেন: রাজিব নূর একজন নূরের মানুষ। ভাল লাগে তাকে সবসময়


ছবিটা কোন জায়গায় তুলা?

০৮ ই মে, ২০১৮ রাত ৮:১৫

সনেট কবি বলেছেন: রাজীব নুর সম্পর্কে যথার্থ বলেছেন। ছবি গুগোলের সৌজন্যে।

১৫| ০৮ ই মে, ২০১৮ রাত ৮:০৭

ফরহাদ রহমান বলেছেন: সনেট কবি অসাধারণ লিখেছেন
আমার ব্লগে ঘুরে আসার দাওয়াত রইল
কয়েকটা সনেট লেখার চেস্টা করেছি।

০৮ ই মে, ২০১৮ রাত ৮:১৬

সনেট কবি বলেছেন: দাওয়াত সাদরে গৃহিত হলো।

১৬| ০৮ ই মে, ২০১৮ রাত ৮:১৩

আহমেদ জী এস বলেছেন: সনেট কবি ,




রাজীব নুর , নুরের মতোই দীপ্যমান ।

আর এমন সুন্দর করে ব্লগারদের নিয়ে সনেট লিখিয়ে "সনেট কবি"কে ধন্যবাদ জানাতে ও প্রশংসা করতেই হয় ।

০৮ ই মে, ২০১৮ রাত ৮:১৯

সনেট কবি বলেছেন: আপনাদের নিয়ে আমার সনেট প্রচেষ্টা আমার পূর্ব আইডিতে রয়েছে। দীর্ঘ বিরতিরপর আবার রাজীব নুরকে নিয়ে সনেট প্রচেষ্টা উপস্থাপন করলাম। অনেক পাঠকের ভাললেগেছে জেনে আনন্দীত হলাম।

১৭| ০৮ ই মে, ২০১৮ রাত ৮:২৫

মৌরি হক দোলা বলেছেন: সামুতে ব্লগারদের মধ্যে পারস্পরিক আন্তরিক সম্পর্ক সত্যিই চমৎকার! :)

ভাইয়া, আপনার কবিতাটিও অতি চমৎকার :) :)

০৮ ই মে, ২০১৮ রাত ৮:২৭

সনেট কবি বলেছেন: দোয়া করবেন বাংলা সাহিত্যের জন্য যেন কিছু একটা রেখে যেতে পারি।

১৮| ০৮ ই মে, ২০১৮ রাত ৮:৩২

শামচুল হক বলেছেন: রাজীব নুরের অহরহ পদচারনা ব্লগকে মাতিয়ে রেখেছে। ধন্যবাদ সনেট কবি।

০৮ ই মে, ২০১৮ রাত ৯:০৮

সনেট কবি বলেছেন: বিষয়টি আমিও খেয়াল করেছি। আর এতে তাঁর ব্লগীয় মান অনেকখানি বেড়েছে।

১৯| ০৮ ই মে, ২০১৮ রাত ৮:৪৫

কাওসার চৌধুরী বলেছেন: রাজীব নূর, একটা নূরের দ্যুতি। যিনি ব্লগকে মাতিয়ে রাখেন। আর সনেট কবি তো ব্লগের নিউক্লিয়াস। দুই জনের প্রতি শুভ কামনা।

০৮ ই মে, ২০১৮ রাত ৯:১০

সনেট কবি বলেছেন: অবশ্য ইদানিং আপনার পোষ্টগুলো অন্যরকন আলো ছড়ায়।

২০| ০৮ ই মে, ২০১৮ রাত ৮:৫০

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম। এমন একজন ভাইকে নিয়ে লিখলেন, ভালো না লেগে আর পারে? দু'জনের জন্য"ই শুভকামনা রইলো।

০৮ ই মে, ২০১৮ রাত ৯:১১

সনেট কবি বলেছেন: ইদানিং ব্লগে তাঁর অনবদ্য বিচরণ আমার বেশ মনে ধরেছে।

২১| ০৮ ই মে, ২০১৮ রাত ৯:৩৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কই, আমাদের ভাল মানুষটা কই??


সে আসলে হাটে হাঁড়ি ভাঙবো।:D

০৯ ই মে, ২০১৮ ভোর ৫:৪৬

সনেট কবি বলেছেন: ভাতিজা আমার লজ্জায় জড়সড় অবস্থা। এত্তলোকের সামনে সুনাম করা হলে লজ্জাতো লাগবেই।

২২| ০৮ ই মে, ২০১৮ রাত ৯:৫৫

প্রামানিক বলেছেন: রাজীব নুরকে নিয়ে সনেট লেখার জন্য উভয়কেই ধন্যবাদ।

০৯ ই মে, ২০১৮ ভোর ৫:৫০

সনেট কবি বলেছেন: কিন্তু ভাতিজা আমার পালিয়ে বেড়াচ্ছে। আমার স্ত্রী মানে ভাতিজার চাচী পর্যন্ত বলছে কই তোমার সে ভাতিজা কই? যাক আপনার ধন্যবাদ তোলা থাকল, ভাতিজা আসলে নিবে খন।

২৩| ০৮ ই মে, ২০১৮ রাত ১০:২২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ইয়ে! লেখককে ধন্যবাদ।:)



"আমার নাম- রাজীব নূর খান। ভাবছি ব্যবসা করবো।"
- নুর ভাইয়ের ব্যবসার কি হাল?????:P

০৯ ই মে, ২০১৮ ভোর ৫:৫১

সনেট কবি বলেছেন: ব্যবসার বেহাল অবস্থা মনে হয়।

২৪| ০৮ ই মে, ২০১৮ রাত ১০:৫৫

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: এ রকম শুভ মহরতে সে লোক পালিয়ে গেছে না কি?

০৯ ই মে, ২০১৮ ভোর ৫:৫২

সনেট কবি বলেছেন: ভাতিজা আমার নির্ঘাত লজ্জা পাইছে।

২৫| ০৯ ই মে, ২০১৮ সকাল ৭:১৬

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: রাজীব নুর দারুণ লিখেন, উনার পাঠ প্রতিক্রিয়া এবং সুন্দর মন্তব্য বেশ ভাল লাগে।

০৯ ই মে, ২০১৮ সকাল ৭:১৯

সনেট কবি বলেছেন: আপনার মন্তব্য শতভাগ সঠিক।

২৬| ০৯ ই মে, ২০১৮ সকাল ৮:২৭

নতুন নকিব বলেছেন:



আপনি সময়মতই পোস্টটি দিয়েছেন। রাজীব নূর ইদানিংকালে এত বেশি কমেন্টস করেন যে, দেখে সত্যিই ভাল লাগে। তার লেখায়ও মা- শাআল্লাহ এখন বেশ পরিপক্কতার ছাপ। ব্লগটাকে জিইয়ে রাখতে আমাদের আরও অনেক রাজীব নূর প্রয়োজন।

দু'জনকেই অভিনন্দন।

০৯ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৮

সনেট কবি বলেছেন: রাজীব নুরদের সংখ্যা বাড়লে ব্লগ আসলেই প্রাণবন্ত থাকবে।

২৭| ০৯ ই মে, ২০১৮ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: শুভ সকাল চাচাজ্বী।
সকালে ঘুম থেকে উঠেই পোষ্ট টি দেখে মনটা ভালো হয়ে গেল। এক আকাশ আনন্দ আর খুশি বুকে চেপে বসলো।
গতকাল শরীর টা খুব খারাপ ছিল। প্রচন্ড গরম ছিল। এই গরমের মধ্যেই নানান জায়গায় যেতে হয়েছে। ঠিকভাবে খাওয়া দাওয়া হয়নি। এত ক্লান্ত ছিলাম রাতে না খেয়েই ঘুমিয়ে পড়েছি।

সকালে আপনার পোষ্ট দেখে মনটা খুশিতে ভরে গেছে। শরীরের ক্লান্তি সব মুহূর্তের মধ্যে নাই হয়ে গেছে।
আমি চাই এই রোজায় একদিন আপনি আমার বাসায় আসেন। একসাথে ইফতারি করবো।

০৯ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০১

সনেট কবি বলেছেন: আমিতো চিন্তিত ছিলাম। ভাবলাম ভাইপুত আমার কোথায় গেল? ব্লগাররাও ভাইপুত কে হন্যে হয়ে খুঁজতে লাগল। কারণ ভাইপুতকে নিয়ে দেয়া পোষ্টে ভাইপুতের সাক্ষ্যাৎ পাওয়া যাচ্ছিল না।

২৮| ০৯ ই মে, ২০১৮ সকাল ৯:৩১

রাজীব নুর বলেছেন: ব্লগার চাঁদগাজী, তারেক_মাহমুদ, তারেক ফাহিম, প্রান্তর পাতা, সৈয়দ তাজুল, শামচুল হক, কাওসার চৌধুরী এবং নতুন নকিব ভাইকে বিশেষ ধন্যবাদ দিতে চাই। আপনাদের জন্যই ব্লগাটা এত প্রানবন্ত লাগে। দেখা নাই, সাক্ষাত নাই তবু আপনাদের অত্যন্ত কাছের মানুষ বলে মনে হয়।
ভালোবাসা নিরন্তর।

০৯ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

সনেট কবি বলেছেন: ব্লগে যারা সক্রিয় তারা মোটামুটি এখন জনাব রাজীব নূরের ভক্ত হয়ে পড়েছে।

২৯| ০৯ ই মে, ২০১৮ সকাল ১০:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
উভয়কে অভিনন্দন।

রাজীব নুর কে নিয়ে লেখাটা সুন্দর।

০৯ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

সনেট কবি বলেছেন: প্রিয় কবি আপনার উপস্থিতি আনন্দ দায়ক।

৩০| ০৯ ই মে, ২০১৮ সকাল ১০:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন: ব্লগার রাজীব নুর একজন খুব শৌখিন মানুষ !!

০৯ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

সনেট কবি বলেছেন: একদম ঠিক বলেছেন প্রিয় কবি।

৩১| ০৯ ই মে, ২০১৮ সকাল ১১:২০

জাতির বোঝা বলেছেন: তাকে শুভ কামনা জানাবেন। আপনাকে কবিতার জন্য ধন্যবাদ।

০৯ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

সনেট কবি বলেছেন: আপনার বোঝাটা না হয় আমার মাথায় দিন, দেখে আমার বড় কষ্ট হচ্ছে।

৩২| ০৯ ই মে, ২০১৮ বিকাল ৪:১৮

জাতির বোঝা বলেছেন: মহান ব্লগারদের নিয়ে বেশী বেশী আলোচনা, সমালোচনা হওয়া দরকার। তারা জাতির সম্পদ। আমাদেরকে এটা বুঝতে হবে। কবিকে তাই ধন্যবাদ।

০৯ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:১০

সনেট কবি বলেছেন: আমি এ যাবৎ অনেক ব্লগারকে নিয়ে আলোচনা উপস্থাপন করেছি। তবে অনেকে আবার সেটাকে ভাল দৃষ্টিতে নেয়নি।

৩৩| ০৯ ই মে, ২০১৮ রাত ৮:২৪

জহিরুল ইসলাম সেতু বলেছেন: জয়তু রাজীব নুর!

০৯ ই মে, ২০১৮ রাত ৯:৩৬

সনেট কবি বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.