![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
মহান সাহিত্য প্রেমী অর্ক সুমহান
সাহিত্য সমালোচক।হৃদয়ের রক্ত
ঝরে তাঁর খোঁচা খেয়ে।সাহিত্যের শক্ত
আবর্জনা খসেপড়ে সে তীক্ষ্ম খোঁচায়।
অর্কের খোঁচায় বিঁদ্ধ কচিকাঁচা জান
ক্রমাগত হয়ে উঠে অতিশয় পোক্ত,
ঝুটে অবশেষে পাঁড় সাহিত্যের ভক্ত
সাহিত্যের ঝলমলে সাফল্য সন্ধায়।
সে মহাজ্ঞানীর কন্ঠে দূর্বিনীত স্বর
কতশত পুরস্কার ঘোষণা আনন্দে
লেখকেরা গড়ে তোলে সাহিত্য শহর
প্রতিটি মুহূর্ত জুড়ে মোহনীয় ছন্দে।
মহা বিরক্ত অর্কের ইচ্ছে হলো লেখ
তবে আগে সাহিত্যের ছবকটা শিখ।
১৮ ই মে, ২০১৮ রাত ১০:৪৮
সনেট কবি বলেছেন: কবিতাটা মনে হয় পাঠকের পছন্দ হয়নি।
২| ১৩ ই মে, ২০১৮ রাত ১১:৪৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অর্ক কে নিয়ে কবিতা সুন্দর হয়েছে। তার প্রতি পর্যাবেক্ষণ আপনার যথার্থ হয়েছে।
১৮ ই মে, ২০১৮ রাত ১০:৪৮
সনেট কবি বলেছেন: বিষয়টা মনে হয় অর্কের নজরে আসেনি।
৩| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৫:৩০
অর্ক বলেছেন: এটা আসলেই আমার নজরে আসেনি। হঠাৎ দেখে দারুণ চমৎকৃত হলাম। অনেক ভালো লাগা রইলো শ্রদ্ধেয়... আন্তরিক প্রীতি ধন্যবাদ ও শুভেচ্ছা।
*আপনার সারল্যে আমি যারপরনাই মুগ্ধ।*
ফল্গুপ্রবাহ থাক জীবনভর।
২৮ শে মে, ২০১৮ বিকাল ৫:৪১
সনেট কবি বলেছেন: আপনারঅনুপস্থিতিতে আমার পোষ্টটাই বোধ হয় মাঠে মারা গিয়েছিল!
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৮ রাত ১১:০৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কি ব্যাপার? কোন কমেন্ট নাই কেন???


কবি ভাই! মনে হয় ক্যাচালের পোস্ট লাগাতে হবে!!!
লেখকদ্বয়ের জন্য শুভকামনা।।।