![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
সেদিন পূর্ণিমা রাতে শিউলি তলায়
দেখেছি চাঁদের আলো ছুঁয়েছে চাঁদের
গায়ের চাদর খানা,সাথে ফুলদের
পড়েছে চাঁদের কণা জোছনার হাতে।
ক্ষনিক সময় পরে দোলে দোলনায়
দেখি সে চাঁদের কণা।স্বপন নদের
স্বচ্চ পানিতে চাঁদের প্রতিবিম্বদের
দেখে যাই আনমনে মধুময় রাতে।
তলিয়ে ভাবের তলে ঘরে ফিরে চলি
চেতনা হারায়ে দেখি জীবন্ত কল্পনা,
সে চাঁদ কিভাবে পাব মনে মনে বলি
আছে কিনা তার কোন সুপ্ত সম্ভাবনা?
‘নাওনা আমাকে আমি তোমায় দিলাম’
চাঁদের কথায় আমি অবাক হলাম!
১৬ ই মে, ২০১৮ রাত ৮:৫০
সনেট কবি বলেছেন: প্রথম মন্তব্যের জন্য শুভেচ্ছা নিরন্তর।
২| ১৬ ই মে, ২০১৮ রাত ৮:৪৪
চাঁদগাজী বলেছেন:
হৃদয় উল্লসিত হয়েছিল, মনে হয়
১৬ ই মে, ২০১৮ রাত ৮:৫২
সনেট কবি বলেছেন: হৃদয় যদি উল্লসিত হয়ে পড়ে তবে হৃদয়ের কি দোষ?
৩| ১৬ ই মে, ২০১৮ রাত ৯:৪৮
শাহরিয়ার কবীর বলেছেন: সনেট ভালো লিখেছেন +++
শুভ কামনা রইল প্রিয় কবি ভাই।।
১৬ ই মে, ২০১৮ রাত ১০:৩৫
সনেট কবি বলেছেন: শুভেচ্ছা নিরন্তর প্রিয় কবি।
৪| ১৭ ই মে, ২০১৮ সকাল ৯:৪৮
রাজীব নুর বলেছেন: চাচাজ্বী দশে আট দিলাম।
ঘুম ঘুম চোখে
তুমি যাও ঢুকে ।
জড়িয়ে রাখি সুখে । ।
--জাহিদ সাঁই
১৮ ই মে, ২০১৮ রাত ১০:৫৬
সনেট কবি বলেছেন: খুশী হলাম ভাইপুত!
৫| ১৮ ই মে, ২০১৮ বিকাল ৪:১০
বৃষ্টি বিন্দু বলেছেন: নাম্বার দেয়ার সাধ্য আমার মতো সাধারন মানুষের নেই।
কবির তুলনা কবি।
অনেক ভালো লাগলো।।।।
১৮ ই মে, ২০১৮ রাত ১০:৫৬
সনেট কবি বলেছেন: ধন্যবাদ বৃষ্টি বিন্দু।
৬| ১৮ ই মে, ২০১৮ রাত ১০:৫৪
ল বলেছেন: চমৎকার
১৮ ই মে, ২০১৮ রাত ১০:৫৭
সনেট কবি বলেছেন: ধন্যবাদ কবি।
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০১৮ রাত ৮:৩৫
আবু আফিয়া বলেছেন: চমৎকার, ধন্যবাদ আপনাকে