![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
রহমত বরকত মাগফিরাতের
নেয়ামত সাথে নিয়ে মাহেরমজান
এসেছে বছর ঘুরে। গরিবেরে দান
করে সবে, ইবাদতে হও মশগুল।
ছেড়ে দিয়ে আছে যত কাজ গুনাহের
মন থেকে ঝেড়ে ফেল শয়তানি টান,
হৃদয়ে বইয়ে দিয়ে নেকের তুফান
সুধরিয়ে ফেল সব জীবনের ভুল।
নেকের আসন গড়ে সারা মাস জুড়ে
প্রচেষ্টায় থাক সবে ভাল হয়ে যেতে,
এমাসেতে আর নয় হয়ে থাকা কুঁড়ে
নাজাতের নেয়ামত হতে হবে পেতে।
নাপাক মনেরে করে এসময় পাক
সাড়া দাও পেয়ে সবে সুপথের ডাক।
১৭ ই মে, ২০১৮ রাত ১১:৩৮
সনেট কবি বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ।
২| ১৭ ই মে, ২০১৮ রাত ১১:৪৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান!
পবিত্র রমজানের শুভেচ্ছা কবি!!
কবিতা পছন্দ হয়েছে। ভাল আশা যেন পূর্ণ হয়!!
গুনাহ ছেড়ে ভাল কাজ করতে হবে!
দোয়া চাই...
১৭ ই মে, ২০১৮ রাত ১১:৪৫
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার নেক মাকছুদ পূরণ করুন।
৩| ১৮ ই মে, ২০১৮ রাত ১২:১১
সোহাগ তানভীর সাকিব বলেছেন: কবির কবিতার প্রথম অংশে রমজানের পবিত্রতা রক্ষা করার দিকটি ফুটে ওঠেছে। আর এই পবিত্রতা রক্ষা করলেই সুপথের ডাক পাওয়া যাবে।
১৮ ই মে, ২০১৮ সকাল ১০:৩৭
সনেট কবি বলেছেন: ঠিক বলেছেন।
৪| ১৮ ই মে, ২০১৮ রাত ১:৪৮
শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লিখেছেন গুরু!!
আমাদের জন্য দোয়া করেন ।।
১৮ ই মে, ২০১৮ সকাল ১০:৩৮
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৫| ১৮ ই মে, ২০১৮ ভোর ৪:০২
আকতার১২৩৪ বলেছেন: অনেক সুন্দর লিখেছেন।ধন্যবাদ
১৮ ই মে, ২০১৮ সকাল ১০:৩৯
সনেট কবি বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৬| ১৮ ই মে, ২০১৮ দুপুর ১২:১৩
রাজীব নুর বলেছেন: চাচাজ্বী খুব সুন্দর হয়েছে।
১৮ ই মে, ২০১৮ দুপুর ২:১২
সনেট কবি বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৮ রাত ১১:২৪
এম ডি মুসা বলেছেন: সুন্দর লিখেছেন ভাই।
আসলে রমজান আদর্শ মানা উচিত ।