নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

ব্লগার মোহাম্মদ সাজ্জাদ হোসেন সস-১

১৮ ই মে, ২০১৮ রাত ৮:০২



পূর্ণনামে মোহাম্মদ সাজ্জাদ হোসেন
জ্ঞানমনে পরিপাটি ব্লগার বান্ধব
হয়ে দেশ দশ সবে করে অনুভব
স্বদেশ বিদেশ নিয়ে লেখেন সর্বদা।
সুভদ্র আচার তিনি হৃদয়ে পোষেন
স্বযতনে, যেন তাঁর অন্তরে উদ্ভব
ঘটে রুচিশিলতার কারুকলা সব
অন্যদের থেকে কিছু রকমে আলাদা।

ব্লগেতে থাকেন তিনি স্বছন্দে হাজির
নিজ কারিশমা নিয়ে প্রকাশে উজ্জ্বল
কারিকুরি মনমুগ্ধ ছড়িয়ে আবির
বহতা নদীর মত দীপ্ত অবিরল।
সুস্পষ্ট ব্লগেতে তাঁর স্নিগ্ধ আওয়াজ
অনিন্দ পোষ্টেতে তাঁর নক্সা কারুকাজ।

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৮ রাত ৮:০৪

শাহিন-৯৯ বলেছেন: ৬৩৫ থেকে এটাসহ কতগুলো হলো আপনার সনেট?

১৮ ই মে, ২০১৮ রাত ৮:০৮

সনেট কবি বলেছেন: অনেক দিন থেকে গনা হয়না।

২| ১৮ ই মে, ২০১৮ রাত ৮:০৯

চাঁদগাজী বলেছেন:


মসজিদে মাহাতিরের পেছনে সারিতে সাজ্জাদকে দেখলাম নাকি?

১৮ ই মে, ২০১৮ রাত ৮:১১

সনেট কবি বলেছেন: দেখলেও দেখতে পারেন। আপনিতো আবার চোখে কম দেখেন।

৩| ১৮ ই মে, ২০১৮ রাত ৮:১৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সাজ্জাদ ভাই! নতুন মাহাথীর নাকি??


সাজ্জাদ ভাই এগিয়ে চলো
আমরা আছি তোমার সাথে;)


লেখককে ধন্যবাদ।

১৮ ই মে, ২০১৮ রাত ৯:৪২

সনেট কবি বলেছেন: রাষ্ট্র নায়ক হিসেবে মাহাথিরকে আমারো বেশ পছন্দ।

৪| ১৮ ই মে, ২০১৮ রাত ৮:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ব্ল‌গে নি‌জের না‌মে পোস্ট, পোস্ট তো নয় চতুর্দশপদী ক‌বিতা দে‌খিয়া বড়ই শর‌মিন্দা হইলাম। খুবই লজ্জা পা‌চ্ছি। ত‌বে একটাই সান্তনা, কেউ আমা‌কে দেখ‌তে পা‌চ্ছে না। ক‌বিতা আ‌মি খুব মন দি‌য়ে প‌ড়ি। এটা আ‌রো বেশী ম‌নো‌যোগ সহকা‌রে পড়লাম। প‌ড়িয়া বার বার শর‌মিন্দা হইলাম। শর‌মিন্দা হইবার কারণ ক‌বি‌কে এক দিন আকা‌রে ই‌ঙ্গি‌তে এক‌টি ক‌বিতা লিখ‌তে ব‌লে‌ছিলাম।

১৮ ই মে, ২০১৮ রাত ৯:৪৩

সনেট কবি বলেছেন: আমিও শরমিন্দা হলাম, কারণ একজন সিনিয়র ব্লগারকে নিয়ে আমার সনেট লিখায় অনেক বিলম্ব হলো।

৫| ১৮ ই মে, ২০১৮ রাত ৮:৩৮

প্রামানিক বলেছেন: উভয়কেই অভিনন্দন।

১৮ ই মে, ২০১৮ রাত ৯:৪৩

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

৬| ১৮ ই মে, ২০১৮ রাত ৯:২২

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লিখেছেন।

১৮ ই মে, ২০১৮ রাত ৯:৪৪

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

৭| ১৮ ই মে, ২০১৮ রাত ৯:২৩

ব্লগার_প্রান্ত বলেছেন: মারহাবা মারহাবা

১৮ ই মে, ২০১৮ রাত ৯:৪৯

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রান্তর।

৮| ১৮ ই মে, ২০১৮ রাত ৯:৫৪

ব্লগার_প্রান্ত বলেছেন: কবিজী, আমার নাম প্রান্ত

১৮ ই মে, ২০১৮ রাত ১০:০৩

সনেট কবি বলেছেন: এখন বুঝতে পেরেছি, ধন্যবাদ।

৯| ১৮ ই মে, ২০১৮ রাত ১০:৩৪

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: উভয়কে হালকা গরম অভিনন্দন।

১৮ ই মে, ২০১৮ রাত ১০:৩৬

সনেট কবি বলেছেন: এই ঠান্ডায় ভালই লাগবে।

১০| ১৮ ই মে, ২০১৮ রাত ১০:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৮ ই মে, ২০১৮ রাত ১০:৩৮

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

১১| ১৮ ই মে, ২০১৮ রাত ১১:২৪

পদাতিক চৌধুরি বলেছেন: সাজ্জাদ ভাই জিন্দাবাদ। কবিকেও শুভেচ্ছা।

১৯ শে মে, ২০১৮ বিকাল ৪:২৯

সনেট কবি বলেছেন: চৌধুরী ভাইয়ের আগমন,শুভেচ্ছা স্বাগতম।

১২| ১৯ শে মে, ২০১৮ সকাল ১০:৪৮

রাজীব নুর বলেছেন: খোয়াই নদীর পানি বিপদসীমার ২০০ সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ( রাত ১০টা ৩০মি: ) ।

১৯ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৭

সনেট কবি বলেছেন: কিন্তু আমার কবিতাতো আর বিপদ সীমার উপর দিয়ে প্রকাহিত হচ্ছে না। তবে খোয়াই নদীর সর্বশেষ আপডেট কি? বুঝা যাচ্ছে ভাতিজা নদীর চিন্তায় কবিতার প্রতি মনোযোগী হতে পারেননি। তবে এটা ঠিক, কবিতার চেয়ে মানুষের বিপদ অধিক গুরুত্বপূর্ণ।

১৩| ১৯ শে মে, ২০১৮ দুপুর ১২:২৭

জাতির বোঝা বলেছেন: সুন্দর কবিতার জন্য কবিকে ধন্যবাদ। আপনার লেখার মান খুবই ভালো।

১৯ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৮

সনেট কবি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। কিন্তু আপনার কষ্ট দেখে আমারো অনেক কষ্ট হয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.