![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
নূর মোহাম্মদ নূরু ব্লগে নূরু ভাই
লিখেন গুণী কথন।দীপ্তি, কবিতায়
ঢের আছে।ঝলকানো আলোক মালায়
কবিতার মুক্তি ঘটে, নিদারুণ দেখি।
মনে তাঁর কারো প্রতি রাগ ক্ষোভ নেই
কোন কাজে।টালাটালি উষ্ম তাওয়ায়
চলে তাঁর খানিকটা গাজী বন্দনায়,
ব্লগাররা মজাপায়, পরিতৃপ্ত আঁখি।
মৃত আত্মারা ব্লগের পাতায় আনন্দে
নাচানাচি করে দেখে নিজ কীর্তি গাঁথা
নূরু কথন গুণেতে। কবিতার ছন্দে
জীবিত আত্মারা সুখে কয়ে উঠে কথা।
বরিশালে জন্ম নিয়ে ব্লগে মহাবীর
লড়াইতে জমে থাকে, নিয়ে সমশির।
নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু আলোর ভূবনে
বিচরণ করে নিত্য আলোকিত জনে
ধরে এনে পরিচয়ে সকলের সনে
অনেক খাটেন সদা থেকে আনমনে।
মনেতে সবার চিন্তা শয়নে স্বপনে
নিরিক্ষা করেন সব নির্ভার নয়নে
বর্ণনায় পরিপাটি শব্দের চয়নে
গড়েন সুন্দর পোষ্ট ভাষার বুননে।
কলমের এ সৈনিক উত্তম লিখনে
লড়াই করেন খুব লেখালেখি রনে
পাঠক স্থবির হয় ভাবের ওজনে।
ব্লগে তাঁর কতশত পোষ্ট সম্মিলনে
হাজার অধিক পোষ্ট আছে নিরজনে
যেথায় পেয়েছে স্থান সকল সুজনে।
২০ শে মে, ২০১৮ বিকাল ৩:৫০
সনেট কবি বলেছেন: আপনি ভাল লিখেন বলেই মনে হলো। হয়ত প্রথম পাতা পেতে বিলম্ব হবেনা।
২| ২০ শে মে, ২০১৮ বিকাল ৩:৩১
কাওসার চৌধুরী বলেছেন: বাহ!! নূরু ভাইকে নিয়ে চমৎকার কবিতা।
২০ শে মে, ২০১৮ বিকাল ৩:৫০
সনেট কবি বলেছেন: চৌধুরী সাহেব যখন বলেছেন!
৩| ২০ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৮
সৈয়দ ইসলাম বলেছেন: নূরু ভাইয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি! উনি একজন ঝাঁজালো ব্লগার
২০ শে মে, ২০১৮ বিকাল ৩:৫২
সনেট কবি বলেছেন: বারূদ বলতে পারেন।
৪| ২০ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৩
তারেক_মাহমুদ বলেছেন: নুরু ভাইয়ের সাথে গাজী ভাইয়ের মিষ্টি মধুর ঝগড়া ভালই জমে, তবে মাঝেমাঝে মাত্রাটা একটু ছাড়িয়ে।এইদুই গুনিজনের জন্য শুভ কামনা।
২০ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৫
সনেট কবি বলেছেন: আমিও আমার ব্লগে দু’জনকে পাশাপাশি রাখলাম!
৫| ২০ শে মে, ২০১৮ বিকাল ৪:০২
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম।
২০ শে মে, ২০১৮ বিকাল ৪:০৩
সনেট কবি বলেছেন: ধন্যবাদ ভাইপুত।
৬| ২০ শে মে, ২০১৮ বিকাল ৪:১৯
মীর সাজ্জাদ বলেছেন: কাউকে মনে প্রানে ভালোবাসলেই এত সুন্দরভাবে লেখা যায়।
২০ শে মে, ২০১৮ বিকাল ৪:২১
সনেট কবি বলেছেন: তিনি আসলেই খুব ভাল মনের মানুষ। ব্লগটাকে সব সময় জমিয়ে রাখতে চেষ্টা করেন। তাঁর কাজে ব্লগাররা খুশী!
৭| ২০ শে মে, ২০১৮ বিকাল ৪:১৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সনেট ভাই
সালাম জানাই,
তবে বিনীত অনুরোধ,
চাঁদে পাঠাবেন না ভাই।
২০ শে মে, ২০১৮ বিকাল ৪:২২
সনেট কবি বলেছেন: চাঁদে না হয় একবার ঘুরেই আসলেন ক্ষতি কি?
৮| ২০ শে মে, ২০১৮ বিকাল ৪:৩০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি কেন চাইনা যেতে সুন্দর ওই চাঁন্দে!
শুনছি সেথায় গেছে যারা তারা এখন কান্দে!
গাঁজী সাব বইসা আছে ডান্ডা নিয়ে চাঁন্দে
ভয়ে থাকি কখন আবার গামছা দিয়ে বান্ধে !!
২০ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৩
সনেট কবি বলেছেন: চমৎকার ছড়া মন্তব্য। আপনার ভাবীও বলেছেন খুব সুন্দর হয়েছে।
৯| ২০ শে মে, ২০১৮ বিকাল ৪:৩১
মীর সাজ্জাদ বলেছেন: নূর মোহাম্মদ ভাই এমন সুযোগ হাতছাড়া কইরেন না, চাঁদে একটা সফর দিয়েই আসেন।
২০ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৪
সনেট কবি বলেছেন: আপনার প্রস্তাব আমার খুব মনে ধরেছে। আসলেই নূরু ভাই সাহস করে একবার ঘুরে আসলে ভালই হয়!
১০| ২০ শে মে, ২০১৮ বিকাল ৪:৪২
মোস্তফা সোহেল বলেছেন: ভাল লিখেছেন।
২০ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৩
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
১১| ২০ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: গুণী মানুষের জন্য গুণী মানুষের কবিতা। আসলেই অনেক সুন্দর।
২০ শে মে, ২০১৮ বিকাল ৪:৫০
সনেট কবি বলেছেন: ধন্যবাদ সাজ্জাদ ভাই।
১২| ২০ শে মে, ২০১৮ বিকাল ৫:০৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভাবীকে আমার সালাম জানাবেন ফরিদ ভাই,
আমি অনেক সময় কড়া কথা বলি। কড়া কথা বলে ফেলতে পারাটা একটা গুনের পর্যায়ে পড়ে বলে শুনেছি। আমি মনে করি আমার মাঝে সেই গুনটা বেশী পরিমানে আছে। তাই আমার শক্তির বড় অংশটা নষ্ট হয় না কথা পালিশ করে বলতে গিয়ে। এতে কথা গুলো শুনতে খারাপ শোনায়---তবে কড়া কথায় কৃত্রিমতাটা কানে বাজেনা।
ভালো থাকবেন
২০ শে মে, ২০১৮ বিকাল ৫:০৭
সনেট কবি বলেছেন: বাস্তবিক কড়া কথায় কৃত্রিমতা থাকে না।
১৩| ২০ শে মে, ২০১৮ বিকাল ৫:২৮
চাঁদগাজী বলেছেন:
আপনার থেকে উৎসাহ পেয়ে অনেকে ব্লগার নিজকে অনেক উপরের লেভেলে নিয়ে গেছেন; আশাকরি নুরু সাহেবের জন্য এি উৎসাহ কাজ করবে। এই উৎসাহটা উনার জন্য খুবই দরকার ছিলো, উনি সম্প্রতি কবিতা লেখার চেষ্টা করছেন; আশাকরি, উনার কবিতা পড়ে অন্য কবিরা উনার উপর রেগে, উনার কোন ক্ষতি করবেন না, এটাই আমাদের কামনা।
ভক্ত হিসেবে, আমি উনার(?) কবিতা থেকে নীচের ২ লাইন মুখস্হ করেছি:
"মেঘের কোলে সুর্য ঘুমায়, দিন-দুপুরে রাতি,
মৃতরা সব উঠছে জেগে, ডাকছে পেচা, উড়ছে হাতী"
২০ শে মে, ২০১৮ রাত ১০:১১
সনেট কবি বলেছেন: বেশ করেছেন।
১৪| ২০ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৭
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! চমৎকার পোষ্ট। আবার দেখলাম নূর ভাই যোগ্য সম্মান দিয়েছেন। বাস্তবিক ব্লগ হয়ে উঠেছে যেন আমাদের মিলন ক্ষেত্র। আমরা প্রত্যেক দিন নুতন রুপে নিজেদেরকে খুঁজে পাচ্ছি। এই মিথোস্ক্রীয়া বয়ে চলুক আবহমানকাল।
অনেক অনেক শুভেচ্ছা নূরভাই, কবি সহ সমস্ত পাঠকবর্গকেও।
২০ শে মে, ২০১৮ রাত ১০:১২
সনেট কবি বলেছেন: এভাবেই ব্লগ প্রাণবন্ত থাকতে পারে।
১৫| ২০ শে মে, ২০১৮ বিকাল ৫:৪১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঠ্যাঠাঃ ভাই তোমার নাম কি
জি আমার নাম আব্বাস,
ঠ্যাঠাঃ তোমার ............গাব গাছ!!
আচ্ছা তোমার নাম কি
ঠ্যাঠাঃ আমার নাম জান মিয়া
তোমার .................ঢেকি!
ঠ্যঠাঃ মলিলো না তো
না মিলুক, ওজনের ঠ্যালা সামলাও।
তোমারে বধিবে যে,
গোকুলে বাড়িছে সে!
২০ শে মে, ২০১৮ রাত ১০:১৩
সনেট কবি বলেছেন: চমৎকার উপমা।
১৬| ২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২২
পবন সরকার বলেছেন: এই ব্লগের মধ্যমণি নাম মোহাম্মদ নুরু
তিনি আমার বর্তমানে ছড়া লেখার গুরু
ধন্য ধন্য সনেট কবি ধন্য দিয়ে যাই
খোঁচাখুচির ছড়া লেখায় তুলনা তার নাই।
২০ শে মে, ২০১৮ রাত ১০:১৩
সনেট কবি বলেছেন: দারুণ ছড়া মন্তব্য।
১৭| ২০ শে মে, ২০১৮ রাত ৮:০৮
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমি আগে ভাবতাম এই লোকটা ( নুরু ভাই) মানুষের জন্ম মৃত্যু নিয়ে লিখে কি এমন মজা পায়! এখন ভাবি আসলে বিখ্যাত লোকদের নিয়ে লেখা সম্পাদনা একটি ভালো কাজ।
২০ শে মে, ২০১৮ রাত ১০:১৪
সনেট কবি বলেছেন: ঠিক বলেছেন।
১৮| ২১ শে মে, ২০১৮ সকাল ৯:৫৮
শামচুল হক বলেছেন: জীবনী নিয়ে পোষ্ট দেয়ার জন্য নুরু ভাইয়ের তুলনা নাই।
০২ রা জুন, ২০১৮ রাত ১০:০৫
সনেট কবি বলেছেন: ঠিক বলেছেন।
১৯| ২১ শে মে, ২০১৮ সকাল ১১:১৮
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভালো। খুব ভালো।।
০২ রা জুন, ২০১৮ রাত ১০:০৫
সনেট কবি বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২০ শে মে, ২০১৮ বিকাল ৩:৩১
কাইকর বলেছেন: আহা.... কি সুন্দর ভাবে উপস্থাপনা। কবে যে আমায় নিয়ে লিখবেন।হা হা হা। ভালোই লাগে। আপনি আসলেই সনেট কবি ।খুব ভালো লিখেন। একটু আগে একটা পোস্ট করেছি। ব্লগিং জগতে নতুন দেখে হয়তো প্রথম পাতায় সেটা ঠাঁই পায়নি। তবে, আমার ব্লগে গিয়ে ঘুরে আসবেন সময় পেলে। সমালোচনা করবেন। অপেক্ষায়। ধন্যবাদ ও ভালোবাসা রইলো।