![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
পদাতিক চৌধুরী কি পদাতিক হয়ে
যুদ্ধ করেন? এ যুদ্ধ কার সাথে করে
তিনি পদাতিক যোদ্ধা?কারে তিনি ধরে
কাবু করেন? বিষয় সমস্ত অজানা।
তবে মূর্খতা রুখতে সর্বে বোধদয়ে
তিনি লিখেন। লেখায় দৈত্য অপহরে
অজ্ঞতার।মানুষেরা কৌতুহল ভরে
তাঁর লেখা পড়ে চিনে অনেক অচেনা।
ভাবের সাগরে তাঁর নিদারুণ ঢেউ
অসত্যের পাড় ভেঙ্গে যেন চলে দ্রুত,
সম্মুখ সমরে তাঁর আসেনাতো কেউ
অনাচার রক্ষা কল্পে, সবে অবনত।
পদাতিকে ধ্বসে দেয় আছে যত খল
বীরত্বের অস্ত্র তাঁর দারুণ উজ্জ্বল।
বিঃদ্রঃ পদাতিক চৌধুরীর কিছু পোষ্ট ভাল লাগায় এ সনেট প্রচেষ্টা।
২২ শে মে, ২০১৮ রাত ১০:৩৬
সনেট কবি বলেছেন: বলেছেন যখন তখন শুনে ভালই লাগে। অনেক ধন্যবাদ আপনাকে সামুর নবিন গল্পকার।
২| ২২ শে মে, ২০১৮ রাত ১০:৩৫
বৃষ্টি বিন্দু বলেছেন: সনেট পড়া হয়না অনেকদিন।
এখানে এসে আপনার কাছে আবারো সনেটের ছোঁয়া পেলাম।
ধন্যবাদ।
২২ শে মে, ২০১৮ রাত ১০:৩৮
সনেট কবি বলেছেন: বৃষ্টি বৃন্দু এভাবেই সুন্দর মন্তব্য প্রদানে ব্লগের জমিন উর্বর করে তুলুন। আপনাকে অনেক ধন্যবাদ।
৩| ২২ শে মে, ২০১৮ রাত ১০:৫৮
কাওসার চৌধুরী বলেছেন: প্রিয় পদাতিক চৌধুরী ভাই, আমার অত্যন্ত প্রিয়জন। যেমন ভদ্র, তেমন সুহৃদ। ব্লগের সবার সাথে ভাল সম্পর্ক রাখেন। সুন্দর ও যুক্তিপূর্ণ কমেন্ট করে ব্লগ মাতিয়ে রাখেন। উনার পোস্টগুলোও ব্যতিক্রম ও শিক্ষনীয়।
আপনাকে ধন্যবাদ, এমন একজন ভদ্র, জ্ঞানী একজন ব্লগারকে নিয়ে কবিতা লেখার জন্য।
২৩ শে মে, ২০১৮ সকাল ৮:১৭
সনেট কবি বলেছেন: আমি তাঁর লেখনিতে দারুণ আকৃষ্ট। তিনি লেখনির মাধ্যমে মার্জিতভাবে নানান অসংগতি তুলে ধরে সভ্যতা উন্নয়ন ও অগ্রগতিতে দারুণ অবদান রাখছেন।
৪| ২২ শে মে, ২০১৮ রাত ১১:০১
প্রামানিক বলেছেন: পদাতিক চৌধুরীর নামে কবিতা লেখায় খুশি হলাম। ধন্যবাদ প্রিয় সনেট কবি।
২৩ শে মে, ২০১৮ সকাল ৮:১৯
সনেট কবি বলেছেন: আমি তাঁকে হাই রাইট করেছি যেন তার লেখা আরো উপভোগ্য হয়। আর তাতে আমাদের সবার লাভ।
৫| ২২ শে মে, ২০১৮ রাত ১১:০৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সামুর রত্নদ্বয়ের জন্য শুভ কামনা!
কবি ভাই?
আমি এসব সনেট বুঝি না।
আমাকে নিয়ে আবার সনেট লিখবেন না।
তবে গল্প হলে আপত্তি করবো না
২৩ শে মে, ২০১৮ সকাল ৮:৩২
সনেট কবি বলেছেন: সনেটে কম কথায় বক্তব্য উপস্থাপন করা যায়। অবশ্য গল্পও ছোট করে লেখা যায়। সর্বশেষ, আমি এক হাজার সনেট লিখতে চাই। জীবন্ত মানুষকে আমি বিষয় করি, কারণ এরা অভিব্যক্তি ব্যক্ত করতে জানে। মনে করুণ নজরুলকে নিয়ে যদি রবীন্দ্র নাথ কোন কবিতা লিখতেন। তাহলে পাঠক জানতে পাত রবীন্দ্রের দৃষ্টিতে নজরুল প্রতিভা কতখানি? আবার নজরুল যদি রবীন্দ্রে বিষয়ে কোন কবিতা লিখতেন তাহলে পাঠক জানত নজরুলের দৃষ্টিতে রবীন্দ্র প্রতিভা কেমন? এ ক্ষেত্রে উভয়ের মন্তব্য জানলে সেটাও উপভোগ্য হত। এধরনের মূল্যায়ন আমি লেখকের জন্য বা গুণীজনের জন্য পুরস্কার মনে করি। বিষয়টা অনেকের মনে ধরেনা তার নিজস্ব ভিন্ন দৃষ্টির কারণে। তো মানুষের মাঝে স্বভাবিক ভাবেই মতভেদ থাকে। আর মতভেদকে স্বভাবিক ধরে কি ভাবে মিলেমিশে থাকা যায়, আমি সেরকম কোন ব্যবস্থা কামনা করি। যা বিশ্ব শান্তির কাজে লাগতে পারে। অনেকে আমাকে বিভিন্ন রকম পরামর্শ দিয়ে থাকে যার সবগুলো মানতে গেলে আমাকে কলম তুলে বসে থাকতে হবে। কাজেই স্বভাবতই দেখা যাচ্ছে যে কোন কাজে কেউ খুশী কেউ বেজার হয়। সবাইকে খুশী করে চলাটাই যেন অসাধ্য। আপনি সহ অনেকের সনেটে অরুচি আছে জানা গেল। তথাপি এটা সাহিত্যের একটা শাখা। আবার অনেকে এটা খুব পছন্দ করে। আমিও করতাম!
৬| ২২ শে মে, ২০১৮ রাত ১১:১৪
চাঁদগাজী বলেছেন:
ব্লগার পদাতিকের বদৌলতে আমরা ওপারের অবস্হা অনুমান করতে পারছি, তিনি ভালো ব্লগার
২৩ শে মে, ২০১৮ সকাল ৮:৩৭
সনেট কবি বলেছেন: ভারতের বিভিন্ন বিষয় তিনি বাংলায় উপস্থাপন করে তিনি তাঁর স্বদেশ প্রেমের প্রমাণ দিচ্ছেন। আর আমরাও এ বিষয়ে প্রতিনিয়ত আমাদের জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করছি।
৭| ২২ শে মে, ২০১৮ রাত ১১:৩৪
আখেনাটেন বলেছেন: চাঁদগাজী বলেছেন: ব্লগার পদাতিকের বদৌলতে আমরা ওপারের অবস্হা অনুমান করতে পারছি, তিনি ভালো ব্লগার;; --একদম সহমত।
উনি গুণী ব্লগার। ওপার বাংলার তথা ভারতের নানাদিক নিয়ে উনি লিখছেন যা প্রশংসনীয়।
২৩ শে মে, ২০১৮ সকাল ৮:৩৮
সনেট কবি বলেছেন: তাঁর পোষ্টগুলো আমার পছন্দের তালিকায় উপর লেবেলে অবস্থান করছে।
৮| ২২ শে মে, ২০১৮ রাত ১১:৫৪
ব্লগার_প্রান্ত বলেছেন: পদাতিক দা আমার একজন প্রিয় ব্লগার।
ধন্যবাদ সনেট কবি।
২৩ শে মে, ২০১৮ সকাল ৮:৪১
সনেট কবি বলেছেন: তিনি আমারো একজন খুব প্রিয় ব্লগার। সেজন্যই তাঁকে সনেটে উপস্থাপন করার চেষ্টা করেছি।
৯| ২৩ শে মে, ২০১৮ রাত ১২:০৫
পদাতিক চৌধুরি বলেছেন: কী করিব ভেবে না পাই,
বিগত আধ ঘন্টা ধরে,
কী লিখবো আমি সেটা,
ভেবে পাইনা জেনে।
অনেক ভেবে যেটা আমি,
পেয়েছি অবশেষে,
কিন্তু বচনের অযোগ্য যে,
শরম লাগি মনে।
ভাবিলাম কবির তরে,
মুরিদ যদি হই,
আজ কিছু না দিলেও
সেদিন সনেটি লিখবই।
অনেক অনেক ভাল লাগা প্রিয় কবি ভাইকে। একই সঙ্গে কৃতজ্ঞতা জানাই আমার মত সামান্য এক অনামী ব্লগারও যে আপনার টপিক হতে পারে জেনে। আপনি অনেক বড় মাপের মানুষ। বিরাট বড় যার ছাতা, আমরা তার সুশীতল ছায়া পেয়ে ধন্য।
২৩ শে মে, ২০১৮ সকাল ৮:৪২
সনেট কবি বলেছেন: অবশেষে যা লিখলেন, দারুণ কিছু হলো।
১০| ২৩ শে মে, ২০১৮ রাত ১২:১৩
পদাতিক চৌধুরি বলেছেন: সত্যি কথা বলতে দ্বিধা নেই , আজ যে অনুপ্রেরণা আপনার মত গুনি জনের কাছ থেকে পেলাম সেটা বোধহয় ব্লগে আমার শ্রেষ্ঠ পুরষ্কার। হৃদয়ের অন্তস্থলে যা তুলে রাখবো।
অনেক অনেক শ্রদ্ধা আপনাকে। ভাল থাকুন, সুস্থ থাকুন, রইল মোর কামনা।
২৩ শে মে, ২০১৮ সকাল ৮:৪৪
সনেট কবি বলেছেন: এর মাধ্যমে আপনার ব্যাপারে ব্লগারদের অনেকের মনের কথা জানাগেল। আর তা’ জেনে দারুণ ভাল লাগছে।
১১| ২৩ শে মে, ২০১৮ রাত ১২:২১
স্ব বর্ন বলেছেন: পদাতিক ধ্বসে দেয় আছে যত খল,
বীরত্বের অস্ত্র তার দারুন উজ্জ্বল।
-জয় হোক সনেট কবির জয় হোক পদাতিক চৌধুরি ভাইয়ের।সনেটের মিশ্রনে নিজেকে দ্রবীভূত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সনেট কবি।
২৩ শে মে, ২০১৮ সকাল ৮:৪৫
সনেট কবি বলেছেন: সু-মন্তব্যে উৎসাহিত করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
১২| ২৩ শে মে, ২০১৮ সকাল ৮:২৯
পবন সরকার বলেছেন: পদাতিক চৌধুরী আমারও প্রিয় লেখক। ধন্যবাদ
২৩ শে মে, ২০১৮ সকাল ৮:৪৫
সনেট কবি বলেছেন: তাঁর লেখা সত্যি উপভোগ্য।
১৩| ২৩ শে মে, ২০১৮ সকাল ৮:৪৪
তারেক_মাহমুদ বলেছেন: ব্লগার পদাতিক চৌধুরী উনার সুন্দর লেখনি, এবং সুন্দর সুন্দর কমেন্ট করে অনেকেই প্রিয় ব্লগার হয়ে উঠেছেন। উনার কমেন্টগুলো পড়লেই বোঝা যায় উনি একজন চমৎকার ভদ্র এবং বিনয়ী মানুষ। ধন্যবাদ প্রিয় সনেট কবিকে উনাকে নিয়ে কবিতা লেখার জন্য।
২৩ শে মে, ২০১৮ সকাল ৮:৪৬
সনেট কবি বলেছেন: আমি তাঁর লেখনিতে দারুণ আকৃষ্ট। আর মন্তব্যগুলোও বেশ ভাল।
১৪| ২৩ শে মে, ২০১৮ সকাল ৮:৪৮
ঢাবিয়ান বলেছেন: উনাকে উপস্থিতিতে বোঝা যায় যে আমরা এপারের মানুষেরা এখনও পিছিয়ে আছি সৌজন্যতা ও আন্তরিকতার দিক দিয়ে।
২৩ শে মে, ২০১৮ সকাল ৮:৫২
সনেট কবি বলেছেন: যাক আমরা তাঁর কাছ থেকেও অনেক কিছু শিখতে পারছি। আমি চাই এপার ওপার দূরত্ব যেন না থাকে। সর্বপরি আমরা এক অঞ্চলের মানুষ। মিলেমিশে থাকাই উত্তম।
১৫| ২৩ শে মে, ২০১৮ সকাল ৯:৩৮
রাজীব নুর বলেছেন: আপনি আপনার কবিতায় একজন একজন করে প্রতিটা ব্লগারের প্রতি যে ভালোবাসা দেখাচ্ছেন, তার তুলনা হয় না।
২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:১৬
সনেট কবি বলেছেন: ভাল শিল্প ও সাহিত্য ভাল সভ্যতা নির্মাণে সহায়তা করতে পারে। আমি চাই আমার উপস্থাপনায় ব্লগারদের উৎসাহে সাহিত্যিকগণ আরো সমৃদ্ধ হয়ে উঠুন। মানুষের সাহিত্য চর্চা যে হারে বিস্তৃত সে হারে পুরস্কার যথেষ্ট কম। আমরা যদি কথার মূল্যায়নেও তাঁদের একটু স্বীকৃতি দিতে পারি তবে হয়ত তাঁদের ক্লান্তি কিছু কমে।
১৬| ২৩ শে মে, ২০১৮ সকাল ১০:৫৬
পদাতিক চৌধুরি বলেছেন: ঢাবিয়ান ভায়ের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, কাউকে ছোট করে অপর একজনকে কখনও বড় করা যায় না। সামু একটি মুক্ত মনের প্লাটফর্ম। আমরা এখানে মনের খাবারের খোঁজে মিলিত হয়েছি। দেশের নির্দিষ্ট সীমারেখা আমাদের বাঁধতে পারিনি, তাই আমাদের ত্রুটিবিচ্যুতি আমার মনে হয় দেশের গন্ডি দিয়ে মাপা ঠিক হবে না। বাংলাদেশ মহাপুরুষের পূর্ণ্য ভূমি তাঁকে অসম্মান করা কোনও অবস্থাতেই আমাদের কাজ নয়। আমার এই কথাটিতে যদি আপনি আঘাত পান, তাহলে আমিও ব্যাথিত হবো।
প্রিয় কবি সহ সকলকে আমার অন্তরের শ্রদ্ধা।
২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:১৭
সনেট কবি বলেছেন: দেশ ভিন্ন হলেও আমাদের ভাষা ও সংস্কৃতি এক। এ বিষয়টি আমাদের কাছাকাছি থাকায় সহায়তা করতে পারে।
১৭| ২৩ শে মে, ২০১৮ সকাল ১১:১১
কথার ফুলঝুরি! বলেছেন: কবিতা তো অবশ্যই ভালো লেগেছে। তবে সবচেয়ে ভালো লেগেছে পদাতিক চৌধুরী ভাই এর প্রতি আপনার ভালোবাসা, যে ভালোবাসা তাঁকে নিয়ে আপনাকে কবিতা লিখতে উদ্বুদ্ধ করেছে। ভালোবাসার সনেট রুপ, চমৎকার !
২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:১৯
সনেট কবি বলেছেন: বাস্তবিক তিনি একজন সজ্জন ব্লগার।
১৮| ০১ লা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০
আরোগ্য বলেছেন: পদাতিক ভাই আমার খুব প্রিয় একজন ব্লগার। উনার অমায়িক ব্যবহারে আমি মুগ্ধ।
কবি আপনার এই সনেটটি পড়ে খুব খুশি হলাম।
০১ লা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২
সনেট কবি বলেছেন: এতদিন পরে পড়েছেন সেজন্য অনেক ধন্যবাদ।
১৯| ০১ লা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
নজসু বলেছেন: আমার প্রিয়দের ভিথর খুব প্রিয় দু'জন।
প্রিয় পদাতিক চৌধুরি
আর
প্রিয় সনেট কবি।
দুজনের জন্যই শুভকামনা।
০১ লা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪
সনেট কবি বলেছেন: পদাতিক চৌধুরি একজন নিপাট ভদ্রলোক।
©somewhere in net ltd.
১|
২২ শে মে, ২০১৮ রাত ১০:৩৪
কাইকর বলেছেন: আহা..... অতি চমৎকার কবিতা। ধন্যবাদ আপনাকে সনেট কবি।