![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
কাওসার চৌধুরীর অনন্য সুন্দর
অনবদ্য পোষ্ট দেখে প্রশান্ত আত্মায়
দৃষ্টিরা সেথায় ফিরে। গভীর নিষ্ঠায়
দেয়া পোষ্ট সমূহের সুস্নিগ্ধ রৌশন।
চমকিত প্রতি মন প্রশান্ত অন্তর
পোষ্ট পরতে পরতে নিজেরে বিলায়
আর থাকে তাঁর আরো পোষ্টের চিন্তায়
যেন এ বিস্তৃত কোন জ্ঞানের গগন।
নান্দনিকতায় দীপ্ত চোখের প্রশান্তি
অতল জ্ঞান গর্ভের অন্তে লুকায়িত
সুন্দরের প্রতিচ্ছবি, বিভ্রম অশান্তি
বিতাড়নে দৃঢ়কায়, তাতে হিমায়িত।
এ সুন্দরের বিলুপ্তি হয় কি অকালে?
পায়না এমন কেউ প্রতি কালে কালে!
২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:২০
সনেট কবি বলেছেন: স্ব বর্ন দারুন মন্তব্য করেছেন। শব্দ চয়ন বেশ সুন্দর হয়েছে।
২| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:১২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে ব্যাটা কাওসার!
আজ তোকে পেয়েছি
হিরো হতে চাস ব্লগে?
আমি চলে এয়েছি!
সব লোকে তোর তরে
তবু ভয় করি না,
আমি ম্যান হনু বীর
কারো ভয়ে সরি নাX
২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:২৬
সনেট কবি বলেছেন:
কাওসার পুরো সার
নয়তো উসার,
তাঁর পোষ্ট ব্লগে যেন
সেরা উপহার।
৩| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:১২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো থাকবেন সনেট কবি আর কাওসার চৌধুরী।
আপনাদের লেখায় মুগ্ধ হই
২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:২৭
সনেট কবি বলেছেন: আমাদেকে মূল্যায়নে নেওয়ায় ধন্যবাদ সৌরভ।
৪| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:১৩
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম।
ভেরি গুড জব।
২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:৩০
সনেট কবি বলেছেন: ভাতিজার ভাল লাগা আমার জন্য অনেক কিছু। সে দিন চাঁদগাজীকে নিয়ে দেওয়া পোষ্ট পছন্দ না হওয়ায় দারুন হতাশ হয়েছি। সুযুগ বুঝে নূরু ভাইও আমারে এক চামচ দিলো।
৫| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:১৩
অনুতপ্ত হৃদয় বলেছেন: দুজনেরই জন্য শুভকামনা রইল
২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:৩০
সনেট কবি বলেছেন: ধন্যবাদ ।
৬| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:১৩
তারেক_মাহমুদ বলেছেন: কাওসার ভাই অল্প সময়েই অনেকেরই মন জয় করে নিয়েছেন, কি পোষ্ট, কি মন্তব্য সব কিছুতেই সেরা। আসলে গত ছয় যেমন কিছু ব্লগার সামু ছেড়ে দিয়েছেন আবার ভাল কিছু ব্লগারের আগমন ঘটেছে। কেউ যাবে কেউ আসবে এটাই নিয়ম। কাউসার ভাই সামুতে আমার প্রিয় মানুষদের একজন। উনাকে নিয়ে কবিতা লেখার জন্য ধন্যবাদ প্রিয় সনেট কবি।
২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৪
সনেট কবি বলেছেন: ডঃ এম এ আলীর কিছুটা বিকল্প জনাব কাওসার। তবে পোষ্ট নিয়ে ডঃ এম এ আলী আরো বেশী পরিশ্রম করতেন! তাঁকে খুব মিস করছি।
৭| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:১৫
মোস্তফা সোহেল বলেছেন: অল্প দিনে কাওসার ভাই ব্লগে একটা ভাল অবস্থান করে নিয়েছেন নিজের যোগ্যতাবলে।
কাওসার ভাইয়ের জন্য অনেক শুভকামনা রইল।
২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৮
সনেট কবি বলেছেন: ঠিক বলেছেন প্রিয় কবি। আসলেই তিনি উঁচুমানের একজন ব্লগার। অবশ্য কবি হিসেবে আপনিও বেশ সার্থক।
৮| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:১৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
ভাইসব! ভাইসব!
ব্লগের আপকামিং সু..পার স্টার
নাম তার
কাওসার!!!
২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৪
সনেট কবি বলেছেন:
ছড়া কাব্যে মন্ডলীয়
নবতর ভাব।
ছড়ায় করবে দূর
পাঠক অভাব।
পারি যদি তাঁরে নিয়ে
লিখতে চাই ছড়া।
না হোক কারুর চোখ
তাতে ছানা বড়া।
৯| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:৩২
কথার ফুলঝুরি! বলেছেন: ব্লগের সবাই একজন আরেকজন কে নিয়ে লিখে কবিতা
তা দেখে খুব খুশী হই আমরা আম জনতা
কি দারুন ভালোবাসা একে অন্যের প্রতি
এমন ভালোবাসা বজায় থাকুক
আর বাড়াক সামুর জ্যোতি
২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৮
সনেট কবি বলেছেন:
কথার ঝুড়িতে আরো জমা হয়ে ফুল
দেখাক সুন্দর তারে আরো বিলকুল
কথায় না নাকে যেন কোন বিভ্রাট
সুন্দরে এমন হোক কথারা বিরাট।
১০| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৫
পদাতিক চৌধুরি বলেছেন: আমাকে অনেকেই অস্বীকার করতে পারবেন না যে ছোটবেলায় চাঁদমামার টিপ দিয়ে যাবার কথা শোনেননি। যদিও চাঁদ এখন ধরা দিয়েছে। ঠিক তেমনি বড় বেলায় অনেকের সাতসমুদ্র তের নদী পার হবার স্বপ্ন থাকলেও বাস্তবে সবাই লক্ষ্যে পৌছাতে পারেনা। কিন্তু ব্লগের রিডারদের সেই বিলেতকে হাতের মুঠোই এনে দিয়েছেন সম্মানীয় ব্লগার কাওসার ভাই। লেখনীর গুনে বাস্তবে মনে হয় যেন লন্ডন শহরটা সামনে চলে এসেছে । আমরা ভাগ্যবান আমাদের সময়ে এমন একজন যাদুকরকে পেয়েছি যিনি প্রত্যেকদিন আমাদের নুতন নুতন পোষ্টপর যাদু দেখাচ্ছেন।
কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধেয় ব্লগার প্রিয় সনেটকবি ভাইকে। আজ এমন এক কৃতিসন্তানকে যথাযথ সম্মানে ভূষিত করেছেন।
মন্ডল ভায়ের অমন সুন্দর ছড়া আমাদের মনকে স্ফুর্ত করে দিল। রমজান মাসে মন্ডল ভায়ের ছড়া আমাদের উপুরি পাওনা।
সৃষ্টি ও শ্রষ্টার প্রতি আমার অন্তরের কুর্নিশ । ভাল থাকা নিরন্তর ।
২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:৫০
সনেট কবি বলেছেন: ছড়া ভক্ত জনাব মন্ডল থেকে হয়ত আমরা আরো সুন্দর ছড়া উপহার পেতে পারি। অপেক্ষায় থাকুন।
১১| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৬
কাওসার চৌধুরী বলেছেন: স্যার, কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই। আপনি আমাকে যে সম্মান দিয়েছেন তার যোগ্য আমি নই। ব্লগে সেফ হওয়ার এখনো একমাস হয়নি। তারপরও এতো এতো গুণী মানুষের ভালবাসা পেয়েছি তা আমার কল্পনাতীত ছিল। আপনি সহ যারা প্রথম থেকেই আমাকে অনুপ্রেরণা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, কমেন্ট করে অনুপ্রাণিত করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালবাসা রইলো।
অনেকে আছেন যারা আমার লেখা পড়েন কিন্তু সময়ের অভাবে কমেন্ট করেন না, উনাদের প্রতিও কৃতজ্ঞতা রইলো। ব্লগের সবার লেখা পড়ার চেষ্টা করি, হয়তো সময়ের অভাবে সব লেখায় কমেন্ট করা হয় না। আমি ব্লগের সবাইকে নিজের পরিবার হিসাবে দেখি। ব্লগটি স্ব মহিমায় এগিয়ে যাক সবার ভালবাসা ও প্রচেষ্টায় এই কামনা করি।
আবারও ধন্যবাদ, আপনাকে। যারা এই পোস্টে কমেন্ট করছেন উনাদেরকেও।
২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৩
সনেট কবি বলেছেন: এটা আপনার প্রাপ্য। আর সেটা আমি উপস্থাপন করতে পেরে দারুণ খুশী।
১২| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৭
প্রামানিক বলেছেন: কাওসার ভাইয়ের নামে সনেট লেখায় খুব খুশি হলাম। উনি খুবই গুরুত্বপূর্ণ লেখা লিখে থাকেন। ধন্যবাদ কবি
২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৫
সনেট কবি বলেছেন: ঠিক বলেছেন, প্রিয় ছড়া ছন্দের যাদুকর প্রিয় কবি, ধন্যবাদ আপনাকেও।
১৩| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৩
ঠ্যঠা মফিজ বলেছেন: অন্যবধ্য সনেট হয়েছে ভাই।
২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৬
সনেট কবি বলেছেন: আপনার পোষ্ট গুলোও নিদারুণ ভাল হয়। সেজন্য আপনার কথা সব সময় মনে থাকে।
১৪| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:০৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প্রিয় লেখককে নিয়ে প্রিয় কবির কবিতা প্রিয়তর।
২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:০৭
সনেট কবি বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
১৫| ২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১১
ব্লগার_প্রান্ত বলেছেন: কথা নাই,
লাইক চাই।
২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৪
সনেট কবি বলেছেন: লাইকের জন্য ধন্যবাদ প্রান্ত।
১৬| ২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২২
জাহিদ অনিক বলেছেন:
ওনাকে ফুলেল শুভেচ্ছা
২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৮
সনেট কবি বলেছেন: ধন্যবাদ
১৭| ২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
কাইকর বলেছেন: আহা....আর কতবার কবির প্রেমে পড়বো
২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
সনেট কবি বলেছেন: প্রেমেরতো আর ধরাবাঁধা নিয়ম নেই।
১৮| ২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
চাঁদগাজী বলেছেন:
ব্লগার কাওসার চৌধুরী পপুলার বিষয়ে লিখছেন, বেশ পাঠক পাচ্ছেন; উনার নিজস্ব কোন ধারা আছে কিনা বুঝা যাবে সময়ের সাথে।
২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
সনেট কবি বলেছেন: সে জন্য আরো অপেক্ষা প্রয়োজন।
১৯| ২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২১
কাবিল বলেছেন: "ব্লগার কাওসার চৌধুরী" নিঃসন্দেহ একজন গুণী ব্লগার। তিনি খুব ভালো লেখেন। শুভকামনা রইল।
সেই সাথে সনেট কবিকেও অনেক অনেক ধন্যবাদ। আপনার এই উদ্বেগ সকল ব্লগারদের অনুপ্রেরণা দেবে।
আমি আশাবাদী আপনিও একদিন ৬৩৫ ছাড়িয়ে যাবেন।
আপনার জন্যও শুভকামনা থাকলো।
ভালো থাকুন সব সময়।
২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৮
সনেট কবি বলেছেন: আপনাকে কালেভদ্রে পাওয়া যায়। হয়ত মাঝে মাঝে ব্লগে ঢুঁমারেন বলে মনে হয়।
২০| ২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৩
সেলিম আনোয়ার বলেছেন: কাওসার চৌধুরী দারুন সব পোস্ট করেছেন। তিনি আরও ভালো লিখবেন এই কামনা থাকলো।
২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৯
সনেট কবি বলেছেন: বর্তমানেও তিনি অনেক ভাল লিখছেন। আরো ভাল কি করতে পারেন দেখা যাক।
২১| ২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫
শামচুল হক বলেছেন: উপযুক্ত লোকের নামেই সনেট লিখেছেন। ধন্যবাদ আপনাকে।
২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬
সনেট কবি বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
২২| ২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক ও চৌধুরী ভাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও ধন্যবাদ,
সোনায় সোহাগা এযে
দু'জন দু'জনার।
এক হয়ে মিশে আছে,
দুই গুণীনের সমাহর।
২৩ শে মে, ২০১৮ রাত ৮:০৩
সনেট কবি বলেছেন:
মহাদামী পোষ্ট তাঁর
খুববেশী সুন্দর
মনে হয় সেরকম
তাঁর খাঁটি অন্তর।
খাটাখাটি বেশ করে
গোঁছগাছ কথা
কোথাও পাইনা খুঁজে
কোন কথা অযথা।
সেজন্য তার পোষ্টে
পাঠকের হুড়মুড়ি
হয়না তাদের দিতে
কোন পুরি চিড়া মুড়ি।
অল্পতে হয়েছেন
জনতার প্রিয় জন
আচারে তাঁর পাই
বিনয়ের বড় মন।
২৩| ২৩ শে মে, ২০১৮ রাত ৮:০০
জোকস বলেছেন: আপনার বিচার গুলো আমার পছন্দ হয়।
আপ্নাকে নিয়ে লেখার জন্য আরেকটা সনেট কবি দরকার
নূরু /চাঁদগাজী ভাইকে দায়িত্ব দিলে কেমন হয়।
২৩ শে মে, ২০১৮ রাত ৮:০৫
সনেট কবি বলেছেন: জানিনা তাতে তাদের আগ্রহ আছে কিনা। তবে আপনার মন্তব্যে নির্ঘাত খুশী হয়েছি।
২৪| ২৪ শে মে, ২০১৮ রাত ১২:২৬
পবন সরকার বলেছেন: আমার তো ভাই দিবার কিছু নাই
প্রাণঢালা তাই শুভেচ্ছা দিয়ে যাই।
২৪ শে মে, ২০১৮ সকাল ৮:১৭
সনেট কবি বলেছেন: যা দিলেন উজাড় করে দিলেন।
২৫| ২৪ শে মে, ২০১৮ রাত ৩:৪৭
অর্থনীতিবিদ বলেছেন: কাওসার ভাইকে নিয়ে খুব সুন্দর একটা সনেট কবিতা লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলেই তিনি একজন গুণী মানুষ। তাকে সম্মানিত করার মাধ্যমে আপনি আসলে সকল ব্লগারদেরকেই সম্মানিত করেছেন।
২৪ শে মে, ২০১৮ সকাল ৮:১৯
সনেট কবি বলেছেন: তাঁর প্রতিটি পোষ্টই মান সম্মত।
২৬| ২৪ শে মে, ২০১৮ সকাল ১০:০২
কথার ফুলঝুরি! বলেছেন: @লেখক বলেছেন:
"কথার ঝুড়িতে আরো জমা হয়ে ফুল
দেখাক সুন্দর তারে আরো বিলকুল
কথায় না নাকে যেন কোন বিভ্রাট
সুন্দরে এমন হোক কথারা বিরাট"
অনেক ধন্যবাদ স্যার এই অধম লেখিকা কে নিয়ে ৪ টি লাইন লেখার জন্য
ব্লগে আসার পর থেকে আজ পর্যন্ত যে ব্যক্তিটি আমাকে সবসময় পরামর্শ, অনুপ্রেরনা, দিক নির্দেশনা ও সাপোর্ট দিয়ে আসছেন তিনি কাউসার ভাই। তার প্রতি এবং আপনার প্রতি রইল নিরন্তর ভালোবাসা।
২৪ শে মে, ২০১৮ রাত ৮:১৫
সনেট কবি বলেছেন: নিজগুণে তিনি অনেকের প্রিয় হতে সক্ষম হতে পেরেছেন।
২৭| ২৪ শে মে, ২০১৮ সকাল ১১:৪৭
নতুন নকিব বলেছেন:
অভিনন্দন দু'জনকেই।
২৪ শে মে, ২০১৮ রাত ৮:১৬
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন প্রিয় কবি।
২৮| ২৪ শে মে, ২০১৮ দুপুর ১২:০৩
মীর সাজ্জাদ বলেছেন: সনেট ভাই আপনি পারেনও। এত সুন্দরভাবে কিভাবে লেখেন ভাই। মুগ্ধ হয়ে যাই আপনার কবিতাগুলো পড়ে।
২৪ শে মে, ২০১৮ রাত ৮:১৮
সনেট কবি বলেছেন: দোয়া করবেন যেন মাতৃ ভাষার সাহিত্যকে সমৃদ্ধ করতে অবদান রাখতে পারি।
২৯| ২৪ শে মে, ২০১৮ দুপুর ১:২১
শিমুল_মাহমুদ বলেছেন: ব্লগার কাওসার চৌধুরীর ও আপনার জন্য ভালবাসা। আপনাকে আমার ব্লগে আমন্ত্রণ সনেট কবি।
২৪ শে মে, ২০১৮ রাত ৮:১৯
সনেট কবি বলেছেন: আমন্ত্রণ সাদরে গৃহিত হলো।
৩০| ২৪ শে মে, ২০১৮ দুপুর ১:২৮
নীল মনি বলেছেন: মহান ব্যক্তিরা মহান ব্যক্তিদের নিয়ে লিখে।মাশা আল্লাহ।এই ভালোবাসার বীজ সবার হৃদয়ে বুনন হোক।
ক্রোধ,হিংসা ভুলে হয়ে উঠুক একটি একক পরিবার।
২৪ শে মে, ২০১৮ রাত ৮:২২
সনেট কবি বলেছেন: সবার শুভ কামনার জন্য ধন্যবাদ।
৩১| ২৪ শে মে, ২০১৮ দুপুর ২:৪৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: উভয়ের জন্য শুভকামনা।
২৪ শে মে, ২০১৮ রাত ৮:২৩
সনেট কবি বলেছেন: শুভেচ্ছা নিরন্তর, প্রিয় সনেট কবি মাইদুল ভাই।
৩২| ২৮ শে মে, ২০১৮ রাত ১০:৩৩
অচেনা হৃদি বলেছেন: এক্সিলেন্ট !
কবিতাটা পড়ে ভালো লেগেছে, আবার একটু মন খারাপও হল । কবি ভাইয়া কি শুধু সিনিয়রদের নিয়েই লিখবেন ? আমরা নতুনরা কি দোষ করেছি ?
সনেট কবি ভাইয়ার কাছে এক দফা এক দাবি, আমাদের নতুন ব্লগারদের নিয়ে (বিশেষত আমাকে নিয়ে) কবিতা লিখুন লিখতে হবে !
নইলে... কান্না করে দেব বললাম....
২৮ শে মে, ২০১৮ রাত ১০:৩৬
সনেট কবি বলেছেন: সিনিয়রদের প্রাপ্যতা তৈরী হয়েছে। নতুনদের প্রাপ্যতা তৈরী হবে হয়ত! সে পর্যন্ত অপেক্ষায় না থেকে আর উপায় কি?
৩৩| ২৮ শে মে, ২০১৮ রাত ১০:৪০
অচেনা হৃদি বলেছেন: ততদিনে যদি আমি না বাঁচি ? আমি সিনিওর হতে হতে তো মনে হয় রোজ কেয়ামত এসে যাবে !
২৯ শে মে, ২০১৮ রাত ৩:৪২
সনেট কবি বলেছেন: আল্লাহ হায়াত দারাজ করুন।
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:০৯
স্ব বর্ন বলেছেন: কাওসার চেীধুরির লেখা আমার অনেক ভাল লাগে আর ভাল লাগে সনেট কবির এমন সুন্দর সুন্দর কবিতা।
কাওসার চেীধুরী ও সনেট কবি বেঁচে থাকবেন আমার আত্মায় সারাজীবন ধরে ব্লগে এসে আপনাদের লেখা পড়ে এতটাই মুগ্ধ হয়ে গেছি।