![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
রঙ রূপে ইয়াবার দারুণ সুবাসে
চোখ বুঁজে আসে যেন! মনের কাঁপন
বাড়ে মাদক নেশায়।সফেদ কাফন
আসে ঘরে এর ঘোরে, কি উম্মাদনায়!
পিছনে কবর রেখে খবর বাতাসে
বিস্তারে। লাল বড়ির মোহের জীবন
যাপনে তারেই ভেবে একান্ত আপন
যত সব বেকুবেরা, উহা শুধু চায়।
ব্যবসায় ঘরে আসে কাঁড়ি কাঁড়ি টাকা
সেকারণে গুণীজন এর মহা ভক্ত
হয়ে, আসক্তের করে পকেটটা ফাঁকা,
তাদের নৈতিক বোধ জানি মহাশক্ত!
সভ্যতায় মাদকের অসভ্য ছোবল
প্রত্যেক জাতিরে করে নিতান্ত দূর্বল।
২৯ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৮
সনেট কবি বলেছেন: চমৎকার
২| ২৯ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৮
লাবণ্য ২ বলেছেন: সুন্দর লিখেছেন।সময় পেলে আমার ব্লগে একটু ঘুরে আসিয়েন ভাইয়া।
২৯ শে মে, ২০১৮ বিকাল ৫:৪২
সনেট কবি বলেছেন: আচ্ছা
৩| ২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১০
কাইকর বলেছেন: খুব ভাল লেখা
২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
সনেট কবি বলেছেন: ধন্যবাদ
৪| ২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২২
কাওসার চৌধুরী বলেছেন: বাহ!! চমৎকারভাবে ইয়াবার রূপ গুণের বর্ণনা করলেন।
২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
সনেট কবি বলেছেন: ধন্যবাদ
৫| ২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"জোকস,
ভাইয়ু,
আপনার সেফ হবার দরকার নাই!
প্রতিটা পোস্টে একটা করে জোকস দিয়ে দিবেন
২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
সনেট কবি বলেছেন: ধন্যবাদ
৬| ২৯ শে মে, ২০১৮ রাত ১০:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শিরোনাম দেখে তো টাসকি খাইলাম :
কবিতা সার্থক। ৯০ জনের বেশি গেছে।
২৯ শে মে, ২০১৮ রাত ১১:১২
সনেট কবি বলেছেন: কিন্তু রাঘব বোয়াল নাকি হজ্জে গেছে। যাক সব গুনাহ মাপ করিয়ে আবার নতুন ভাবে শুরু করতে পারবে।
৭| ৩০ শে মে, ২০১৮ সকাল ১১:০৫
রাজীব নুর বলেছেন: অনবদ্য।
৩০ শে মে, ২০১৮ দুপুর ১:০০
সনেট কবি বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৮ বিকাল ৫:১০
জোকস বলেছেন:
আম্মু : শুনলাম তুমি নাকি ইদানিং সিগারেট খাওয়া শুরু করছো। কথা কি সত্য ?
আমি : জ্বী আম্মু কথা সত্য।
আম্মু : শুনে ভালো লাগলো যে তুমি সত্য কথা বলা শুরু করছো। আচ্ছা যা খাইছো খাইছো, আর খাইয়ো না। তো আমি কি জানতে পারি যে, তুমি হঠাৎ সিগারেট খাওয়া শুরু করলা কেন ?...
আমি : এইটা আম্মু... আমি দেশ ও দশের কথা ভেবে খাওয়া শুরু করছি।
আম্মু : মানে ?
আমি : সিগারেট হলো দেশের শত্রু ঠিক কিনা কও?
আম্মু : হ্যাঁ ঠিক ।
আমি : সিগারেট হলো পরিবেশের শত্রু ঠিক কিনা কও ?
আম্মু : হ্যাঁ ঠিক ।
আমি : সিগারেট হলো যুব সমাজের শত্রু ঠিক কিনা কও ?
আম্মু : হ্যাঁ ঠিক।
আমি : এই জন্যই তো এইটারে জ্বালায়ে পোড়ায়ে নিঃশেষ করে দিতাছি....