![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
তরু লতা ফুল ফল সবুজ শ্যামল
ফসল শস্য সবজি মাছ পশু পাখি
স্মৃতিপটে এসবের ছবি তুলে রাখি
মনরম পরিবেশে মনটা জুড়ায়।
ফুরফুরে বয়ে যায় বাতাস নির্মল
টলমল পানি তলে নীলাকাশ দেখি
শাপলা টগর পদ্মে ছুঁয়ে যায় আঁখি
নদী বুকে ক্ষণে ক্ষণে স্রোত বয়ে যায়।
শীতে ঢাকে পৃথিবীটা কুয়াশা চাদর
সাগর তলেতে আছে রতনের রাজি
রাতের জোছনা জুড়ে কি মায়া আদর
নেই কোন কিছুতেই মনের নারাজি।
যাঁর গুণে এ প্রকৃতি হয়েছে এমন
তাঁর স্মরণেতে থাকে কৃতজ্ঞ এ মন।
কবি সোনাবীজ; অথবা ধুলোবালিছাঁই এর ‘দু’ দণ্ড শান্তি’ কবিতায় মন্তব্য
কবি কবিতার মেয়ে খুঁজে হয়রান,
কবিতা কি তবে বুড়িয়ে নিরলে
হারিয়ে গেছেন, যার জীবন বিফলে
মূল্যহীন হয়েগেছে শেষতক আজ।
নাকি কবিতার মেয়ে কবিকে জড়ান
শ্রদ্ধার সেবায় তার। সঠিক কি হলে
হবে কথাখানি কবি? জানি না কি বলে
জবাব দিবেন কবি, কি সে আওয়াজ?
অবশেষে ধরে তাঁরে কষ্ট হতাশায়
কবি ধোঁয়াশায় দেখে শূন্য মরুভুমি
কবিতার মেয়ে নেই তার দোলনায়
কবি মনে প্রশ্ন জাগে কোথা গেলে তুমি?
তথাপি সে এসেগেলে কবি শান্তি পেত
পেতেন সে ক্ষেত্রে কাবি খানিক অমৃত।
কবি বিজন রয়ের ‘এই মহামান্য নতুন ব্লগারদের নিকনেম কি দেওয়া যেতে পারে!’
পোষ্টের প্রথম ছবি সংক্রান্ত মন্তব্য।
কত দূর ঠিকানায় আমার বসতি
কত কালে যাব সেথা শুনি কার ডাক?
কেরে বলে ওরে বাচা পথে বসে থাক
মশকারি কত আর সহ্য হয় বল?
আমিতো চলছি দ্রুত বাড়ছে না গতি
না জানি কখন আসে মরনের বাঁক
মনেতে জমেছে বড় হতাশার চাক
কখন না এসে পড়ে হাঁসেদের দল!
জানি না কি হবে শেষে মরনের পর
পড়েছি বিরাট বড় পথের পাল্লায়
হয়েছি দূর্বল বড় এসেগেছে জ্বর
কানিক বিশ্রাম নেব খোলস গোল্লায়।
এজীবনে সয়ে গেছি কত অপমান
গতির কারণে কেউ দেয়না সম্মান!
৩০ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৭
সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ প্রান্ত।
২| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৫:০৩
চাঁদগাজী বলেছেন:
পরম সুন্দর মহানুভবতা
৩০ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৮
সনেট কবি বলেছেন: মন্তব্যটাও পরম সুন্দর।
৩| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৫:১১
কাইকর বলেছেন: বাহ...খুব ভাল লাগলো
৩০ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৯
সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ
৪| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৫:১৫
ইব্রাহীম আই কে বলেছেন: প্রকৃতি!
সবসময় তার গুণকীর্তন করতে ইচ্ছে করে। হয়তো সময়ের অভাবে করা হয়না, নয়তো আদৌ কখনো গুণকীর্তন করার ইচ্ছেই ছিলনা।
৩০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০০
সনেট কবি বলেছেন: গুণীর গুণকীর্তন না করা কার্পণ্য।
৫| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৩
অর্ক বলেছেন: বেশ লিখেছেন। আপনার সনেটগুলো ১৪ মাত্রার ধ্রুপদী সনেট। আপনার লেখায় গুরুচণ্ডালী দোষ আছে, যেমন 'সাগর তলেতে' না হয়ে সাগরের তলে হলেই সামঞ্জস্যসাধন করতো বাকি অংশের সাথে, 'রতনের রাজি'ও একইরকম বিঘ্নময়। যেখানে তুলে রাখি, বয়ে যায় ইত্যাদি মোটামুটি চলিতভাষাতেই লেখা সনেটটি! এরকম সনেট খানিকটা প্রাচীন বাংলাতেই যেন বেশি ভালো লাগে। অষ্টাদশ শতাব্দীতে যেমন মধু কবি যেমন লিখেছেন,
"
সতত হে নদ তুমি পড় মোর মনে
সতত তোমার কথা ভাবি এ বিরলে
সতত যেমতি লোক নিশার স্বপনে
শোনে মায়া যন্ত্রধ্বনি তব কলকলে...
"
দ্বিতীয় লাইনে "ফসল শস্য সবজি" অনেকটা একই অর্থ বহন করে! দুর্বল করেছে লেখাটিকে।
কবি বিজন রয়কে নিয়ে আপনার বেশ আগে লেখা একটি সনেট সবচেয়ে ভালো লেগেছিল। অনেকটাই মনে আছে এখনও।
"
এ কবি এমন নয় কাকলি তা বলি
মানবপ্রেমেতে পাবে কবির হৃদয়...
"
এটা মোটেও কোনও পরামর্শ নয়, পাঠ প্রতিক্রিয়া মাত্র। সনেটগুলো যদি একটু প্রাচীন ভাষাতেই লিখতেন, তবে আরও উপভোগ্য হতো (আমার কাছে)। এখন আছে গুরুচণ্ডালী দোষ, চলিত ভাষার প্রাধান্য, আমার ভালো লাগতো, যদি আরেকটু প্রাচীন ভাষার (পুরোপুরি সাধুও নয়) প্রয়োগ হতো লেখায়, চলিত যথাসম্ভব কম করে। এ জন্য প্রাচীন শব্দভাণ্ডারে ভালো দখল থাকতে হবে।
অজস্র শুভেচ্ছা শ্রদ্ধেয় কবি।
৩০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
সনেট কবি বলেছেন: গুরুর সাথে চন্ডালের বসবাস না হয় একটু হলো। আর আমি চলতি ভাষাতেই অভ্যস্ত। মাইকেল আরেকটা বাড়ার চেয়ে না হয় একটা ফরিদ বাড়ুক! আর আমি সময় লাগিয়ে কবিতা লিখিনা। তা’ছাড়া লিখতে গেলে সেই সাথে অনেকে পড়তে থাকে। আর আমি প্রচীন ভাষা বর্জন করতে চাই গোড়া থেকেই। পারলে আঞ্চলিক ভাষায় লিখতে চেষ্টা করব। সনেটকে আমি বাধাহীন দেখতে চাই। সনেট লেখায় আমার গুরুদের মধ্যে একজন কবি খলিল মাহমুদ। আমি আবার তাঁকে বেশ মানি। আমার লেখার ধাঁচ তিনি বদলে দিয়েছেন। যাক হরেক রকম লেখার ইচ্ছে। দেখি কখন কি হয়। বিনে পয়সার কাজ। কে এত মন দেয়?
৬| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৫:৪৬
কাওসার চৌধুরী বলেছেন: বাহ, আপনার ছবিগুলো তো সনেটকে আরো জীবন্ত করে তুলেছে। বরাবরের মতো সুন্দর একটি সনেট। খুব ভাল লেগেছে।
বিঃদ্রঃ আমার আজকের লেখাটি আপনাকে উৎসর্গ করা। জানি না লেখাটি পড়েছেন কিনা।
৩০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
সনেট কবি বলেছেন: চেষ্টা করেছি ভাল করার। এখন দেখছি কিছু পরিবর্তন দরকার।
৭| ৩০ শে মে, ২০১৮ রাত ১০:৫২
স্বচ্ছ দর্পন বলেছেন: ভালো ছিলো..
আমার ব্লগ ঘুরে আসার অনুরোধ রইলো ।ধন্যবাদ
৩০ শে মে, ২০১৮ রাত ১১:১৮
সনেট কবি বলেছেন: আপনার কবিতা পড়ে এলাম। আপনার লেখার হাত ভাল।
৮| ৩১ শে মে, ২০১৮ সকাল ১০:৪৭
রাজীব নুর বলেছেন: চাচাজ্বী আপনার প্রতিভায় আমি মুগ্ধ!!!
ভালো থাকুন। সুস্থ থাকুন।
০২ রা জুন, ২০১৮ রাত ১০:১৭
সনেট কবি বলেছেন: ধন্যবাদ ভাইপুত।
৯| ৩১ শে মে, ২০১৮ দুপুর ১:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
০২ রা জুন, ২০১৮ রাত ১০:১৭
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
১০| ৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০২
জোকস বলেছেন: দারুন প্রকৃতি।
ভালো লাগলো।
০২ রা জুন, ২০১৮ রাত ১০:১৮
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় জোকস
১১| ৩১ শে মে, ২০১৮ রাত ৯:২৭
লায়নহার্ট বলেছেন: ২য় প্রশ্ন
০২ রা জুন, ২০১৮ রাত ১০:১৯
সনেট কবি বলেছেন: সেটা তিনি ভাল বলতে পারবেন।
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১৮ বিকাল ৫:০১
ব্লগার_প্রান্ত বলেছেন: সনেট গজলে লাইক।