![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
(এক)
আল্লাহ
প্রশান্ত মনে আল্লাহ প্রতিটি সময়
সুখানুভূতি ছড়ান।ইবাদতে তাঁর
নুয়ে আসে মন প্রাণ।তাঁর উপহার
প্রত্যেক বান্দার জন্য,অনন্য জান্নাত।
তিনি ছাড়া আর কারো ইবাদত নয়
কোন কালে।অন্যে মন অধম আত্মার
নির্বুদ্ধিতায়।অজ্ঞতা ঘোরে দৃষ্টি যার
সে চিনেনা, মোহনীয় আলোর প্রভাত।
মনকে সর্বদা রাখ সুপথে সচল
সর্বশক্তি দিয়ে নিজ।আল্লাহ আপন
একমাত্র সর্বগুণে, যিনি অবিরল
পূরণ করেন সব আত্মার স্বপন।
মন জুড়ে থাক তবে আল্লাহর নাম
মুখে থাক তাঁর প্রিয় পবিত্র কালাম।
(দুই)
আল্লাহ
নিজে নিজে হয়েছেন আল্লাহ মহান
কারণ অসীম হয় নিজে হয় যারা
সসীম করবে তাঁকে ছিল সেথা কারা
শূণ্য ছিল তাঁর পূর্বে আর তিনি এক।
নিজে নিজে হয়েছেন শুধু এক জন
কারণ আলাদা হতে কখনো না পারা
সকল অসীমদের মিলে যায় তারা
সেজন্য হয়না তারা কখনো অনেক।
অসীম পারলে হতে সসীম কে হয়?
পারবেনা, ঠেঁকাবে কে শূণ্য মন্ডলেতে?
তাঁরতো অসীম কভু না হবার নয়।
কেউ মহাজগতের হিসাব মিলাতে
পারবেনা কোন দিন আল্লাহকে ছাড়া
তাঁর নামে মনে তাই দেয় শুধু সাড়া।
(তিন)
আল্লাহ
আল্লাহ সবার প্রভু মহাজগতের
অনুপম সৃষ্টিকর্তা সকলের তিনি
এক্ষেত্রে অনেক আছে অকাট্য প্রমাণ
অবোধ না বুঝে তাঁকে করে অস্বীকার।
সৃষ্টির নক্সায় কত আছে কারুকাজ
সে সব দেখার বোধে বোধদয় হয়ে
সুবোধ বুঝেন প্রভু অবশ্য আছেন
সেজন্য মানেন তাঁকে সুদৃঢ় বিশ্বাসে।
সৃষ্টিতে বিস্তারে গুণ থাকেন আড়ালে
পরীক্ষা করেন কার বুদ্ধি আছে কত?
যে পায় তালাশে তাঁরে তার ভাগ্য ভাল।
কৃতজ্ঞ নয়ন দৃষ্টি দেখ চেয়ে চেয়ে
সবার সুখের জন্য তাঁর কত দান
অফুরান দেখ চেয়ে সর্বত্র বিরাজে।
০১ লা জুন, ২০১৮ রাত ১১:০৩
সনেট কবি বলেছেন: আরো ভাল করার চেষ্টা করে ছিলাম।
২| ০১ লা জুন, ২০১৮ রাত ১০:৫৩
ইব্রাহীম আই কে বলেছেন: প্রশান্ত মনে আল্লাহ প্রতিতি সময়...
অনেক ভাল লেগেছে এই কবিতাটা।
দাদা সময় করে এই লেখাটা একটু পড়বেন। আমরা রোজা রাখছি না উপোস থাকছি?!
০১ লা জুন, ২০১৮ রাত ১১:০৪
সনেট কবি বলেছেন: আরো ভাল হওয়ার দরকার ছিল। দোয়া করবেন।
৩| ০১ লা জুন, ২০১৮ রাত ১১:১১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সুন্দর লিখেছেন।
০১ লা জুন, ২০১৮ রাত ১১:১৯
সনেট কবি বলেছেন: এমন বিষয়ে আরো সুন্দর লেখার দরকার ছিল। দেখি আবার চেষ্টা করব।
৪| ০১ লা জুন, ২০১৮ রাত ১১:১২
নীলপরি বলেছেন: খুব সুন্দর হয়েছে কবিতা । ++++
শুভকামনা ।
০১ লা জুন, ২০১৮ রাত ১১:১৭
সনেট কবি বলেছেন: যেমন চেয়েছি তেমন পারিনি।
৫| ০১ লা জুন, ২০১৮ রাত ১১:২০
ব্লগার_প্রান্ত বলেছেন: আমিন।
০১ লা জুন, ২০১৮ রাত ১১:২২
সনেট কবি বলেছেন: ছুম্মা আমিন।
৬| ০১ লা জুন, ২০১৮ রাত ১১:২৭
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনি নিয়মিত লিখছেন। লিখে চলুন অবিরত।।
০২ রা জুন, ২০১৮ সকাল ১০:৩৬
সনেট কবি বলেছেন: দোয়া করবেন যেন ভাল কিছু লিখতে পারি।
৭| ০২ রা জুন, ২০১৮ সকাল ৯:৪৯
রাজীব নুর বলেছেন: অনবদ্য।
মনটা শান্ত হয়ে গেল চাচাজ্বী।
০২ রা জুন, ২০১৮ সকাল ১০:৩৭
সনেট কবি বলেছেন: ধন্যবাদ ভাইপুত।
৮| ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৪
হাবিব বলেছেন:
"আল্লাহ" নামের ফজিলত
আল্লাহ মহান রব তিনি ছাড়া নাই
এ ধরার সবকিছু সৃজিলো দয়ায়,
করুণাতে সব জীব বেচে পড়ে খায়
প্রতিটি নি:শ্বাসে তব তাঁর নামে বাঁচি।
আল্লাহর রহমেই ভূলোকে সবাই
সুস্বাস্থ্য পাবার তরে ফলমূল খায়,
শোকরিয়া আদায়েতে পাপ দূরে যায়
নিখুত পৃথিবী 'পরে তাঁর দয়া যাচি।
নিয়ত হাজার বার তাঁর প্রশংসায়
বাড়বে হিম্মত শক্তি ঈমানের নায়
বিচারে নাহি ভয় সে বেহেশত পায়।
আল্লাহকে ছাড়া সবে থাকে অজানায়
সব প্রাণ বেঁচে থাকে তব করুণায়
তবুও হওনা কেন নত তাঁর পায়?
৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮
হাবিব বলেছেন: করুণাতে সব জীব বেঁচে পড়ে খায়
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০১৮ রাত ১০:৩১
কবীর হুমায়ূন বলেছেন: মন জুড়ে থাক তবে আল্লাহর নাম...
ভালো লাগলো সনেট। শুভকামনা কবি।