![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
আমার লোক পায়না এক বিন্দু ছাড়
তোমরা পাবে,সেকথা কিভাবে ভাবলে?
বুঝতে হবে কি হয় অযথা রাগলে,
পরিস্থিতি বুঝে চল, হতচ্ছাড়া সব!
ক্ষমতা টিকাতে লাগে প্রবল আছাড়
শত্রুর বিনাশে, যাতে শত্রুরা ভাগলে
সহজ হয় ক্ষমতা রাখতে আগলে,
এ ক্ষেত্রে আবেগ নয়, এটাই বাস্তব!
জ্ঞানীরা অল্পতে বুঝে মন্দ পরিস্থিতি,
রেহাই পেতে সুনীতি, দূরে পলায়ন
ফাঁকাপোষ্টে গোলদিতে কিপারকে ভীতি
দেখাতে হয় করতে সুষ্ঠ নির্বাচন।
শান্তির জন্য অশান্তি, কি আর উপায়?
শাসকেরা জনতার ত্যাগ শুধু চায়।
০৬ ই জুন, ২০১৮ সকাল ৮:১০
সনেট কবি বলেছেন: কারো ভোগের জন্য কারো ত্যাগতো লাগবেই।
২| ০৬ ই জুন, ২০১৮ রাত ১২:২৪
রাফা বলেছেন: সমসাময়িক ঘটণার বাস্তবতার প্রতিচ্ছবি ভালোই উঠে এসেছে সনেট কবিতায়।
ধন্যবাদ,সনেট কবিকে।
০৬ ই জুন, ২০১৮ সকাল ৮:১৩
সনেট কবি বলেছেন: সাথে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ।
৩| ০৬ ই জুন, ২০১৮ রাত ২:৪৪
চাঁদগাজী বলেছেন:
১৯৭৫ সালের পরিবর্তন আমাদেরকে এই কক্ষ পথে এনেছে
০৬ ই জুন, ২০১৮ সকাল ৮:১৬
সনেট কবি বলেছেন: ৪৭ থেকে আমাদের ক্ষমতার পট পরিবর্তন শুরু হয়েছে, কিন্তু কখনো আমাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে না। প্রতি নিয়ত আমাদের উপর নতুন দূর্যোগ নাজিল হয়।
৪| ০৬ ই জুন, ২০১৮ ভোর ৬:১০
রাকু হাসান বলেছেন: সনেট কবিতা দেখলেই একটা ভালবাসা কাজ করে । ভাল লিখেছেন । শুভকামনা রইলো
০৬ ই জুন, ২০১৮ সকাল ৮:১৭
সনেট কবি বলেছেন: আপনার জন্য অনুরূপ শুভ কামনা।
৫| ০৬ ই জুন, ২০১৮ সকাল ৯:৫১
রাজীব নুর বলেছেন: চাচাজ্বী রোজ রোজ আপনার কবিতা পড়ে- অভ্যাস হয়ে গেছে খারাপ। ব্লগে এসেই আগে আপনার পোষ্ট খুজি।
চাচা কাউকে পা হাত দিয়ে সালাম করা কি সঠিক? এ ব্যাপারে ইসলাম কি বলে?
০৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:২০
সনেট কবি বলেছেন: পায়ে হাত দিয়ে সালাম করা ইবাদত জাতীয় কিছু নয়। এটা দেশীয় সংস্কৃতি। এর সাথে ইসলামের কি সম্পর্ক? তবে এটা ইসলামের কোন কাজে ব্যাঘাত ঘটায় না।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০১৮ রাত ১১:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শাসকেরা জনতার ত্যাগ শুধু চায়- অসাধারণ উক্তি/পঙ্ক্তি।

আর তীব্র ঝাঁঝালো একটা সনেট, যাতে গেঁথে আছে সময়ের নৈরাজ্য আর অস্থিরতার কথা। চিরদিন কাহারো সমান যায় না