![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
প্রিয়জন দূরে সরে অথবা হারায়
চিরতরে। মনভেঙ্গে নিয়মিত আসে
শোকের ধুম্র কষ্টরা, বিনম্র বাতাসে
ছড়িয়ে অশ্রুর কণা, যন্ত্রণার টানে।
অন্তরে আবদ্ধ প্রশ্ন, গেল যে কোথায়
সে সকল প্রিয়জন? মেঘ হয়ে ভাসে
শোকগুলো সব যেন, যাতনা উদাসে
নিয়ত অন্তর কোণে, ক্লান্তি বয়ে আনে।
শিশির ঝরার মত এক এক করে
ঝরে ঝরে পড়ে আনন্দের ফুলগুলো।
মনে হয় সুখপদ্ম মননদী চরে
ক্রমাগত উড়ে চলা একরাশ ধুলো।
কষ্টের আগ্রাসে যেন যবনিকাপাত
ঘটেনা। অনেক দিয়ে শোকের আঘাত।
কষ্ট
কষ্ট সেতো জমে যায়
মনের মতন
ইবাদত করতে না পারায়।
ভয় ও কামনা
সব মানুষ জান্নাতে গেলে আমি খুশী!
কারণ সে সব মানুষের মধ্যে আমিও একজন।
একজন মানুষ জাহান্নামে গেলেও আমার ভয়!
কারণ সে একজন যদি আমি হই তবেতো মুশকিল।
কাজেই আমি আল্লাহকে বলি হে আল্লাহ,
পুরস্কার কম হোক পাপের শাস্তি,
কিন্তু জাহান্নাম নয়।
রক্ষা কর মাবুদ!
০৭ ই জুন, ২০১৮ রাত ৮:২৯
সনেট কবি বলেছেন: কিন্তু তথাপি শোক সহ্য করতে হয়।
২| ০৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৭
কাওসার চৌধুরী বলেছেন: প্রিয়জন হারানোর শোক কাটিয়ে উঠা অনেক কঠিন।
০৭ ই জুন, ২০১৮ রাত ৮:৩১
সনেট কবি বলেছেন: অথচ এ কঠিন কাজ করতে করতে মানুষের জীবনের অবশান ঘটে।
৩| ০৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
তারেক ফাহিম বলেছেন: আল্লাহ্ সকলকে ধৈর্য্য ধরার তৌফিক দান করুক।
০৭ ই জুন, ২০১৮ রাত ৮:৩২
সনেট কবি বলেছেন: সব কিছুতে আল্লাহ একমাত্র ভরসা।
৪| ০৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চিরসুখীজন ভ্রমে কি কখন - ব্যথিতবেদন বুঝিতে পারে।
কী যাতনা বিষে, বুঝিবে সে কিসে - কভূ আশীবিষে দংশেনি যারে।
যতদিন ভবে, না হবে না হবে, - তোমার অবস্থা আমার সম।
ঈষৎ হাসিবে, শুনে না শুনিবে - বুঝে না বুঝিবে, যাতনা মম।
০৭ ই জুন, ২০১৮ রাত ৮:৩৫
সনেট কবি বলেছেন: যে কষ্ট পায় সে বুঝে এর মর্ম।
৫| ০৭ ই জুন, ২০১৮ রাত ৮:২৩
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় কবি ভাই, শোক বড় নিষ্ঠুর, নির্মম যা সবাই সহজে কাটিয়ে উঠতে পারেনা ।
শুভেচ্ছা নিয়েন প্রিয় কবিভাই।
০৭ ই জুন, ২০১৮ রাত ৮:৩৬
সনেট কবি বলেছেন: তথাপি শোকের সাথে আমাদের বসবাস করতে হয়।
৬| ০৭ ই জুন, ২০১৮ রাত ৯:০৬
কাইকর বলেছেন: এই শোক অনেক মানুষের জীবন শেষ করে দেয়
০৭ ই জুন, ২০১৮ রাত ৯:০৮
সনেট কবি বলেছেন: তারপর তারা অন্য মানুষের শোকের কারণ হয়।
৭| ০৭ ই জুন, ২০১৮ রাত ৯:৪৬
মোঃ আল-আমিন৯৮ বলেছেন: খুব সুন্দর কবিতা
০৮ ই জুন, ২০১৮ সকাল ১০:৪৫
সনেট কবি বলেছেন: শুভেচ্ছা নিরন্তর।
৮| ০৭ ই জুন, ২০১৮ রাত ১০:৩৬
কথাকথিকেথিকথন বলেছেন:
যোগসূত্রের কবিতাগুলো । ভাল লেগেছে ।
০৮ ই জুন, ২০১৮ সকাল ১০:৪৬
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
৯| ০৮ ই জুন, ২০১৮ রাত ৩:২০
উদাসী স্বপ্ন বলেছেন: আপনজনের চলে যাওয়া বা তাদের প্রতারনা ছলনা সবচেয়ে বেশী কষ্ট দেয়।
কবিতাতে সে অনুভূতিগুলোর সুন্দর অনুভূতি ফুটে উঠেছে
০৮ ই জুন, ২০১৮ সকাল ১০:৪৮
সনেট কবি বলেছেন: তারা থাকাকালিন তাদের গুরুত্ব বুঝা না গেলেও চলে গেলে মনে হয় এক সময় তারা ছিল।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
রাজীব নুর বলেছেন: শোক সহ্য করার ক্ষমতা সবার থাকে না।