![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত
মাহে রমজান যাতে করুনা প্রদান
করেন আল্লাহ সবে স্নেহে অফুরান
ইবাদতে মশগুল সকল বান্দায়।
এমাসে বান্দার জন্য আছে রহমত
আরো আছে মুশকিল বিপদ আসান
আল্লাহর নিরাপত্তা সালাম আমান
অব্যাহত পুরো মাস প্রভুর মায়ায়।
আল্লাহর ক্ষমাপেয়ে পাপের আঁধার
কেটে গিয়ে মন প্রাণ থাকে সুশীতল
রমজানে, মন জানে সুযোগ বান্দার
শয়তান থাকে বলে এমাসে অচল।
কৃতজ্ঞ অন্তরে করে রবের সুনাম
জিকিরে ফিকিরে রাখ তাঁর প্রিয়নাম।
প্রভু
প্রভু, অন্তরে ছড়ায় সুখ অনুভুতি
আপনার প্রিয় নাম।যা হৃদে আমার
প্রবাহে আলোর বান, তাড়িয়ে আঁধার
শীতলতা এনে দেয় মোহিত আত্মায়।
প্রভু, আপনার নাম ভুলে অধঃগতি
দেখে চিৎকার দিয়ে উঠে বার বার
বাঁচবার চেষ্টাকরে পায়না যে আর
কেউ কোন রক্ষকর্তা কষ্টে অবেলায়।
প্রভুর মহিমা কত ছড়িয়ে রয়েছে
লতায় পাতায় ঘাসে বৃন্ত ফুল ফলে
সেথায় শান্তিরা যেন ঝরে জমে আছে।
দু’চোখ ভরে তাকিয়ে দেখি কৌতুহলে
সুখেরা বসত করে সৃষ্টির নিবাসে
প্রভুর আদেশে তারা ছুটে ছুটে আসে।
০৮ ই জুন, ২০১৮ সকাল ১১:৫৫
সনেট কবি বলেছেন: ঈদে ঝালকাঠিতে থাকার ইচ্ছা। আপনার দাওয়াত রইল। আর উহা যদি সনেট হয় তবে সনেট কবি এত কম কেন?
২| ০৮ ই জুন, ২০১৮ দুপুর ১:৩৮
লাবণ্য ২ বলেছেন: সুন্দর
০৮ ই জুন, ২০১৮ রাত ৯:৪০
সনেট কবি বলেছেন: ধন্যবাদ
৩| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৩:২৯
ঋতো আহমেদ বলেছেন: সুন্দর কবিতা ফরিদ ভাই। নুরু ভাই আপনার অফটপিক টাও বেশ।
০৮ ই জুন, ২০১৮ রাত ৯:৪২
সনেট কবি বলেছেন: আপনাকে আমার পোষ্টে কালে ভদ্রে পাওয়া যায়। তবে আপনার কবিতার মান আগের চেয়ে অনেক ভাল হয়েছে।
৪| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: রমজানের ফজিলত নিয়ে সনেট। অনেক ভালো লাগলো। তবে আপনি কি সুযুগ বলতে সুযোগ কে বুঝিয়েছেন? নাকি সত্যের যুগ কে?
০৮ ই জুন, ২০১৮ রাত ৯:৪৩
সনেট কবি বলেছেন: বানান ভুল হয়েছিল। পরে ঠিক করেছি। ধন্যবাদ শাহাদাৎ ভাই।
৫| ০৮ ই জুন, ২০১৮ রাত ৮:৩৫
রাজীব নুর বলেছেন: চাচাজ্বী আমি ঠিক করেছি, একটা প্রকাশনি খুলব।
তখন আপনার এই লেখা গুলো বই আকারে প্রকাশ করবো।
০৮ ই জুন, ২০১৮ রাত ৯:৪৫
সনেট কবি বলেছেন: প্রকাশকদের ভাল সাহিত্যিক হতে হয়। আপনি মনে হয় সে শর্ত পূরণ করেছেন।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুন, ২০১৮ সকাল ১১:৫২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধর্মীয় ভাবধারায়
রচিত আপনার আজকের
সনেটটি খুবই চমৎকার হয়েছে।
ধন্যবাদ ফরিদভাই, ঈদের অগ্রীম শুভেচ্ছা জানবেন।
অফটপিকঃ অদ্য আরো একজন সনেট কবির সাক্ষাত পেলাম ব্লগে!!