নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

ব্লগার মোস্তফা সোহেল

১৩ ই জুন, ২০১৮ দুপুর ১:৩১




কবিতার সমারোহে ‘জীবন্ত বৈচিত্র’;
ফুটেউঠে ঝিকি মিকি তুলির আঁচড়ে
অবিরাম ছুটে চলা নদীর মতন
পর্বতের পদছুঁয়ে সাগরে গড়ায়।
মুগ্ধতার শিহরণ ছন্দের নন্দন
কাননের অলিগলি। কবির কবিত্বে
পরিস্ফুট একালের আবেগ তাড়িত
ভাললাগা গেঁথে আছে পরতে পরতে।

অনন্তের আকর্ষণে নিরন্ত লিখন
অনবদ্য কবি এক মোস্তফা সোহেল
অনুভুতি মনে যার সাজানো সকল।
সোন্দর্যের বিকিরণ সতেজ প্রাণেতে
স্তরে স্তরে অনুকাব্য, আবৃতি আনন্দ
গতিময় পদ্যপাঠে, আবেগ আপ্লুত।

মোস্তফা সোহেল

মন্তব্য ৩৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ১:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ ফরিদ ভাই
ব্লগার মোস্তফা সোহেলকে নিয়ে
দারুন সনেট লেখার জন্য।
আপনার সনেট সংখ্যা
মে'১৮ পর্যন্ত ৭০১টি।
আপডেট সংখ্যা জানতে চাই

১৩ ই জুন, ২০১৮ দুপুর ২:৫২

সনেট কবি বলেছেন: জুনে কয়টা বাড়ল সেটা জুলাইতে হিসেব করব ভাবছি।

২| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ২:১১

কাওসার চৌধুরী বলেছেন: সোহেল ভাই আমার প্রিয় একজন ব্লগার। একজন ভাল মানুষ হিসাবেও ব্লগে তিনি পরিচিত। উনাকে নিয়ে সনেট লেখায় সনেট কবিকে ধন্যবাদ। শুভ কামনা দুজনের জন্য।

১৩ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৩

সনেট কবি বলেছেন: তাঁকে আমার নিতান্ত ভদ্রলোক বলে মনে হয়।

৩| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ২:১১

সৈয়দ ইসলাম বলেছেন: বিল্কুল বিল্কুল,
মোস্তফা সোহেল একজন একজন আড্ডাবাজ ব্লগার, ইনার সাথে অনেক আড্ডা হয়েছে পীসসাহেব! ইনি মানুষটা খুবই সৎ।

আপনার সনেট ভাল লাগলো।

১৩ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৪

সনেট কবি বলেছেন: তাঁকে আমারো খুব ভাল মানুষ মনে হয়।

৪| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ২:১১

নাজিম সৌরভ বলেছেন: দারুণ লাগলো !

১৩ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৪

সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ।

৫| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ২:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: কবিকে ধন্যবাদ। অভিনন্দন সোহেল ভাইকে। আমারও একজন প্রিয় ব্লগার সোহেল ভাই। যথার্থ গুনি জনকে নিয়েই ভালো সনেট রচিত হয়েছে।

দুজনেরই মঙ্গল কামনাকরি।

১৩ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৫

সনেট কবি বলেছেন: বুঝাগেল সবার দৃষ্টিতেই তিনি একজন গুনীজন।

৬| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ২:৪৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বাহ্ বাহ্ বেশ !!
অভিনন্দন সোহেল ভাইকে আর কবিকে ধন্যবাদ জানায় ।

১৩ ই জুন, ২০১৮ বিকাল ৩:০০

সনেট কবি বলেছেন: আপনাকেও অভিনন্দন কবি।

৭| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ২:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন:

সোহেল ভাইয়ের জন্য শুভ কামনা রইলো। !:#P



১৩ ই জুন, ২০১৮ বিকাল ৩:০১

সনেট কবি বলেছেন: প্রেমের কবিতা লিখতে লিখতে কবি এখন উদাস।

৮| ১৩ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪২

কাইকর বলেছেন: সুন্দর ++++

১৩ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় গল্পকার কাইকর।

৯| ১৩ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৭

রাজীব নুর বলেছেন: চাচাজ্বী আপনি গ্রেট।

১৩ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

সনেট কবি বলেছেন: কি যে বলি? মাথা দেখি চুলকোচ্ছে!

১০| ১৩ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব ভালো লাগলো সুপ্রিয় সোহেল ভাইকে নিয়ে আপনার সনেট, কথামালায় মুগ্ধতা।
সোহেল ভাই কবিতার পাশাপাশি গল্পও লিখেন চমৎকার।

শুভকামনা দুজনার তরে

১৩ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

সনেট কবি বলেছেন: তাঁর গল্পও পড়েছি বলে মনে পড়ছে।

১১| ১৩ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

মোস্তফা সোহেল বলেছেন: প‌্রিয় ফরিদ ভাই,আপনার লেখা সনেটটি আগেও পড়েছি।বেশ কয়েকজন ব্লাগারে সাথে আমাকে নিয়ে সনেটটিও ছিল।আবার আলাদা করে প্রকাশ করায় আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
তবে লেখায় যা প্রকাশ করেছেন আমি তার যোগ্য নয়।

১৩ ই জুন, ২০১৮ রাত ৮:০৪

সনেট কবি বলেছেন: তখন আমি সেফ ছিলামনা। আপনার দেখছি ভালই মনে আছে। তবে তখন কবিতাটি প্রতিমন্তব্য হিসেবে ছিল, পোষ্ট ছিলনা। সে জন্য রিপোষ্ট লেখিনি।

১২| ১৩ ই জুন, ২০১৮ রাত ৯:১৮

জুন বলেছেন: মোস্তফা সোহেল আমারও একজন প্রিয় ব্লগার ।

১৩ ই জুন, ২০১৮ রাত ১০:৩১

সনেট কবি বলেছেন: তাঁর পোষ্ট বেশ উপভোগ্য। আর আমি উপভোগ করি কাকে নিয়ে লিখলে বেশী বেশী পাঠক সাড়া মিলে।

১৩| ১৪ ই জুন, ২০১৮ সকাল ৮:৩২

আবু ছােলহ বলেছেন:



তিনি আমারও প্রিয়একজন মানুষ। দুই কবির জন্য শুভকামনা।

১৪ ই জুন, ২০১৮ সকাল ৮:৩৩

সনেট কবি বলেছেন: আপনার পোষ্টগুলো বেশ শিক্ষনীয় হয়।

১৪| ১৪ ই জুন, ২০১৮ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কি যে বলি? মাথা দেখি চুলকোচ্ছে!

চাচা মাথায় সেম্পু করতে হবে।

১৪ ই জুন, ২০১৮ দুপুর ২:১৮

সনেট কবি বলেছেন: কোথায় যে সেম্পু করি! চুলতো চামড়া সাইজ করে ছেঁটে ফেলেছি।

১৫| ১৪ ই জুন, ২০১৮ সকাল ১০:২৩

মিথী_মারজান বলেছেন: বাহ্!
মোস্তফা সোহেলকে নিয়ে সনেট!!!
দারুণ!!!
আমার খুব খুব পছন্দের একজন ব্লগার।
সহজ, সরল আর পুরোটাই মায়ায় ঘেরা একজন মানুষ।
আর সনেটটিও খুব সুন্দর হয়েছে।
আমার প্রিয় ভাইয়া মোস্তফা সোহেল আর আপনি, দুজনার জন্যই শুভেচ্ছা।

১৪ ই জুন, ২০১৮ দুপুর ২:২৭

সনেট কবি বলেছেন: আপনিও তাঁর যথাযথ মূল্যায়ন করেছেন। মুগ্ধ হয়ে গেলাম।

১৬| ১৪ ই জুন, ২০১৮ সকাল ১০:৪৮

তারেক_মাহমুদ বলেছেন: সত্যি আমাদের সবার প্রিয় মোস্তফা সোহেলকে নিয়ে সনেট লেখার জন্য ধন্যবাদ, উনার সাথে ব্লগে আসার শুরু থেকেই আমার সখ্যতা। পুনরায় ধন্যবাদ সনেট কবি।

১৪ ই জুন, ২০১৮ দুপুর ২:২৮

সনেট কবি বলেছেন: তাঁর বিনয়ের পারদ অনেক উঁচুতে।

১৭| ১৪ ই জুন, ২০১৮ সকাল ১১:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনি অসাধারন এক কা পূর্ন করে চলেছেন।

ব্লগ আর ব্লগারদের আপনার সনেটে অমর করে রাখছেন :)

অনেক অনেক ধন্যবাদ

অগ্রীম ঈদ মোবারক

১৪ ই জুন, ২০১৮ দুপুর ২:২৯

সনেট কবি বলেছেন: দোয় করবেন তাঁদের নিয়ে লেখাগুলো যেন পুস্তকের মোড়কে আবদ্ধ করতে পারি।

১৮| ১৪ ই জুন, ২০১৮ দুপুর ১২:২০

মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: ভালো ছিলো।
ব্লগটি ঘুরে আসার নিমন্ত্রণ রইলো।

১৪ ই জুন, ২০১৮ দুপুর ২:৩০

সনেট কবি বলেছেন: এখন তবে কি?

১৯| ১৪ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫২

প্রথমকথা বলেছেন: সাদা মনের ব্লগার , দুই জনের জন্য শুভকামনা।

১৪ ই জুন, ২০১৮ দুপুর ২:৩২

সনেট কবি বলেছেন: নিরন্তর শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.