নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

ব্লগার কবি সামিউল ইসলাম বাবু

১৪ ই জুন, ২০১৮ রাত ৮:৩০



মনে জাগে কত কথা দিতে তারে ভাষা
রাত দির এক করে ভাবে এক কবি
সামিউল ইসলাম বাবু মহাশয়
কবিতার আলয়েতে তিনি দীপ্তিমাণ।
মানবের যন্ত্রণায় কাঁদে কবি মন
ভারাক্রান্ত হৃদয়েতে ঘুরে চতুর্দিক
অনাচার দেখে পদ্যে করে প্রতিবাদ
প্রকৃতির রূপ কভু বর্ণে বিস্তারিত।

কবি মনে খেলা করে কত ভাবনার
ফুল দল রাশি রশি, হাসি প্রেমিকার
সে সবের ইয়ত্তা কি আছে কোন কালে?
আমাদের এ কবিও থাকে বিলক্ষণ
সুন্দরের নিরীক্ষণে নিজ ভাবনায়
অন্তরের অলিগলি সদা কায়মনে।

সামিউল ইসলাম বাবু

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৮ রাত ৮:৪৩

নীলপরি বলেছেন: সুন্দর লিখেছেন ।
শুভকামনা

১৫ ই জুন, ২০১৮ সকাল ৮:১২

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

২| ১৪ ই জুন, ২০১৮ রাত ৯:১৩

কাইকর বলেছেন: ভাল লাগলো।

১৫ ই জুন, ২০১৮ সকাল ৮:১৩

সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব কাইকর।

৩| ১৪ ই জুন, ২০১৮ রাত ১১:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সনেট ভাই
একদিনে ৩ টি সনেট!!
গিনেস রেকর্ড ভেঙ্গে গেলো !!!
বাবু ভাই আর ফরিদ ভাই
দুজনকেই শুভেচ্ছা !!

১৫ ই জুন, ২০১৮ সকাল ৮:১৬

সনেট কবি বলেছেন: বুঝলাম বেশী হয়ে গেল।

৪| ১৪ ই জুন, ২০১৮ রাত ১১:১৭

চাঁদগাজী বলেছেন:


সামিউল ইসলামের পোষ্ট প্রায় দেখি, কেন যে পড়া হয় না, বলা মুশকিল! লেখার প্রথম ২/৪ লাইনের প্রতি উনি নজর দিলে ভালো হবে।

১৫ ই জুন, ২০১৮ সকাল ৮:১৭

সনেট কবি বলেছেন: ভাল পরামর্শ।

৫| ১৪ ই জুন, ২০১৮ রাত ১১:৪৬

সৈয়দ ইসলাম বলেছেন: ইদানীং আমি আনএক্টিব না উনি আনেক্টিব বুঝতে পারি না!


সনেট ভাল হয়েছে।

১৫ ই জুন, ২০১৮ সকাল ৮:১৭

সনেট কবি বলেছেন: অবশেষে অনেকেই ক্লান্ত হয়ে পড়েন।

৬| ১৫ ই জুন, ২০১৮ দুপুর ২:২১

রাজীব নুর বলেছেন: চাচা আপনি রেকর্ড করবেন।

১৬ ই জুন, ২০১৮ সকাল ১০:২১

সনেট কবি বলেছেন: দোয়া করবেন ভাইপুত।

৭| ১৫ ই জুন, ২০১৮ রাত ১০:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:

শুভকামনা উভয়কে।

১৬ ই জুন, ২০১৮ সকাল ১০:৩১

সনেট কবি বলেছেন: আপনাকে নিয়ে দেওয়া পোষ্ট সম্ভবত আপনার নজরে আসেনি।ঈদ মোবারক।

৮| ১৬ ই জুন, ২০১৮ রাত ১২:০০

সৈয়দ তাজুল বলেছেন:

ঈদের শুভেচ্ছা প্রিয় কবি

১৬ ই জুন, ২০১৮ সকাল ১০:৩২

সনেট কবি বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা তাজুল ভাই।

৯| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ বাদ ।

জাজাকাল্লাহু খাইরান।





প্রিয় কবি আপনি আমাকে নিয়ে লিখেছেন এজন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালবাসা।


কবি, কোনকিছু
পাইতে হলে একটি ভালোবাসা লাগে, আপনার মধ্যে তা ১০০% আছে।

আমি একটু
ব্যস্ত তাই সময় পায়না। গুগলে সার্চ দিতে গিয়ে দেখলাম আপনি আমাকে নিয়ে লিখেছেন তাই চলে আসলাম

১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২০

সনেট কবি বলেছেন: যাক দেরীতে হলেও আপনার নজরে এসেছে। প্রতিমন্তব্যের জন্য নিরন্তর শুভেচ্ছা।

১০| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫১

খায়রুল আহসান বলেছেন: ভাল লিখেছেন। সনেট কবি এবং কবিতার মানুষ- উভয়ের প্রতি শুভেচ্ছা----

১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৫

সনেট কবি বলেছেন: আপনার আগমন ভাল লাগছে। সনেট কাব্যে আল-আসমাউল হুসনা আশা করি শীগ্র শুরু করব। আশাকরি তখন আপনার সহযোগিতা পাব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.