![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
বাংলাদেশ, চিরায়ত সবুজে ভোরের
সূর্য উঠে রক্তলাল; অবাক বিস্ময়ে
অনন্য সুন্দর দেখি দিগন্তে তাকিয়ে,
সবুজে রোদ্র প্রলেপ কি চমৎকার!
রাতের আকাশে চাঁদ সুন্দর দোরের
শিকল খুলে নিমিশে আঁধার তাড়িয়ে
মনমুগ্ধতা ছড়ায় সীমানা ছাড়িয়ে,
উতলা হৃদয়ে সেতো সেরা উপহার।
প্রকৃতি হেথায় সাজে নরম কোমল
আলো আঁধার ছায়ায়।নদী বনে আছে
হাজার প্রকার সব প্রাণীরা চঞ্চল।
পাহাড়ে ও সমতলে মানুষের কাছে
এ দেশটা চিরকাল সুখের নিবাস
শাসকে ছড়ায় যদি শান্তির সুবাস।
# বাংলাদেশ, আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি!
বিশ্বশান্তি মিশন ও
আমাদের পতাকার মান
লাল সবুজের প্রিয় পতাকার মান
বাড়াতে উত্তম কাজে বিশ্বসেরা হয়ে,
নাগরিক সকলের অন্তর প্রত্যয়ে
সভ্যতায় রাখা যাবে সেরা অবদান।
বিশ্বজনে কায়মনে মেধা শ্রম দান
করে যেতে হয় চির বিশ্বমন জয়ে
কাজ করে বিশ্ব জুড়ে শান্তি সূর্যদয়ে
প্রতিষ্ঠিত করা যায় জাতীয় সম্মান।
একমাত্র আমরাই একত্র করব
মিলমিশে বিশ্বজনে।একাজের সেরা
অবশেষে বিশ্বজুড়ে আমরাই হব।
পৃথিবীটা হয়ে যায় শান্তি সুখে ঘেরা
আমাদের জন্য যদি।তবে বিশ্বে নেড়ে
আমাদের পতাকার মান যাবে বেড়ে।
১৮ ই জুন, ২০১৮ সকাল ৯:৩৭
সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা।
২| ১৮ ই জুন, ২০১৮ সকাল ৯:৩০
নতুন নকিব বলেছেন:
প্রিয় স্বদেশের কবিতায় মোবারকবাদ।
১৮ ই জুন, ২০১৮ সকাল ৯:৩৮
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
৩| ১৮ ই জুন, ২০১৮ সকাল ১০:১৮
শায়মা বলেছেন: বাহ বাহ এক্সসেলেন্ট!
অনেক ভালো লাগা ভাইয়ামনি!
১৮ ই জুন, ২০১৮ সকাল ১০:২৬
সনেট কবি বলেছেন: এরপর ভাবছি পতাকা উড়াব। কবিতা লেখা হয়েছে। এখন শ্রীবৃদ্ধি প্রচেষ্টা চলছে। দোয়া করবেন সুপ্রিয় আপুমনি!
৪| ১৮ ই জুন, ২০১৮ সকাল ১০:৩৩
খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর হয়েছে আপনার এই কবিতা। কবিতায় দেশপ্রেম মূর্ত।
তবে একটা টাইপো রয়েছে, সম্পাদনা করে নেবেন আশা করি। 'দীগন্তে' < < দিগন্তে হবে।
১৮ ই জুন, ২০১৮ সকাল ১০:৩৬
সনেট কবি বলেছেন: টাইপো ঠিক করেছি শ্রদ্ধেয়।
৫| ১৮ ই জুন, ২০১৮ সকাল ১০:৫২
সিগন্যাস বলেছেন: দশ দিন রক্তলাল সূর্য না উঠলে পৃথিবী এন্টার্কটিকা হয়ে যাবে।
১৮ ই জুন, ২০১৮ দুপুর ১২:২৯
সনেট কবি বলেছেন: দারুন বলেছেন।
৬| ১৮ ই জুন, ২০১৮ সকাল ১১:৩১
রাজীব নুর বলেছেন: আমি গাধা আজও নিজের দেশ নিক্যে একটা কবিতা লিখতে পারলাম না।
১৮ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩১
সনেট কবি বলেছেন: আপনি পারবেন, এমন আস্তা আমাদের রয়েছে।
৭| ১৮ ই জুন, ২০১৮ সকাল ১১:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
১৮ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩৫
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
৮| ১৮ ই জুন, ২০১৮ দুপুর ১২:০৭
কামরুননাহার কলি বলেছেন: কবিতা এবং ছবি দুটোই দারুন হয়েছে।
১৮ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩৬
সনেট কবি বলেছেন: শুভেচ্ছা নিরন্তর।
৯| ১৮ ই জুন, ২০১৮ দুপুর ১:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: বেশতো। দেশপ্রেম চাই।দেশের শত্রুদের পতন চাই।
১৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
সনেট কবি বলেছেন: সবার কাম্য এমন হওয়াই উচিত।
১০| ১৮ ই জুন, ২০১৮ দুপুর ২:২২
পদাতিক চৌধুরি বলেছেন: এককথায় অনবদ্য!! তৈরী হোক প্রকৃত দেশপ্রেম। দেশ, জাতির কল্যাণ হোক।
অনেক শুভ কামনা প্রিয় কবিকে।
১৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
সনেট কবি বলেছেন: দেশ রক্ষায় নাগরিকদের মাঝে দেশ প্রেম থাকা একান্ত জরুরী।
১১| ১৮ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩১
এখওয়ানআখী বলেছেন: খুব ভাল লাগল। তবে কবিতা নিয়ে কেউ তেমন ভাবতে চায়না। সবাই কিছু তেলতেলে কথা ছেড়ে দেয়। ধন্যবাদ
১৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
সনেট কবি বলেছেন: তেলতেলে কথা আবার হার্টের জন্য ক্ষতিকর নয়তো?
১২| ১৮ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪১
চাঁদগাজী বলেছেন:
যখন মানুষ অন্যদেশ নিয়ে ব্যস্ত, আপনি জননীর কথা বলেছেন সুন্দর সনেটে
১৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
সনেট কবি বলেছেন: কবিতাগুলো মাঝে মাঝে ভাল না হয়ে হতাশ করে।
১৩| ১৮ ই জুন, ২০১৮ রাত ৮:২২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কবি ভাই?
পদ্য, ছড়া ও কবিতার মধ্যে পার্থক্য কি??
দেশ নিয়ে আমার একটা লেখাঃ
বাংলা আমার সকল আশা
হাসি কান্না সুখ,
বাংলাদেশের জন্য আমি
ভুলতে পারি দুখ।
জন্ম আমার এই দেশেতে
মরন যেনও হয়,
সত্য পথে থাকব সদা
নেই তো কোন ভয়।
চলো সবাই দেশটা গড়ি
বিলিয়ে নিজের প্রাণ,
জীবন দিয়ে হলেও মোরা
রাখব দেশের মান।
১৮ ই জুন, ২০১৮ রাত ১০:০২
সনেট কবি বলেছেন: ছড়া ও কবিতার প্রতি চরন বা লাইনকে পদ্য বলে। ছড়াতে অন্তমিল যুক্ত ছোট পদ্য থাকে। কিন্তু কবিতায় অন্তমিল বা পদ্যের আকারের কোন শর্ত নেই।
১৪| ১৮ ই জুন, ২০১৮ রাত ৮:৪২
মশিউর বেষ্ট বলেছেন: সুন্দর
১৮ ই জুন, ২০১৮ রাত ১০:০৩
সনেট কবি বলেছেন: ধন্যবাদ
১৫| ১৮ ই জুন, ২০১৮ রাত ১১:০৮
ওমেরা বলেছেন: কবিতার মত ছবিটাও সুন্দর হয়েছে ভাইয়া।
১৯ শে জুন, ২০১৮ সকাল ৮:১২
সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় গল্পকার। যার নিজের জীবনটাও গল্পের মত।
১৬| ১৮ ই জুন, ২০১৮ রাত ১১:৩৩
পবন সরকার বলেছেন: অসাধারণ, ধন্যবাদ কবি।
১৯ শে জুন, ২০১৮ সকাল ৮:১৩
সনেট কবি বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ প্রিয় কবি।
১৭| ১৯ শে জুন, ২০১৮ সকাল ৭:১৪
স্রাঞ্জি সে বলেছেন: শ্রদ্ধেয় কবি, কবিতা পড়ে ভাল লাগল।
কিন্তু রাজ্যের শাসক কি সুবাস ছড়াবে। শান্তির রেখা আজ পর্যন্ত চোখে দেখলাম না।
১৯ শে জুন, ২০১৮ সকাল ৮:১৪
সনেট কবি বলেছেন: শাসকেরা চিরকাল কি যেন ছড়ায়? থাক হতাশার কথা কত আর বলব।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুন, ২০১৮ সকাল ৯:২৯
নিশাচড় বলেছেন: অসাধারণ। একরাশ ভালোলাগা কবি