![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
কবি বৃষ্টি বিন্দুর কোমল আদরে
কথারা কাব্য নদীর জোয়ার বেলায়
ঢেউ তুলে চলে যায় লালিত্য দোলায়,
আহা কি চমৎকার দেখতে প্রত্যেক!
ছোট ছোট কথাগুলো বৃষ্টি হয়ে ঝরে
যেন তারা মুক্তো দানা ফোটায় ফোটায়
মায়াময় প্রতি বিন্দু সাহিত্য পাতায়,
প্রতিটি কথায় যেন প্রাচুর্য অনেক!
পাঠক পাগল হয় জল কলকলে
কথাদের নিরবধি বিতরণে জ্ঞান
যেথায় থাকেনা কথা প্রতারণা ছলে।
কবি কথা সর্বস্থানে সততার টান,
হে ব্লগার ওহে কবি সুকথার মতি
ছড়িয়ে রাখুন কাব্যে চিরন্তন গতি।
ব্লগার বৃষ্টি বিন্দু
২২ শে জুন, ২০১৮ রাত ৮:২৮
সনেট কবি বলেছেন: বাস্তবিক সাহিত্যের মায়ায় সাহিত্যিকের প্রতি সবার মায়া ধরে।
২| ২২ শে জুন, ২০১৮ বিকাল ৩:৪৫
blogermassud বলেছেন: ব্লগে একমাত্র আপনাকেই দেখা যায় ক্যাচাল মুক্ত।নিঃস্বার্থে আপনি ব্লগারদের উৎসাহ দিয়ে যাচ্ছেন।
২২ শে জুন, ২০১৮ রাত ৮:২৯
সনেট কবি বলেছেন: ব্লগারদের উৎসাহ দিতে হয় ব্লগের প্রয়োজনে।
৩| ২২ শে জুন, ২০১৮ বিকাল ৪:০৩
সৈয়দ ইসলাম বলেছেন: ফরিদ ভাই,
আপনার এমন নিরলস চেষ্টা প্রত্যেক ব্লগারকেই উৎসাহিত করছে।
বৃষ্টিবিন্দু কবিকে আমার কাছে জাত কবি মনে হয়েছিল!
উনাকে চেনেন আপনি?
২২ শে জুন, ২০১৮ রাত ৮:৩২
সনেট কবি বলেছেন: তাঁকে চিনি তাঁর কবিতার মাধ্যমে।
৪| ২২ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩৫
চাঁদগাজী বলেছেন:
আপনি কবির অনেক সুনাম করলেন, উনার লেখা পড়তে হবে!
২২ শে জুন, ২০১৮ রাত ৮:৩৪
সনেট কবি বলেছেন: আশাকরি তাঁর লেখা আপনার ভাললাগবে।
৫| ২২ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩৬
বৃষ্টি বিন্দু বলেছেন: আসসালামু আলাইকুম... অনেক প্রিয় সনেট কবি,
ছড়ার আকারে একটু লিখি।
কী লিখবো পাচ্ছিনাতো ভাষা,
দুরুদুরু বক্ষে নিদারুণ সব আশা।
স্নেহভরা উৎসাহটা প্রথম পেলাম আজ,
উৎসাহভরা দোয়া নিয়ে করতে চাই কাজ।
২২ শে জুন, ২০১৮ রাত ৮:৩৫
সনেট কবি বলেছেন: আশাকরি আপনার কলম আরো শানিত হবে।
৬| ২২ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩৭
Sujon Mahmud বলেছেন: ভালো লিখেছেন তো
২২ শে জুন, ২০১৮ রাত ৮:৩৫
সনেট কবি বলেছেন: ধন্যবাদ
৭| ২২ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩৮
সিগন্যাস বলেছেন:
২২ শে জুন, ২০১৮ রাত ৮:৩৬
সনেট কবি বলেছেন: ভাল।
৮| ২২ শে জুন, ২০১৮ বিকাল ৫:১২
কাওসার চৌধুরী বলেছেন: প্রিয় বৃষ্টি বিন্দু ভাইকে নিয়ে সনেট লেখায় খুশি হলাম। শুভ কামনা দু'জনের জন্য।
২২ শে জুন, ২০১৮ রাত ৮:৩৮
সনেট কবি বলেছেন: আপনার জন্যও শুভকামনা। আপনার পোষ্ট ব্লগের সম্পদ।
৯| ২২ শে জুন, ২০১৮ বিকাল ৫:২০
বৃষ্টি বিন্দু বলেছেন: আসসালামু আলাইকুম,
চাঁদ ভাই/ গাজী ভাই,
আমি তেমন কিছু লিখতে পারিনা।
লিখায় অনেক ভুল পাবেন।
ভয় পাচ্ছি,
না যানি শেষে বকা দিয়ে বসেন কিনা!!!
তবে বকা খাওয়া ভালো। ভুল ধরে দিলে বুঝতে পারবো কোথায় ঠিক করতে হবে...
২২ শে জুন, ২০১৮ রাত ৮:৪১
সনেট কবি বলেছেন: যারা ভুল ধরে তাদেরকে অভিভাবক মানতে হয়।
১০| ২২ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫১
রাজীব নুর বলেছেন: আমার চোখে একটা বানান ভুল ধরা পড়েছে। এডিট করে ঠিক করে নিন।
বলুন তো কোন বানান টা?
২২ শে জুন, ২০১৮ রাত ৮:৪৫
সনেট কবি বলেছেন: শব্দটা প্রাচুর্য। আমি খেয়াল করিনি।
১১| ২২ শে জুন, ২০১৮ রাত ৮:১২
দীপঙ্কর বেরা বলেছেন: দারুণ হয়েছে।
২২ শে জুন, ২০১৮ রাত ৮:৪৬
সনেট কবি বলেছেন: ধন্যবাদ।
১২| ২২ শে জুন, ২০১৮ রাত ৮:২১
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনার সনেটগুলো অনেক ভাল।
২২ শে জুন, ২০১৮ রাত ৮:৪৭
সনেট কবি বলেছেন: ধন্যবাদ
১৩| ২২ শে জুন, ২০১৮ রাত ৯:৪৫
কাইকর বলেছেন: সুন্দর +
২২ শে জুন, ২০১৮ রাত ১১:০৪
সনেট কবি বলেছেন: ধন্যবাদ
১৪| ২৩ শে জুন, ২০১৮ সকাল ৮:৪৩
পদাতিক চৌধুরি বলেছেন: আহা!! এই না হলে গুনি জন। সনেটিও সুন্দর লাগলো। অভিনন্দন জানাই কবি বৃষ্টি বিন্দুকে।
সেই সঙ্গে প্রিয় কবিকে জানাই শুভেচ্ছা।
২৩ শে জুন, ২০১৮ রাত ৮:৪০
সনেট কবি বলেছেন: ধন্যবাদ চৌধুরী সাহেব।
১৫| ২৩ শে জুন, ২০১৮ সকাল ১০:৪৪
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: শব্দটা প্রাচুর্য। আমি খেয়াল করিনি।
ধন্যবাদ।
২৩ শে জুন, ২০১৮ রাত ৮:৪১
সনেট কবি বলেছেন: একটা আকারের মামলা, অথচ খেয়াল করিনি।
১৬| ২৩ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩৩
নতুন নকিব বলেছেন:
সনেট সুন্দর হয়েছে। সনেট কবি এবং যাকে উদ্দেশ্য করে কবিতা, দু'জনকে শুভেচ্ছা।
২৩ শে জুন, ২০১৮ রাত ৮:৪২
সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা প্রিয় কবি।
১৭| ২৩ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪০
রাজীব নুর বলেছেন: চাচাজ্বী এ পর্যন্ত কতজন ব্লগারকে নিয়ে লিখেছেন?
২৩ শে জুন, ২০১৮ রাত ৮:৪২
সনেট কবি বলেছেন: অর্ধশত এর বেশী।
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০১৮ বিকাল ৩:৪০
রোকনুজ্জামান খান বলেছেন: অভিনন্দন !!!!!!
সন্মানিত ব্লগার বৃষ্টি বিন্দু!!!!!!
সামনের দিন গুলো
ফুটে উঠুক
মায়াময় প্রতি বিন্দু
সাহিত্য পাতায়।