| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সনেট কবি
	রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
 
হাসান কাল বৈশাখী উড়িয়ে ঝড়ের
গতিতে সকল কিছু নিয়ে যেতে চায়
বিরুদ্ধ মতের কথা।অন্যায় বিদায়
করতে রয়েছে তাঁর আত্মিক শপথ।
ছিঁটে ফোটা ভয় নেই জঙ্গি ও জমের,
মনেতে প্রবল তার সুনীতির দায়
সত্যের প্রকাশে মনে ঢেউ উপচায়
মেনে চলে নিরবধি যুক্তির সুপথ।
নিরপেক্ষ যুক্তি দিয়ে করে তর্ক যুদ্ধ
দেখেছি সর্বদা তাঁকে মনে অনাবিল
প্রতিপক্ষে লড়ে নিত্য বের করে শুদ্ধ,
ভীষণ সুন্দর লাগে পদ্ধতি বর্ণীল।
ছেড়ে দিয়ে রাগ ক্ষোভ ছেড়ে উপহাস
সত্যের নির্ণয়ে চাই সুতীব্র উল্লাস।  
বিঃদ্রঃ তর্কে অনেক ক্ষেত্রে আমরা প্রতিপক্ষ যোদ্ধা হলেও সুন্দর সভ্যতা নির্মাণে আমরা সবাই পরস্পর সহযোদ্ধা হিসেবে সবার প্রতি সবার মনে সম্মান বোধ থাকা দরকার।
ব্লগার হাসান কাল বৈশাখী 
ব্লগার সনেট ৫৮
 
২৩ শে জুন, ২০১৮  রাত ৮:২১
সনেট কবি বলেছেন: অপরের প্রতি সম্মানবোধ উন্নত মানসিকতার পরিচায়ক।
২| 
২৩ শে জুন, ২০১৮  সকাল ১১:০৫
সিগন্যাস বলেছেন: ![]()
 
২৩ শে জুন, ২০১৮  রাত ৮:২২
সনেট কবি বলেছেন: বেশ
৩| 
২৩ শে জুন, ২০১৮  সকাল ১১:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
দারুন ফুটিয়েছেন সনেট ছন্দে 
 
+++
 
২৩ শে জুন, ২০১৮  রাত ৮:২৩
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
৪| 
২৩ শে জুন, ২০১৮  দুপুর ১২:৪৫
মোছাব্বিরুল হক বলেছেন: এবার মনেহয় আপনার কবিতার বিষয় ব্লগার।
কবিতার এই ব্লগার সিরিজ কত দিন চলবে?
সুন্দর কবিতা। একজন সুন্দর মনের মানুষের পক্ষেই শুধু সম্ভব অন্যের গুণগান কবিতায় ফুটিয়ে তুলা।
ধন্যবাদ এমন লেখার জন্য।
 
২৩ শে জুন, ২০১৮  রাত ৮:২৫
সনেট কবি বলেছেন: যাদের পোষ্ট, মন্তব্য ভাল লাগে তাদের নিয়ে হয়ত কিছু লিখার ইচ্ছে জাগে।
৫| 
২৩ শে জুন, ২০১৮  বিকাল ৫:১২
চাঁদগাজী বলেছেন: 
উনাকে(কাল বৈশাখী) নিয়ে সনেট সুন্দর হয়েছে; আপনি উনাকে সুন্দর করতে চেয়েছেন, এটাই বড় কথা
 
২৩ শে জুন, ২০১৮  রাত ৮:২৮
সনেট কবি বলেছেন: হতে পারে তাঁর সাথে আমার মতের মিল নেই। তথাপি এটাতো ঠিক যে তিনি যা ভাল মনে করেন সেটাই করার চেষ্টা করেন।
৬| 
২৩ শে জুন, ২০১৮  সন্ধ্যা  ৭:২৮
সৈয়দ ইসলাম বলেছেন: বিল্কুল সুন্দর হয়েছে পিস সাহেব।
অসাধারণ ভঙ্গি আপনার, আসলেই বিমুগ্ধকর। 
আশাকরি, ব্লগাররা তুলনাহীন উৎসাহিত হচ্ছেন। 
ও আচ্ছা, পুরাতন ব্লগারদের ফিরিয়ে আনা যায় কিনা, তা নিয়ে একটু ভাবা উচিত, কী বলেন!
 
২৩ শে জুন, ২০১৮  রাত ৮:২৯
সনেট কবি বলেছেন: পুরাতন অনেককেই এখন একটিভ দেখতে পাচ্ছি।
৭| 
২৪ শে জুন, ২০১৮  ভোর ৪:৫৪
হাসান কালবৈশাখী বলেছেন: 
ওস্তাদ..! .....  সালাম!
এত কবি সাহিত্যিক ভিআইপি ব্লগারদের ভেতর আমার মত সামান্য ডোডো পাখী আপনার তালিকায় স্থান!
"নিরপেক্ষ যুক্তি দিয়ে করে তর্ক যুদ্ধ
দেখেছি সর্বদা তাঁকে মনে অনাবিল
প্রতিপক্ষে লড়ে নিত্য বের করে শুদ্ধ,
ভীষণ সুন্দর লাগে পদ্ধতি বর্ণীল।
ছেড়ে দিয়ে রাগ ক্ষোভ ছেড়ে উপহাস
সত্যের নির্ণয়ে চাই সুতীব্র উল্লাস।"
ওস্তাদ, কি লিখছেন! ফাইট্টা যামু তো....
 
২৪ শে জুন, ২০১৮  বিকাল ৩:০২
সনেট কবি বলেছেন: আপনি ও জনাব নতুনের উপস্থিতি বিতর্কিত পোষ্ট উপভোগ্য করে তোলে, সেটাই আমার পর্যবেক্ষণে ধরা পড়েছে। কাজেই আমি আপনাদের কাজের যোগ্য স্বীকৃতি প্রদানের সামান্য চেষ্টা করেছি।
৮| 
২৪ শে জুন, ২০১৮  সকাল ৮:০০
রাফা বলেছেন: হা.কা.বৈশাখী-কে নিয়ে সনেট ভালো হয়েছে।আমার একজন পছন্দের ব্লগার উনি।যুক্তি দিয়ে লড়াই করেন তিনি।
ধন্যবাদ,সনেট কবি'কে।
 
২৪ শে জুন, ২০১৮  বিকাল ৩:০৫
সনেট কবি বলেছেন: কিছু সংখ্যক ব্লগার আছেন যারা না হলে আসলে ব্লগিং খুব একটা জমে না। এরা ব্লগারের ভিতর েথেকে সঠিকটা বের করে আনার চেষ্টা করেন। বিষয়টা আমার দারুণ ভাল লাগে। যদিও এদেরকে অনেকে ভুল বুঝে থাকে।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১৮  সকাল ১০:৪০
রাজীব নুর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে চাচাজ্বী।
একজন ব্লগারের প্রতি অন্য ব্লগারদের ভালোবাসা সম্মান থাকতেই হবে।