![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
ব্লগার সত্যপথিক শাইয়্যান নীতি
নৈতিকতায় অনন্য। প্রীতি বন ছায়
তার সত্যের বসত।হৃদি জোছনায়
জ্বলে তার ত্যাজদীপ্ত সত্যাশ্রয়ী মন।
অনুক্ষণ তাঁর থেকে সত্য পেয়ে গতি
মিথ্যায় থামাতে চায়।যে উপত্যকায়
সত্য রোদ কিরণেরা মিথ্যায় তাড়ায়
সেথা শাইয়্যান চায় কাটাতে জীবন।
শাইয়্যান সাহিত্যের দর্শন অনন্য
আলোক ময় জ্যোতির উৎস সর্বদা;
যা পেয়ে ব্লগার মন হয়ে যায় ধন্য।
দেখেছি প্রজ্ঞায় সেতো সাকুল্যে আলাদা
মন তাঁর আলোময় মাহাত্মে উজ্জ্বল
ছড়ায় সত্যের দীপ্তি সুহাস্যে নির্মল।
ব্লগার সত্যপথিক শাইয়্যান
২৪ শে জুন, ২০১৮ রাত ৮:৪৩
সনেট কবি বলেছেন: এটাও একটা স্টাইল। রুচির পরিবর্তন আর কি!
২| ২৪ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সনেট কবিকে ধন্যবাদ। সুন্দর কবিতার জন্য।
২৪ শে জুন, ২০১৮ রাত ৮:৪৫
সনেট কবি বলেছেন: আপনাকেও ধন্যবাদ সাজ্জাদ ভাই। একশ ব্লগার নিয়ে সনেট লেখার অপেক্ষায়। দোয়া করবেন।
৩| ২৪ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
কাইকর বলেছেন: সুন্দর কবিতা। শুভ কামনা ওনার জন্য
২৪ শে জুন, ২০১৮ রাত ৮:৪৭
সনেট কবি বলেছেন: ধন্যবাদ।
৪| ২৪ শে জুন, ২০১৮ রাত ৯:২৭
রাজীব নুর বলেছেন: গভীর মায়ায় প্রতিটা ব্লগারকে আপনি মনের খাঁচার বন্ধী করছেন।
২৫ শে জুন, ২০১৮ সকাল ৭:৫৭
সনেট কবি বলেছেন: আমি তাদের কিছু স্মৃতি সংরক্ষণ করার চেষ্টা করছি। অবশ্য একটা বই করাও ইচ্ছে রয়েছে।
৫| ২৪ শে জুন, ২০১৮ রাত ১০:৫৬
ভ্রমরের ডানা বলেছেন:
দুর্দান্ত!
২৫ শে জুন, ২০১৮ সকাল ৭:৫৮
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি। আপনার উপস্থিতি ভাল লাগছে।
৬| ২৫ শে জুন, ২০১৮ সকাল ৭:১৫
সিগন্যাস বলেছেন: উনি নাকি হ্যালুসিনেশনে ভুগছেন
২৫ শে জুন, ২০১৮ সকাল ৭:৫৯
সনেট কবি বলেছেন: এ ব্যাপারে তাঁর বক্তব্য পাওয়াগেলে ভাল হতো।
৭| ২৫ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন: কালকেই পড়েছিলাম। কিন্তু, গিনেজ বুকে নাম উঠাতে যাওয়া চৌধুরী ভাইয়ের কবিতায় নিজের নাম দেখে লজ্জায় কিছু লিখতে পারিনি। এটা কত বড় যে এক পাওয়া লিখে বুঝানো যাবে না। জীবনে অনেক কিছুই পেয়েছি। কিন্তু, লেখক জীবনে এটাই হয়তো এখন পর্যন্ত সর্বোচ্চ পাওয়া।
আপনাকে মনে অন্তঃস্তল থেকে ভালোবাসা।
ধন্যবাদ নিরন্তর।
২৫ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫
সনেট কবি বলেছেন: আপনি আমার দীর্ঘ দিনের ব্লগ সঙ্গি। সেজন্য অনেক আগেই আপনাকে নিয়ে সনেট লেখার ইচ্ছা ছিল। এমনকি প্রতি মন্তব্যের ঘরে আপনাকে নিয়ে লেখা সনেট ছিল। কিন্তু পছন্দ না হওয়াতে আর পোষ্ট দেইনি। তারপর যখন সক্ষম হলাম তখন পোষ্ট দিলাম। বেশ মনটা হালকা হয়ে গেল। যদিও অলাভ জনক কাজে সময় নষ্ট করার কারণে স্ত্রীর গুতানি খেতে হয়। তথাপি ব্লগারদের নিয়ে সনেট লিখতে পারলে বেম ভাল লাগে। নিজের মনের আনন্দে লিখি আর কি!
৮| ২৫ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন: আর ব্লগার সিগন্যাস কিভাবে হ্যালুসিনেশনে ভোগার কথা জানলেন, সেটা যদি আগে জানতে পারতাম তাহলে এর উত্তর দিতে সুবিধা হতো। ধন্যবাদ আবারো।
২৫ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
সনেট কবি বলেছেন: সিগন্যাস কোথাথেকে কি বলেছে কে জানে। তবে আপনার অসমাপ্ত গল্পে অনেক ব্লগারের মাথাই ঘুরছে বলে মনে হলো। আর এটা আমার কাছে মজাদার মনে হলো।
৯| ২৫ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
সিগন্যাস বলেছেন: @শাইয়্যান ভাই
এখানে হ্যালুসিনেশন শব্দটি প্রতীকী অর্থে ব্যবহার করেছি।আপনি সুন্দর গল্পগুলোকে এতিম অবস্থায় ছেড়ে যাচ্ছেন তাই বললাম আরকি
২৫ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪
সনেট কবি বলেছেন: আপনি মজা করে বলেছেন। অথচ সেটা আমরা ধরতে পারিনি। এখানেই যত অসুবিধে।
১০| ২৫ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
সিগন্যাস বলেছেন: জ্বি সনেট সাহেব।একদম ঠিক বলেছেন।কথার যথার্থতা বুঝতে না পারা অশান্তির অন্যতম কারণ।আমি কিন্তু ইদানীং আপনার সব কবিতা পড়ছি।
২৫ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩
সনেট কবি বলেছেন: বিষয়টা আমিও খেয়াল করছি।
১১| ২৫ শে জুন, ২০১৮ রাত ৯:৩৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন: হা, হা, হা। মাফি চা তা হু।
তবে আমি ভুল বুঝিনি। ঐ সমস্যা আমার থাকলে থাকতেও পারে। আমার নতুন গল্প পড়ার আমন্ত্রন থাকলো। @ব্লগার সিগন্যাস
২৫ শে জুন, ২০১৮ রাত ১১:২২
সনেট কবি বলেছেন: যাক তবে ভুল বুঝাবুঝির অবশান হলো।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩
চাঁদগাজী বলেছেন:
আশাকরি, আপনার সনেট উনাকে পরিপুর্ণ ব্লগার হতে সাহায্য করবে; আজকাল, উনি 'অর্ধসমাপ্ত' কিসব পোষ্ট দিচ্ছেন, উনার যতসব আজগুবি ব্লগিং