![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
কোরআন নাজিল হয়েছে মানুষ ও জ্বিনের প্রতি। কাজেই মানুষ ও জ্বীন কোরআনের নবির (সা.) উম্মত।যারা তিহাত্তর কাতার হবে। যার মধ্যে মুসলমান এককাতার, যারা জান্নাতি।কারণ মুসলমান তাদেরকে বলে যারা আল্লাহর ইচ্ছার প্রতি আত্মসমর্পন করে। আর আল্লাহর ইচ্ছার প্রতি আত্মসমর্পন করে জান্নাতে না যাওয়ার কথা নয়।তবে কেউ যদি আল্লাহর ইচ্ছা ও অনিচ্ছায় মিশ্রণ করে তবে তার ক্ষেত্রে যেটা ওজনে ভারী হবে সে হিসেবে ব্যবস্থা হবে। এ তরিকায় কেউ জাহান্নামে গেলেও শাস্তি ভোগেরপর তারাও জান্নাতে যাবে।মুসলমান নাম নিয়ে কেউ যদি বাস্তবে মুসলমান না হয় তার হিসেব হবে অমুসলিম হিসেবে।কোন মানুষের ঘোষণায় কেউ অমুসলিম হবেনা যদি না তারা আল্লাহর বিবেচনায় অমুসলিম সাব্যস্ত না হয়। আর মুসলমান নয় এমন বাহাত্তর কাতার জাহান্নামী।কারণ তারা আল্লাহর ইচ্ছার প্রতি আত্মসমর্পন করেনি।মহানবি (সা.) মুসলমান তিহাত্তর কাতার হয়ে মুসলমানের বাহাত্তর কাতার জাহান্নামী হবে এ কথা বলেননি। কাজেই মুসলমানের একদল অন্যদলকে জাহান্নামী ফতোয়া দিয়ে মারামারি করা অর্থহীন।এটা মনে রাখা দরকার যে উম্মত ও মুসলমানে কিছুটা পার্থক্য আছে। কারণ মুসলমান হলো মহানবীর (সা.) অনুসারী উম্মত।যাকে উম্মতে মুসলিম বলা হয়। আর সমগ্র মানব ও জ্বীন মহানবীর (সা.) উম্মত।
২৫ শে জুন, ২০১৮ সকাল ৯:১০
সনেট কবি বলেছেন: তাদের সম্পর্কে বিস্তারিত বলা হয়নি। তারা তাদের মতকরে কোরআন শিখে ও পালন করে।
২| ২৫ শে জুন, ২০১৮ সকাল ৯:১৭
রাজীব নুর বলেছেন: মানুষ জ্বিন ঠিক আছে।
নাস্তিকদের কি হবে? বিধর্মীদের কি হবে? তারা কি সরাসরি জাহান্নামে যাবে?
০৭ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৩৫
সনেট কবি বলেছেন: এসব বিষয়ে যথেষ্ট মতভেদ রয়েছে।
৩| ২৫ শে জুন, ২০১৮ সকাল ৯:৩৯
সিগন্যাস বলেছেন: জ্বিনরদের নিয়ে কিছু লিখুন
০৭ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৩৬
সনেট কবি বলেছেন: জ্বিনরা মানুষের কাজে তেমন ব্যঘাত ঘটায় না এ জন্য তাদের নিয়ে আলোচনা কম।
৪| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ২:১৫
০৭ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৩৭
সনেট কবি বলেছেন: দেখে আসলাম।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুন, ২০১৮ সকাল ৯:০০
চাঁদগাজী বলেছেন:
জ্বীন প্রজাতির শরীর কি ধরণের সেল থেকে তৈরি, তাদের আকার কি রকম, তারা কিভাবে কুরান শিখে?