| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সনেট কবি
	রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

কবি কুঁড়ের বাদশা কি চমৎকার
কুঁড়েমির মনরমা কবিতা লিখেন
অলস দুপুরে শুয়ে।স্বপনে দেখেন
তিনি কুঁড়ের বাদশা,বিষয় মজার।
কর্মকরে বেঁচে থাকা পৃথিবীতে তাঁর 
নিতান্ত অসার লাগে। কর্মকে ডরেন
দার্শনিক এ বাদশা। রচনা করেন
কুঁড়িমির অনবদ্য কবিতা সম্ভার।
কর্মটাকে ধর্মভাবা অনাচার খুব
অহেতুক বাধা পড়ে সুখের নিদ্রায়
আরামে ব্যাঘাত করে কর্মেদিয়ে ডুব
অহেতুক মানুষেরা খেটে মরে যায়।
কর্মছেড়ে শুয়ে থাক ঝেড়ে ফেলে লজ্জা
আহা কি যে ভাল লাগে নিদ্রাসুখ সজ্জা! 
ব্লগার কুঁড়ের বাদশা
 
২৫ শে জুন, ২০১৮  বিকাল ৪:২০
সনেট কবি বলেছেন: দারুণ বিনোদন।
২| 
২৫ শে জুন, ২০১৮  বিকাল ৪:১৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সনেট কবি এবং কুড়ের বাদশাহ উভয়কে শুভ কামনা জানাই।
 
২৫ শে জুন, ২০১৮  বিকাল ৪:২১
সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা।
৩| 
২৫ শে জুন, ২০১৮  বিকাল ৪:১৮
সিগন্যাস বলেছেন: 
 
 সুন্দর লিখেছেন।
 
২৫ শে জুন, ২০১৮  বিকাল ৪:২২
সনেট কবি বলেছেন: তাঁর গুণ উপযোগী হয়েছে কি না কে জানে?
৪| 
২৫ শে জুন, ২০১৮  বিকাল ৪:২৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
 
২৫ শে জুন, ২০১৮  বিকাল ৪:২৩
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
৫| 
২৫ শে জুন, ২০১৮  বিকাল ৪:২৬
রাজীব নুর বলেছেন: মোট কতজন ব্লগারকে নিয়ে লিখলেন?
 
২৫ শে জুন, ২০১৮  বিকাল ৪:২৮
সনেট কবি বলেছেন: অর্ধশত এর বেশী।
৬| 
২৫ শে জুন, ২০১৮  বিকাল ৪:৩৮
কামরুননাহার কলি বলেছেন: এই “কুঁড়ের বাদশা” নামটা খুব পছন্দ। তবে মানুষ হিসেবে এটু যে রশিক সেটা আমি এই নামটা দেখে আর প্রোফাইল পিচ দেখেই বুজেছি আর কেনো জানি আমার এটাই মনে হয়েছিলো।
 
২৫ শে জুন, ২০১৮  বিকাল ৫:০১
সনেট কবি বলেছেন: আমারো তাই মনে হয়।
৭| 
২৫ শে জুন, ২০১৮  বিকাল ৪:৪৪
লাবণ্য ২ বলেছেন: দারুন!
 
২৫ শে জুন, ২০১৮  বিকাল ৫:০১
সনেট কবি বলেছেন: ধন্যবাদ
৮| 
২৫ শে জুন, ২০১৮  বিকাল ৪:৫২
স্রাঞ্জি সে বলেছেন: দারুণ কবিতা, হে সনেট কবি।
 
২৫ শে জুন, ২০১৮  বিকাল ৫:০২
সনেট কবি বলেছেন: একজন বাদশার জন্য লেখা কবিতা বলে কথা।
৯| 
২৫ শে জুন, ২০১৮  বিকাল ৪:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: সনেট কবির ব্লগার সনেট সিরিজ অমর হোক 
 
কুড়ের বাদশা কই????
 
২৫ শে জুন, ২০১৮  বিকাল ৫:০৩
সনেট কবি বলেছেন: তিনি এখন বিশ্রামে আছেন। আমি পাহারায় আছি যেন বিশ্রামে ব্যাঘাত না ঘটে।
১০| 
২৫ শে জুন, ২০১৮  বিকাল ৫:২১
চাঁদগাজী বলেছেন: 
কুড়ের বাদশা কিছু না লিখে রম্য রম্য ভাব নিয়ে থাকেন; এখন থেকে কিছু লিখবেন আশাকরি।
আপনি কুড়ের বাদশাহ'কে একটু উপদেশ দেন, যেন ব্লগার "ওমের"কে আর জ্বালাতন না করেন; ওমরা বিদেশে থাকে, নিজের মত করে ব্লগিং করেন; এটাই উনার আনন্দ। যাদের ভালো লাগে তারা ওমেরার পোষ্ট পড়ুক। কিন্তু দীর্ঘ সময় কাউকে একই বিষয় নিয়ে দোষারোপ করা ঠিক নয়।
 
২৫ শে জুন, ২০১৮  বিকাল ৫:৪৬
সনেট কবি বলেছেন: বাদশা মানুষ। কখন কাকে শত্রু ভেবে মুন্ডুপাত করে বুঝা মুশকিল।
১১| 
২৫ শে জুন, ২০১৮  সন্ধ্যা  ৬:১৩
মোছাব্বিরুল হক বলেছেন: ওনার লেখায় ব্যবহার করা ছবিগুলো সত্যি বিনোদনের এক সমুদ্র।
কবিতা ভাল লেগেছে।
 
২৫ শে জুন, ২০১৮  সন্ধ্যা  ৬:১৪
সনেট কবি বলেছেন: ধন্যবাদ
১২| 
২৫ শে জুন, ২০১৮  সন্ধ্যা  ৬:১৪
মোছাব্বিরুল হক বলেছেন: ছবিটাও ভাল লেগেছে। কুড়ের বাদশার জন্য সঠিক ছবি।
 
২৫ শে জুন, ২০১৮  সন্ধ্যা  ৬:১৫
সনেট কবি বলেছেন: ধন্যবাদ
১৩| 
২৫ শে জুন, ২০১৮  সন্ধ্যা  ৬:২৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: 
কীসের এতো হৈচৈ?
ব্যাটা কুঁড়ে গেল কই??![]()
সে ভাব ধরে যেন হিমু
ওরে যদি পাই,
কাইট্টা, ছিল্লা এক্কেবারে লবণ লাগায় দিমু!!![]()
@"চাঁদগাজী,
কুঁড়ে, সারাদিন আমারে অনেক দৌড়ের উপর  রাখছে!
উপদেশে কাজ না হলে!
ওরে কচুকাটা করার অনুমতিটা আমারে দিবেন!![]()
 
২৫ শে জুন, ২০১৮  সন্ধ্যা  ৬:৩০
সনেট কবি বলেছেন: কুঁড়ের বাদশা যদি আপনাকে দৌড়ের উপর রাখে, তবে পরিশ্রমী কেউ হলে আপনার কি উপায় হবে?
১৪| 
২৫ শে জুন, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: 
সোজা লাইনে কথা না বলে, মেয়েদের মত সে ইনিয়ে বিনিয়ে  কথা বলে! ওসব আমি পারি না!
ইহাই ছিল বাঁকি!
আমি নাকি লুল, গিনিপিপ
মাথামোটা ডোডো পাখি??![]()
 
২৫ শে জুন, ২০১৮  সন্ধ্যা  ৬:৪০
সনেট কবি বলেছেন: কুঁড়ে মানুষ। ঘুম কাতুরে চোখে কি বলতে কি বলেছে। তা নিয়ে মন খারাপ না করলেই হয়।
১৫| 
২৬ শে জুন, ২০১৮  রাত ১২:৪৪
শামচুল হক বলেছেন: কুঁড়ের বাদশার কি আরামের ঘুম!!!
 
২৬ শে জুন, ২০১৮  সকাল ৭:৫১
সনেট কবি বলেছেন: তেমনটাই হওয়ার কথা।
১৬| 
২৬ শে জুন, ২০১৮  সকাল ৭:১৯
নিভৃতেনৈঃশব্দে বলেছেন:  সনেট কবির জন্য সনেট  
সনেট কবিতার কাঠামো অনবদ্য,
লেখা কি যায় সনেট, নিয়ে যারা ভদ্র?
ব্লগবরেণ্য যে কবি, লেখক নক্ষত্র, 
সেই গানে হলো যে সনেট মুখরিত; 
সুলিখিত সনেট তার ঠাসবুননে, 
মুগ্ধতা ছড়ায় সারা দিন এই মনে I
তাতে কেন ছন্দ পতন এ'অবেলায়,  
কেন সনেটের গায়ে দুর্গন্ধ ছড়ায়?
কবি, আজকের যে সনেট লিখলেন 
'সনেট' মান তাতে কোথায় রাখলেন?
ভালোবাসার কত সনেট হলো লেখা,
তার গায়েই কেন এই কলঙ্ক রেখা !
সনেটে হোক সুন্দরেরই জয়গান,  
ঘুঁটের কুঁড়ের হোক ব্লগে গোরস্থান I
 
২৬ শে জুন, ২০১৮  সকাল ৭:৫২
সনেট কবি বলেছেন: তাঁকে এভাবে অপমান করা ঠিক নয়।
১৭| 
২৬ শে জুন, ২০১৮  সকাল ৯:২৪
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অর্ধশত এর বেশী। 
গ্রেট।
১০০ কি হবে?
 
২৬ শে জুন, ২০১৮  দুপুর ১২:১৪
সনেট কবি বলেছেন: একটা বই করতে হলে ১৬০ টি কবিতা হলে ভাল হয়।
১৮| 
২৬ শে জুন, ২০১৮  সকাল ১০:৪৬
ব্লগ মাস্টার বলেছেন: তা কুড়ের বাদশা কি শুধু কুড়োমিই করে নাকি গল্প কবিতাও লেখে ?
 
২৬ শে জুন, ২০১৮  দুপুর ১২:১৮
সনেট কবি বলেছেন: গল্প কবিতাও দেখছি তাঁর ব্লগে রয়েছে।
১৯| 
২৬ শে জুন, ২০১৮  সকাল ১১:০৯
কুঁড়ের_বাদশা বলেছেন: 
ব্লগার কবি কুঁড়ের বাদশা
শিরোনাম দেখিয়া ভয় পেয়েছি 
সামুতে আমি কবি হইলাম কবে?
আমি হইলাম দার্শনিক কুঁড়ের বাদশা । 
 
 
২৬ শে জুন, ২০১৮  দুপুর ১২:২০
সনেট কবি বলেছেন: যে কবিতা লেখে সে কবি। আর আপনার কুঁড়েমির দর্শনতো জগৎজোড়া খ্যাতির অপেক্ষায়।
২০| 
২৬ শে জুন, ২০১৮  সকাল ১১:১৬
কুঁড়ের_বাদশা বলেছেন: 
 
চাঁদগাজী বলেছেন: 
কুড়ের বাদশা কিছু না লিখে রম্য রম্য ভাব নিয়ে থাকেন; এখন থেকে কিছু লিখবেন আশাকরি।
আপনি কুড়ের বাদশাহ'কে একটু উপদেশ দেন, যেন ব্লগার "ওমের"কে আর জ্বালাতন না করেন; ওমরা বিদেশে থাকে, নিজের মত করে ব্লগিং করেন; এটাই উনার আনন্দ। যাদের ভালো লাগে তারা ওমেরার পোষ্ট পড়ুক। কিন্তু দীর্ঘ সময় কাউকে একই বিষয় নিয়ে দোষারোপ করা ঠিক নয়। 
আমাদের এলাকার কিছু চোর ছিল একটা সময় চুরি করতো। এখন কেউ কেউ হজ্জ করে এসেছে, ভালোও হয়ে গেছে। 
এখন তাদের লোকজন সামনে খুব সন্মান করে কিন্তু একটু পিছনে গেলেই ওমুক চোর বলে ডাকে ।
 এখন আপনিই বলেন নানা ওমেরাকে লেখা চোর বলে ডাকলে ক্ষতি কী। আমাদের ওমেরা আফাও তো সামুতে লেখা চুরি করে ধারা খেয়েছিল   
  
 ![]()
 
২৬ শে জুন, ২০১৮  দুপুর ১২:২৩
সনেট কবি বলেছেন: বেশী বেশী লিখতে গেলে কুঁড়েমির মর্যাদা ক্ষুন্নহয়, এটা অনেকেই বুঝতে চান না। কি সব যা তা’ বলেন। আর আপনি কুঁড়ের বাদশা হয়ে বেশী কথা বললে আপনার অমর্যাদা হবে।
২১| 
২৬ শে জুন, ২০১৮  সকাল ১১:২১
কুঁড়ের_বাদশা বলেছেন: নিভৃতেনৈঃশব্দে বলেছেন: সনেট কবির জন্য সনেট 
সনেট কবিতার কাঠামো অনবদ্য,
লেখা কি যায় সনেট, নিয়ে যারা ভদ্র?
ব্লগবরেণ্য যে কবি, লেখক নক্ষত্র, 
সেই গানে হলো যে সনেট মুখরিত; 
সুলিখিত সনেট তার ঠাসবুননে, 
মুগ্ধতা ছড়ায় সারা দিন এই মনে I
তাতে কেন ছন্দ পতন এ'অবেলায়, 
কেন সনেটের গায়ে দুর্গন্ধ ছড়ায়?
কবি, আজকের যে সনেট লিখলেন 
'সনেট' মান তাতে কোথায় রাখলেন?
ভালোবাসার কত সনেট হলো লেখা,
তার গায়েই কেন এই কলঙ্ক রেখা !
সনেটে হোক সুন্দরেরই জয়গান, 
ঘুঁটের কুঁড়ের হোক ব্লগে গোরস্থান I 
ঘেউ ঘেউ করে লাভ নাই 
দার্শনিক কুঁড়ের বাদশা 
সামুতে অন পিচ । 
  ![]()
 
২৬ শে জুন, ২০১৮  দুপুর ১২:২৫
সনেট কবি বলেছেন: কোন সন্দেহ নেই। কারণ আমরা অন্য একজন কুঁড়ের বাদশা দেখতে পাচ্ছি না। আর রাজা বাদশাদের দু’একজন শত্রু-মিত্র থাকা অস্বাভাবিক নয়।
২২| 
২৬ শে জুন, ২০১৮  সকাল ১১:৫৬
পবন সরকার বলেছেন: দুইজনকেই শুভেচ্ছা।
 
২৬ শে জুন, ২০১৮  দুপুর ১২:২৬
সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
২৩| 
২৬ শে জুন, ২০১৮  দুপুর ১২:০০
নিভৃতেনৈঃশব্দে বলেছেন: সনেট কবি, 
আপনার ব্লগ থেকে অন্যের  ছড়ানো দুর্গন্ধ পাওয়া যাচ্ছে । এটাই আপনাকে বলেছিলাম পঁচা পটল নিয়ে সনেট লেখা উচিত না। যাকে তাকে নিয়ে সনেট লিখলে তার মধ্যে মিথ্যাবাদী, জোচ্চোর, ছাচ্চোর আর বদমাইশও থাকতে পারে । আপনার সনেট ব্যক্তি  এক নিকৃষ্ট মানব কুসন্তান যে নিজের "ধোন"  ঠিক আছে কিনা সেই লজ্জাজনক ব্যাপার নিয়েও আলোচনা করতে রাজি কিন্তু মো: নিজাম উদ্দিন মন্ডল সাহেবের সাধারণ একটা লিংক দেবার চ্যালেঞ্জ নিয়ে নিজেকে সত্যবাদী প্রমান রাজি না।  একে আর প্রমোট না করে সিম্পলি প্যাদানি দিয়ে ব্লক করুন আপনার ব্লগে। নইলে এ আরো দুর্গন্ধ ছড়াবে আপনার ব্লগে আর সেটা উৎকটও লাগতে পারে সবার কাছে ।
 
২৬ শে জুন, ২০১৮  দুপুর ১২:২৭
সনেট কবি বলেছেন: কূ-কথা যে যত কম বলে সে তত উত্তম।
২৪| 
২৬ শে জুন, ২০১৮  দুপুর ১২:০৮
কুঁড়ের_বাদশা বলেছেন: @ নিভৃতেনৈঃশব্দে 
কোথাকার জল কোথা গিয়ে ঘোলা করেছে। 
 
ব্লগে ঘেউ ঘেউ করিস না ভাউয়া 
তোরে এক ছেরি মানসিক রুগী বলেছিল মনে আছে কী সে কথা?
তাই আমি তোকে ছেড়ে দিলাম কিছু কইলাম ![]()
 
২৬ শে জুন, ২০১৮  দুপুর ১২:২৯
সনেট কবি বলেছেন: আপনাদের ঝগড়া আপনাদের নিকের সাথে বে-মানান।
২৫| 
২৬ শে জুন, ২০১৮  দুপুর ১২:১০
নিভৃতেনৈঃশব্দে বলেছেন: @ কুঁড়ে, এক সনেটেই কুঁড়ের বাদশা থেকে ধপাস করে পরে "ঘুঁটের কুঁড়েতে" ডিমোশন! মেনে নিলেন তাহলে ব্লগে আপনি ঘুঁটের কুঁড়ের" মতো দুর্গন্ধ ছড়ানো এক কু-ব্লগার? এই ব্লগটা আরেকটু সুন্দর করে রাখতে আপনার মতো দুর্গন্ধময় কারো থাকার আদৌ দরকার নেই।কবিতা না লিখে উদাসী হওয়ার পথে ধরে ব্লগ থেকে এবার বিদায় হন । সিম্পল ইংরেজি কবিতার লিঙ্কটা যেটা মন্ডল সাহেব দিতে বললো সেটা না দিয়ে আপনি একজন মিথ্যেবাদী। আর আমার কালকের দেওয়া একই চ্যালেঞ্জ না নিয়ে এখন বদমাইশও হয়ে পড়েছেন । ঘুঁটের কুঁড়ে মুর্দাবাদ |
 
২৬ শে জুন, ২০১৮  দুপুর ১২:৩০
সনেট কবি বলেছেন: নৈঃশব্দে এত্ত শব্দ হলে ক্যামনে হয়?
২৬| 
২৬ শে জুন, ২০১৮  দুপুর ১২:২২
কুঁড়ের_বাদশা বলেছেন: @ নিভৃতেনৈঃশব্দে
নিজামকে সবকিছু প্রমাণসহ চ্যালেঞ্জ করেছিলাম কিন্তু নিজাম মিয়া আমার ধোনের জোর মাপতে চেয়েছিল। আর আমার অনেক মন্তব্য ডিলিট করেছিল। তাহলে তুমি বলো ব্লগে দুর্গন্ধ কে ছড়ালো? আসলে তুমি এক মানসিক রুগী । না বুঝে কথা বলো না। এখন কারো দালালী করো না পারলে নতুন ব্লগ লেখো। আর যার দালালী করছো তাকে তুমি ফেরেস্তা বললেও না কেন! সে এক জন লেখা চোর। উপরে চাঁদগাজী নানাও বলেছে। তার সাফাই যতই গাও না কেন। কেউ বিশ্বাস করবে না। 
 
তোমার নতুন নিকে কিছু লেখো 
শুভ কামনা রইলো।  ![]()
 
২৬ শে জুন, ২০১৮  দুপুর ১২:৩২
সনেট কবি বলেছেন: আমরা প্রত্যেকেই ভাল কিছু লিখতে পারি।
২৭| 
২৬ শে জুন, ২০১৮  দুপুর ১২:৩৭
আহমেদ জী এস বলেছেন: সনেট কবি  , 
কথায় আর ছবিতে ব্লগার কুঁড়ের বাদশাকে যথাযথ তুলে ধরেছেন ।
 
২৬ শে জুন, ২০১৮  দুপুর ১২:৪৫
সনেট কবি বলেছেন: মহোদয় আপনার মন্তব্য আলাদা আনন্দের।
২৮| 
২৬ শে জুন, ২০১৮  দুপুর ১২:৫০
নিভৃতেনৈঃশব্দে বলেছেন: কুঁড়ের_বাদশা বলেছেন: প্রিয় সনেট কবি ২৬ নাম্বার মন্তব্যটা ডিলিট হবে সাথে এটাও
 @ ঘুটের কুঁড়ে, মন্তব্য ডিলিট করতে হবে ! কেন ? বাদশাহতো  আর নেই দেখছি সত্যি সত্যি |নিজের কথা অন্যরা দেখবে তাতেও ভয় ! এতো মিথ্যেবাদী জোচ্চোরের ভয় Iএই মরালিটি নিয়ে চোরধরার সৎ কাজের জায়গীরদারি নেবার শখ I আপনি আপাদমস্তক একজন আসল নিক/নাম  লুকিয়ে রাখা  বদমাইশ আমি সব সময়ই জানি কিন্তু এতটা ভীতু বদমাইশ সেটা জানতাম না | পৃথিবীর সব বদমাইশ যারা  সাহসের সাথে বদমাইশি  করে (চুরি-ডাকাতি,পুলিশের সাথে মিথ্যে কথা বলে ) তাদের সবার কলঙ্ক আপনি ! ইয়াক ! এমন একজনের সাথে ব্লগে ইন্টারাকশন করতে হচ্ছে ! 
যাহোক  লিংক না দিতে পারলেই  মিথ্যাবাদী,জোচ্চোর,আর বদমাইশ (এগুলো আমার চ্যালেঞ্জের শর্ত ছিল) I লিংক দিলেই শুধু এর থেকে মুক্তি I নইলে কোনো বদমাইশি কথা বলে লাভ হবে না I প্রমান করতে হবে ইংরেজি কবিতা থেকে অভিযুক্ত কবিতাটা নকল | নইলে ঘুঁটের কুঁড়ে একটা মিথ্যাবাদী, জোচ্চোর, আর বদমাইশ বিলিয়নবার বলবো I
 
২৬ শে জুন, ২০১৮  দুপুর ১২:৫৩
সনেট কবি বলেছেন: ঝগড়া করে মানুষ বড় জোর ঝগড়াটে হয়।
২৯| 
২৬ শে জুন, ২০১৮  দুপুর ১:০০
কুঁড়ের_বাদশা বলেছেন: প্রিয় সনেট কবি 
আমার ডিলিট করে দেওয়া মন্তব্যটা আবার তুলে দিন। দেখুন এই পাগলটা তাতে কী লেখা ছিল .. ২৫,২৬ মন্তব্যটা একই ছিল । একারণে মুছে দিতে বলেছিলাম।
 
২৬ শে জুন, ২০১৮  দুপুর ১:০৪
সনেট কবি বলেছেন: ২৬ ও ২৭ একরকম ছিল। ২৭ নং মুছে দিয়েছি।
৩০| 
২৬ শে জুন, ২০১৮  দুপুর ১:০৬
কুঁড়ের_বাদশা বলেছেন: @ নিভৃতেনৈঃশব্দে 
আমি নিজামকে সবকিছু প্রমাণসহ চ্যালেঞ্জ করেছিলাম কিন্তু নিজামের একটা কথায় রাগ হয়ে। আর বিষয়টা নিয়ে আগাই নাই। এখন চোরকে চোর বললে, যদি মিথ্যাবাদী, জোচ্চোর, আর বদমাইশ বিলিয়নবার বলবো শুনতে হয়। তাহলে আমি ধন্য মনে করবো। 
  এই ব্লগে ছোট ও বড় সবাই জানে ওমেরা আফা একটা লেখা চোর। ![]()
 
২৬ শে জুন, ২০১৮  দুপুর ১:০৯
সনেট কবি বলেছেন: আমার জানা মতে ওমেরাকে চোর প্রমাণ করা যায়নি। অভিযোগ প্রমাণ না হলে দোষী সাব্যস্ত করা যায় না।
৩১| 
২৬ শে জুন, ২০১৮  দুপুর ১:৩৪
তারেক ফাহিম বলেছেন: অলস বাদসা।
ক্যাচালেতো অলস মনে হয় না  
  
সামু ব্লগে বাদশারুপেই আছে।  
 
 
২৬ শে জুন, ২০১৮  বিকাল ৩:৪০
সনেট কবি বলেছেন: তিনি ক্যাচালে দারুণ পরিশ্রমি।
৩২| 
২৬ শে জুন, ২০১৮  দুপুর ১:৪৪
নিভৃতেনৈঃশব্দে বলেছেন: @ঘুঁটের কুঁড়ে, এতো কথা হচ্ছে কিন্তু সামান্য কপি পেস্ট করে লিংকটা দেওয়া যাচ্ছে না !  
মন্ডল সাহেবের মতো আমিও জানি আপনি মিথ্যেবাদী I মিথ্যে কথা বলেছেন that link simply doesn't exists I ওটা আপনি কখনো দিতে পারবেন না Iওটার দরকার নেই আর I আপনাকে হেদায়েত কর যেকোনো লাভ হবে না আমি জানি (যায় কি সে কভু, প্রভু, পঙ্কিল সলিলে, শৈবালদলের ধাম?) I কিন্তু আশাকরি সনেট কবির এই কবিতা আর মন্ডল সাহেবের লেখার কমেন্ট থেকেই সবাই জানবে এই ব্লগে এক বড় জোচ্চোর, মিথ্যেবাদী ব্লগার আছে | যে মেয়ে ব্লগারদের হেনস্থা করতে কারণ ছাড়াই মিথ্যে বলে (ঘুটে, শুধু এই কবিতার কথা হচ্ছে এখন), নোংরামি করে অভব্য ভাষায় I এটা দেখে একজন ব্লগারও যদি আপনাকে বয়কট করে, আপনার পোস্টে কমেন্ট কম করে তাহলেই নোংরামির বিরুদ্ধে আমার কমেন্টগুলো স্বার্থক হয়েছে আমি ভাববো I 
ঘুঁটের কুঁড়ে, আমি নিজাম সাহেবের চ্যালেঞ্জের সাথে  তার লেখায় আমার কথাও বলেছি যে প্রমান ছাড়া একজনকে চোরতো বললেন এখন লিংক দিয়ে প্রমান করুন আপনি বদমাইশ না |  You failed miserably to prove your cliams !!! যাহোক লিংক না দিতে পাড়ার জন্য  ব্লগের ঘুঁটের কুঁড়ে (প্রাক্তন কুঁড়ের_বাদশা) একটা চির মিথ্যাবাদী, জোচ্চোর, আর বদমাইশ হয়েই রইলো আমার চোখে I কুঁড়ে, লিংক না দিলে অন্য কোনো কথা আমার সাথে হবে না I 
সনেট কবি আপনাকে ধন্যবাদ, এই কমেন্টগুলো করার সুযোগ দেবার জন্য |আমি যদি ব্লগে কখনো লিখতাম (এদের এই নোংরামির জন্য যত্ন করে লেখাগুলো ব্লগে দিতে ইচ্ছে করেনা) তাহলে প্রথম দিন থেকেই এই নোংরা ব্লগারগুলোকে ব্লক করে রাখতাম |আপনার কমেন্ট সুযোগ দেবার কারণেই এর নোংরামি খানিকটা অন্যব্লগাররা জানবেন আশাকরি I
 
২৬ শে জুন, ২০১৮  বিকাল ৩:৪৬
সনেট কবি বলেছেন: আমি সবার কথা শুনতে চাই। তবে বিবাদের মিমাংসা চাই।
৩৩| 
২৬ শে জুন, ২০১৮  দুপুর ২:২৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: 
@নিভৃতেনৈঃশব্দে![]()
@কুঁড়ের_বাদশা![]()
নিজেদের ভেতর ক্যাচাল করিয়া
কইরো নাকো ভুল,
লাইন মত না চলিলে
উপাধি পাইবে লুল..![]()
 
২৬ শে জুন, ২০১৮  বিকাল ৩:৪৭
সনেট কবি বলেছেন: আপনার স্বভাবজাত সুন্দর মন্তব্য।
৩৪| 
২৬ শে জুন, ২০১৮  দুপুর ২:৩১
কুঁড়ের_বাদশা বলেছেন: 
ওমেরার হয়ে আপনার চামচাগিরি করে লাভ কী? যদি আপনি ওমেরার বয়ফ্রেন্ড হয়ে থাকেন তাহলে বিষয়টা স্বীকার করুন।আর কোনদিন ওমেরাকে চুর বলবো না কিংবা আপনার পরিচয়? আমি কখনো চাইনা কুঁড়ের বাদশার জন্য ওমেরার আফার ঘর ভেঙ্গে যাক। 
  
অতীতে কুঁড়ের বাদশা ওমেরার অনেক বার লেখা চুরি ধরেছে। এমন কী ওমেরা পোষ্টে গিয়ে বিষয়টা ওমেরাকে মন্তব্যর মাধ্যমে জানিয়েছে। উপরে আপনি বলেছেন, আপনার সনেট ব্যক্তি এক নিকৃষ্ট মানব কুসন্তান...... ওকে ফাইন। মানছি আমি একটা কুসন্তান। দুঃখ নাই তাতে।এখন আপনার ওমেরা সুসন্তানকে ওর ”মরা মায়ের কসম দিয়ে তাকে প্রশ্ন করুন গিয়ে। অতীতেও কুঁড়ের বাদশা তার চুরি ধরেছিল কিনা? যদিও একারণে সেই পোষ্টগুলো সাথে সাথে ডিলিটও করে দিয়েছে। 
(ওর মরা মা তুলতে বাধ্য হলাম।আল্লাহ আমায় মাফ করুক।) আপনি তো তাদেরই লোক,তাকে জিজ্ঞাসা করুন। আশা করি, সঠিক উত্তর পাবেন। 
  বার বার ওর চুরি ধরার কারণে ওমেরা আমায় ব্লক করে রেখেছে আর কুঁড়ের বাদশা ভিক্তিহীন কথা কখনো বলে না। এতোটুকু গ্যরান্টি দিতে পারি।
এই ব্লগে একজন দিয়াশালাই না মালাইমাশা সে এখন কই? তার খোঁজ দিতে পারবেন? তাকে একটু দরকার ছিল।আর নিজামের পোষ্টে ওমেরাকেও একটা প্রশ্ন করা হয়েছিল? সে প্রশ্নের কোন উত্তর দেয়নি। অযথা আপনি এসে ঝামেলা করছেন কেন? আপনাকে আমি প্রমাণ দেওয়ার প্রয়োজন মনে করছি না। প্রথমে একটু অভদ্র ভাবে কথা বলেছি, এখন ভদ্রভাবে বলছি। তারপরেও আপনি আমাকে বদমাশ ইতর, বাটপার, লুচ্চা বা পৃথিবীর যত গালি আমাকে দেন না কেন, আমার সমস্যা নাই। শুধু শুধু ব্লগে ম্যও ম্যাও প্যাও প্যাও করেন না। 
 
 
২৬ শে জুন, ২০১৮  বিকাল ৩:৫০
সনেট কবি বলেছেন: জনাব বাদশা আপনার নগন্য প্রজা ওমেরাকে একটু রেহাই দিলে মনে হয় মন্দ হয়না।
৩৫| 
২৬ শে জুন, ২০১৮  বিকাল ৩:০৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কুঁড়ে ভাইয়ের প্রশস্তিমূলক পোস্টে এ কী ক্যাচাল! ![]()
 
২৬ শে জুন, ২০১৮  বিকাল ৩:৫২
সনেট কবি বলেছেন: এটা জনাব কুঁড়েকে পরিশ্রমি করার গভির ষড়যন্ত্র!
৩৬| 
২৬ শে জুন, ২০১৮  বিকাল ৩:১৪
তারেক ফাহিম বলেছেন: একটি নোটি দেখাচ্ছিলো।
ভাবলাম সনেট কবি প্রতিত্ত্যর করছে।
দেখি পুণরায় ক্যাচাল  ![]()
 
২৬ শে জুন, ২০১৮  বিকাল ৩:৫৩
সনেট কবি বলেছেন: আপনি না হয় এদের কিছু উপদেশ দিন। বাদশা প্রজার দ্বন্দ্বে আমি যে ছন্দ হারিয়ে ফেলছি।
৩৭| 
২৬ শে জুন, ২০১৮  বিকাল ৪:২৪
নিভৃতেনৈঃশব্দে বলেছেন: ঘুঁটের কুঁড়ে, 
এখনো মিথ্যা আস্ফালন চলছে ? বললামতো লিংক চাই নইলে শুধু ঘুরে কুঁড়ে নয় মিথ্যেবাদী, জোচ্চোর আর বদমাইশও  ।  কুঁড়ের বাদশা ভিক্তিহীন কথা কখনো বলে না। এতোটুকু গ্যরান্টি দিতে পারি।আপনার এই কথাকে বাংলা সাহিত্যে কি বলে  ধারণা আছে? বলে চোরের মার্ বড়  গলা । এই সব মিথ্যেবাদীদের কি লাগে জানেন? সাইড কিক --যেটা জগতারণ নিকে  নামিয়েছেন মন্ডল সাহেবের পোস্টে নিজের মিথ্যেটাকে  ঠেকাতে। সেটাতো হবে না এখন ।  অভিযোগ  করেছেন আপনি প্রমানের দায়িত্বতো অন্যদের না, আপনার । আর আমার কাছে  শুধু প্রমান করতে হবে কেন ? আপনিতো মিথ্যা বলেছেন একজন ব্লগার সম্পর্কে ব্লগে ওপেন  কমেন্ট করে । একজন ব্লগার হিসেবে অন্য আরেকজন  ব্লগারের লেখায় কমেন্ট করে এটা আমি জানতে চাইতেই পারি নানান প্রাসঙ্গিক ব্যপারে । আপনার কাছেও সেভাবেই জানতে চেয়েছি অন্য ব্লগার সম্পর্কে মিথ্যে কেন বলছেন ? আর শুধু আমি কেন এইতো সনেট কবিও উপরেই কমেন্টে বলেছেন ওমেরার বিরুদ্ধে চুরির অভিযোগ প্রমার করা যায়নি, মন্ডল সাহেবও  বলেছেন ইংরেজি কবিতার থেকে চুরির অভিযোগটা মিথ্যা । তিনজন মানুষ এটা নিয়ে মন্ডল সাহেবের পোস্টে আর এই পোস্টেই বলছে আপনি মিথ্যে কথা বলছেন । আপনি একাই বলছেন সে কবিতা চুরি করেছে । এখন আমাকে না আমাদেরসহ ব্লগের সবার কাছেই প্রমান করুন আপনি সত্যবাদী যুধিষ্ঠির -নইলে মন্ডল সাহেব আর সনেট কবির কাছে আপনি মিথ্যাবাদী আর আমার কাছে এর  অতিরিক্ত বদমাইশ হয়েই থাকবেন একটা ।
আমি ওমরার কে হই , ওমেরাকে কসম করতে বলার এইসব অপ্রাসঙ্গিক আর বদমাইশি কথা বলে মিথ্যা থেকে বাঁচার চেষ্টা  না করে  নিজের দিকে তাকান এখন । মন্ডল সাহেবের সুন্দর পোস্টটাতে ইংরেজি কবিতার নকল এই মিথ্যা কথা বলে নোংরামি শুরু করেছেন আপনি। তাই লিংক দিয়ে প্রমান করুন আপনি  সত্যি বলছেন -লাল রঙে ষোলো ডিজিটে আপনাকে যুধিষ্ঠির বলবো, ওমেরাকে চোর বলবো ।আমার কোনো অসুবিধা নেই ।আর সেটা না হলে আমি কে এই সব বদমাইশি কথা বলে  মিথ্যাবাদী বদমাইশের দুর্নাম ঘোচানো যাবে না  । এটা মিথ্যাবাদীর ইউনিভার্সাল টেন্ডেন্সি সত্যি  না বলে আলতু ফালতু বদমাইশি কথা বলা । আপনিও তাই করেছেন। সেটাতো হবে  না ঘুটে এবার । প্রমান করতে হবে আপনি নিজে যা বলেছেন সেই কথা, শুধু আবোল তাবোল বললে হবে না। ঘুটের কুঁড়ে,নাও ইট ইজ ইয়োর কল Iইউ ক্যান চুজ বিটুইন ড্যাম লাইয়ার এন্ড  ট্রাস্টওয়ার্দী অপশনস I থিঙ্ক ইট ফর এ  সেকেন্ড,  বিফোর  ইউ ব্যাক অফ ফ্রম দিস  চ্যালেঞ্জ,ওকে I  
আমার কথা শুরু হয়েছে মন্ডল সাহেবের লেখার কমেন্ট থেকে। অতীতে কি হয়েছে সেই প্যাচাল না পেরে এখনকার ইংরেজি কবিতার  লিংক দিন । এই লিংক দিয়ে যদি প্রমান করতে পারেন আপনি সত্যি বলছেন তাহলে হয়তো আপনার অন্য কথাও সত্যি হতে পারে । আর এটা মিথ্যা হলে আপনি চূড়ান্ত বদমাইশ একটা মিথ্যাবাদী, আপনার আগের অভিযোগও  সব ভিত্তিহীন আর মিথ্যা সেটাই প্রমান হবে ।নো মোর কোশ্চেন আস্কড । প্লেইন এন্ড সিম্পল ।
আমি যতবার আপনাকে মিথ্যেবাদী জেনে নোংরামির জন্য বদমাইশ বলেছি ততবার স্যরি বলে সব ফিরিয়ে নেবো আর ততবার ম্যাপ চাইবো সনেট কবির এই পোস্টে।শুধু লিংকটা দিয়ে প্রমান করুন আপনি ভিত্তিহীন মিথ্যা কথা বলেননি । আলতু ফালতু  কুঁড়ের বাদশা ভিক্তিহীন কথা কখনো বলে না। এতোটুকু গ্যরান্টি দিতে পারি -এই সব বদমাইশি কথায় চিড়ে  ভিজবে না । ঘুঁটের কুঁড়ে, থেকে কুরের বাদশা হতে চাইলে প্রমান  হিসেবে লিংক দিন আমি না ব্লগে সবাই দেখবে। নইলে নিকৃষ্ট কুমানবসন্তান বলা আমার অভিযোগ টিকে থাকবে । বললামতো ব্লগে আর একটা কথাও বলবো না আপনি বদমাশ এ বিষয়ে শুধু লিংকটা দিয়ে প্রমান করুন । নইলে আপনার মিথ্যাবাদী নোংরা মুখটা পুরোপুরি বন্ধ রাখুন ।
ঘুটে কুঁড়ে, বি রেডি টু পোস্ট দ্যা লিংক। গেট ইয়োর বাট আউট । কুইক ।
 
২৬ শে জুন, ২০১৮  বিকাল ৪:৩২
সনেট কবি বলেছেন: আপনারা দেখছি তার কুঁড়েমির অপমৃত্যু ঘটাবেন!
৩৮| 
২৬ শে জুন, ২০১৮  বিকাল ৪:২৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ব্লগের যাকে নিয়ে লিখছেন সেটাই হিট
দারুন। দারুন।
 
২৬ শে জুন, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৬
সনেট কবি বলেছেন: তবে কোন কোনটা বেশী হিট হয়
৩৯| 
২৬ শে জুন, ২০১৮  বিকাল ৫:৩০
কুঁড়ের_বাদশা বলেছেন: 
মিথ্যার পক্ষে যুক্তি অনেক দেওয়া যায় ; আর অহেতুক ক্যচাল করে লাভ নাই।
উপরে এক জায়গায় বলেছেন, আমার হেদায়তের কথা, এবার সত্যিই আমার হেদায়ত হওয়া দরকার। ![]()
আপনি কত বড় আলেম যে আমার হেদায়েতের প্রয়োজনীতা অনুভব করলেন। 
 
যদিও চোরে না শুনে ধর্মের কাহিনী 
এবার আমি থামি। কথা দিলাম থেমে যাবো
তবে,
এখন এখানে ওমেরা এসে বলুক, বা পোষ্ট দিয়ে বলুক।
 
আমার মরা মায়ের কসম করে বলছি 
আমি ব্লগে কখনো লেখা চুরি লিখিনি বা কপি-পেষ্ট করে লিখিনি।
আমি ওমেরাকে বলছি লেখা চোর, 
আর আপনি বলছেন আমাকে মিথ্যাবাদী।
এবার প্রমাণ হয়ে যাবে 
কে চোর আর কে মিথ্যাবাদী 
আর আপনি একজন বিশিষ্ট যুক্তিবাদী 
তাহলে মামলা খতম হয়ে যাবে। 
আপনার সরি আমার লাগবে না। 
 
যদি এই কাজটি ওমেরাকে দিয়ে না করতে পারেন তাহলে ভেবে নিবো আপনিই একজন কুসন্তান। আর না হলে থেমে যান, আপনার সমন্ধে কিছুই ভেবে নিবো না। এতোকিছুর পরেও আপনার প্রতি ভালোবাসা থাকবে।  
 
আশা করি,ওমেরার সৎ সাহস থাকলে ওর মরা মায়ের কসম করে এ কথা হাজার বলতে পারবে।
 
 
২৬ শে জুন, ২০১৮  সন্ধ্যা  ৬:৫০
সনেট কবি বলেছেন: আ হা হা এরা আপনাকে দিয়ে এত্ত পরিশ্রম করিয়ে নিল। সব হিংসে। কারো সুখ কারো সহ্য হয়না।
৪০| 
২৬ শে জুন, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৯
নিভৃতেনৈঃশব্দে বলেছেন: এই ঘুটে কুঁড়ে, আবার জানতে চাইছি লিংকটা কোথায় ? 
ওমরার প্রশ্ন আসলো কথা থেকে ? লিংকের কথা বলে নোংরামি শুরু করেছেন আপনি | সেটার প্রমান আপনি দেবেন | মিথ্যা কথা বলে সেটা প্রমান করতে না পেরে ওমরার আঁচলের তলায় লুকানোর চেষ্টা কেন ? আপনি মিথ্যাবাদিতা আর এক পাক্কা ব্লগ বদমাইশ সেটা বুঝেছি আর এতো যে কাপুরুষ্যে সেটা এখন জানলাম | এ'রকম একজনের সাথে ইনরটারাক্ট করতে হচ্ছে আমাকে ! ওহ গড আই হেট্ মাইসেলফ ! 
ওমেরাকে আমিতো জানি না I  তার কাছে আমারতো কোনো  প্রশ্ন নেই I থাকার কথাও না I আর সে কিভাবে আপনার লিংকের সত্যি মিথ্যার উত্তর দেবে ? সে চুরি করলেতো সেটা  বলবে না I  আপনি স্বঘোষিত পুলিশের আইজির দায়িত্ব নিয়েছেন লেখা চোর ধরার আপনি না লিংকটা দিয়ে কোথায় ল্যাঠা চুকিয়ে দেবেন তা না করে একটা মেয়ে যাকে চোর বলছেন তার আঁচলের তলায় লুকানোর ফন্দি ! ঘুঁটের কুঁড়ে, একটা পরামর্শ লজ্জায় আত্মহত্যা করতে চাইলে কচুগাছ ছাড়া অন্য কোনো গাছ চুজ করবেন না প্লিজ I  সবুজ বাংলাদেশের যে কোনো গাছের তাতে মহা অপমান হবে ! সত্যি বলছি ! এমনিতেই গ্লোবাল ওয়ার্মিংয়ের মুখে দেশ I আর এই অপমানে একটা প্রজাতির বড় সব গাছ একযোগে রাগে   দুঃখে, অপমানে আর ঘিন্নায় আত্মহত্যা করলে দেশ পুরোপুরি ধ্বংস ! সেটা করবেন না প্লিজ !
মিথ্যা জোচ্চুরি করে আর কত করবেন  ঘুটে ? আপনি যে মিথ্যেবাদী জোচ্চোর একটা তাতো  মন্ডল সাহেবের লেখা আর এই লেখার  এতগুলো কমেন্টের পরেও লিংকটা না দিয়ে আবোল তাবোল বলে  আর থেকে  আর লিংক না দিয়ে আপনার পালাবার পায়তারা থেকে ফিলিপ্স বাতির আলোর মতো মতো সাদা ফক ফকা হয়েই গেছে ! সবাই যারা এই পোস্ট পড়ছে আর মন্ডল সাহেবের পোস্ট পড়েছে  তারা কিছু বলুক না বলুক জেনে গেছে আপনি একটা মহা মিথ্যাবাদী | ওমেরা কেন কারো মিথ্যা নিয়েই আমার মাথা ব্যাথা নেই |আমিতো ধর্ম প্রচার করতে আসেনি ব্লগে যে কে মিথ্যাবাদী আর কে সত্যবাদ সেটা যাচাই করতে হবে ? আপনার মিথ্যা নিয়েও এতো কথা বলার রুচি ছিল না আমার I আমি আপনাকে যাই বলেছি সেগুলো সবই কন্টিনজেন্ট ছিল আপনার লিংকটা দেবার সাথে | সেটা দিলেই আমার সব বিশেষণই ইনভ্যালিড হয়ে যেত | আর সেটা সবাই বুঝতোও আমিও সেটাই চেয়েছিলাম | আমি ভেবেছিলাম কাল মন্ডল সাহেবের প্রশ্নের উত্তর না দিয়ে আপনি আপনার মিথ্যে স্বীকার করে নিয়েছেন I  আমি আজকে আপনাকে কিছু বলিওনি I  কোথাও আপনার নামও  নেই নি (সনেট কবির কবিতাতে আপনার নামটাও আমি উল্লেখ করিনি) I কিন্তু আপনি খুবই অভদ্র ভাষায় আমাকে একটা যৌক্তিক প্রশ্ন তোলাতে কালকেও আক্রমণ করেছেন, আজকেও সনেট কবির কমেন্টের পরেও I সেজন্যই জানতে চাইলাম আপনি কত বড় যুধিষ্ঠির হয়েছেন ?কতটুকু সত্যি আপনি বলছেন I এখন সেটার উত্তর পেলেই এই চ্যাপ্টার ক্লোজড I আপনার ব্যাপারে আমার কোনো উৎসাহ নেই I  রিয়েলি নেইI  
আর আপনাকে হেদায়েত ! আমি পাগল নাকি ব্লগে এই রকম ইতরামি করে যে একটা মেয়ের সাথে তাকে হেদায়েত করবো ! অন্য মানুষকে প্রমান ছাড়া চোর বলার জন্য আপনার যে প্রাপ্য আপনি সঞ্চয় করেছেন সেটাই আপনি পাবেন | সেটার ব্যাপারে আমার মাথাব্যথা নেই | আপনার মতো একটা ব্লগারের  সাথে একই সময়ে একই ব্লগে ব্লগ করতে হচ্ছে সেটাইতো অপমানজনক অনেক I   যাক ফ্যাদা প্যাচাল না পেরে সত্যি কথা বলে থাকলে লিংকটা দেবেন প্লিজ I ওমেরার আঁচলে লুকাবার কোনো সুযোগ নেই I ওমেরার সাথে লিংকের কোনো ব্যাপার নেই সেটা আপনার দিতে হবে I  ওমেরা লেখা চুরি করেছে কিনা সেটা অন্য প্রশ্ন I  লিংক না দিয়ে মিথ্যা অভিযোগের প্রশ্ন সেটা না I  প্রশ্নটা হলো ইংরেজি কবিতার  লিংকের কথা বলে আপনি ভিত্তিহীন আর মিথ্যা কথা বলেছেন কিনা I  আপনি সত্যি বলছেন কিনা সেটা আপনিই প্রমান করবেন, ওমেরার কোনো ধরণের সম্পৃক্তি এখানে একেবারেই দরকার নেই I  এখন লিংকের ব্যাপারটা প্রমান করার বিষয় আপনার -শুধুই আপনার I  নইলে আবার সেই একই কথা .....(আর বললাম না)
আশাকরি ব্লগটাকে নোংরামি মুক্ত রাখার  চেষ্টা করবেন একটু I
 
২৬ শে জুন, ২০১৮  সন্ধ্যা  ৬:৫৩
সনেট কবি বলেছেন: আমাদের প্রত্যেকের পরস্পরের প্রতি সম্মানবোধ থাকা উচিত।
৪১| 
২৬ শে জুন, ২০১৮  রাত ১১:৩০
কুঁড়ের_বাদশা বলেছেন: 
আমি জানতাম ওমেরা চুর কোনদিন ওর মরা মায়ের কসম করে বলবে না
কারণ ওমেরা আসলে একটা চুর! আর আমি যতদিন ব্লগে থাকবো ততদিন ওমেরাকে চুর বলবো।
আমি প্রথমে বলেছি আমি আপনাকে কোন প্রমাণ দিবো না। যাকে দেওয়ার কথা ছিল তাকে দিতাম। আর আপনাকে মহা সত্য এনে দিলেও বিশ্বাস করবেনা যে ওমেরা চুর না। শুধু শুধু সময় নষ্ট ছাড়া কিছু না।অতীতেও অনেক ব্লগার প্রমাণ করেছে ওমেরা চুর। আর এখনও সময় আছে পারলে ওমেরাকে দিয়েই  প্রমাণ করুন ওমেরা চুর না। যেহুতু এ নিয়ে ক্যচাল হচ্ছে ।ওমেরার ভালোর জন্য বলছি।ওমেরাকে বলুন তুমি তোমার মায়ের কসম করে বলো আমি চুর না। তারপরে বড় বড় কথা বলুন। আমাকে বদমাশ ,শয়তান যা মন চায় বলতে পারেন। মাথা পেতে নিবো।
এ পোষ্টে আর কোন কথা হবে না..... যদি না পারেন তাহলে বুঝে নিবো। আপনিও এতোক্ষণ একটা শয়তান বাচ্চা হয়ে আরেকটা শয়তানের বাচ্চার সাফাই গাচ্ছে। 
 
 
২৬ শে জুন, ২০১৮  রাত ১১:৪০
সনেট কবি বলেছেন: বাদশাকে এমন তুচ্ছ বিষয় নিয়ে পড়ে থাকলে চলেনা।
৪২| 
২৭ শে জুন, ২০১৮  রাত ২:১৮
নিভৃতেনৈঃশব্দে বলেছেন: ঘুঁটের কুঁড়ে এক মিথ্যাবাদী, জোচ্চোর, ছাচ্চর, বদমাইশ স্পাইনলেস কাওয়ার্ড আর তুই ব্লগ রাজাকার !!!
সনেট কবি, 
এখনো একে বাদশা বলছেন ! দেখছেন না এতো ঘুঁটের কুঁড়ে আর ব্লগে বদমাইশির বাদশা | 
আপনার এই লেখায় ঘুঁটের কুঁড়ের  প্রথম ছয়টা কমেন্টে কিন্তু ওমেরার কোনো কথা নেই যদিও আমি প্রথম থেকেই একে জোচ্চোর মিথ্যেবাদী বলে আসছি লিংক না দেবার জন্য। এ নিয়ে মিথ্যা ঢাকতে সেভেন্থ কমেন্টে বদমাইশি করতে হাস্যকর ভাবে ওমেরার প্রসঙ্গ নিয়ে এলো। মন্ডল সাহেবের লেখা থেকে এর সাথে কিন্তু আমার আর মন্ডল সাহেবের কথা হচ্ছে, ওমেরার না। ওমেরাতো এই  আলোচনায় ছিলই না কখনো। সি নেভার ওয়াজ নট এ পার্ট অফ দিস ডিসকাশন এনিটাইম এট অল। তবুও এ নিজের মিথ্যা আড়াল করার জন্য ওমেরাকে টেনে আনছে। এই মিথ্যাবাদী জোচ্চোর জানে আমি ওমেরাকে  চিনিনা (ওমরার একটা মাত্র লেখায় আমার কমেন্ট আছে যেদিন প্রথম ব্লগে কমেন্ট করি সেদিন ওর লেখাটা মন হয় আলোচিত পাতায় ছিল বলে সেই কমেন্ট করেছিলাম),ওমেরা এখন ব্লগে নাই তাই তাকে কিছু বললেওতো সে সেটা প্রমান করতে আসবে না । তাই মুখ বাঁচাতে ওমেরার আঁচলের তলায় লুকিয়ে বাঁচতে  চাইছে। এই রকম কাউয়ার্ড প্রাণীকে নিয়ে প্রিয় সনেট কবি আপনি সনেট লিখলেন ! আপনার পোস্টে এই ব্লগের কিছু বিখ্যাত ব্লগারের কমেন্টও  দেখলাম এই মিথ্যেবাদী জোচ্চোরের প্রশংসা করে ! এই লজ্জা কোথায় রাখি ।  অথচ সেই আপনিই আমাদের ব্লগের নক্ষত্রসম ব্লগার  শায়মা, সেলিম আনোয়ার, কথিকেতনসহ আরো কত জনকে নিয়ে সনেট লিখেছেন । এই পঁচা পটলের সাথে আমাদের এই সেরা ব্লগারদের এক কাতারে রাখলেন প্রিয় সনেট কবি ! খুবই লজ্জার বিষয় হয়ে গেলো আজ ব্লগের জন্য। এই কাওয়ার্ডতা নিজে তার মিথ্যা আর ভিত্তিহীন দাবি প্রমান করতে চাইছে না আর ওমেরাকে বলছে তার সত্যতা প্রমান করতে ! এ কোন নর্দমার থেকে উঠে আসা কীট তাই ভাবছি !   
আমি ওমেরার আগের কোনো ব্যাপার জানিনা । সেগুলো সত্যি কি মিথ্যা কিছুই  জানি না । আমার কথা হচ্ছিলো এই জোচ্চোর মিথ্যাবাদী ঘুঁটের কুরের সাথে তার মিথ্যা নিয়ে ।  আরেকজনের সত্যতা নিয়ে এই জোচ্চোর প্রশ্ন তুলছে তাও বছর আগের পুরোনো আর এই জোচ্চোর মিথ্যাবাদী তার কালকের মিথ্যে দাবিকে সত্যি বলে কোনো প্রমান দিতে পারছে না ! এর পরেও এ বড় বড় কথা বলেই যাচ্চে "কুঁড়ের বাদশা ভিক্তিহীন কথা কখনো বলে না। এতোটুকু গ্যরান্টি দিতে পারি " |কত বড়   নির্লজ্জ বেহায়া হলে এই বদমাইশ ব্লগে সবার সামনে এরকম উলঙ্গ হয়ে যাবার পরেও কথা বলে ! এই মিথ্যেবাদী জোচ্চোরটা বুঝতেও পারছেনা যে আরেকজনের মিথ্যার প্রমান চাওয়ার আগে যখন প্রশ্ন উঠেছে নিজের বিশ্বাসযোগ্যতা নিয়েই  তখন নিজের মিথ্যা দাবীটাকে পারলে সত্যি প্রমান করা দরকার বেশি | এই মিথ্যাবাদী জোচ্চোর নিজের শূন্য বিশ্বাসযোগ্যতা ভুলে অন্যের সত্যতার দাবি করছে ! কি পরিমান স্পাইনলেস কাওয়ার্ড হলে এরকম গর্দভের মতো আচরণ করা যায় তাই ভাবছি । একজন ছেলে ব্লগার হিসেবে লজ্জায় মাথা কাটা যাচ্ছে এই রকম স্পাইনলেস কাওয়ার্ড মিথ্যাবাদী জোচ্চোর ছেলে ব্লগার আমাদের এই ব্লগে আছে বলে ! এই মিথ্যাবাদী জোচ্চোরটাকে ব্লগে ব্যান করার কি ব্যবস্থা আছে সনেট কবি একটু জানাবেন জানা থাকলে ।  আমি নতুন এ নিয়ে কোনো ধারণা নেই আমার । 
ঘুঁটের কুঁড়ে, আমার পরিস্কার কথা ওমেরা  কারো লেখা কপি করলে সেটা আপনি ওর সাথে সমাধান করুন। অভব্য বাসায় আমাকে যা বলেছেন সেটা আপনার ইংরেজি কবিতর নকল বিষয়ে মিথ্যাবাদিতা সম্পর্কে প্রশ্ন করা নিয়ে । আমি সেটা নিয়েই কথা বলছি আর  আপনার দাবির সত্যতা আপনাকেই প্রমান করতে হবে আপনার বলা ইংরেজি কবিতার লিংক দিয়ে। সেটা করতে পারলেই আমার ভুল আমি স্বীকার করে নেবো। মাপও চাইবো আপনাকে জোচ্চোর মিথ্যেবাদী আর নানাবিধ জন্তু জানোয়ার বলার জন্য ।  মন্ডল সাহেবের কাছে কোনো ব্যক্তিগত ধনসম্পদের জোর প্রমান করতে হবে না (মন্ডল সাহেব, মাপ করবেন আপনার তকলিফ কমানোর জন্য এই অসভ্য মিথ্যেবাদী নোংরা বদমাইশটার সাথে আমি আপনার হয়ে ডিল করলাম) লিংকটা দিলেই সব থেকে মুক্তি উপরন্তু  আমার ম্যাপ চাওয়াতো থাকছেই ! এর জন্য ওমেরার কোনো দরকার নেই ।  আমি ওমেরাকে চিনি না তাই আমার চ্যালেঞ্জের সাথে ওমেরাকে কসম করার আজগুবি দাবি যোগ করে অপ্রাসঙ্গিকভাবে ওমেরা বলে কেঁদে কেটে ওকে ডেকে ওর আঁচলের তলায় লুকাতে চাইলে জোচ্চোর মিথ্যেবাদী বদমাইশ আর স্পাইনলেস কাওয়ার্ডের  কলঙ্ক ঢাকবে না কিন্তু আগেই বলে রাখলাম, ঘুঁটের কুঁড়ে ।  আর গুড নিউজ হলো আমার সব কথাই লিংকের প্রমানের সাথে কন্টিনজেন্ট I লিংক দিয়ে প্রমান করতে পারলেই সব কথা ফিরিয়ে নিয়ে বলবো সত্যবাদী যুথিষ্ঠির !! আমার চ্যালেঞ্জ নিয়ে লিংক দিয়ে প্রমান না করতে পারলে আবার বলবো ঘুঁটের কুঁড়ে এক মিথ্যাবাদী, জোচ্চোর, ছাচ্চর, বদমাইশ স্পাইনলেস কাওয়ার্ড আর তুই ব্লগ রাজাকার (একাত্তুরের মতো আমাদের মেয়েদের সন্মানহানির জন্য) !!!  ঘুঁটের কুঁড়ে তুই ব্লগ রাজাকার !!! আই এম গনা ফলো ইউ ইনটু ইওর ফিউনারেল প্রসেশন ইফ ইউ ডোন্ট গেট স্ট্রেইট । ঘুঁটের কুঁড়ে, বি কেয়ারফুল এন্ড বিহেভ।  
 
২৭ শে জুন, ২০১৮  সকাল ৭:৫০
সনেট কবি বলেছেন: বাদশাগণ সব সময় সবাইকে সন্তুষ্ট করতে পারেন না। আপনি হয়ত অসন্তুষ্ট কাতারের লোক। কিন্তু আমাদের বাদশার উপর অনেকেই সন্তুষ্ট তার প্রমাণতো এ পোষ্ট। কাজেই আপনার একার কথায় আর কি হবে?
৪৩| 
২৭ শে জুন, ২০১৮  রাত ৩:৫৯
কুঁড়ের_বাদশা বলেছেন: 
এই শয়তানের বাচ্চা ভালো করে শুনে রাখ, যে কবিতার ব্যপারে কথা বলেছি সেটা ওমেরার কবিতা ছিল। নিজাম আমার মন্তব্য ডিলিট না করলে বুঝতিস। ওখানে আসলে কার কবিতা নিয়ে কথা হচ্ছিল। আর এখন বলছিস ওমেরাকে চিনিস না.. তুই দেখি একটা আসল শয়তানের বাচ্চা। তাহলে এ নিয়ে তোর এতো চুলকানি কিসের? প্রথমেই তোকে থামতে বলেছি ।যদি নিজামের মাল্টি হয়ে থাকিস তাহলে চিন্তার কারণ নাই। নিজাম রসিক মানুষ আমিও তাই। একারণে নিজামের সাথে আমার কোন বিবাদ নাই কিন্তুু ব্লগে লুলামি করিস না,তাহলে জামিন নাই।অতীতে ওমেরা মাগীর চুরি ধরেছিলাম জন্য আমায় ব্লক করে রেখে।আবারও ওমেরা শয়তানি জাতির সামনে তুলে ধরার চেষ্টায় আছি। এখন তোর লেখার স্টাইল দেখে তো মনে হচ্ছে না তুই নিজামের মাল্টি । ওমেরা মাগীর একটা দালাল ছিল মলাইমশার লেখার স্টাইলের মত তোর লেখা মনে হচ্ছে।যাহোক,যেই হোস না কেন।এখন তো সত্যি বলবি না। জায়গা মত ঘা দিয়েছি।এখন ওমেরাকেও চিনবি না।
 
২৭ শে জুন, ২০১৮  সকাল ৭:৫৩
সনেট কবি বলেছেন: বাদশাদের মার্জিত হতে হয়।
৪৪| 
২৭ শে জুন, ২০১৮  সন্ধ্যা  ৭:১৩
নিভৃতেনৈঃশব্দে বলেছেন: ***
                                  ঘুঁটের কুঁড়ে (ক্ষমতাচ্যুত কুঁড়ের_বাদশা) 'তুই ব্লগ রাজাকার' 
ঘুটে, 
হা হা হা ......
চিচিংটাতো ফাক হয়ে গেলো আপনার | কয়েকটা কমেন্টই আগে অভদ্র ভাষায় কথা বলার জন্য দুঃখ প্রকাশ ধরণের কিছু বলে ভদ্র ভাষা প্রয়োগ সংক্রান্ত ইচ্ছার যে কথা মুখ থেকে নিঃসৃত হয়েছিল সে থেকে এতো তারতারি রিটায়ার !  মেয়েদের সন্মানহানি করার কাজে লেগে থাকা মিথ্যেবাদী ইতর বদমাশ ব্লগ রাজাকারদের কাছে এর থেকে বেশি কিছু থাকে নাতো ? এই ভাষা নিয়েতো আপনার বটতলার চটি লেখার কথা ! এই ব্লগে যেখানে সেলিম আনোয়ার প্রেমের কবিতা লেখে, খায়রুল আহসান, আহমেদ জিএস, ডক্টর এম আলী, হাসান মাহবুব, শায়মা, সোহানি, মুনিরা সুলতানার মতো আপাদমস্তক ভদ্র মার্জিত ব্লগাররা লেখায় মায়া ছড়িয়ে যাচ্ছে সেখানে আপনার মতো নোংরা একজন প্রাণীরতো এই ব্লগের তিন তল্লাটে থাকার কথা নয় ! ব্লগে বিরহী কবিতা লেখার ভান না করে  ব্লগ থেকে রিটায়ার করলে হয়না ঘুঁটের কুঁড়ে?
এতক্ষনে এসে বলছেন "এই শয়তানের বাচ্চা ভালো করে শুনে রাখ, যে কবিতার ব্যপারে কথা বলেছি সেটা ওমেরার কবিতা ছিল। নিজাম আমার মন্তব্য ডিলিট না করলে বুঝতিস। ওখানে আসলে কার কবিতা নিয়ে কথা হচ্ছিল।" আবার  বলি আপনার ব্লগ ভাষা অতি উত্তম !! প্রাণ জুরিযে গেলো ! মারহাবা !!  তা ওমেরার কবিতা অতি মনোরম  এই ধরণের কিছু বলেছিলেন নাকি যে মন্ডল সাহেব ঈর্ষায় জ্বলে আপনার কমেন্ট মুছে দিলো ? ঘুঁটের কুঁড়ে, মনেতো হচ্ছে আপনার সারা অস্তিত্বেই  সত্য, ভদ্রতা,ভব্যতা বলে কিছু নেই | এমন জ্বলজ্যান্ত ধরা খাওয়া মিথ্যা এই ডিজিটাল জামানায় কেউ বলে !!! আরে বোকার মতো যে বলছেন ওমেরার কবিতার  কথা হচ্ছিলো সেটাতো ওমরার কবিতা চমৎকার আর সেই চমৎকার কবিতার প্রশংসা করে সেই কবিতা পড়ার কথাতো বলেননি মন্ডল সাহেব কে তাই না ? সেটা বললেতো মন্ডল সাহেব আর লিংক দেবার কথা বলতেন না আপনাকে ? আমিও বারবার লিংক দেবার কথা বলতাম না ? মনে পরে কি পুরোনো সেই দিনের কথা ? কি বলেছিলেন মন্ডল সাহেবের কমেন্টে ? ঘুটের কুঁড়ে, আপনিতো পরিষ্কার করেই বলেছেন  ওমেরার কবিতা ইংরেজি কবিতার নকল ! ওর কবিতা ওর আগেই একজন বিদেশী কবি/ব্লগার লিখেছেন ! মণ্ডলসাহেবকে ওর কবিতার ইংরেজি অনুবাদ করে গুগুল সার্চ দিতে বলেছেন মন্ডল সাহেবকে তাতেই নাকি বিরাট চুরি ধরা পড়বে ! মন্ডল সাহেব তার উত্তরে বলেছেন উনি অনুবাদ করে সার্চ দিয়েছিলেন কিছু পাননি |আমিও চেষ্টা করেছিলাম যোগফল শূন্য ! ঘুটের কুঁড়ে, ব্লগে যেটা একবার বলেছেন সেটা সবাই দেখেছে |আর মন্ডল সাহেবতো বলেইছেন  আপনার মন্তব্য তার কাছে আছে ? বেট  ধরবেন নাকি আপনি যে নোংরা মিথ্যে কথা বলছেন ওর কবিতা ইংরেজি কবিতার নকল সেটা বলেননি এ নিয়ে (এখানে বলে রাখি মন্ডল সাহেব আপনাকে দয়া দেখিয়ে আপনার কমেন্ট রিজেনারেট না করলেও সেটা পাবার উপায় আছে) |ঘুঁটের কুঁড়ে, একটা বেট তাহলে হয়েই যাক আমার সাথে যে আপনি প্রমান ছাড়া ওমেরার কবিতা ইংরেজি কবিতার নকল এই নোংরা মিথ্যে বলেছেন মন্ডল সাহেবের পোস্টে সেটা নিয়ে ? স্পাইনলেস ঘুটের কুঁড়ে, ইউ কান্ট টেক মাই চ্যালেঞ্জ | ক্যান ইউ ? ঘুটের কুঁড়ে, গচ্ইয়া !  
 
২৭ শে জুন, ২০১৮  রাত ৮:১৫
সনেট কবি বলেছেন: অহেতুক কাজে মানুষ কেন যে এত সময় নষ্ট করে!
৪৫| 
২৭ শে জুন, ২০১৮  রাত ৮:৪৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আহা!  কি মনোরম শব্দ!!!
 মন্ডল সাহেব....![]()
@নিভৃতেনৈঃশব্দে
@কুঁড়ের_বাদশা
আপনারা কাইজা করেন!  আমি চললুম ওমেরাকে উদ্ধার করতে.......![]()
@লেখক
আপনি তো সাক্ষী গোপাল!!![]()
আমার দুই বন্ধু ঝগড়া করতে করতে ক্লান্ত! 
তাদের একটু আপ্যায়ন করুন...![]()
 
 
২৭ শে জুন, ২০১৮  রাত ৮:৪৬
সনেট কবি বলেছেন: আপনার রুচিবোধ চমৎকার।
৪৬| 
২৭ শে জুন, ২০১৮  রাত ১০:১৫
নিভৃতেনৈঃশব্দে বলেছেন:   ২৬ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩০ ০  লেখক বলেছেন: নৈঃশব্দে এত্ত শব্দ হলে ক্যামনে হয়?
প্রিয় কবি, 
আপনার উপরে দেওয়া এই কমেন্টটা  খুব ভালো লেগেছিলো কাল I কালকেই উত্তরটা দিতে চেয়েছিলাম কিন্তু উত্তরটা দেওয়া হয়নি আর I আপনিতো  ইসলাম নিয়ে লেখেন তাই একটা কথা বলতে ইচ্ছে হয়েছিল আপনার মন্তব্যটা পড়েই ইসলামের ইতিহাস থেকেই I সেটাই বলছি এখন Iহাজার বছর  আগে হেরা গুহায় এক রাতের নিভৃতেনৈঃশব্দেই কিন্তু প্রিয় নবীর (সাঃ) কাছে প্রথম ওহীর বাণী পাঠিয়েছিলেন আল্লাহ শান্তির ধর্ম ইসলাম প্রতিষ্ঠিত করতে ! গহীন রাতের  সেই নিভৃতেনৈঃশব্দে শান্তির বাণী নিয়ে নাজিল হওয়া কুরআন কিন্তু মিথ্যার ওপরে সত্যের জয়ের জন্য কঠিন জিহাদের কথা বলেছে, তলোয়ার ধরার কথাও বলেছে ! সেই যুদ্ধের কাকে সেনাপতি নিযুক্ত করা হয়েছিল ? স্বয়ং মহানবীকে (সাঃ)| জানেনতো দয়ার নবী (সাঃ) ইহুদিদের ক্রমাগত বিশ্বাসঘাতকতায় ইসলামের নিরাপত্তা নিশ্চিত করতে খন্দকের যুদ্ধের পরে বিশ্বাসঘাতক এক ইহুদি গোত্রের কিছু মানুষকেও হত্যার আদেশ দিয়েছিলেন !মাঝে মাঝে কিছু করার থাকেনা I  
ব্লগেও মাঝে মাঝে না চাইলেও নোংরামির বিরুদ্ধে বলতেই হবে I আপনার সনেট ব্যক্তিকে তার করা একটা মিথ্যা অভিযোগ সত্যি কিনা নিরীহ এক প্রশ্নে সেটাই শুধু প্রমান করতে বলেছিলাম আর কিন্তু কিছু নয় I শুধু একটা লিংক দিলেই কিন্তু হয়ে যেত এতো কথার কোনোই দরকার ছিল না I  এখন সেটাও অস্বীকার করছে ! এই ডিজিটাল জামানায় কি আর সেটা করা যায় এটাও যে কেউ কেউ কেন ভুলে যায় !!! ওকে বলে দেবেন, ঘুঁটের মিথ্যা সবাই জেনে গেছে |
ঘুটে ইউ  ক্যান রান, ব্যাট ইউ কান্ট্ হাইড !! 
(সনেট কবি, এই কমেন্টার জন্য খুব দুঃখিত I আগের কথার খেলাফ  হয়ে গেলো ই কিন্তু এটাই শেষ I আপনার কথাই ঠিক অনেক সময় নষ্ট হলো I ঘুঁটের কুঁড়ের পেছনে সময় নষ্ট করার মানে হয় না I)
 
২৭ শে জুন, ২০১৮  রাত ১০:৩৮
সনেট কবি বলেছেন: রেগে গেলেনতো হেরে গেলেন।এটা একটা প্রচলিত কথা।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুন, ২০১৮  বিকাল ৪:১৪
তারেক_মাহমুদ বলেছেন: কুড়ের বাদশা সামু ব্লগের বিনোদন।