| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সনেট কবি
	রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

ব্লগ মাস্টার মশায় মাস্টারি করেন
ব্লগে, অথচ এখানে আলগা ক্যাচাল
সর্বদা লেগেই থাকে।কি এক ভেজাল,
অহেতুক লোকে হেথা অশান্তি ছড়ায়!
মহোদয় দেখলাম কবিতা লেখেন
দীপ্তিময়, প্রজ্জ্বলনে ঐক্যের মশাল
তাতে নৈতিকতাদের স্বযত্নে ঢালেন
যেন সবে পরস্পরে সৌহার্দে জড়ায়।
মাস্টার যেথা থাকেন সেথা কেন ছাত্র
উল্টা-পাল্টা কথা বলে?বলেন মাস্টার
আপনার ছাত্র কেন এমন অপাত্র?
চলুন মিছিল করি লাগাই পোস্টার
ব্লগে আর চলবেনা ঝগড়া বিভ্রান্তি
আমরা হেথায় চাই অনাবিল শান্তি।
ব্লগ মাস্টার
 
২৬ শে জুন, ২০১৮  বিকাল ৪:০৯
সনেট কবি বলেছেন: মাস্টাররা এমনই হয় কি না কে জানে?
২| 
২৬ শে জুন, ২০১৮  বিকাল ৪:০০
কাইকর বলেছেন: সুন্দর কবিতা
 
২৬ শে জুন, ২০১৮  বিকাল ৪:১৩
সনেট কবি বলেছেন: ধন্যবাদ।
৩| 
২৬ শে জুন, ২০১৮  বিকাল ৪:১৭
স্রাঞ্জি সে বলেছেন: দারুণ, হে সনেট কবি।
 
২৬ শে জুন, ২০১৮  বিকাল ৪:২১
সনেট কবি বলেছেন: ধন্যবাদ।
৪| 
২৬ শে জুন, ২০১৮  বিকাল ৪:২০
চাঁদগাজী বলেছেন: 
ব্লগ মাষ্টারের দায়িত্ব নতুন ব্লগারদের ব্লগিং'এ হাতেখড়ি দেয়া। দেখা যাক, আজ থেকে উনি নিজের দায়িত্ব বুঝে নেন কিনা!
 
২৬ শে জুন, ২০১৮  বিকাল ৪:৩৬
সনেট কবি বলেছেন: কিন্তু তাঁর ব্লগারদের মন্তব্যের জবাব দিতে বিলম্ব ব্লগারদের হতাশ করছে। আশাকরি তিনি বিষয়টা গুরুত্বের সাথে নিবেন।
৫| 
২৬ শে জুন, ২০১৮  বিকাল ৪:২১
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ব্লগ মাষ্টার হয়তো ব্লগে নজড় দেন কম।
 
২৬ শে জুন, ২০১৮  বিকাল ৪:৩৭
সনেট কবি বলেছেন: মাস্টার হয়ে নজর কম দিলেতো হবেনা।
৬| 
২৬ শে জুন, ২০১৮  বিকাল ৪:২৮
তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর বলেছেন ব্লগে ক্যাচাল বাদ দিয়ে আমরা সবাই মিলে মিশে থাকি।
 
২৬ শে জুন, ২০১৮  বিকাল ৪:৩৯
সনেট কবি বলেছেন: ক্যাচাল খুব বিরক্তিকর।
৭| 
২৬ শে জুন, ২০১৮  সন্ধ্যা  ৬:০৭
রাজীব নুর বলেছেন: গ্রেট গেট গ্রেট।
 
২৬ শে জুন, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৩
সনেট কবি বলেছেন: গুড
৮| 
২৭ শে জুন, ২০১৮  ভোর ৪:৩৬
ব্লগ মাস্টার বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় সনেট কবি। 
চাঁদগাজী বলেছেন: 
ব্লগ মাষ্টারের দায়িত্ব নতুন ব্লগারদের ব্লগিং'এ হাতেখড়ি দেয়া। দেখা যাক, আজ থেকে উনি নিজের দায়িত্ব বুঝে নেন কিনা! 
এখন নতুন ব্লগাররাও কম না ভাই । তাদের শিখাতে চাইলে বরং শিখানোর বদলে নিজেকেই শিখতে হবে তাদের কাছে ।
 
২৭ শে জুন, ২০১৮  সকাল ৭:৫৫
সনেট কবি বলেছেন: তথাপি মাস্টারদের শিখানোর দায় থেকেই যায়।
৯| 
২৭ শে জুন, ২০১৮  ভোর ৪:৩৯
ব্লগ মাস্টার বলেছেন: @সিগন্যাস ভাই
একটু কাজে ব্যস্ত তবে আশা করি খুব শিগ্রহই সকল ব্যস্তটা কেঁটে যাবে আবার নিয়মিত হতে পারবো। ধন্যবাদ সিগন্যাস আপনাকে ।
 
২৭ শে জুন, ২০১৮  সকাল ৭:৫৭
সনেট কবি বলেছেন: জাতি আপনাকে চায় মাননীয় মাস্টার
১০| 
২৭ শে জুন, ২০১৮  ভোর ৪:৪২
ব্লগ মাস্টার বলেছেন: মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ব্লগ মাষ্টার হয়তো ব্লগে নজড় দেন কম। 
মাইদুল ভাই ব্লগে নজর দেয়া যাদের বেশি দরকার তারা ঠিকমত নজর দিলেই চলবে।
 
২৭ শে জুন, ২০১৮  সকাল ৭:৫৮
সনেট কবি বলেছেন: তথাপি আপনার অভাব কি আর অন্যদের দ্বারা দূর হবে?
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০১৮  বিকাল ৩:৪২
সিগন্যাস বলেছেন: ব্লগ মাষ্টার মনে হয় ব্যস্ত লোক।উনার পোষ্টে মন্তব্য করলে কয়েক যুগ পরে উত্তর পায়